married – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 15 Nov 2021 20:41:51 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png married – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 এই ৬ ক্রিকেটার বিয়ে করেছেন তাদের আত্মীয়কে https://ekolkata24.com/offbeat-news/these-6-cricketers-are-married-to-their-relatives Mon, 15 Nov 2021 20:41:51 +0000 https://ekolkata24.com/?p=11448 অফবিট ডেস্ক: কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম তার দূরসম্পর্কের বোনের সাথে বাগদান সারার পর গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।

আবার অনুরাগীদের এক অংশ তাদের সুখময় ভবিষ্যত এর কামনা করে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন। তবে তিনিই প্রথম বেক্তি নয় যিনি পরিবারের মধ্যে বিয়ে সারতে চলেছেন। এই তালিকায় রয়েছে বীরেন্দ্র সেহবাগ থেকে মুস্তাফিজুর রহমানের নাম। জেনে নেওয়া যাক এমন কিছু ক্রিকেটারের গল্প যারা নিজেদের আত্মীয় বা দূরসম্পর্কের বোনকে বিয়ে করেছিলেন:

virender-sehwag-with-wife

১. বীরেন্দ্র সেহবাগ
প্রাক্তন ভারতীয় ওপেনার ২০০৪ সালে আরতি আহলাওয়াতের সাথে বিয়ে করেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আরতি সেহওয়াগের আত্মীয়ের মেয়ে, এবং সম্পর্কে একপ্রকার বোন। সেহবাগ এবং আরতি তিন বছর ধরে একে অপরকে ডেট করার পরে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছে।

Shahid-Afridi-with-wife

২. শাহিদ আফ্রিদি
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০০০ সালের ২২ অক্টোবর নাদিয়াকে বিয়ে করেন, যিনি সম্পর্কে তার মামার মেয়ে। বর্তমানে এই দম্পতি ৫ কন্যা সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন।

Saeed-Anwar-with-wife

৩. সাঈদ আনোয়ার
পাকিস্তানের প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার ১৯৯৬ সালে তার চাচাতো বোন লুবনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বাঁহাতি ব্যাটসম্যান ২০০৩ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক অবসর গ্রহণ করেন।

Mustafizur-Rahman-with-wife

৪. মুস্তাফিজুর রহমান
২০১৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তার মামাতো ভাই সামিয়া পারভিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্রী।

Mosaddek-Hossain-with-wife

৫. মোসাদ্দেক হোসেন
বাংলাদেশের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ২০১২ সালে তার চাচাতো বোন শারমিন সামিরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।

Babar-Azam-wife

<

p style=”text-align: justify;”>৬. বাবর আজম
পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম তার দূরসম্পর্কের বোনের সাথে বাগদান সারলেন ২০২১ এর জুলাই মাসে। সামনের বছর তাদের বিয়ে হওয়ার কথা আছে।

]]>
দামি স্মার্ট ফোনের শখ মেটাতে সদ্য বিবাহিতা স্ত্রীকে বিক্রি করে দিল নাবালক স্বামী https://ekolkata24.com/uncategorized/minor-husband-sold-his-newly-married-wife-to-fulfill-the-hobby-of-expensive-smart-phone Sat, 23 Oct 2021 10:19:53 +0000 https://www.ekolkata24.com/?p=8834 নিউজ ডেস্ক: পাত্রের থেকে পাত্রীর বয়স প্রায় ১০ বছর বেশি। শুধু তাই নয়, পাত্র ছিল নাবালক। তাই এই বিয়েতে ওই নাবালকের বাড়ির ছিল তীব্র আপত্তি। কিন্তু শেষ পর্যন্ত বাড়ির অমতে ২৬ বছরের যুবতীকে বিয়ে করে ১৭ বছরের এক নাবালক। সংসারে ছিল তীব্র অর্থ কষ্ট। তাই ভিন রাজ্যে গিয়ে একটি ইটভাটায় কাজ করে দিন কোনরকমে দিন গুজরান করছিল ওই দুইজন।

রাজস্থানের এক ইট ভাটায় কাজ করছিল তারা। ওই নাবালক কিশোরের স্মার্টফোন কেনার বিশেষ শখ ছিল। কিন্তু ফোনের টাকা কোনোভাবেই জোগাড় হচ্ছিল না । শেষ পর্যন্ত ফোনের টাকা জোগাড় করতে সদ্য বিবাহিত স্ত্রীকে বিক্রি করে দিল ওই নাবালক। শুধু তাই নয়, স্ত্রীকে বিক্রি করে দিয়ে ওড়িশায় নিজের বাড়িতেও চলে আসে ওই নাবালক। যুবতীর বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। শেষ পর্যন্ত ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করে যুবতীকে উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। ওই নাবালক পাত্র এবং পাত্রী দুজনেই ওড়িশার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই নাবালক এবং তার স্ত্রী দুজনেই বিয়ের পর কাজের সন্ধানে রাজস্থানে চলে যায়। সেখানেই তারা একটি ইটভাটায় কাজ শুরু করে। কিন্তু মাসখানেকের মধ্যেই ওই নাবালক তার স্ত্রীকে এক বছর ৫৫-র প্রৌঢ়ের কাছে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়। ওই টাকা দিয়েই সে একটি দামি স্মার্টফোন কেনে। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরেই সে খাওয়া-দাওয়া ও অন্যান্য খাতে বিপুল টাকা খরচ করে। তারপর সে ফিরে আসে ওড়িশার বাড়িতে।

ওই নাবালকের সঙ্গে তার স্ত্রী না ফেরায় ওই যুবতীর বাড়িলোকজন তার খবর জানতে চেষ্টা করে। কিন্তু কিশোর জানায়, ওই যুবতী তাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছে। এতেই ওই যুবতীর পরিবারের সন্দেহ হয়। তারা পুলিশের কাছে অভিযোগ জানায়। এরপর ওই যুবককে দীর্ঘ জেরা করে আসল ঘটনাটি জানতে পারে পুলিশ। জেরায় ওই কিশোর জানিয়েছে, তার অনেকদিনের শখ ছিল একটি দামি স্মার্টফোন কেনার। কিন্তু কিছুতেই সে টাকার যোগাড় করতে পারছিল না। তাই রাজস্থানের এক ব্যক্তির কাছে সে স্ত্রীকে বিক্রি করে দিয়েছে।

এরপর ওই যুবকের দেওয়া ঠিকানা ধরে ওড়িশা পুলিশ রাজস্থানের বালানগিরে পৌঁছয়। সেখানে থেকেই ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার করা আদৌ সহজ হয়নি। কারণ যার কাছে ওই যুবতীকে বিক্রি করা হয়েছিল তার বাড়ির এবং আশপাশের লোকজন পরিষ্কার জানিয়ে দেয়, ওই যুবতীকে প্রায় দু’লাখ টাকা দিয়ে তারা কিনেছে। তাই তাকে ফেরত দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত রাজস্থান পুলিশের সহায়তায় ওই যুবতীকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। শুক্রবার ওই যুবককে আদালতে তোলা হলে তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় কোর্ট ।

]]>
ক্রিকেটারদের ঝোঁক কেন রুপোলি পর্দার নায়িকাদের প্রতি? https://ekolkata24.com/entertainment/these-cricketers-are-married-to-bollywood-stars Fri, 22 Oct 2021 19:37:06 +0000 https://www.ekolkata24.com/?p=8763 বায়োস্কোপ ডেস্ক: ক্রিকেট এবং সিনেমা ভারতের সবচেয়ে বিনোদনমূলক দুটি ক্ষেত্র। এ দেশে এই দুটি পেশার সাথে জড়িত মানুষদের সাধারণত একটি বিশাল সংখ্যক অনুরাগী হয়।

ভারতে বহুবার এই দুই ক্ষেত্রের মেলবন্ধন হতে দেখা গিয়েছে বিয়ের পিঁড়িতে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন অনেক উদাহরণ দেখা যায় যারা বলিউড অভিনেত্রীকে বিয়ে করেছেন।

virat-kohli-and-anushka-sha

১. বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
অবশ্যই, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। দুজনের প্রথম দেখা একটি টেলিভিশন বিজ্ঞাপনের সেটে এবং পরে কয়েক বছর একে অপরের সাথে ডেটিং করেছিলেন। কয়েক বছর আগে, দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই দম্পতি ২০২১ এর শুরুতে ভামিকা নামে এক কন্যা সন্তানের জন্ম দেন।

Yuvraj-Singh-and-Hazel-Keec

২. যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
যুবরাজ সিং বরাবরই মহিলা মহলে বেশ জনপ্রিয় ছিলেন। তার সাথে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীর প্রেম বহুবার চর্চায় থেকেছে। কিন্তু কয়েক বছর আগে যুবরাজ সিং হ্যাজেল কিচকেই তার প্রেমিকা হিসেবে ঘোষণা করেন। তারা বছর দুয়েক আগে বিয়েও করেছেন।

Harbhajan-Singh-and-Geeta-B

৩. হরভজন সিং ও গীতা বাসরা
হরভজন সিংও একজন ক্রিকেটার যারা বলিউড অভিনেত্রীকে বিয়ে করেছেন। পাঞ্জাবের এই স্পিনার ২০১৫ সালে বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে, দুজন কয়েক বছর ধরে ডেটিং করছিলেন এবং পরে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যান।

Zaheer-Khan-and-Sagarika-Gh

৪. জাহির খান ও সাগরিকা ঘাটগে
জহির খানকে ভারতের সর্বকালের সেরা একজন বাঁহাতি শিমার হিসেবে বিবেচনা করা হয়। জাহির চাক দে ইন্ডিয়া খ্যাত সাগরিকা ঘাটগেকে বিয়ে করেছেন, যিনি এই ছবি ছাড়াও বেশ কয়েকটি হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন। ২০১o সালে দুজনের বিয়ে হয়।

Hardik-Pandya-and-Natasa-St

৫. হার্দিক পন্ডিয়া ও নাতাশা স্ট্যান্কোভিচ
হার্ডিক পান্ডিয়া এই তালিকায় যোগ হওয়া সর্বশেষ ক্রিকেটার। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত করার পর, হার্দিক ভারতীয় দলের টিকিট পেয়েছিলেন। ২০১৯ সালে হার্দিক পন্ডিয়া ও নাতাশা স্ট্যান্কোভিচ তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। আগস্ত নামে তাদের একটি পুত্র সন্তানও আছে।

]]>
Yash-Nusrat: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন যশ-নুসরত? https://ekolkata24.com/entertainment/yash-nusrat-got-married-after-ending-all-speculations Mon, 11 Oct 2021 19:29:53 +0000 https://www.ekolkata24.com/?p=7359 বায়োস্কাপ ডেস্ক: টলিপাড়ায় যশ দাশগুপ্ত আর নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম নয়। এরই মধ্যে তাদের প্রেম নিয়ে গুজবের আগুনে ঘি ঢেলে দিলেন নায়িকা স্বয়ং। যশ দাশগুপ্তকে প্রকাশ্যে স্বামী বলে স্বীকার করে নিলেন নুসরত জাহান। এর পরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। জল্পনা শুরু হয় তাদের বিয়ে আর গোপন সম্পর্ক নিয়ে।

রবিবার ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। সেদিন রাতে অভিনেতা ও অভিনেত্রী একটি রোমান্টিক ডিনারে যান একসাথে। ইনস্টাগ্রামে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন নায়িকা। যশ দাশগুপ্তের জন্য জন্মদিনের কেকের একটি ঝলক শেয়ার করেছেন নুসরাত জাহান। সেই কেকের ওপর অভিনেতাকে স্বামী এবং বাবা হিসাবে উল্লেখ করা ছিল। কেকে শুভ জন্মদিন এর পাশাপাশি লেখা ছিল ‘স্বামী’ ও ‘পিতা’ এই দুই শব্দ। নুসরাত জাহানের ইনস্টাগ্রাম আপডেটগুলি ইন্টারনেটে উত্তেজনা ছড়ায় কারণ এই প্রথম তিনি যশ দাশগুপ্তকে তার “স্বামী” হিসাবে উল্লেখ করেছিলেন। এটির মাধ্যমেই প্রথম দম্পতির বিবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে দেখা গেছে। নুসরতের ইনস্টাগ্রাম আপডেটগুলিও শিশুর বাবা সম্পর্কে জল্পনা – কল্পনার সমাধান করতে হাজির হয়েছিল।

নুসরাত ও যশের প্রেম ও গোপন সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন দীর্ঘদিনের। শোনা যায়, তাদের সম্পর্কের কারণেই বিয়ের ছয় মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায় অভিনেত্রীর। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্কের জল্পনা আরো গুরুতর হয়। নুসরাতের প্রাক্তন স্বামী এই নিয়ে একাধিকবার মুখ খুললেও অভিনেতা ও অভিনেত্রীকে এ বিষয়ে বিশেষ মন্তব্য করতে আগে কখনো শোনা যায়নি। এই বিষয়ে অবশ্য অভিনেত্রী একবার বলেছিলেন যে তার ও তার প্রাক্তন স্বামীর আদতেও বিয়ে হয়নি কখনোই। এর পরে এইদিন যশ দাশগুপ্তকে স্বামী হিসেবে সম্বোধন করতেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। জল্পনা শুরু হয়ে যায় তাদের কবে এবং কিভাবে বিয়ে হয়েছে, বা আদৌও বিয়ে হয়েছে কিনা। প্রসঙ্গত, SOS কলকাতা নামে একটি ছবিতে শেষবার তাদের একসাথে অভিনয় করতে দেখা যায়

]]>
বিয়ের পিড়িতে বসতে চলেছেন মিমি: টলি-গুঞ্জন https://ekolkata24.com/entertainment/is-mimi-chakroborty-planning-to-get-married Thu, 07 Oct 2021 17:06:23 +0000 https://www.ekolkata24.com/?p=6866 বায়োস্কোপ ডেস্ক: অভিনয় জগতে পা রাখার অল্প কিছুদিনের মধ্যেই লোকসভার সাংসদ হয়ে যান মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ভোট শিবিরের প্রসঙ্গে হোক বা নতুন ছবি, মিমি খবরের শিরোনামে থেকেছেন বরাবরই। ভক্তরা তার রোজনামচা জানার জন্য মুখিয়ে থাকেন। বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুজব শোনা যাচ্ছে মিমির প্রেম কাহিনী ও বিয়ের সম্ভবনা নিয়ে। এ প্রসঙ্গে সমস্ত গুজব এক প্রকার পুরোপুরি উড়িয়ে দিলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। 

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগেও একাধিক বার সাক্ষাৎকারের সময় বিয়ের পরিকল্পনা নিয়ে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অনুরাগীদের মধ্যেও তার বিয়ের পরিকল্পনা নিয়ে বেশ উচ্ছাস। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি পোস্টকে ঘিরে মিমির বিয়ের জল্পনা আরো জোরালো হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “একটা খুশির খবর আসতে চলেছে।” এর পরেই একের পর এক প্রশ্ন উঠতে থাকে তবে কি শেষমেশ বিয়ের পিড়িতে বসছেনই মিমি?

তবে এইসব গুজব নিমেষেই উড়িয়ে দিলেন অভিনেত্রী। সমস্ত ধোঁয়াশা মুছে ফেলে তিনি জানালেন বিয়ের কোনো পরিকল্পনা এখনই করছেন না তিনি। তবে ‘খুশির খবর’ বলতে তার নতুন ছবি ‘বাজি’র কথা উল্লেখ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নতুন ছবির খবর পেয়ে বেশ আগ্রহী তাঁর অনুরাগীরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছাবার্তা ও জানালেন।

সূত্রের খবর বাজি ছাড়াও আরও বেশ কিছু নতুন সিনেমার কাজে ব্যস্ত মিমি। এইসব নতুন ছবির মধ্যে রয়েছে মৈনাক ভৌমিকের ‘মিনি’ থেকে অরিন্দম শীলের ‘খেলা যখন’। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বেশ পরিশ্রম করে চলেছেন অভিনেত্রী মিমি। প্রসঙ্গত, SOS কলকাতা নামের একটি ছবিতে শেষবার অভিনয় করতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। বক্সঅফিসে ছবিটি বিশেষভাবে সাফল্য না পেলেও, ছবিতে অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

]]>
বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/popular-actress-roshni-bhattacharya-is-getting-married Mon, 13 Sep 2021 15:40:36 +0000 https://www.ekolkata24.com/?p=4551 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘ দুই বছর প্রেমের পর ছাদনাতলায় বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বাগদান অর্থাৎ এনগেজমেন্ট সারলেন যেখানে প্রথমদিন প্রেমিকের সঙ্গে দেখা হয়েছিল তার। স্হান হার্ড রক ক্যাফে।

Roshni Bhattacharya is getting married

সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকেই জানা গেল সে কথা। কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সৈরিতী ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্র, ঐন্দ্রিলা শর্মা, রফিয়াত রশিদ মিথিলা, সন্দীপ্তা সেন, রোশনির সহ-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তাকে যাকে নিয়ে এত কথা তিনি কে জানেন।

Roshni Bhattacharya is getting married

তিনি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। অর্থাৎ জি বাংলায় সম্প্রচারিত করুণাময়ী রাণী রাসমণি’-র ‘জগদম্বা’।বাঁ হাতের অনামিকায় নতুন আংটি পরে ছবি দিলেন তিনি। প্রেমিকের নাম তূর্জ সেন৷ তিনি ইন্ডাস্ট্রির মানুষ নয়। পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তাব দিল সে। আঙুলে আংটি পড়ে নিজের দুই ছবির সঙ্গে অভিনেত্রী পোস্ট করলেন প্রেমিকের সঙ্গে তিনটে ছবি।

Roshni Bhattacharya is getting married

একই বন্ধুর গ্রুপ থেকে পরিচয় এই দুজনের। অবশ্য তখন তিনি অন্যত্র প্রেমে বাঁধা পড়েছিলেন। কিন্তু তারপর সেই সম্পর্কের ইতি ঘটে।সেই কঠিন মুহূর্তে তূর্জর সঙ্গে তার বন্ধুত্বটা আরও গভীর হয়। তার পর ধীরে ধীরে প্রেম। সিরিয়ালের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অতি উত্তম’-এর নায়িকাও তিনি।

]]>