money – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 05 Dec 2021 05:17:30 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png money – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Cash on Mobile: কার্ড ছাড়াই তোলা যাবে টাকা https://ekolkata24.com/business/bob-customers-can-withdraw-money-without-a-card Sun, 05 Dec 2021 05:17:30 +0000 https://ekolkata24.com/?p=13585 নিউজ ডেস্ক, নয়াদিল্লি : গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এল এক নতুন পরিষেবা। এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্কের তরফে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ক্যাশ অন মোবাইল (Cash on Mobile)। এর আগে স্টেট ব্যাঙ্কও এই পরিষেবা চালু করেছে। স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা YONO অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে কার্ড ছাড়া ক্যাশ তুলতে পারেন।  

এর জন্য ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকের ফোনে ব্যাঙ্ক অফ বরোদার M-Connect Plus App থাকতে হবে। এই অ্যাপের মাধ্যমেই ব্যাঙ্ক অফ বরোদার এটিএম থেকে টাকা তোলা যাবে ।

ব্যাঙ্ক অফ বরোদার ক্যাশ অন মোবাইল পরিষেবা :-

ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের কেবল BOB M-Connect Plus App খুলে কার্ডলেস ট্রানজাকশনের জন্য ওটিপি জেনারেট করতে হবে। এরপর M-Connect Plus App এ লগইন করে প্রিমিয়াম পরিষেবা ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ক্যাশ অন মোবাইল পরিষেবায় ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে কত টাকা তুলতে চান তা দিয়ে সাবমিট করতে হবে। রিকোয়েস্ট সাবমিট করার পর ব্যাঙ্ক আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাবে।

ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে গিয়ে কী করতে হবে দেখে নিন :-

এবার ওটিপির সঙ্গে নিকটবর্তী ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে যেতে হবে। এটিএম স্ক্রিনে Cash on Mobile অপশন সিলেক্ট করতে হবে। যে ওটিপিটা আপনার মোবাইলে এসেছে সেটা দিয়ে টাকার অ্যামাউন্ট দিয়ে সাবমিট করতে হবে।

প্রসঙ্গত, অনেক সময় দেখা গিয়েছে যে অনেকে বাড়িতে এটিএম কার্ড ভুলে রেখে এসেছেন বা কোনও কারণে এটিএম কার্ড নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এর জেরে দরকার থাকলেও এটিএম থেকে টাকা তোলা যায়নি। এবার সেই সমস্যারই সমাধান আনল ব্যাঙ্ক অফ বরোদা।   

]]>
চলতি বছর থেকেই সাংসদদের দেওয়া হবে এমপি ল্যাডের টাকা, জানাল কেন্দ্র https://ekolkata24.com/uncategorized/mp-lads-money-will-be-given-to-the-mps-from-this-year-said-the-central-government Wed, 10 Nov 2021 15:51:50 +0000 https://www.ekolkata24.com/?p=10939 News Desk, New Delhi: চলতি অর্থবছর থেকেই ফের সাংসদের এলাকার উন্নয়নের জন্য এলাকা উন্নয়ন তহবিল বা এমপি ল্যাডের (MP LAD) টাকা দেওয়া হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (,narendra modi) পৌরহিত্যে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই এমপি ল্যাডের টাকা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, চলতি বছরে আংশিকভাবে এবং ২০২২ সাল থেকে পূর্ণাঙ্গভাবেই সাংসদদের নিজস্ব এলাকায় উন্নয়নের জন্য অর্থ দেওয়া হবে। চলতি অর্থবর্ষে সাংসদরা এককালীন দু’কোটি টাকা করে পাবেন। পরের বছর অর্থাৎ ২০২২ সাল থেকে সাংসদরা আগের মতোই বছরে ৫ কোটি টাকা করে পাবেন। তবে এই টাকা দুটি কিস্তিতে আড়াই কোটি করে দেওয়া হবে। লোকসভা (Lokshava) এবং রাজ্যসভার (Rajya shava) সব সাংসদই এই টাকা পাবেন। ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত প্রতিবছর সাংসদরা নিজেদের এলাকার উন্নয়নের জন্য ৫ কোটি টাকা করে পাবেন।

উল্লেখ্য করোনাজনিত কারণে ২০১৯ সালের এপ্রিল মাসে এমপি ল্যাডের টাকা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল, দু’বছর এই টাকা দেওয়া হবে না।

এমপি ল্যাডের টাকা বাতিল করার সিদ্ধান্তে গোটা দেশ জুড়ে তীব্র শোরগোল পড়েছিল। বিরোধী রাজনৈতিক দল মোদি সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে। বিরোধীদের দাবি ছিল, এভাবে এমপি ল্যাডের বরাদ্দ বাতিল করে এলাকার মানুষের নৈতিক অধিকার হস্তক্ষেপ করছে মোদি সরকার। সাধারণ মানুষকে কখনওই তাদের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক। সরকারের উচিত ছিল করোনা পরিস্থিতির মোকাবিলা করতে এমপিদের টাকা বাড়ানো। কিন্তু সেটা না করে সরকার উল্টো পথে হেঁটে মানুষের সমস্যা বাড়ালো।

উল্লেখ্য, সাংসদদের টাকা দু বছর বন্ধ রাখা হয়েছিল। তবে সেই টাকা গিয়েছিল সংসদের স্থায়ী তহবিলে। একজন সাংসদ প্রতিবছর এলাকার উন্নয়নের জন্য ৫ কোটি টাকা করে পান। অর্থাৎ দু’বছরে একজন সাংসদ পেয়ে থাকেন ১০ কোটি টাকা। দু’বছর এমপি ল্যাডের টাকা বন্ধ থাকায় সরকারের সাশ্রয় হয়েছে ৭৯০ কোটি টাকা।
অন্যদিকে আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, মোদি সরকার করোনারজনিত পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠছে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সে কারণেই এমপি ল্যাডের টাকা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হল।

]]>
West Bengal: কোটি টাকা তছরুপ করে ধৃত রাজ্য সরকারি কর্মী https://ekolkata24.com/uncategorized/west-bengal-illegal-money-transaction-case-in-bankura-police-arrested-two-persons Wed, 06 Oct 2021 08:44:02 +0000 https://www.ekolkata24.com/?p=6759 নিউজ ডেস্ক, বাঁকুড়া: বিশাল অঙ্কের অর্থ তছরুপের অভিযোগে বাঁকুড়া ফাস্ট ট্র্যাক কোর্টের পেশকার প্রীতম ভকত ও তার বন্ধু অভীক মিত্রকে গ্রেফতার করল পুলিশ। দুই অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

গত ২০১৯ সালের ২ এপ্রিল থেকে ২৩ অক্টোবর এবং ২০২০ সালের মধ্যে ২ কোটি ৩৩ লক্ষ ১৯ হাজার ৮৬২ টাকা তছরুপের অভিযোগ ওঠে বাঁকুড়া সিজেএম কোর্টের তদানীন্তন হিসাবরক্ষক প্রীতম ভকতের বিরুদ্ধে। বর্তমানে তিনি বাঁকুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের পেশকার পদে কর্মরত আছেন।

বর্তমান সিজেএম ময়ুখ মুখার্জী এই বিষয়ে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত প্রীতম ভকত ও অভীক মিত্রকে গ্রেফতার করে। অভিযুক্ত প্রীতম ভকতের আইনজীবী সায়ন্তন চৌধুরী বলেন, ২ কোটি টাকারও বেশি সরকারী অর্থ তছরুপের দায়ে তাঁর মক্কেল গ্রেফতার হয়েছেন। ঘটনার তদন্ত পুলিশ করছে।

]]>