Medical – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 01 Jan 2022 09:36:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Medical – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Omicron: ওমিক্রনকে পরাস্ত করতে নয়া চিকিৎসাবিধি জারি স্বাস্থ্য দফতরের https://ekolkata24.com/uncategorized/health-department-has-issued-new-medical-rules-to-defeat-omicron Sat, 01 Jan 2022 09:36:46 +0000 https://ekolkata24.com/?p=17468 News Desk: ওমিক্রনের (Omicron) প্রভাবে বাংলায় করোনা সংক্রমণের হার ব্যাপক মাত্রায় বেড়েছে। স্বাভাবিকভাবেই যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার থেকে শুরু করে চিকিৎসক মহল। এই পরিস্থিতিতে করোনার নয়া রূপ ওমিক্রনকে হারাতে নতুন চিকিৎসাবিধি জারি করল স্বাস্থ্য দফতর। উল্লেখজনকভাবে এই চিকিৎসা পদ্ধতিতে জায়গা পেয়েছে ককটেল থেরাপি।

করোনার নয়া চিকিৎসাবিধিতে রয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি যা ‘ককটেল থেরাপি’ নামেও পরিচিত। করোনার জীবনদায়ী ওষুধ মলনুপিরাভির। করোনা আক্রান্ত যেসকল রোগীদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যাবে।

omicron

স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এই চিকিৎসা বিধিতে করোনা রোগীদের তিনভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলি হল- মৃদু উপসর্গ যুক্ত রোগী, লক্ষণবিহীন কোমর্বিড রোগী এবং উপসর্গহীন রোগী।‌

উপসর্গ না থাকলে কিংবা মৃদু উপসর্গ থাকলে রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। রোগীদের বুকে ব্যথা বা হঠাৎ করে প্রচণ্ড জ্বর হলে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে।

<

p style=”text-align: justify;”>দুটি ওষুধ যথেষ্ট খরচসাপেক্ষ। তাই এখনও পর্যন্ত বেসরকারি হাসপাতালেই এর ব্যবহার করা হতো।‌ কিছুদিন আগে করোনা আক্রান্ত হন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেও তাঁকে ককটেল থেরাপি দেওয়া হয়। বর্তমানে তিনি করোনামুক্ত।

]]>
NEET-UG: প্রথম আদিবাসীর সুযোগ মেডিকেলে https://ekolkata24.com/uncategorized/neet-ug-first-indigenous-community-opportunity-in-medical Mon, 08 Nov 2021 08:05:48 +0000 https://www.ekolkata24.com/?p=10695 Special Correspondent, Kolkata: নিজের গ্রামের প্রথম আদিবাসী হিসেবে মেডিকেল-এ সুযোগ পেয়েছে সে। ১৯ বছর বয়সী এম সাঙ্গাভি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার আদিবাসী সম্প্রদায়কে গর্বিত করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ, সম্প্রতি NEET-UG ফলাফল ২০২২ ঘোষণা করেছে। ১৯ বছর বয়সী এম সাঙ্গাভি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার আদিবাসী সম্প্রদায়কে গর্বিত করেছেন।

মালাসর উপজাতি সম্প্রদায়ের মেয়ে সাঙ্গাভি, থাকেন মধুকরইতে। তিনি তার গ্রামের প্রথম মেয়ে যিনি দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সাঙ্গাভি NEET পরীক্ষায় ৭২০-এর মধ্যে ২০২ নম্বর পান। তার দ্বিতীয় প্রচেষ্টায় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তার যাত্রা সহজ ছিল না। সাঙ্গাভি জানিয়েছেন, “তার বাবা মারা গিয়েছেন, লকডাউনে প্রবল সমস্যায় পড়েছিলেন। তার মা আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন। কঠিন এই পরিস্থিতিতেই সাঙ্গাভির মনে হয়েছিল যে তার সম্প্রদায়ের কতটা চিকিৎসা সহায়তা প্রয়োজন।

একটি এনজিওর সহায়তায়, তিনি দুইবার NEET-UG পরীক্ষা বসেন এবং এবছর সফল হয়েছেন। 2021 সালের জন্য তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য কাট-অফ নম্বর হল ১০৮ থেকে ১৩৭। সাঙ্গাভি একটি ভাল মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

NEET ২০২১ পরীক্ষা ১২ সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত হয়েছিল। NEET এর উত্তর কী ১৫ অক্টোবর প্রকাশিত হয়েছে। NEET পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশের অপেক্ষায় ছিলেন। এর আগে করোনার কারণে কয়েকবার পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। NEET ২০২১ এ প্রায় ১৬ লক্ষ প্রার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।

NEET ২০২১-এর জন্য, সারা দেশে ৩৮০০টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এই পরীক্ষায় ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী অংশ নেয়। NEET বা জাতীয় যোগ্যতা-তথা-প্রবেশিকা পরীক্ষা হল দেশের একমাত্র প্রবেশিকা পরীক্ষা যার মাধ্যমে স্নাতক মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ভর্তি করা হয়।

]]>