Madhumita Sarcar – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 01 Aug 2021 15:00:39 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Madhumita Sarcar – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 রোম্যান্সে ‘বড়’ ঝড় তুলতে আসছেন যশ-মধুমিতা https://ekolkata24.com/entertainment/new-bengali-movie-going-to-give-back-yash-and-madhumita-romance Sun, 01 Aug 2021 11:33:14 +0000 https://www.ekolkata24.com/?p=1671 বায়োস্কোপ ডেস্ক: বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ এবং মধুমিতা। ২০১৩ সালের ব্লকব্লাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে জুটি বাঁধতে দেখা গেছিলো যশ এবং মধুমিতাকে। সেই সময় ধারাবাহিকটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। যশ এবং মধুমিতার জুটি বহু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৩ বছর সফলভাবে স্টার জলসায় সম্পচারিত হয়েছিলো এই ধারাবাহিক। এরপর কেটে গেছে প্রায় ৫ বছর।

বহুদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে আবারও ছোটপর্দার সেই সুপারহিট জুটিকে একসঙ্গে দেখা যাবে। এবারে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এসভিএফ এর ব্যানারে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ধারাবাহিকের অরণ্য সিংহ রায় এবং পাখি ঘোষ দস্তিদার। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানান, খবরটি সত্যি। তবে ছবির পরিচালক কে হবেন বা ছবির নাম কী হবে, এই বিষয়ে মুখ খোলেননি যশ।

madhumita

তবে টলি-পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বাবা যাদবের পরিচালনায় বড় পর্দায় দেখা মিলবে মধুমিতা এবং যশের। ইতিমধ্যেই মধুমিতার ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে মধুমিতা এবং যশকে একসঙ্গে এসভিএফ-এর অফিসে দেখা যাচ্ছে। এই ছিবিতে মধুমিতাকে দেখা গেলো ছেঁড়া ডেনিম এবং একটি স্লিভলেস ছোট টপে। অন্যদিকে যশের পরনে ছিল ছেঁড়া ডেনিম এবং একটি গোল গোলা টি-শার্ট। অনেকদিন ধরেই যশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছিলো। অন্যদিকে মধুমিতা এতদিন একটি বিজ্ঞাপনীর শুটে ব্যস্ত ছিলেন। সবমিলিয়ে আবারও ছোট পর্দার সেই সুপারহিট জুটিকে বড় পর্দায় দেখার জন্য মুখীয়ে রয়েছেন বিনোদনপ্রেমীরা।

]]>
একে সৌরভ ভুলে কোন সৌরভে মজলেন মধুমিতা, জল্পনা তুঙ্গে https://ekolkata24.com/entertainment/new-relation-gossip-in-tolly-town-about-madhumita-sarcar Sun, 04 Jul 2021 15:28:27 +0000 https://ekolkata24x7.com/?p=184 টলিউডের এখন হটকেক মধুমিতা সরকার। একের পর এক ছবিতে অভিনয় করে এখন তিনি বড়পর্দার স্টার, ছোটপর্দা থেকে যাত্রা শুরু, পাখী হয়ে সকলের সামনে ধরা দেওয়া। এক কথায় যাকে বলে ছক্কা হাকানো। ব্যক্তিগত জীবনটাও সাজিয়ে নিয়েছিলেন তিনি বড্ড তাড়াতাড়ি। মালা দিয়েছিলেন তিনি সৌরভের গলায়। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি।

এবার পালা অন্য সৌরভের। বিষয়টা ঠিক কেমন, সদ্য মৌনাক ভৌমিক পরিচালিত ছবি চিনিতে তিনি অভিনয় করেছেন সৌরভ দাসের বিপরীতে। তাঁদেরকেই নাকি পার্টি করতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এক সঙ্গে সময় কাটাতেও। তবে কি নতুন সম্পর্ক!

Saurav
আবার প্রশ্ন উঠছে অনিন্দিতাকে নিয়েও। তিনি এখন সৌরভের সঙ্গে লিভইনের সম্পর্কে আছেন। যদিও কাজের সূত্রে এখন তিনি মুম্বইতে। এরই মাঝে টলিউডে নতুন গুঞ্জণ, সৌরভকে কি মন দিয়ে বসেছেন মধুমিতা! এতেই জল্পনা তুঙ্গে। যদিও তিন স্টারই সাফ জানিয়ে দিয়েছে এই রটনা ভিত্তিহীন। মধুমিতার কথায় একজন বন্ধু থাকা মাতেই তা সম্পর্ক নয়। যদিও নেটমহল তা শুনতে বা মানতে এক কথায় নারাজ। যার ফলে চর্চা তুঙ্গে।

]]>