Militant attack – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 Dec 2021 06:08:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Militant attack – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Germany: লুধিয়ানা আদালতে বিস্ফোরণের মূল চক্রী জসবিন্দর, পাক সংযোগ https://ekolkata24.com/uncategorized/ludhiana-court-blast-main-accused-arrested-in-germany Tue, 28 Dec 2021 06:08:46 +0000 https://ekolkata24.com/?p=16920 News Desk: তদন্তের জাল যত গুটিয়ে আনছেন গোয়েন্দারা ততই চমক। লুধিয়ানা আদালতে বিস্ফোরণের পিছনে জড়িত পাকিস্তান মদতপুষ্ট শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সংযোগ স্পষ্ট হচ্ছে। বিস্ফোরণের মূল চক্রী জসবিন্দর সিং ধরা পড়ল জার্মানিতে।

ধৃত জসবিন্দর সিং শিখ ফর জাস্টিস সংগঠনের সঙ্গে জড়িত। এই সংগঠন ভারতে নিষিদ্ধ। তদন্তে উঠে এসেছে পাকিস্তান মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের সঙ্গে জসবিন্দর জড়িত। লুধিয়ানার মতো দিল্লি ও মুম্বইতে হামলার ছক করেছিল সে।

লুধিয়ানা আদালতে বোমা বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হয়েছে। জার্মানিতে ধৃত জসবিন্দরের লক্ষ্য ছিল দেশজুড়ে পরপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো। পাঞ্জাবের কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়। হোসিয়ারপুর নিবাসী জসবিন্দর সিং জার্মানিতে থাকে। তার সঙ্গে সরাসরি সংযোগ শিখ ফর জাস্টিস সংগঠনের নেতা গুরনন্দন সিং পন্নুর।

জসবিন্দরকে ভারতে এনে বিচারের জন্য জার্মান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। এই বিষয়ে জার্মান বিদেশমন্ত্রক ও নয়াদিল্লির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভারতের বিদেশমন্ত্রক।

তদন্তে উঠে এসেছে জসবিন্দর সিং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে অস্ত্র কারবারে জড়িত। তার নজরে ছিল পাঞ্জাব বিধানসভা ভোটকে রক্তাক্ত করা।

লুধিয়ানা আদালতে বিস্ফোরণে মৃত বরখাস্ত হওয়া পুলিশকর্মী গগনদীপ সিং। তদন্তে উঠে এসেছে, গগনদীপ সিং বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল। সেই হিসেবে আদালত চলাকালীন বিস্ফোরণ ঘটায়। নাশকতায় নিহতের সংখ্যা দুই। সেই আত্মঘাতী হামলা করে বলে তদন্তে উঠে এসেছে।

]]>
General A S Vaidya: গুলি খেয়ে লুটিয়ে পড়েছিলেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান, ‘অপরাশেন ব্লুস্টার’ নায়ক https://ekolkata24.com/offbeat-news/assassination-of-general-a-s-vaidya-principal-organiser-of-operation-blue-star Thu, 09 Dec 2021 15:47:44 +0000 https://ekolkata24.com/?p=14262 News Desk: সদম্ভে খালিস্তানি জঙ্গি সংগঠন ঘোষণা করেছিল, অপারেশন ব্লু স্টারের বিরুদ্ধে আরও একটা বদলা নেওয়া হয়েছে। ১৯৮৬ সালের ১০ অগস্ট সকাল এগারোটার কিছু পরে হামলা চালিয়েছিল খালিস্তানিরা। প্রকাশ্যে পরপর গুলি করা হয়। লুটিয়ে পড়েছিলেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল অরুণকুমার শ্রীধর বৈদ্য (General A S Vaidya)। কয়েকদিন পরেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তার আগেই পুনে শহরে এভাবে তাঁর খুনের ঘটনায় দেশজুড়ে নেমেছিল আশঙ্কা।

‘অপারেশন ব্লু স্টার’ অভিযানের কারণে ধর্মীয় আবেগতাড়িত শিখ দেহরক্ষীদের গুলিতে জীবন খোয়াতে হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তৎকালীন সেনপ্রধান অরুণকুমার শ্রীধর বৈদ্য ছিলেন স্বর্ণমন্দির অভিযানের মূল দায়িত্বে। তাঁকেও খুন করে উগ্র শিখ ধর্মীয় খালিস্তানি জঙ্গিরা।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পরিচালিত সশস্ত্র খালিস্তান আন্দোলনের চক্রীরা শিখ ধর্মের প্রধান কেন্দ্র অমৃতসরের স্বর্ণমন্দিরের দখল নিয়েছিল। ১৯৮৪ সালে সেই জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অপারেশন ব্লু স্টার অভিযানে খালিস্তানি জঙ্গিদের নিকেশ করা হয়।

General A S Vaidya

খালিস্তানিরা ইন্দিরা গান্ধীকে হত্যার পরে দেশের রাজনীতিই গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। সেনাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এ এস বৈদ্য। তিনি আশঙ্কা করতেন হামলার। বলেছিলেন হয়ত একটা বুলেটে আমার নাম লেখা আছে!

মেয়াদ অন্তে অবসর নিয়ে পুনে শহরে থাকতে শুরু করেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান। তাঁর গতিবিধি খুব নিখুঁতভাবে খতিয়ে দেখে হামলার নীল নকশা তৈরি করে খালিস্তানি জঙ্গিরা। ঘাতক দলকে নির্দেশ দেওয়া হয় গুলি করার।

<

p style=”text-align: justify;”>পুনে শহরে ভিড়ের রাস্তায় প্রাক্তন সেনা প্রধানের গাড়ির খুব কাছে আসে তিন বাইক আরোহী। পরপর গুলি করা হয়। গুলি লেগে গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন প্রাক্তন সেনাপ্রধান এ এস বৈদ্য। তাঁর স্ত্রী ও দেহরক্ষী গুরুতর জখম হন। রক্তাক্ত সেনাপ্রধানকে মিলিটারি কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন, সব শেষ।

]]>
Manipur: গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি কুকি জঙ্গিদের, রক্তাক্ত পরিস্থিতি https://ekolkata24.com/uncategorized/kuki-mikitant-attacked-in-manipur-village Wed, 13 Oct 2021 03:03:42 +0000 https://www.ekolkata24.com/?p=7473 নিউজ ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলায় রক্তাক্ত উত্তর পূর্বাঞ্চল। কুকি জঙ্গি সংগঠনের ভয়াবহ হামলা মনিপুরে। গ্রামে ঢুকে গুলি চালিয়ে কয়েকজনকে খুন করল জঙ্গিরা। পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ব।অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ খবর জানাচ্ছে সংবাদ সংস্থা ANI

ঘটনাস্থল কাঙ্গোপাকির বি গামনোম গ্রাম। ANI জানাচ্ছে, দু দিন আগে এখানেই দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তারক্ষীরা। তাদের দেহ নিয়ে শোকপালন চলছিল। মঙ্গলবার যখন গ্রামবাসীরা জড়ো হয়েছিলেন, তখন ফের হামলা চালায় কুকি জঙ্গিরা।

গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা। ANI জানাচ্ছে, গুলিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার ও জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

মনিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে কুকি জনগোষ্ঠী ছড়িয়ে। এদের নিজস্ব কিছু চাহিদার কারণে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কুকি ন্যাশনাল লিবারেশন আর্মি (KNLA) হামলা চালায়। সম্প্রতি তাদের সক্রিয়তা বেড়েছে। মনিপুর রাজ্য পুলিশ কর্তারা ঘটনাস্থল বি গামনোম গ্রামে গিয়েছেন। এলাকা ঘিরে তল্লাশি চলছে।

]]>