Love marriage – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 20 Oct 2021 16:46:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Love marriage – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Ankush-Oindrila: শোরগোল ফেলে দিল অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’-এর ভিডিও https://ekolkata24.com/entertainment/viral-ankush-andrilas-love-marriage-video Tue, 19 Oct 2021 09:46:26 +0000 https://www.ekolkata24.com/?p=8284 কলকাতা: কখনও মলদ্বীপ কখনও দুবাই ভালবাসার আকাশে পাখা মেলে উরছে টলিউডের দুই লাভবার্ডস অঙ্কুশ ও ঐন্দ্রিলা। চুটিয়ে প্রেম করলেও সহজে বিয়ের বাঁধানে বাঁধা পরছেন না তাঁরা। যদিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে নানা ইঙ্গিত দিয়ে থাকেন, কিন্তু কবে, কখনও সেসব নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করতে একেবারেই নারাজ এই কপত-কপতি।

তবে বিয়েল না হলেও রিল লাইফে ‘লাভ ম্যারেজ’ করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আর তারই ফাস্টলুকের একটি ভিডিও ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন হিরো। যা এখন সোশ্যাল মিডিয়ার মোস্ট পপুলার ভিডিও। আর এই ভিডিও দেখে একের পর এক ছুটে আসছে অনুরাগীদের প্রশ্ন, ‘ সিনেমা তো বিয়েটা সেরে ফেললেন, বাস্তব জীবনে বিয়েটা কবে করবেন!’

পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী ছবি ‘লাভ ম্যারেজ’-এ জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এছাড়া ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে শুটিং পর্ব।

রাজা চন্দর ‘ম্যাজিক’ ছবি থেকেই সিনেমায় পা রাখেন ঐন্দ্রিলা সেন। তার আগে অবশ্য় একের পর এক ধারাবাহিকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেছিলেন নায়িকা। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর জুটি ভীষণ মনে ধরেছিল দর্শকদের।

উল্লেখ্য কিছুদিন আগে বিয়ের ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে নজর কেড়েছিলেন অঙ্কুশ। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়তে চলেছে এই জুটি।

]]>
Shovan-Baisakhi Relationship: বৈশাখী-শোভনের ‘বিয়ে’তে ‘বাঁশ’ হলেন রত্না https://ekolkata24.com/entertainment/shovan-baisakhi-relationship-x-mayor-of-kolkata-sovan-chatteree-new-marriage-controversy Sat, 16 Oct 2021 15:12:27 +0000 https://www.ekolkata24.com/?p=7923 নিউজ ডেস্ক: বিজয়া দশমীর অনুষ্ঠানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) সিঁদুর পরিয়ে সোহাগ করে আলতো আদর করেন শোভনবাবু (Sovan Chatterjee)।

দুজনের ‘বিয়ে’ নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। একসঙ্গে থাকা বা সিঁদুর পরালেই এখন দম্পতি বলে স্বীকৃত নয়, দরকার আইনি স্বীকৃতি। সেটাই নেই শোভন-বৈশাখীর। আবার দুজনেই পূর্ববর্তী বিবাহিত জীবনের ছেদ করেননি। 

দেখুন বৈখাশীর সিঁথিতে শোভনের সিঁদুরদানের ভিডিও

আইনের এই প্যাঁচেই এখানেই আইনত স্বামী শোভন চট্টোপাধ্যায়কে চাপে রাখতে মরিয়া রত্না চট্টোপাধ্যায়। দুর্গা মূর্তির সামনে বৈশাখীকে সিঁদুর পরানো নিয়ে কটাক্ষ করেছেন রত্না। তিনি বলেন, দুর্গা প্রতিমার পিছনে যে বাঁশ থাকে আমিই সেই বাঁশ। ওরা বিয়ের কথা ভাবুক, দেখছি আমি কী করা যায়।

রত্না বলেছেন, আইনত ও এখনও আমার স্বামী। আমি স্ত্রী। ডিভোর্স আমি দেবই না। যথারীতি রত্না উবাচ হয়েছে ভাইরাল। এর পরেই প্রশ্ন উঠছে, রত্না যেভাবে ডিভোর্স দেবেন না বলেছেন তাতে আইনি জটিলতায় পড়বেন কলকাতার প্রাক্তন মেয়র।

তবে নতুন বিয়ের রাতেই আবেগ যুক্তি সাজিয়ে বেড়াল মেরেছেন বৈশাখী। দশমীর রাতে তিনি সিঁদুর পরেই জানান,’শোভনবাবুর সঙ্গে তাঁর যে সম্পর্ক তাতে স্বীকৃতির অভাব ছিল না কোনওদিনই।’ স্বীকৃতি নিয়ে প্রশ্ন। আইনি নাকি ‘আদর৷

]]>