Maldives – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jun 2024 09:25:16 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Maldives – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 मोदी के शपथ ग्रहण समारोह में सात विदेशी मेहमान पहुंच रहें हैं इंडिया https://ekolkata24.com/top-story/seven-foreign-guests-will-attend-modis-swearing-in-ceremony Sat, 08 Jun 2024 09:23:52 +0000 https://ekolkata24.com/?p=48073 नई दिल्ली : एनडीए के नेता नरेन्द्र मोदी रविवार को राष्ट्रपति भवन में शपथ लेंगे। उनके शपथ ग्रहण समारोह में पड़ोसी देशों के नेता भी शामिल होंगे। विदेश मंत्रालय ने पुष्टि की है कि समारोह में नेपाल, भूटान, बांग्लादेश, श्रीलंका, मालदीव, मॉरीशस और सेशल्स के नेता शामिल होंगे।

विदेश मंत्रालय के अनुसार श्रीलंका के राष्ट्रपति रानिल विक्रमसिंघे, मालदीव के राष्ट्रपति डॉ मोहम्मद मुइज्जू, सेशेल्स के उपराष्ट्रपति अहमद अफीफ, बांग्लादेश की प्रधानमंत्री शेख़ हसीना, मॉरीशस के प्रधानमंत्री प्रविन्द कुमार जुगनुथ, नेपाल के प्रधान मंत्री पुष्प कमल दाहाल ‘प्रचंड’, भूटान के प्रधानमंत्री शेरिंग टोबगे इस समारोह में शामिल होंगे। इन नेताओं का आज से दिल्ली पहुंचने का क्रम शुरू हो गया है। बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना आज दोपहर नई दिल्ली पहुंच गईं।

विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि नेबरहुड फर्स्ट और सागर विजन क्रियान्वित करते हुए
विदेशी मेहमान प्रधानमंत्री के शपथ ग्रहण समारोह में शामिल होंगे। शपथ ग्रहण समारोह में शामिल होने के अलावा ये नेता कल रात राष्ट्रपति भवन में राष्ट्रपति द्रौपदी मुर्मू द्वारा आयोजित भोज में भी हिस्सा लेंगे।

]]>
SAFF Championship: সাফ কাপে মালদ্বীপের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক ভারতের https://ekolkata24.com/sports-news/indias-strong-comeback-against-maldives-in-the-saff-championship-cup Wed, 13 Oct 2021 18:02:11 +0000 https://www.ekolkata24.com/?p=7551 স্পোর্টস ডেস্ক: সাফ (SAFF Championship) কাপের ডু অর ডাই ম্যাচে মারণ কামড় মেন ইন ব্লু’দের। ভারত মালদ্বীপের বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতলো। ম্যাচের বয়স যত গড়িয়েছে পেন্ডুলামের ঘড়ির কাটার মতো ম্যাচের পালস ওঠা নামা করেছে। ম্যাচের ৩৩ মিনিটে মনবীর সিং’র গোলে ১-০ এগিয়ে যায় ভারত। তবে ভারত লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৪৫ মিনিটে আলি আসফাক ১-১ গোলের সমতায় মালদ্বীপকে নিয়ে আসে।

৬২ মিনিটে আপুইয়ার ক্রস মনবীরকে লক্ষ্য করে,মনবীররের বাড়ানো বল অধিনায়ক সুনীল ছেত্রী বুক দিয়ে নামিয়ে মালদ্বীপের জালে ঠেলে দিতেই ভারত ২-১ গোলে এগিয়ে যায়।৭১ মিনিটে সুনীল ছেত্রীর দুরন্ত হেড ভারতকে ৩-১ গোলের লিড দেয় মালদ্বীপের বিরুদ্ধে। মালদ্বীপের গোলকিপার মহম্মদ ফৈজল চেষ্টা করেও সুনীলের দুরন্ত হেড প্রতিহত করতে পারেনি। 

অন্যদিকে, সাফ কাপে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ ১-১ গোলে ড্র হল। সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে গেল নেপাল। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ছিটকে গেল।এই ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারেরা মেজাজ হারিয়ে ফেলে এবং রেফারির সঙ্গে অভব্য আচরণে জড়িয়ে পড়ে। সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপকে হারিয়ে, সাত বারের সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত এবার নেপালের মুখোমুখি হবে ফাইনালে। এদিকে নেপাল সাফ কাপের টুর্নামেন্টে প্রথমবারের জন্য ফাইনালে যেতেই কাঠমান্ডু শহর জুড়ে উৎসবের মেজাজ।

সাফ কাপ টুর্নামেন্টের ফাইনাল ১৬ অক্টোবর, শনিবার, ৮.৩০ মিনিটে।

]]>
Raj-Shubashree: মালদ্বীপে একান্তে ছুটি কাটাচ্ছেন রাজ-শুভশ্রী https://ekolkata24.com/entertainment/raj-shubashree-are-spending-quality-time-at-maldives Sat, 02 Oct 2021 15:38:25 +0000 https://www.ekolkata24.com/?p=6351 বায়োস্কোপ ডেস্ক: মালদ্বীপে সুইমিং পুলে বিকিনি পরে গা ভাসিয়ে ছবি প্রকাশ করেছেন শুভশ্রী সোশ্যাল মিডিয়ায়। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। বর ছেলের সাথে এই মুহূর্তে একান্তে কিছুটা অবসর কাটাচ্ছেন নায়িকা। সকালে সুইমিং পুলের জলে গা ভাসিয়ে প্রাতরাশ সারার সেই ছবি মুহূর্তেই ভাইরাল হলো নেট দুনিয়ায়।

সপ্তাহের শেষে বাঙালি যখন পূজোর শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত, এই সময়ে গাছ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী ছুটি কাটাচ্ছেন মালদ্বীপের সমুদ্র সৈকতে। বেশ কিছুদিন আগে ছেলে যুভানকে নিয়ে শহর ছাড়তে দেখা যায় তাদের। কর্মময় ব্যস্ত জীবনের থেকে কিছুটা রেহাই তারা খুঁজে নিলেন নীল জলের দ্বীপে। শুভশ্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রতি মুহূর্তে ভাগ করে নিচ্ছেন তাদের বেড়াতে যাওয়ার উষ্ণ মুহূর্তগুলো। শ্যাম্পেন সহযোগে ব্রিটিশ প্রাতরাশের ছবি ভাগ করে নিয়ে নায়িকা লিখেছেন, “যে জীবন ভালোবাসায় পূর্ণ, তা কখনো বিষন্ন হতে পারেনা”।

মা ছেলের এক সাথে কাটানো আনন্দময় মুহূর্ত গুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ চক্রবর্তীও। সমুদ্র সৈকতে ছোট্ট জুভানকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন শুভশ্রী। মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে এদিক ওদিকে নজর রাখছে জুনিয়র রাজ চক্রবর্তী। তার কাণ্ড দেখে আনন্দ পাচ্ছেন তারকা মা বাবা। সুখী পরিবারের ছুটি কাটানো মুহূর্ত দেখে উচ্ছাসে ফেটে পড়ছে ভক্তরাও।

কিছুদিন আগেই সুইম স্যুটে শুভশ্রীর উষ্ণ ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভেজা চুলে রিসর্টের জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলেন তিনি। এমনই ছোট ছোট আনন্দময় মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বিলাসবহুল রিসোর্টে তাদের তাক লাগানো সব মুহূর্তের ছবি দেখে উচ্ছাসিত তাদের অনুরাগীরা। আবার কখনো স্পীডবোটে ও পোজ দিতে দেখা যাচ্ছে তাকে। ভক্তরা মুখিয়ে আছেন তাদের সমস্ত ছোট বড় আনন্দময় মুহূর্তের খবর জানার জন্য। প্রসঙ্গত, শুভশ্রী এখন একটি বেসরকারি চ্যানেলে বিচারকের কাজে নিযুক্ত।

]]>
Photo: মালদ্বীপের সমুদ্র সৈকতে বিকিনিতে ধরা দিলেন HOT সারা আলি খান https://ekolkata24.com/uncategorized/sara-ali-khan-spotted-in-a-bikini-on-the-beach-holidaying-in-maldives Mon, 13 Sep 2021 14:04:27 +0000 https://www.ekolkata24.com/?p=4541 অনলাইন ডেস্ক: মালদ্বীপে (maldives) ছুটি কাটাচ্ছিলেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান (sara ali khan)৷ ঘণ্টাখানের আগেই তিনি কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন৷ বিকিনিতে সারার এই ছবি গুলি শেয়ার করার সঙ্গেই সঙ্গেই ফ্যানেরা তা লাইক শেয়ার কমেন্ট করতে শুরু করেছেন৷ এখনও পর্যন্ত তাঁর শেয়ার করা ছবির লাইকের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে৷

সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের জন্য সবাই পাগল৷ খুব অল্প সময়েই চলচ্চিত্র জগতে নিজের ছাপ রেখেছেন সারা। সোশ্যাল মিডিয়ায় সারারও ভালো ফ্যান ফলোয়িং রয়েছে। সারা মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছে৷ সেখান থেকে তিনি তারঁ কিছু ছবি শেয়ার করেছেন৷ যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। (ছবির ক্রেডিট: Instagram @saraalikhan95)

sara ali khan sara ali khan sara ali khan sara ali khan sara ali khan sara ali khan ]]>
গোপন রোম্যান্স মলদ্বীপে, একের পর এক হটছবিতে ভাইরাল দিশা https://ekolkata24.com/entertainment/hot-photoshoot-of-disha-patani-from-maldives Mon, 05 Jul 2021 13:27:26 +0000 https://ekolkata24x7.com/?p=224 বলিউড সেলেবদের অধিকাংশেরই পছন্দের আস্তানা বা ডেস্টিনেশন মলদ্বীপ। মাঝে মধ্যেই সেলেবদের সেখানে উড়ে যেতে দেখা যায়। কেউ গোপনে রোম্যান্সের খোঁজে, কেউ আবার সেলিব্রেশনের খোঁজে বেছে নেন এই স্পট। দিশা পাটানি তাঁদের মধ্যে অন্যতম, যাঁকে মাঝে মধ্যেই দেখা যায় মলদ্বীপের বিচে। সমুদ্র সৈকতে নমকিন দিশার হট লুকে কাবু দর্শকমহল।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেন দিশা। বিকিনি হোক বা মনোকিনি, পার্ফেক্ট বডি সেপে দিশা ভাইরাল চোখের পলকে। সম্প্রতি সেই সকল ছবিতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। টাইগারের সঙ্গে গোপনে দিশা উড়ে গিয়েছিলেন মলদ্বীপ। সেখানেই একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি।

disha patani

তবে এক ফ্রেমে দুই সেলেবের দেখা মেলেনি। কিন্তু গোয়েন্দা নেটপাড়া রিসর্ট, বিচ, লোকেশন ও সময় পাই-টু-পাই মিলিয়ে তবেই ছেড়েছে। একসঙ্গে দুজনের এই সময় কাটানোর মুহূর্তই এখন জল্পনার তুঙ্গে। দুজনের মধ্যে ভালোই সম্পর্ক, মাঝে বিচ্ছেদের ইঙ্গিত মিললেও বর্তমানে তা অতীত। এখন একে অন্যের প্রেমেই বুঁদ এই দুই স্টার।

তবে দিশার বাজার এখন বেশ গরম, একের পর এক ছবি থেকে ডাক, সদ্য মুক্তি পেয়েছে রাধে। সেখানে তাঁর অভিনয়ের তেমন সুযোগ না থাকলেও পুনরায় প্রশংসিত হয়েছে তাঁর লুক, ফিগার ও হটনেস। চরিত্রের উপস্থাপনার পাশাপাশি দিশার হটমুভ বর্তমানে ভক্তদের বেশ আকর্ষিত করে। আর তাই একের পর এক সেই বোল্ডনেসের যোগানই দিয়ে চলেছেন দিশা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। 

]]>