Molnupiravir – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 09:01:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Molnupiravir – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 রাজ্যে করোনা চিকিৎসার প্রোটোকল থেকে বাদ পড়ল মোলনুপিরাভির-মনোক্লোনাল https://ekolkata24.com/uncategorized/molnupiravir-monoclonal-was-excluded-from-the-corona-treatment-protocol-in-the-state Tue, 04 Jan 2022 09:01:07 +0000 https://ekolkata24.com/?p=17932 গত ৩১ জানুয়ারি রাজ্যের করোনা চিকিৎসায় জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছিল মোলনুপিরাভির এবং ককটেল থেরাপি বা মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি। তবে তিনদিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল করল স্বাস্থ্য দফতর। কেন্দ্রের নির্দেশিকা না থাকায় আপাতত ব্যবহার করা হবেনা এই দুটি ওষুধ, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।

রাজ্যের তরফে এই নয়া চিকিৎসাবিধি প্রকাশ হওয়ার পরই বিভিন্ন প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞ মহল সেইসময় প্রশ্ন তোলে, ওমিক্রন রুখতে মনোক্লোনাল কার্যকরী না, তাহলে করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে কেন। আইসিএমআরের নির্দেশিকা ছাড়াই কীভাবে বাংলা এই দুটি চিকিৎসা পদ্ধতিতে অনুমোদন দিল। মোলনুপিরাভির বাজারে সহজলভ্য নয় তাহলে কীকরে যে ওষুধ বাজারেই আসেনি তা চিকিৎসায় ব্যবহার করা হবে। ককটেল থেরাপির মত ব্যয়বহুল চিকিৎসার খরচ কীভাবে সামলাবে রাজ্য।

উল্লেখ্য, ২০২১-এর শেষের দিকে সৌরভ গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর চিকিৎসায় ককটেল থেরাপি ব্যবহার করা হলে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এরপরই নতুন চিকিৎসাবিধি জারি করে স্বাস্থ্য ভবন। যদিও, হাসপাতাল সূত্রে খবর, ওমিক্রন নয় করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই সভাপতি।

]]>
Covid 19: মোলনুপিরাভির খেলেই মরবে করোনা, খাওয়ার নিয়ম জানেন কি? https://ekolkata24.com/lifestyle/molnupiravir-medicine-for-covid-19 Fri, 31 Dec 2021 10:53:25 +0000 https://ekolkata24.com/?p=17356 News Desk : ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে, তখনই মোলনুপিরাভিরের অনুমোদন ভারতবাসীর কাছে এনে দিল কিছুটা স্বস্তির সংবাদ। শুধু করোনার মোকাবিলা করতে বাড়িতে বসেই জলের সঙ্গে গুলে খাওয়া যাবে, এমন ওষুধ ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশ সহ একাধিক দেশে আগে অনুমোদন পেলেও এই প্রথমবার ভারতে স্বীকৃতি পেল। ভারতের বাজারে এই মোলনুপিরাভিরের পোশাকি নাম হবে, মোলক্সভির।

কী এই মোলনুপিরাভির?

মূলত এটি কোভিডের অ্যান্টি ভাইরাল পিল হিসেবে কাজ করবে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশেনের নির্দেশ অনুসারে, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর উপসর্গ দেখা দেওয়ার দিন পাঁচেকের মধ্যে এই ওষুধ খেতে পারলে, সবথেকে ভালো কাজ হবে। মনে করা হচ্ছে, এই ওষুধ লাভদায়ক হবে যে কোনও ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই। মোলনুপিরাভির বাজারে প্রথম আনে মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

কারা খাবেন, কী ভাবে খাবেন?

আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রাখা সম্ভব হলে, সেই ব্যক্তিকে দিনে দু বার মোলনুপিরাভির পাঁচ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। দুটি ওষুধ খাওয়ার মাঝে থাকতে হবে ১২ ঘণ্টার ব্যবধান। করোনা আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা যদি ৯৩ শতাংশের নীচে নেমে যায়, সে ক্ষেত্রে ওই ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

কারা খেতে পারবেন না ?

এই ওষুধ খেতে পারবে না শিশু বা ১৮ বছরের কম বয়সীরা । যদি আক্রান্তকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না।একটানা পাঁচদিনের বেশি ওষুধটি কখনও খাওয়া যাবে না। গর্ভবতী মহিলারদের ক্ষেত্রে ওষুধে নিষেধাজ্ঞা আছে। কারণ, মোলনুপিরাভির খেলে সন্তানের জন্মের সময় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

]]>
Covid 19: খেলেই মরবে করোনা, আসছে এমন ওষুধ https://ekolkata24.com/uncategorized/molnupiravir-capsules-clinical-trayal-result-showing-good-result-to-kill-covid-19-virus Sat, 02 Oct 2021 04:46:20 +0000 https://www.ekolkata24.com/?p=6280 নিউজ ডেস্ক: করোনায় আক্রান্তদের জন্য তৈরি খাওয়ার ওষুধ। অপেক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ছাড়পত্র। এই ওষুধ খেলে মরবে করোনা। দাবি গবেষকদের। পরীক্ষায় এসেছে সাফল্য।

বিবিসি জানাচ্ছে, মোলনুপিরাভির নামের এই ওষুধ এক ধরণের ট্যাবলেট। অন্তবর্তীকালীন ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, এটি ব্যবহারে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেকে নেমে আসছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক তৈরি করেছে এই ট্যাবলেট। তবে শুরুর দিকে মোলনুপিরাভিরের ট্রায়াল বন্ধ করতে বলা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ড. অ্যান্থনি ফসি বলেছেন, ফলাফলের ব্যাপারটি খুবই ভালো খবর। বিবিসি জানাচ্ছে, মোলনপিরাভির ছাড়পত্র পেলেই এটি হবে কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে খাওয়ার প্রথম ওষুধ।

২০২১ সালের শেষ নাগাদ এক কোটি রোগীর জন্য মোলনুপিরাভির উৎপাদন করতে পারবে বলে আশা প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি। অনুমোদন পেলেই মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ১২০ কোটি মার্কিন ডলার মূল্যের মোলনুপিরাভির কিনবে বলে রাজি হয়েছে।

]]>