lover – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Dec 2021 05:29:30 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png lover – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Katwa: প্রেমিককে চুম্বন করে গুলি চালাল প্রেমিকা https://ekolkata24.com/uncategorized/girlfriend-allegedly-tried-to-shot-lover Thu, 16 Dec 2021 05:29:30 +0000 https://ekolkata24.com/?p=15055 নিউজ ডেস্ক : বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিককে লক্ষ করে গুলি চালাল প্রেমিকা। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় প্রেমিক লাল চাঁদ শেখ। বুধবার সন্ধ্যায় প্রেমিকা মনীষা খাতুন ফোন করে প্রেমিক লাল চাঁদ শেখকে ডাকে দেখা করার জন্য।  কাটোয়া (Katwa) শহরের সার্কাস ময়দান অঞ্চলে দেখা করার কথা ছিল তাঁদের। সেখানে দেখা হওয়ার পরে প্রথমে লাল চাঁদকে চুম্বন করে মনীষা। এরপরই ওয়ান শাটার বন্দুক প্রেমিকের বুকে ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে সে। বুঝতে পেরে মনীষাকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে পিছন থেকে গুলি চালায় প্রেমিকা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রেমিকের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় লাল চাঁদ। 

স্থানীয় সূত্রের খবর, কাটোয়ার কেশিয়া মাঠপাড়ার যুবক লাল চাঁদ শেখের সঙ্গে বাগানে পাড়ার মনীষা খাতুনের প্রায় ৩ বছরের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিক লালচাঁদ বিয়ে করতে রাজি হয়নি। এরপরেই কাটোয়া ছেড়ে চলে যায় প্রেমিকা মনীষা। মঙ্গলবার ঝাড়খন্ড থেকে কাটোয়ায় ফিরে আসার পরেই লাল চাঁদকে ফোন করে সে।

লালচাঁদের অভিযোগ, বুধবার রাত সাড়ে আটটার সময় মনীষা তাঁকে সার্কাস ময়দানের কাছে একটি গলিতে দেখা করতে বলে। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। 

এদিকে মনীষার বাড়ির লোক জানিয়েছে, কর্মসূত্রে ঝাড়খণ্ড চলে যাওয়ার পরে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ ছিল না তার। কিছু বছর বাদে ফিরে এসে এই ঘটনা ঘটায় সে। মনীষাকে ফোনের টাওয়ার লোকেশন দেখে গ্রেফতার করেছে পুলিশ। কাটোয়া থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

মনীষা ওই ওয়ান শাটারটি কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই লাল চাঁদকে মারার পরিকল্পনা করেছিল মনীষা।

]]>
প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে সবুজ মেরুন ফুটবলার শুভাশিস https://ekolkata24.com/sports-news/mohun-bagan-footballer-shubhashis-bose-in-the-warm-embrace-of-his-beloved-lover Sun, 21 Nov 2021 11:49:20 +0000 https://ekolkata24.com/?p=11973 Sports desk: আইএসএলে’র অষ্টম সংস্করণে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ, এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ২৭ নভেম্বর, তিলক ময়দানে। চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে কেরলা ব্লাস্টার্সকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছে।

গোটা সবুজ মেরুন শিবির খোশ মেজাজে। আর এমন আবহে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস নিজের প্রিয়তমার আলিঙ্গনে চুটিয়ে ভালোবাসার অতল সাগরে ডুব দিয়েছে। নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে সবুজ মেরুন শিবিরের ডিফেন্ডার প্রিয়তমার সঙ্গে ভালবাসার মুহুর্তকে শেয়ার করতে মোটেও ভুলে যায়নি, আর ভালবাসার ওই মুহুর্তই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

Mohun Bagan footballer Shubhashis Bose

শুভাশিস বোস এটিকে মোহনবাগানের ডিফেন্ডার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে ভালবাসার আলিঙ্গণে প্রিয়তমাকে কাছে টেনে নিয়ে প্রিয়তমার কপালে ভালবাসার উষ্ণতা মেশানো চুম্বনের ছবির পোস্টে লিখেছেন,”জীবনের সেরা জিনিস সবসময় আপনার সাথে ভাল হয় ❤😘

যদিও প্রথম ম্যাচ জিতেও এটিকে মোহনবাগান নিজেদের ডিফেন্স নিয়ে অস্বস্তিতে রয়েছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাস টিমের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। কেননা তিরি’র হাঁটুতে চোট। চলতি আইএসএলের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে তিরি’র সার্ভিস পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা সবুজ মেরুন শিবিরে। কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিরি’র অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক।

এখন মহাডার্বি ম্যাচ আগামী শনিবার। এসসির ইস্টবেঙ্গল চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার সন্ধেয়। সবকিছু ভুলে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস এখন প্রিয়তমার সঙ্গে আলিঙ্গনে ভালবাসার অমোঘ বন্ধনে।

]]>