Lungchu – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 19 Sep 2021 08:43:26 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Lungchu – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Lungchu: মন ভালো করতে চলে যান পাহাড়ি গ্রামে https://ekolkata24.com/uncategorized/lungchu-a-destination-in-north-bengal Sun, 19 Sep 2021 08:43:26 +0000 https://www.ekolkata24.com/?p=5037 বিশেষ প্রতিবেদন: কাজ করতে করতে একঘেয়ে লাগছে। মনটা কোথাও ঘুরতে যেতে চাইছে? করোনা আবহে খুব দূরে না যেতে দিচ্ছে সবার। দূরে না যেতে পারি অন্তত কাছেপিঠেই কোথাও… এইভেবেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়ছেন অনেকেই।  সেরকমই একটি ছোট্ট কিন্তু সুন্দর জায়গা হল উত্তরবঙ্গের (North Bengal)  লুংচু (Lungchu)। এখন পর্যন্ত খুব বেশি পর্যটক লুংচুর কথা জানেন না। ফলে এখানে হইচই, ভিড়, কোলাহল কিছুই নেই বললেই চলে। চলে যান এই পাহাড়ি গ্রামে। মন ভালো হয়ে যাবে।

Lungchu

না সিকিম নয়, পশ্চিমবঙ্গেই রয়েছে এই পাহাড়ি গ্রাম। আবহাওয়া ভালো থাকলে এখানে পর্দা সরালেই দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। লুংচু একদমই অন্যরকমের গ্রাম।

কালিম্পং এর এক অচেনা পাহাড়ি গ্রাম এই লুংচু। লাভা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে কোলাখাম এর একদম গায়ে অবস্থিত এই গ্রাম। এই লুংচুর বিশেষত্ব আছে অনেক। এখানে পাবেন পরিষ্কার নীল আকাশ, সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, নানান চেনা-অচেনা পাখি, পাইন ওকের সমাগম, নাম না জানা পাহাড়ি ফুল আর পাবেন মনকে শান্ত করে দেওয়া নির্জনতা, যেখানে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া যায়।
কোথায় থাকবেন?

বলাই বাহুল্য এখানে কোন হোটেল পাবেন না। সর্বসাকুল্যে একটাই ভালো হোমস্টে রয়েছে নাম – “লুংচু নেচার স্টে”।

হোমস্টের খরচ সিজিনের ওপর কিছুটা নির্ভর করে তবে এখানকার খরচ ১৫০০ টাকা – ১৮০০ টাকার মধ্যে (মাথাপিছু) সমস্ত মিলসহ, অর্থাৎ ফুডিং এন্ড লজিং। বুকিংয়ের এর জন্য যোগাযোগ করতে পারেন – 9836749949 নম্বরে। কিভাবে যাবেন? এন.জে.পি থেকে গাড়ি ভাড়া করে এই হোমস্টে পর্যন্ত পৌঁছে যেতে পারবেন।।

কোথায় কোথায় ঘুরবেন?
ছাঙ্গি ফলস, কোলাখাম, লাভা মনেস্ট্রি, লোলেগাঁও ক্যানোপি ওয়াক, রিষিখোলা নদী, ডেলো পাহাড় ইত্যাদি এবং কালিম্পং এর আশেপাশে ঘোরার জায়গা গুলো।

]]>