Maharashtrabadi Gomantak Party – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 06 Dec 2021 16:14:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Maharashtrabadi Gomantak Party – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Goa Polls: তৃণমূলের নতুন বন্ধু মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি https://ekolkata24.com/uncategorized/goa-polls-trinamools-new-friend-maharashtrabadi-gomantak-party Mon, 06 Dec 2021 16:14:21 +0000 https://ekolkata24.com/?p=13840 নিউজ ডেস্ক, মুম্বই: আগামী বছর বিধানসভা নির্বাচনের (assembly election) আগেই গোয়ায় (Goa) এক বন্ধুকে পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় ঘোষণা হল, গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও মহারাষ্ট্রবাদী গোমন্তক (Maharashtrawadi Gomantak Party) পার্টি জোট বেঁধে নির্বাচনে লড়বে। জোটের বিষয়টি চূড়ান্ত করতে গত কয়েকদিন ধরেই তলে তলে প্রস্তুতি চলছিল।

রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ (rajyashava) লুইজিনহো ফেলেইরো গোয়ায় তৃণমূলের (trinamul congress) দায়িত্বে থাকা মহুয়া মৈত্র (mahua moitra) এবং এমজিপির নেতা দীপক ধাবালিকর এক বৈঠকে বসেন। সেই বৈঠকে জোটের বিষয়টি চূড়ান্ত হয়। তবে জোট গঠনের বিষয়টি সোমবার সরকারি ভাবে জানানো হয়নি।

সম্ভবত আগামী ১৩ ডিসেম্বর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া এসে জোটের বিষয়টি ঘোষণা করবেন। গোয়া বিধানসভা নির্বাচনের আগে এই জোট বিজেপির কাছে বড় ধাক্কা। কারণ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি একসময় বিজেপির জোট সঙ্গী ছিল। ২০১৭ বিধানসভা নির্বাচনে এই দল তিনটি কেন্দ্র তে যোগ দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে অবশ্য তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন।

এর আগে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গেও জোট করার পথে এগিয়ে ছিল তৃণমূল। গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়া সফরে গিয়েছিলেন সে সময় গোয়া ফরওয়ার্ড পার্টির কার্যকরী সভাপতি কিরণ কান্ডোলকর নিজেই মমতার সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু জোট নিয়ে কথাবার্তা চলাকালীন হঠাৎই জিএফপির কার্যকরী সভাপতি কিরণ নিজেই তৃণমূলে যোগ দেন।

তবে কিরণ তৃণমূলে যোগ দেওয়ায় বেজায় চটেছেন জিএফপির সভাপতি বিজয় সরদেশাই। তিনি সাফ জানিয়েছেন, তৃণমূল পিছন থেকে ছুরি মেরেছে। এই দল অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, এরপরই কংগ্রেসের সঙ্গে জোট করার কথা ঘোষণা করেছে জিএফপি। গোয়ার উত্তরাংশে এই দলের শক্তি যথেষ্টই বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল। গোয়ায় ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গোমন্তক পার্টি ১১ শতাংশ ভোট পেয়েছিল।

তবে গোয়ায় তৃণমূলের সঙ্গে এমজিপির জোট নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেসের মুখপাত্র প্রণব ঝা। তিনি বলেছেন, গোয়ায় তৃণমূলের নিজের কিছুই নেই। ওরা ভাড়া করা কিছু লোকজন নিয়ে লড়াই করার চেষ্টা করছে। ওরা বিভিন্ন অংক কষে ছোট দলগুলির সঙ্গে জোট করে বিজেপির সুবিধা করে দিতে চাইছে। পাশাপাশি ভোটে লজ্জাজনক পরাজয়ের দায় ছোট দলগুলোর উপর চাপানোর জন্য এখন থেকেই রাস্তা তৈরি করে রাখতে চাইছে তৃণমূল।

]]>