ludhiana – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 25 Dec 2021 08:29:19 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png ludhiana – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Punjab: লুধিয়ানা বিস্ফোরণে জড়িত বরখাস্ত পুলিশকর্মী, আত্মঘাতী হামলা? https://ekolkata24.com/uncategorized/punjab-ludhiana-court-blast-investigation Sat, 25 Dec 2021 08:13:14 +0000 https://ekolkata24.com/?p=16182 News Desk: লুধিয়ানা আদালতে বিস্ফোরণ মামলার তদন্তে চাঞ্চল্যকর মোড়। এক বরখাস্ত পুলিশকর্মী বিস্ফোরণ ঘটায়। পাঞ্জাব পুলিশের কর্মী গগনদীপ সিং হাবিলদার পদে ছিলেন। বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে। এটি আত্মঘাতী হামলা কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। বিস্ফোরণে দু কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছিল।

বিস্ফোরক ব্যবহারকারী মৃত গগনদীপ সিং পাঞ্জাব পুলিশের হাবিলদার পদে ছিলেন। একটি মাদক মামলায় তাকে বরখাস্ত করা হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, গগনদীপ সিং বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল। সেই হিসেবে আদালত চলাকালীন বিস্ফোরণ ঘটায়। নাশকতায় নিহতের সংখ্যা দুই। তবে তার পরিকল্পনা থেকে জঙ্গি সংগঠনের কার্যকলাপের মিল পাচ্ছে গোয়েন্দা বিভাগ।

প্রশ্ন উঠছে, পাঞ্জাবে এখনও সক্রিয় থাকা পাকিস্তান মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগগঠন খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে গগনদীপের সংযোগ ছিল কি?

গত ২৩ ডিসেম্বর লুধিয়ানা আদালত বিস্ফোরণে কেঁপে ওঠে। ভয়াবহ সেই ঘটনায় আদালতের ভিতরের পরিস্থিতি লণ্ডভন্ড হয়ে যায়। প্রাথমিকভাবে খালিস্তানপন্থী উগ্র শিখ সংগঠনকে সন্দেহ করা হয়। তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে এসেছে বিস্ফোরণে মৃত গগনদীপ সিংয়ের কিছু তথ্য। সেসব যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে নিহত গগনদীপের ভাই আপাতত পুলিশের হেফাজতে আটক। তাকে জেরা করা হচ্ছে।

শুধু আদালতেই নয়, লুধিয়নার আরও কয়েকটি এলাকা সহ পাঞ্জাবের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ছক করা ছিল। গোয়েন্দারা এমনই আ়ঁচ করছেন। নিহত গগনদীপের ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

]]>
Punjab: লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণ, মৃত ২, জখম ৬ https://ekolkata24.com/uncategorized/explosion-at-ludhiana-district-court-in-punjab-2-dead-6-injured Thu, 23 Dec 2021 09:09:49 +0000 https://ekolkata24.com/?p=15990 News Desk: হাতে গোনা আর কয়েকদিন পরেই পাঞ্জাব (punjab) বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই রক্তাক্ত হয়ে উঠল পাঞ্জাবের লুধিয়ানা জেলা (ludhina district court) আদালত। বৃহস্পতিবার ওই আদালতের আইনজীবীরা (lawyers) ধর্মঘট ডেকেছিলেন। তবুও তারই মধ্যে কিছু মামলার শুনানির চলছিল। সে সময় আচমকাই বিস্ফোরণের (huge blast) শব্দে কেঁপে উঠল আদালত ভবন। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আদালতের তিন তলায় একটি শৌচালয়ের মধ্যে বিস্ফোরণ ঘটে বলে খবর।

রাজ্য পুলিশ জানিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বড় মাপের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশের অনুমান রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পরে আদালত কক্ষ থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় মানুষই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

আদালত চত্বরে থাকা কয়েকটি দোকানের মালিক জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা আদালতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা। তাই অন্য দিনের তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই কম। যদি এদিন স্বাভাবিক কাজকর্ম হত তবে হতাহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বাড়ত। এদিনের বিস্ফোরণে মৃতদের মধ্যে আছেন এক মহিলা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শৌচাগারের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে অনেক গাড়ি পার্ক করা ছিল। দেওয়াল ভেঙে গাড়ির উপর পড়ায় গাড়িগুলির ক্ষতি হয়েছে। বিস্ফোরণের জেরে শৌচালয়ের লোহার দরজাও দুমড়ে মুচড়ে গিয়েছে।

বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। বিস্ফোরণের খবর জানার পর লুধিয়ানা গিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনের আগে বড়সড় নাশকতার ষড়যন্ত্র হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত করছে পুলিশ। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রী এদিন আদালত চত্বর ঘুরে দেখেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।

]]>