Mass movement – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 17 Oct 2021 12:29:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Mass movement – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Africa: ‘চুলোয় যাক অপদার্থ সরকার’ সেনা অভ্যুত্থানের আহ্বান সুদানবাসীর https://ekolkata24.com/uncategorized/pro-military-rule-protest-in-sundn Sun, 17 Oct 2021 12:25:33 +0000 https://www.ekolkata24.com/?p=8024 নিউজ ডেস্ক: গণতন্ত্র নাকি সামরিক সরকার? এই প্রশ্নের সাফ জবাবে সুদানবাসী চাইছেন সেনাবাহিনী ক্ষমতা দখল করুক। নীলনদের আরও এক দেশ সুদানের পরিস্থিতি তীব্র উত্তেজনাময়। রাজপথে গগন বিদারী চিৎকার সেনা শাসন চাই।

আলজাজিরা, বিবিসি সহ বিভন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, সুদানবাসী এখন সেনা অভ্যুত্থান চেয়ে গণবিক্ষোভে অংশ নিয়েছেন। তবে সেনাবাহিনী এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।

রিপোর্টে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের দাবিতে রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির হাজার হাজার সুদানি। 

শনিবার রাজধানী খার্টুমের প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা ভুখা সরকারের পতনের দাবিতে সোচ্চার হন। সেনা বাহিনীকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার বিচার ও সমতা আনতে পুরোপুরি ব্যর্থ।

বিবিসি জানাচ্ছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের মূল ফটক ঘেরাও করলেও তেমন সক্রিয়তা দেখায়নি নিরাপত্তারক্ষীরা। এই ইঙ্গিত সরকার পড়ে যাওয়ার বলেই মনে করা হচ্ছে।

রয়টার্সের খবর, ২০১৯ সালে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-য বশির। এরপর আলোচনার মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী ও রাজনৈতিক দল। কিন্তু কিন্তু এতে সুদানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং খাদ্য সংকট আরও বেড়েছে। এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে সুদানিরা এবার পূর্ণ সামরিক সরকার চাইছেন।

বিক্ষোভকারীদের দাবি, সরকার ফেলে দিয়ে সেনাপ্রধান প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ অল বুরহান অবিলম্বে সরকার পরিচালনা গ্রহণ করুন। আর বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হোক।

]]>