Lok Sabha passes – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 29 Nov 2021 09:16:30 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Lok Sabha passes – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Farm Laws Repeal Bill: বিরোধীদের হট্টগোলের মধ্যেই লোকসভায় পাস কৃষি আইন প্রত্যাহার বিল https://ekolkata24.com/uncategorized/lok-sabha-passes-farm-laws-repeal-bill-amid-protests-by-opposition-seeking-discussion Mon, 29 Nov 2021 09:15:38 +0000 https://ekolkata24.com/?p=12756 News Desk: শেষপর্যন্ত বিরোধীদের তুমুল হই হট্টগোলের মাঝেই লোকসভায় (Loksabha) পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল (Farm Laws Repeal Bill)। সোমবার (Monday) সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Season) প্রথম দিনেই পাস হল বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল।

বিরোধী রাজনৈতিক দলগুলি কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী সাংসদদের বারবার শান্ত হওয়ার আবেদন করেন। কিন্তু স্পিকারের অনুরোধে বিরোধীরা কর্ণপাত করেনি। যে কারণে প্রথম দফায় দুপুর ১২টা পর্যন্ত লোকসভা স্থগিত করে দেওয়া হয়।

দ্বিতীয় দফায় অধিবেশন শুরু হলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন এবং মাত্র ৪ মিনিটের মধ্যেই ধ্বনী ভোটে এই বিল পাস হয়ে যায়। এরপর রাজ্যসভাতেও এই বিল পেশ করা হয়।

উল্লেখ্য, ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কৃষি বিল প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, কৃষি আইন নিয়ে গোটা দেশের কাছে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, শীতকালীন অধিবেশনের শুরুতেই এই বিল প্রত্যাহার করে নেওয়া হবে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি মতই সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল।

এদিন কোনওরকম আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার বিল পাস হওয়ায় বিরোধীরা তার তীব্র সমালোচনা করেন। বিরোধীদের প্রবল চিৎকার চেঁচামেচির ফলে দ্বিতীয় দফায় দুপুর ২টা পর্যন্ত সংসদের উভয় কক্ষই স্থগিত করে দেওয়া হয়। দ্বিতীয় দফায় দুপুর দু’টোর পর রাজ্যসভার অধিবেশন শুরু হলে কৃষি আইন প্রত্যাহার বিলটি পেশ করা হয়। তবে সোমবার রাজ্যসভায় এই বিল পাস হবে এমন কোনও সম্ভাবনা নেই।

কৃষি আইন প্রত্যাহার বিল লোকসভায় পাস হওয়ার খবরে কৃষকনেতা রাকেশ টিকায়েত বলেছেন একটি ধাপ পূরণ হল। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত কৃষক প্রাণ হারিয়েছেন এই আইন প্রত্যাহার তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ। একইসঙ্গে টিকায়েত জানান, তাঁদের এই আন্দোলন জারি থাকবে। কারণ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তার বিষয়টি এখনও সরকার মেনে নেয়নি।

এই বিষয়টি ছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে সরকারের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। আলোচনায় সমস্যার সমাধান হয়ে গেলে তবেই তাঁরা আন্দোলনের পথ থেকে সরে আসবেন। টিকায়েত এদিন আরও জানিয়েছেন, ৪ ডিসেম্বর তাঁরা ফের আলোচনায় বসবেন। সেদিনই তাঁদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।

]]>