Maoists – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 20 Nov 2021 07:57:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Maoists – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Jharkhand: মাওবাদীদের বিস্ফোরণে উড়ল রেললাইন https://ekolkata24.com/uncategorized/jharkhand-maoists-blew-up-the-railway-line Sat, 20 Nov 2021 07:57:54 +0000 https://ekolkata24.com/?p=11819 নিউজ ডেস্ক: রেললাইনে বিস্ফোরণের (blast) ফলে লাইনচ্যুত হল একটি ডিজেলচালিত ইঞ্জিন (engine)। তবে এই বিস্ফোরণে হতাহত হওয়ার কোনও খবর নেই। মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। শনিবার ভোরে ঝাড়খন্ডের ধানবাদ (dhanbad) ডিভিশনে এই বিস্ফোরণ ঘটে। প্রবল বিস্ফোরণের কারণে রেললাইনের বেশ কিছুটা অংশ উড়ে যায়।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গারওয়া রোড (garwaya road) ও বারকানা (barkana) সেকশনের মাঝে এই বিস্ফোরণ ঘটেছে। গত পাঁচ দিনের মধ্যে এই নিয়ে বিহার ও সংলগ্ন এলাকায় দুবার মাওবাদী হামলা হল। এর আগে গত রবিবার বিহারের গয়া (gaya) জেলায় একটি পরিবারের ৪ জনকে ফাঁসি দিয়ে খুন করেছিল মাওবাদীরা। এমনকী, ওই পরিবারটির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা।

Jharkhand: Maoists blew up the railway line

এখানেই শেষ নয়, কী কারণে ওই পরিবারটির সব সদস্যকে এভাবে খুন করা হয়েছিল তাও বাড়ির দেওয়ালে লিখে রেখে গিয়েছিল মাওবাদীরা। তারা জানিয়েছিল পুলিশের চরবৃত্তি করার জন্যই এই পরিবারটিকে সাজা দেওয়া হল। যদিও পুলিশের দাবি ছিল, ওই পরিবারটি কখনওই পুলিশের হয়ে কাজ করতো না। যে চার মাওবাদী খতম হয়েছিল তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা পড়েছিল। ওই ঘটনার সঙ্গে মৃত পরিবারের কোনও সংযোগ ছিল না। এরই মধ্যে ১৩ নভেম্বর মহারাষ্ট্রের পুণেতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়।

উল্লেখ্য, শনিবার ভোরের এই বিস্ফোরণের ঘটনায় একটি লোকোমোটিভ ইঞ্জিন লাইনচ্যুত হলেও বড় মাপের কোনও দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় রেল পুলিশ জানিয়েছে, ওই লাইন দিয়ে এদিন সকালে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাওয়ার কথা ছিল। যদি দূরপাল্লার কোনও ট্রেন এভাবে লাইনচ্যুত হত তবে নিশ্চিতভাবেই অনেকেই হতাহত হতেন। ইতিমধ্যেই রেল পুলিশ বিস্ফোরণস্থল ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। কোথাও কোনও মাওবাদী লুকিয়ে আছে কিনা তা জানতেই তল্লাশি অভিযান চলছে।

তবে এদিন বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের কারণে রেললাইন উড়ে যাওয়ায় ওই লাইন দিয়ে চলা বেশকিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয়। বেশকিছু ট্রেন দীর্ঘক্ষণ আটকে পড়ে। দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হয় রেল চলাচল।

]]>
বদলা: একই পরিবারের চার জনকে মেরে ঝুলিয়ে দিল মাওবাদীরা https://ekolkata24.com/uncategorized/revenge-the-maoists-killed-four-members-of-the-same-family-and-hanged-them Sun, 14 Nov 2021 13:25:55 +0000 https://ekolkata24.com/?p=11304 News Desk: বিহারের গয়া জেলায় রীতিমত বদলা নিল মাওবাদীরা। গয়া (gaya)জেলার মউনবার এলাকায় একই পরিবারের চারজনকে হত্যা করল মাওবাদীরা। একই সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল দু’টি বাড়ি। পুলিশের চর সন্দেহেই চার গ্রামবাসীকে মাওবাদীরা (maoist) মেরে ঝুলিয়ে দিয়েছে। কেন ওই চারজনকে হত্যা করা হয়েছে সে কথা দেওয়ালে লিখে রেখে গিয়েছে মাওবাদীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। আশপাশের ঘন জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে্ আছে কিনা তা জানতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশ জানিয়েছে, মউনবার এলাকায় সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটে। শুধু বিস্ফোরণই (blast) নয়, ওই বাড়ির চার সদস্যকে মেরে ঝুলিয়ে দেয় মাওবাদীরা। মৃতদের মধ্যে দুজন মহিলা। মাওবাদীরা যে চারজনকে খুন করেছে তাঁরা হলেন, সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, সুনীতা সিং এবং মনোরমা দেবী।

Ne-militants-training-base

চারজনকে খুন করার পর কেন তাদের হত্যা করা হয়েছে সেকথা মাওবাদীরা স্পষ্ট করে দেওয়ালে লিখে রেখে গিয়েছে। মাওবাদীরা দেওয়ালে লিখে গিয়েছে, ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিল। ওই পরিবারের সদস্যরা ছিল পুলিশের চর। পুলিশের কথা মতোই তারা অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার এবং উদয় কুমার নামে চার মাওবাদীকে বিষ খাইয়ে খুন করেছিল। সেই হত্যার বদলা নিতেই চারজনকে মেরে ঝুলিয়ে দেওয়া হল।

<

p style=”text-align: justify;”>যদিও পুলিশ মাওবাদীদের এই বক্তব্য উড়িয়ে দিয়েছে। ওই পরিবারটি যে তাদের কথা মতো চলত সেকথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। মাওবাদীদের এই নৃশংস আচরণ প্রসঙ্গে গয়া জেলার এএসপি আদিত্য কুমার (aditya kumar) বলেন, “এনকাউন্টারেই চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতেই চার নিরীহ মানুষকে খুন করল মাওবাদীরা। চার মাওবাদীর মৃত্যুর সঙ্গে পরিবারটির কোনও সম্পর্ক ছিল না। চার সাধারণ গ্রামবাসীকে খুন করে কাপুরুষোচিত কাজ করল মাওবাদীরা। প্রসঙ্গত, ২৪ ঘণ্টা আগেই মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছে মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে (garchirouli) পুলিশের অভিযানে খতম হয়েছে ২৬জন মাওবাদী। গতকালের ওই সংঘর্ষে মাওবাদীদের পালটা গুলিতে ৪ জন পুলিশ কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

]]>