আজকের এই বৈঠকে কিভাবে শাসক দল বিজেপির মোকাবিলা করা হবে তা নিয়ে রণকৌশল তৈরি করেন অভিষেক। এদিন এই তরুণ তৃণমূল নেতা দলীয় সাংসদদের (member of parliament) স্পষ্ট বার্তা দিয়েছেন আগামী দিনে সংসদের ভিতরে এবং বাইরে বিজেপির বিরুদ্ধে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে।
দ্বিতীয় যে বার্তাটি অভিষেক দিয়েছেন সেটা হল, কংগ্রেসের মুখের দিকে তাকিয়ে না থেকে তৃণমূল সাংসদরা যেন নিজেদের মত করেই বিজেপির বিরুদ্ধে লড়াই করেন। অভিষেক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস হল একটি পৃথক দল। সেই দলের রণকৌশল আলাদা। তাই তারা কী ভাবছে বা কী করছে সেটা কখনওই তৃণমূলের বিবেচনার বিষয় হতে পারে না। তৃণমূল একটি সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দল। তাদের আদর্শ ও চিন্তাভাবনা আলাদা। তারা নিজেদের মত করেই বিজেপির মোকাবিলা করবে। কোন দল কী করছে সে কথা দ্বিতীয়বার ভাববে না।
এই বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকা সব সংসদকেই এদিন উপস্থিত থাকার কথা বলেছিলেন। কিন্তু এ দিনের বৈঠকে দুই তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অনুপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে এবার দুই তারকা সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দিতে চলেছে দল। বৈঠকের মধ্যেই অভিষেক জানিয়ে দিয়েছেন, আজকের বৈঠকে যাঁরা অনুপস্থিত আছেন তাঁরা কেন থাকলেন না সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
দলের দুই রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিচ্ছেন দুই তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই ধরনায় সাংসদদের সঙ্গে যোগ দেন অভিষেক।
সম্প্রতি জাতীয় রাজনীতিতে কার্যত একাই লড়ছে তৃণমূল। কয়েকটি রাজ্যে অন্য ছোট আঞ্চলিক দলগুলিকে তৃণমূল জোট সঙ্গী হিসেবে পেতে চাইলেও কংগ্রেসকে ধর্তব্যের মধ্যে আনছে না। বরং কংগ্রেসকে ভেঙেই নিজেদের ঘর গোছাতে চাইছে তৃণমূল। তৃণমূলের এই রণকৌশল স্বাভাবিকভাবেই কংগ্রেসের উষ্মা বাড়িয়েছে। তাই আগামী দিনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সম্পর্কের রসায়ন কোথায় গিয়ে পৌঁছয় তা নিয়ে রাজনৈতিক মহলের কৌতূহল রয়েছে।
]]>এরই সুবাদে নেট দুনিয়ায় নিত্য লক্ষ্য লক্ষ্য ভক্তের ভিড় জমে। মিমি একটি ভিডিও হোক বা ছবি, শেয়ার করা মাত্রই হয়ে ওঠে পলকে ভাইরাল। তবে এবার এ কি কাণ্ড ঘটালেন মিমি চক্রবর্তী! সোজা ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে, না তেমন কিছু নয়, বরং টিকটক ট্রেন্ড বা রিল ফলো করেই এই ভিডিও তৈরি।
View this post on Instagram
বেশ কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তী কালো পোশাকে ছবি শেয়ার করে ভক্তদের মনে ঝড় তুলেছেন। সেই পোশাকেই এবার এক মজার ভিডিও শেয়ার করে নিলেন। যেখানে প্রথমে তাঁকে দেখা যায় একটি সাদা পোশাক পরে থাকতে, পরবর্তীতে তিনি তা পলকে পাল্টে কালো পোশাকে চেনা লুকে ধরা দিলেন, আর এতেই এখন দিব্যি মজে রয়েছে নেট দুনিয়া।
]]>এখন মিমি বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি রয়েছেন। সাংসদের কাজের পাশাপাশি গোটা দিল্লি ঘুরে বেড়াচ্ছেন তিনি। মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তবে ফের চাঙ্গা হয়ে রাজধানীর রাস্তায় দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় দিল্লি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করছেন।
মিমি জানিয়েছেন, লকডাউনের সময়ই তিনি মৈনাকের ‘মিনি’ চিত্রনাট্য পড়েছেন এবং তাঁর চরিত্রটি পছন্দ হয়েছে। মিমি জানান যে তাঁকে কোনওদিন এমন চরিত্রের প্রস্তাব দেওয়া হয়নি। এই ছবি অন্য এক মাত্রার। পরিচালক মৈনাকের সঙ্গে মিমির প্রথম কাজ হলেও ক্রিসক্রসের সময় মৈনাকের সঙ্গে তিনি কাজ করেছেন। তবে সেই সময় অবশ্য মৈনাক এই ছবির সংলাপ লিখেছিলেন।
অন্যদিকে পরিচালক মৈনাক জানিয়েছেন তাঁর ছবিতে টক-ঝাল, মিষ্টি, রোম্যান্স সব ধরনের অনুভূতি পাওয়া যাবে। তাঁর এই ছবি মূলত এক স্বাধীনচেতা মেয়ের পরিবারের দায়িত্ব নিয়ে তৈরি হয়েছে। তাঁর ছবিতে এই প্রথমবার কাজ করবেন মিমি তাই এটা নিয়ে মৈনাকও বেশ উৎসাহিত। কারণ তিনি সবসময়ই মিমির সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। এই ছবির শুটিং এ বছরেই শুরু হবে। যদিও এখনও দিনক্ষণ কিছুই ঠিক হয়নি। কারণ মিমি এখন ব্যস্ত রয়েছেন অরিন্দম শীলের ছবি নিয়ে।
]]>