Mass killing – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 20 Dec 2021 06:39:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Mass killing – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Myanmar: ভারত সীমান্ত প্রদেশে বর্মী সেনার ‘গণহত্যা’, মাটি খুঁড়লেই দেহ https://ekolkata24.com/uncategorized/army-involbed-in-myanmar-mass-killings Mon, 20 Dec 2021 06:39:06 +0000 https://ekolkata24.com/?p=15515 News Desk: মায়ানমারে ‘গণহত্যা’ চালাচ্ছে দেশটির সামরিক সরকার। এই ভয়াবহ ঘটনার কেন্দ্র দেশটির সাগাইং প্রদেশ। বিবিসি জানাচ্ছে সাগাইং প্রদেশের সাগাইং জেলায় ‘গণহত্যা’ চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও কোনওরকমে বেঁচে যাওয়া কয়েকজনের বিবরণে উঠে এসেছে মৃতদেহগুলি মাটির তলায় চাপা দেয় সেনা। দু চার হাত মাটি খুঁড়লেই দেহ মিলছে। ভয়াবহ পরিস্থিতি এই জেলায়।

সাগাইং প্রদেশটি ভারত সীমান্ত লাগোয়া। তবে এই প্রদেশের সাগাইং জেলাটি সীমান্ত থেকে দূরে। এখানেই অন্তত ৪০ জনকে খুন করেছে বর্মী সেনা। সাগাইং প্রদেশের সাগাইং জেলাটি বর্মী সেনার বিরোধী গোষ্ঠী শক্তিশালী।

বিবিসি জানাচ্ছে, প্রত্যক্ষদর্শী এবং বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন এলাকাবাসীদের জড়ো করে তাদের মধ্য থেকে পুরুষদের আলাদা করে হত্যা করে বর্মী সেনা। এদের মধ্যে অনেকের বয়স মাত্র ১৭ বছর।

প্রতিবেদনে বলা হয়, ভিডিও ফুটেজ এবং ছবি দেখে জানা যায় যে, নিহতদের বেশিরভাগকে প্রথমে নির্যাতন করা হয়েছিল। তারপর তাদের খুন করে অগভীর কবরে মাটি চাপা দেওয়া হয়।

মায়ানমারের সাগাইং জেলায় বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানি শহর। এখানে চারটি আলাদা ঘটনায় জুলাই মাসে এই গণহত্যাকাণ্ড হয়েছিল।

বেঁচে যাওয়া কয়েকজন ভয়াবহ নির্যাতন ও খুনের বর্ণনা দিয়েছেন। কয়েকজন গোপনে মোবাইলে গণহত্যার ছবি রেকর্ড করেন। সেই ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে বিবিসি প্রতিবেদন প্রকাশ করেছে।

মায়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দেশটির জনগণ প্রবল বিদ্রোহে সামিল হয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত আউং সান সু কি-এর সরকারকে ক্ষমতা হস্তান্তর না করে উৎখাত করা হয়। ক্ষমতা দখল করেন বর্মী সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। তিনিই এখন মায়ানমারের সামরিক সরকারের প্রধান।

]]>
Myanmar: ‘গণহত্যা চলছে’, বর্মী সেনার ভয়ে সীমান্ত গ্রাম থেকে হাজারো অনুপ্রবেশ https://ekolkata24.com/uncategorized/mass-killing-and-clashes-in-myanmar Sat, 18 Dec 2021 15:03:57 +0000 https://ekolkata24.com/?p=15356 News Desk: একের পর এক প্রদেশে বিদ্রোহ। গণতন্ত্র ফেরানোর দাবিতে বিদ্রোহী জনতা বনাম মায়ানমারের (Myanmar) সামরিক সরকারের সংঘাত তীব্র। সীমান্তবর্তী গ্রামগুলিতে ভারত ও থাইল্যান্ডের দিকে ঢুকছেন হাজার হাজার বর্মী জনতা।

মায়ানমারে রক্তাক্ত পরিস্থিতি শুরু গত ১ ফেব্রুয়ারি থেকে। দেশটির নির্বাচিত আউং সান সু কি- এর সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছেন সেনা প্রধান মিন অং হ্লাইং। তিনিই এখন সামরিক সরকারের প্রধান। সু কি বন্দি। আর গণতন্ত্র ফেরানোর সংগ্রামে সেনার গুলিতে হাজারের বেশি নিহত।

mass killing and clashes in myanmar

মাস খানেক ধরে রক্তাক্ত ভারত সীমান্ত লাগোয়া কাচিন (Kachin) ও চিন (Chin) প্রদেশে। একইভাবে রক্তাক্ত হচ্ছে থাইল্যান্ডের লাগোয়া মায়ানমারের কারেন প্রদেশও।

(১) ভারতের দিকে:
মায়াননারের পূর্ব দিকে কাচিন ও চিন প্রদেশের বিদ্রোহী চিনল্যান্ড ডিফেন্স ফোর্স ও কাচিন আর্মি। এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলছে বর্মী সেনার। শতাধিক নিহত। জঙ্গল, নদী পেরিয়ে ভারতের দিকে মিজোরাম, নাগাল্যান্ডে ঢুকছেন বর্মীরা। দুই রাজ্য সরকার কড়া নজরে রেখেছে সীমান্ত এলাকা।

mass killing and clashes in myanmar

(২) থাইল্যান্ডের দিকে:
মায়ানমারে পশ্চিম ও দক্ষিণ অংশে আছে কারেন প্রদেশ। এখানে বর্মী সেনার বিরুদ্ধে সংঘাতে জড়িত কেএনএলএ গোষ্ঠী। সীমান্তবর্তী এই এলাকায় বর্মী সেনার অভিযানে বহু মানুষ নিহত। হাজারে হাজারে বর্মী প্রতিবেশি থাইল্যান্ডে ঢুকতে শুরু করেছেন। আশ্রয়প্রার্থীদের খাদ্য পৌঁছে দিতে থাই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে কিছু এনজিও।

<

p style=”text-align: justify;”>বর্মী সেনা ও মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠিদের মধ্যে সংঘর্ষে দু তরফে বাড়ছে মৃত্যু। মায়ানমারে ফের ‘গণহত্যা চলছে’। এতে জড়িত সেনাবাহিনী। পলাতক বর্মীরা ভিনদেশে ঢুকে এমনই দাবি করছেন

]]>
Nigeria: বাজারে ঢুকে ভয়াবহ হামলা, গুলিবিদ্ধ ২০ জন নাইজেরীয় মৃত https://ekolkata24.com/uncategorized/gunmen-attacked-nigerian-village-and-killed-20-people Sun, 10 Oct 2021 05:26:48 +0000 https://www.ekolkata24.com/?p=7090 নিউজ ডেস্ক: নাইজেরিয়ার (Nigeria) সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জনের হয়েছে।

রয়টার্স জানাচ্ছে, মোটরসাইকেলে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে হামলাকারীরা। এতে বেশ কয়েকজন নিহত হন। কোনও জঙ্গি সংগঠন নাকি ডাকাত দলের হামলা সেটা নিয়েই প্রশ্ন।

নাইজেরিয়া প্রায়ই বোকো হারাম জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়। বিভিন্ন বিদ্যালয় বা গ্রাম থেকে কিশোরীদের অপহরণ করা হয়।

শনিবার সোকোটো প্রদেশের হামলার পিছনে ডাকাত দল জড়িত বলে প্রাথমিক সন্দেহ। সোকোটো প্রদেশের পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, এই হামলা ডাকাত দলের। রয়টার্সকে তিনি বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে খুন করেছে।  তারা নয়টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

নাইজেরা জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে। কিন্ত এত বড় ডাকাত দলের হামলা সাম্প্রতিক সময়ে হয়নি। ফলে সরকারি দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

]]>
Afghanistan: গণহত্যা শুরু করল তালিবান সরকার, মৃতদেহের স্তূপে কিশোরী https://ekolkata24.com/uncategorized/afghanistan-taliban-militant-starting-mass-killing-in-afghanistan Tue, 05 Oct 2021 05:40:46 +0000 https://www.ekolkata24.com/?p=6617 নিউজ ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) প্রত্যাশিতভাবেই গণহত্যা শুরু করল তালিবান জঙ্গি সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দায়কুন্দি প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে খুন করেছে তালিবান। নিহতদের মধ্যে মাসুমা নামে ১৭ বছরের এক মেয়ে রয়েছে।

আলজাজিরা জানাচ্ছে, গত ৩০ আগস্ট ৩০০ জন তালিবান জঙ্গি দায়কুন্দি প্রদেশের খিদির জেলায় প্রবেশ করে। সেখানে তারা আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের (এএনএসএফ) ১১ কর্মীকে গুলি করে মেরে দেয়। এরা সবাই প্রেসিডেন্ট আশরাফ ঘানির আমলে রক্ষী ছিলেন। স্থানীয় একটি নদীর ধারে এই গণহত্যা চালায় তালিবান। মারা হয়েছে দুজন সাধারণ আফগানিকে।

যেসব এএনএসএফ সদস্যকে মারা হয়েছে তাদের বয়স ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে। নিহত সবাই হাজারা সম্প্রদায়ের। এই সম্প্রদায় তালিবানের ১৯৯৬ থেকে ২০০১ সরকারের সময় নির্যাতিত হয়েছিলেন।

অ্যামেনেস্টির নথিভুক্ত হাজারা সম্প্রদায়ের সদস্যদের ওপর চালানো দ্বিতীয় হত্যাকাণ্ড। এর আগে ১৯ আগস্ট প্রকাশিত অ্যামেনেস্টির প্রতিবেদনে বলা হয়, গজনি প্রদেশে হাজারা সম্প্রদায়ের অন্তত ৯ জনকে খুন করে তালিবান।

আফগানিস্তানের প্রাক্তন সংসদ সদস্য রাইহানা আজাদের অভিভাবক, ৩০ আগস্টের ঘটনা একটি গণহত্যা। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড জানান, এই হত্যাকাণ্ড প্রমাণ করেছে যে, তালিবান পূর্বের মতো ভয়াবহ কাণ্ড ঘটাচ্ছে।

প্রথম তালিবান সরকারের আমলে বালখ ও বামিয়ান প্রদেশে হাজারা সম্প্রদায়ের শতাধিক মানুষ খুন করে তালিবান। আমেরিকার সেনা সরে যাওয়ার পদক্ষেপ নিতেন গত ১৪ আগস্ট দায়কুন্দি প্রদেশ দখল করে তালিবান। বহু বাসিন্দা পলাতক। ১৫ আগস্ট কাবুল দখন করে তালিবান।

]]>