Mohunbagan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 21 Nov 2021 11:49:20 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Mohunbagan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে সবুজ মেরুন ফুটবলার শুভাশিস https://ekolkata24.com/sports-news/mohun-bagan-footballer-shubhashis-bose-in-the-warm-embrace-of-his-beloved-lover Sun, 21 Nov 2021 11:49:20 +0000 https://ekolkata24.com/?p=11973 Sports desk: আইএসএলে’র অষ্টম সংস্করণে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ, এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ২৭ নভেম্বর, তিলক ময়দানে। চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে কেরলা ব্লাস্টার্সকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছে।

গোটা সবুজ মেরুন শিবির খোশ মেজাজে। আর এমন আবহে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস নিজের প্রিয়তমার আলিঙ্গনে চুটিয়ে ভালোবাসার অতল সাগরে ডুব দিয়েছে। নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে সবুজ মেরুন শিবিরের ডিফেন্ডার প্রিয়তমার সঙ্গে ভালবাসার মুহুর্তকে শেয়ার করতে মোটেও ভুলে যায়নি, আর ভালবাসার ওই মুহুর্তই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

Mohun Bagan footballer Shubhashis Bose

শুভাশিস বোস এটিকে মোহনবাগানের ডিফেন্ডার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে ভালবাসার আলিঙ্গণে প্রিয়তমাকে কাছে টেনে নিয়ে প্রিয়তমার কপালে ভালবাসার উষ্ণতা মেশানো চুম্বনের ছবির পোস্টে লিখেছেন,”জীবনের সেরা জিনিস সবসময় আপনার সাথে ভাল হয় ❤😘

যদিও প্রথম ম্যাচ জিতেও এটিকে মোহনবাগান নিজেদের ডিফেন্স নিয়ে অস্বস্তিতে রয়েছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাস টিমের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। কেননা তিরি’র হাঁটুতে চোট। চলতি আইএসএলের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে তিরি’র সার্ভিস পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা সবুজ মেরুন শিবিরে। কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিরি’র অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক।

এখন মহাডার্বি ম্যাচ আগামী শনিবার। এসসির ইস্টবেঙ্গল চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার সন্ধেয়। সবকিছু ভুলে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বোস এখন প্রিয়তমার সঙ্গে আলিঙ্গনে ভালবাসার অমোঘ বন্ধনে।

]]>
লিস্টন কোলাসোর বিশ্বমানের গোলকে কুর্নিশ এটিকে মোহনবাগানের https://ekolkata24.com/sports-news/mohun-bagan-called-liston-kolasors-goal-a-kurnish Sat, 20 Nov 2021 14:56:18 +0000 https://ekolkata24.com/?p=11871 Sports desk: আইএসএলে‘র চলতি অষ্টম সংস্করণে লিস্টন কোলাসো আন্তজার্তিক মানের গোল কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ম্যাচের চতুর্থ গোল কোলাসোর।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে রয় কৃষ্ণা’র ছোট্ট একটা পাস কোলাসোর ডান পায়ের দূরপাল্লার শট কেরলার কিপার আলবিনো অসহায়,ওই শট জালে জড়াতেই কেঁপে উঠলো আসমুদ্র হিমাচল। এককথায় প্রথম আইএসএল শুরুর সময় থেকে গোটা স্কোরিং তালিকায় লিস্টন কোলাসোর গোল অনবদ্য।

চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে কেরলা ব্লাস্টার্সকে হারিয়ে মহা ডার্বি ম্যাচের আগে ফুল চার্জে।

Kolasor

কিন্তু জয়ের এই আনন্দে এটিকে মোহনবাগান শিবির লিস্টন কোলাসোর আন্তজার্তিক মানের গোলকে কুর্নিশ জানাতে ভোলেনি। নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করা হয়েছে ওপেনিং ম্যাচে লিস্টন কোলাসোর গোলের অবদানকে, “আপনি এটা মিস করতে চান না!

হিরো আইএসএল সিজন ওপেনারে কেরালা ব্লাস্টার্স বনাম ম্যাচের ভাগ্য সিল করার জন্য আমাদের ছেলে লিস্টন কোলাসো একটি চমকপ্রদ গোল করেছে।”

২৭ নভেম্বর হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। এসসি ইস্টবেঙ্গল আইএসেএলে জামসেদপুর এফসির বিরুদ্ধে ওপেনিং ম্যাচ খেলতে নামছে ২১ নভেম্বর, তিলক ময়দানে। লাল হলুদের চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান টুর্নামেন্টের প্রথম এনকাউন্টারে জয় পেয়ে আত্মবিশ্বাসী হুগো বৌমাসের জোড়া গোল সঙ্গে রয় কৃষ্ণা,লিস্টনের স্কোরিং পারফরম্যান্সের দৌলতে। তাই মহাডার্বির প্রস্তুতি এখন তুঙ্গে সবুজ মেরুন শিবির জুড়ে।

]]>
বাতিল হয়ে গেল আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক https://ekolkata24.com/sports-news/ifas-meeting-got-postponed Sat, 04 Sep 2021 14:16:45 +0000 https://www.ekolkata24.com/?p=3837 স্পোর্টস ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) চুক্তি নিয়ে সমস্যা মিটে গিয়েছে। গতবারও তাঁর উদ্যোগেই ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছিল লাল-হলুদ বাহিনী। এবার বাংলার ফুটবলকে বাঁচাতে আইএফএ-র কর্তারাও দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই প্রধানকে এবার কলকাতা লিগে খেলতে দেখা যাবে না। সেই ঘটনা জানাতেই মুখ্যমন্ত্রীর কাছে গেলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা।

মোহনবাগান, ইস্টবেঙ্গলের কলকাতা লিগে না খেলা নিয়ে রবিবার আলোচনায় বসার কথা ছিল বাংলার ফুটবলের সর্বাধিক নিয়ামক সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটির। শোনা যাচ্ছিল কড়া পদক্ষেপ নিতে পারে আইএফএ। কিন্তু বাতিল হয়ে গেল সেই সভা। ডুরান্ড উদ্বোধনের জন্য সভা পিছিয়ে দেওয়া হল। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ডেও অংশ নিচ্ছে না কলকাতার দুই প্রধান। যদিও আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত লিখিতভাবে কিছু জানায়নি ইস্টবেঙ্গল, মোহনবাগান।

আরও পড়ুন কলকাতা লিগে নেই ইস্ট-মোহন, বাংলার ফুটবল বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আইএফএ কর্তারা

মোহনবাগান পৌঁছে গিয়েছে এএফসি কাপের মূলপর্বে। তার উপর জাতীয় দলের হয়ে নেপালে খেলতে চলে গিয়েছেন পাঁচজন ফুটবলার। সেপ্টেম্বরে মূলপর্বের খেলা হওয়ায় দেশেও ফিরে গিয়েছেন দলের অনেক ফুটবলার। ফলে ঘরোয়া লিগে দল নামাবে না বলে অনেক আগেই আইএফএকে জানিয়েছিল ক্লাব। সৃঞ্জয় বোস জানিয়েছেন, “মেল করে আমরা জানিয়েছিলাম, আমাদের পক্ষে ঘরোয়া লিগে খেলা এবার সম্ভব নয়। এটাতো দেশের সম্মানের প্রশ্ন। তাই আমরা আইএফএ-র সহযোগিতা চেয়েছি। তাছাড়া এবার কোভিড পরিস্থিতির দরুন সেভাবে প্র্যাকটিসও হয়নি।”

অন্যদিকে সবে চুক্তি সমস্যা মেটার পর দলগঠনে নেমেছেন ইস্টবেঙ্গল কর্তারা। ফলে প্র্যাকটিস ছাড়া দল নামাতে রাজি নন তারাও। লাল-হলুদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বরের আগে তাঁদের পক্ষে কলকাতা লিগে দল নামানো অসম্ভব। তারপর খেলতে তাঁদের আপত্তি নেই। যদিও কলকাতা লিগ চলাকালীনই হয়তো আইএসএলেরও খেলা পড়ে যাবে, ফলে আইএফএ কর্তারা ইস্টবেঙ্গলের মাঠে না নামার বিষয়ে একপ্রকার নিশ্চিত।

]]>
উৎসবের মন্তব্যে আবার ভাইরাল #RemoveATK, আন্দোলনের পথে সবুজ-মেরুন সমর্থকরা https://ekolkata24.com/sports-news/mohunbagan-supporters-on-the-way-to-the-movement Fri, 03 Sep 2021 07:09:51 +0000 https://www.ekolkata24.com/?p=3719 স্পোর্টস ডেস্ক: গত বছর এটিকে-মোহনবাগানের নতুন জার্সিতে তিনটি স্টার থাকা এবং ক্রমাগত তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে উল্লেখ করায় ক্ষিপ্ত হয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকেরা। তাদের ক্রমাগত আন্দোলনের পরে তিন স্টার সরিয়ে নিয়েছে ক্লাব অফিসিয়ালরা। ঝামেলা বেড়েছিল আইএসএলের একটি প্রোমোশনাল ভিডিওকে ঘিরেও। ওই ভিডিওতে দেখা যায় এটিকের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সবুজ-মেরুন জনতার বিক্ষোভে সেই ভিডিওটিও সরিয়ে নিয়েছিল আইএসএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন কলকাতা লিগে নেই ইস্ট-মোহন, বাংলার ফুটবল বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আইএফএ কর্তারা

এবার এটিকে-মোহনবাগান এএফসি কাপে খেলছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বেও পৌঁছেছে। সবই সম্ভব হয়েছে গত বছর কিবু ভিকুনার কোচিংয়ে ‘মোহনবাগান’ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায়। কিন্তু তারমাঝেই বিতর্ক তৈরি করলেন এটিকের বোর্ড মেম্বার উৎসব পারেখ। একটি সাক্ষাৎকারে হঠাৎই বলে বসেন, ‘মোহনবাগানের নিজেদের ক্ষমতায় এএফসি কাপে খেলার যোগ্যতা নেই। ওদের কখনও পরিকল্পনাতেও ছিল না যে মোহনবাগান এএফসি কাপে খেলতে পারবে। মোহনাবাগন তো নিজস্ব গায়ের জোরে আজ পর্যন্ত খেলল না।  এতদিন সেই কারণেই এএফসি কাপে খেলেনি তারা। এটিকে আসাতেই সেই সুযোগ পেয়েছে তারা। ফলে মোহনবাগান সমর্থকদের এটিকে মোহনবাগানকেই সমর্থন করা উচিত। মোহনবাগান এখন অতীত।’

যদিও, ঘটনার পরেই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে এটিকে-মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশীষ দত্ত এবং সৃঞ্জয় বসু জানিয়ে দেন, সমর্থকদের আবেগকে গুরুত্ব দিতেই হবে। উৎসব পারেখের বক্তব্য অপমান করেছে মোহনবাগানের শতাব্দীপ্রাচীন আবেগকে। তারপরেই এটিকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় মোহনবাগান ক্লাবে সভ্য-সমর্থকদের কাছে। জানিয়ে দেওয়া হয়, উৎসব পারেখের বক্তব্যকে সমর্থন করেন না তাঁরা।

যদিও তাতেও কমছে না সবুজ-মেরুন সমর্থকদের রাগ। মার্জারের বিরুদ্ধে আবার টুইটারে ঝড় তোলার পরিকল্পনা করেছেন সবুজ-মেরুন জনতা। ট্রেন্ড করার চেষ্টা করা হচ্ছে #RemoveATK এবং #BreakTheMarger কে। ফলে এএফসি কাপে দুর্দান্ত পারফর্ম্যান্সের পরেও মাঠের বাইরে সমস্যা কমছে না মোহনবাগানের।

]]>
‘মোহনবাগানেই আছি’, জানিয়ে দিলেন প্রবীর দাস https://ekolkata24.com/sports-news/prabir-das-ends-the-rumour-of-his-transfer Wed, 01 Sep 2021 12:53:08 +0000 https://www.ekolkata24.com/?p=3590 স্পোর্টস ডেস্ক: গত বছর কিবু ভিকুনার কোচিংয়ে আই লিগ জিতেছিল মোহনবাগান (ATK-Mohunbagan)। ফলে সুযোগ পেয়েছিল এএফসি কাপে। তারপর অনেক বদলে গিয়েছে গঙ্গাপাড়ের ক্লাব। মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছে কর্পোরেট এটিকে। ফলে এটিকে মোহনবাগান নাম নিয়ে এই লিগের বদলে আইএসএলে খেলেছে দল। একই নামে খেলছে চলতি এএফসি কাপেও।

আরও পড়ুন কলকাতা লিগে নেই ইস্ট-মোহন, বাংলার ফুটবল বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আইএফএ কর্তারা

কিবু ভিকুনার কোচিংয়ে না খেললেও একসময় মোহনবাগানের অন্যতম ভরসা ছিলেন প্রবীর দাস। পরে চলে আসেন এটিকেতে। এটিকের সঙ্গে মার্জ করে গত বছর আইএসএলে খেলেছিল মোহনবাগান। সেই দলেও ছিলেন প্রবীর। ফিজির রয় কৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে একাধিক ম্যাচে সবুজ-মেরুণকে জিতিয়েছেন তিনি। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দারুণ সম্পর্ক দুই খেলোয়াড়ের।

চলতি আইএসএলেও প্রবীর-কৃষ্ণা জুটির ম্যাজিক দেখার অপেক্ষায় মেরিনার্সরা।

সম্প্রতি রয় কৃষ্ণার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন প্রবীর। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘জানি না আর একসঙ্গে খেলব কি না। তবে রয়ের জন্মদিনে ওর সঙ্গে দেখা করতে চলে এলাম।’ অনেকে বলছিলেন, গত মরশুমে হাবাসের দলে নিয়মিত জায়গা পাননি তিনি। ফলে দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় এটিকে মোহনবাগান থেকে ‘রিলিজ’ চাইতে পারেন প্রবীর। মোহনবাগান ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন প্রণয় হালদার। দলে সু্যোগ পেয়ে না পেয়ে ইতিমধ্যেই মোহনবাগান ছেড়েছেন অরিন্দম। শোনা যাচ্ছিল মোহনবাগান ছেড়ে লাল-হলুদে আসতে পারেন প্রবীর।

এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ‘পিডি৩৩’ জানালেন, মোহনবাগানেই থাকছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও বার্তায় প্রবীর জানিয়েছেন যে অনেকদিন ধরেই তাঁর দলবদলের কথা শোনা যাচ্ছে। কিন্তু মোহনবাগানেই থাকছেন তিনি। শুধু এই মরশুম নয়, মোহনবাগানে ২০২৩ অবধি তাঁর চুক্তি রয়েছে, সেকথাও জানাতে ভোলেননি প্রবীর। ব্যাকগ্রাউন্ড মিউজিকে শোনা যাচ্ছে দেসপাসিতোর আদলে করা মোহনবাগানের গান, প্রবীর বলছেন ‘মোহনবাগানেই’ থাকছি। সব মিলিয়ে বুধবারের দুপুরে জলে নয়, আনন্দে ভাসছেন মেরিনার্সরা।

]]>