Mrinalini Mandal Maity – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 07 Dec 2021 11:15:32 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Mrinalini Mandal Maity – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Maldah: TMC মালদা জেলা নেত্রীর দাবি, আগ্নেয়াস্ত্র নয় লাইটার! https://ekolkata24.com/uncategorized/maldah-tmc-leader-claimed-this-not-gun-it-is-gun-shaped-lighter Tue, 07 Dec 2021 11:15:32 +0000 https://ekolkata24.com/?p=13963 News Desk: বিতর্কিত ছবির পর সাফাই! মালদা (Maldah) জেলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতির বন্দুক হাতে সেলফি তোলার কারণ জানালেন। সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, হাতে কোনও আগ্নেয়াস্ত্র নয় ওটা আসলে একটা লাইটার। 

টিএমসি জেলা নেত্রীর অভিযোগ, তাঁকে অপদস্থ করতেই এই ছবি ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি জানান, পরিচিত একজন এই লাইটার দিয়ে ছবি তুলেছিলেন। এটি এক বছরের পুরনো।

এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ে সেলফি তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি চরম বিতর্কে জড়িয়েছেন। ছবি দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা। মালদা জেলা টিএমসি নেত্রী বিতর্কে এমন সময় জড়ালেন যখন খোদ দলনেত্রী তথা মুৃখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর শুরু করেছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে, আসন্ন পৌর নির্বাচনে কোনওরকম গায়ের জোর বা হুমকি দেওয়া বরদাস্ত করা হবে না। দলের তরফে বার্তার পরেও মালদা জেলা টিএমসি নেত্রীর আগ্নেয়াস্ত্র নিয়ে সেলফি তুলে বিতর্ক উস্কে দিয়েছেন।

পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির দফতরের মধ্যেই সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতি এই ছবি তুলেছেন। তিনি আগেও জড়িয়েছেন বিতর্কে। তাঁর বিরুদ্ধে বিডিও অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আগ্নেয়াস্ত্রটি খেলনা নাকি আসল তা পুলিশ অনুসন্ধান করে বলবে। তবে ছবিতে দেখে এটি আসল আগ্নেয়াস্ত্র বলেই মনে হয়েছে

]]>
Maldah: TMC মালদা জেলা নেত্রীর আগ্নেয়াস্ত্র নিয়ে সেলফি! https://ekolkata24.com/uncategorized/gun-with-maldah-tmc-lady-leader-selfie-making-political-controversy Tue, 07 Dec 2021 10:26:48 +0000 https://ekolkata24.com/?p=13948 News Desk: আগ্নেয়াস্ত্র নিয়ে সেলফি তৃণমূল কংগ্রেস নেত্রীর। দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা। মালদা (Maldah) জেলা টিএমসি নেত্রী মৃণালিনীর মণ্ডল মাইতি আগ্মেয়াস্ত্র নিয়ে সেলফি পোস্ট দিয়ে প্রবল বিতর্কে জড়ালেন। তাও এমন সময় যখন খোদ দলনেত্রী তথা মুৃখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর শুরু করেছেন।

এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে, আসন্ন পৌর নির্বাচনে কোনওরকম গায়ের জোর বা হুমকি দেওয়া বরদাস্ত করা হবে না। দলের তরফে বার্তার পরেও মালদা জেলা টিএমসি নেত্রীর আগ্নেয়াস্ত্র নিয়ে সেলফি তুলে বিতর্ক উস্কে দিলেন।

অভিযোগ পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির দফতরের মধ্যেই সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতির অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলেছেন। জেলা নেত্রীর আগ্নেয়াস্ত্র হাতে ছবি দেখে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি kolkata24x7.in

পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতি আগেও জড়িয়েছেন বিতর্কে। তাঁর বিরুদ্ধে বিডিও অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আগ্নেয়াস্ত্রটি খেলনা নাকি আসল তা পুলিশ অনুসন্ধান করে বলবে। তবে ছবিতে দেখে এটি আসল আগ্নেয়াস্ত্র বলেই মনে হয়েছে

]]>