mask – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 26 Dec 2021 13:45:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png mask – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Omicron: যে ধরণের মাস্ক পরলে চিন্তামুক্ত থাকবেন https://ekolkata24.com/lifestyle/n95-mask-can-protect-against-omicron Sun, 26 Dec 2021 13:40:33 +0000 https://ekolkata24.com/?p=16331 News Desk: বছর শেষে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। ডেল্টার পর এবার কাঁপুনি ধরাচ্ছে ওমিক্রন। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে ওমিক্রন গ্রাফ। কোন ধরনের মাস্ক পরলে ওমিক্রন থেকে বাঁচবেন তা নিয়েই সামনে আসছে নানা তথ্য।

করোনা আবহের প্রথম দিকে চিকিৎসকরা জানিয়েছিলেন, N95 মাস্ক  সবচেয়ে বেশি কার্যকর। করোনা ঠেকানোর ব্যাপারে। তবে ক্লিনিক্যাল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক দারুণ কাজ দেয়।

এর মাঝে পাতলা কাপড়ের মাস্ক বাজারে ছড়িয়ে পড়ে। রংবেরঙের মাস্কে মুখ ঢাকেন সবাই। কিন্তু চিকিৎসকদের মতে, পাতলা কাপড়ের মাস্ক মোটেই এক্ষেত্রে কার্যকরী নয়। এই ধরণের মাস্ক শুধুই ফ্যাশন।   ওমিক্রন আটকাতে মোটেই পারবে না।

কাপড়ের মাস্ক বড় আকারের ড্রপলেট আটকাতে পারলেও ছোট ড্রপলেট আটকাতে সমর্থ নয়। এক্ষেত্রে KN95 বা N95 মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। তবে এই মাস্ক কেনার সময় অবশ্য সঠিক মাপের কেনা উচিত। যাতে মুখ ও নাক সঠিকভাবে ঢাকা থাকে।

গবেষণায় এসেছে কাপড়ের মাস্ক ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। N95 মাস্ক ৯৫ শতাংশ সুরক্ষা দিতে সমর্থ। ওমিক্রনের থাবা আটকাতে তাই এমন মাস্ক ব্যবহার করতেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঙ্গে অবশ্যই নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের কথাও জানিয়েছেন তারা।

]]>
মাস্ক পরে মুখের ত্বকের সমস্যা! দ্রুত সমাধানে মাথায় রাখুন কয়েকটি টিপস https://ekolkata24.com/lifestyle/tips-to-reduce-skin-problem-after-wearing-mask Tue, 30 Nov 2021 16:30:42 +0000 https://www.ekolkata24.com/?p=1221 স্বাস্থ্যগত সুরক্ষার জন্য মাস্ক পরার কোনো বিকল্প নেই। তবে ত্বকের সমস্যা সমাধানে অনেক বিকল্পই ব্যবহার করা যায়। ত্বকের ভিন্ন ভিন্ন ধরন, সমস্যা ও মাস্ক পরার সময়ের ওপর নির্ভর করে বেছে নেওয়া যাবে নির্দিষ্ট সমাধান। মাস্ক পরে মুখের ত্বকের সমস্যা!

দ্রুত সমাধানে মাথায় রাখুন কয়েকটি টিপস

ময়েশ্চারাইজার ব্যবহার
মুখ অবশ্যই প্রতিদিন অন্তত দুবার ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে ময়শ্চারাইজার লাগাতে হবে।

যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ক্রিমি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।

স্বাভাবিক ত্বকে লোশন ময়শ্চারাইজার ও তৈলাক্ত ত্বকে জেল ময়শ্চারাইজার ভালো কাজ করবে।

সানস্ক্রিন ব্যবহার
মাস্কে মুখের অনেকটাই ঢাকা থাকলেও ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

এ ক্ষেত্রে মিনারেল আর পানি আছে, এমন সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি।

চন্দন ব্যবহার
মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখার ফলে খুব ঘাম হতে থাকে। ফলে ব্রণ ও ব্যথা হয়।

এ ক্ষেত্রে চন্দন লাগালে আরাম পাওয়া যায়। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অ্যালোভেরা জেল ব্যবহার
ত্বক স্পর্শকাতর হলে মাস্ক ব্যবহারে ত্বক লাল হয়ে যেতে পারে, র‍্যাশও হতে পারে। অনেক সময় চুলকায় এবং এর ফলে চামড়াও ওঠে।

এর কারণ মাস্কের উপাদানের সঙ্গে ত্বকের বিক্রিয়া। তাই বাড়ি ফিরেই মাস্ক খুলে ফেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

এই ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহারে লালচে ভাব কেটে যাবে।

]]>
G 20: মাস্ক বিহীন মোদীকে নিয়ে তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে https://ekolkata24.com/uncategorized/g-20-criticism-of-modi-without-mask-in-international-arena Sun, 31 Oct 2021 08:00:38 +0000 https://www.ekolkata24.com/?p=9791 News Desk: একের পর এক ছবি। কখনও রাষ্ট্রপ্রধান, তো কখনও পোপ সবার সঙ্গে ঘনিষ্ঠ মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এমন কোভিডবিধি লঙ্ঘন ঘিরে বিশ্ব জুড়ে শুরু হয়েছে সমালোচনা।

বিশ্বনেতাদের আলিঙ্গনের মুহূর্তে মাস্ক ছাড়া ছবিতে বিতর্কের মুখে নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপের সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রীর মাস্ক কেন ছিল না। উঠছে এই প্রশ্ন।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালি এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে। কেন এমন করছেন তিনি? প্রশ্ন বিশ্বজুড়ে। অথচ মোদীর সফরে থাকা

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মুখে মাস্ক ছিল। অন্যান্য রাষ্ট্রপ্রধানরা মাস্ক পরেছিলেন।

ভারতে ফের বেড়েছে করোনা সংক্রমণ। আর ভারত থেকেই জি ২০ তে যোগ দেওয়া মোদীর কোভিড বিধি না মেনে চলার অভিযোগ ঘিরে সরগরম আন্তর্জাতিক সম্মেলন মঞ্চ।

]]>
করোনার তৃতীয় ঢেউ রুখতে আসরে TMCP https://ekolkata24.com/uncategorized/tmcp-of-garulia-fight-against-corona Mon, 19 Jul 2021 05:54:10 +0000 https://www.ekolkata24x7.com/?p=980 নিউজ ডেস্ক: প্রথম ঢেউয়ের ধাক্কা সামাল না দিতেই ভারতের মাটিতে আছড়ে পড়েছিল দ্বিতিয় ঢেউ। অনেক চিকিৎসকদের মতে, মানুষের উদাসীনতার কারণেই ছড়িয়েছে দ্বিতীয় ঢেউ। এই অবস্থায় করোনার তৃতীয় ঢেউ রুখতে আসরে নাম রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন।

করোনা মোকাবিলায় মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। ভ্যাকসিন নিলেও ওই দুই সামগ্রীর ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চললেই করোনা প্রতিরোধ সম্ভব। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সচেতনতার প্রচার জারি রয়েছে। তথাপি সাধারণ মানুষের মাঝে দেখা যায় উদাসীনতার ছবি।

আর সেই নিয়েই আসরে নামল উত্তর পরগণা জেলার নোয়াপাড়া পুরসভা এলাকার গারুলিয়া শহরের তৃণমূল ছাত্র পরিষদ। গারুলিয়া পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডে লেনিননগর বাজারে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করল ঘাস ফুল শিবিরের ছাত্র সংগঠন। বাজারে ক্রেতা-বিক্রেতা অনেকের মুখেই মাস্ক ছিল না। সেই সকল ব্যক্তিদের কাছে মাস্ক-স্যানিটাইজার বিলির পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনতার প্রচার চালানো হয়।

ওই কর্মসূচিতে হাজির ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, গারুলিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীপ বন্দ্যোপাধ্যায়, গারুলিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা রবীন দাস এবং অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা।

ওই কর্মসূচির বিষয়ে নাজমুল ইসলাম বলেছেন, “অতিমারির শুরু থেকেই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে, মানুষ ভালো আছেন। কিন্তু যাতে আবার পরিস্থিতি খারাপ না হয়ে যায় সেই বিষয়ে মানুষকে সতর্ক এবং সচেতন করতেই আমাদের এই প্রয়াস।” প্রতীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সংক্রমণের হার কমলেও করোনা এখনও শেষ হয়ে যায়নি। তাই আমরা মানুষকে সচেতন করতে পথে নেমেছি। গারুলিয়ার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের মাধ্যমে আমাদের অভিযান শুরু হল। অন্যান্য জায়গাতেও আমাদের কর্মসূচি জারি থাকবে।”

]]>