Municipality Election – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 31 Dec 2021 06:27:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Municipality Election – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Karnataka: তালিকায় নয়া রাজ্য, ফের পুরভোটে পিছিয়ে পড়ল মোদীর দল https://ekolkata24.com/uncategorized/karnataka-new-state-on-the-list-again-modis-party-fell-behind-in-the-polls Fri, 31 Dec 2021 06:27:25 +0000 https://ekolkata24.com/?p=17325 News Desk: একের পর এক রাজ্যে ধাক্কা খাচ্ছে বিজেপি। এবার কর্ণাটকে ও পিছিয়ে গেল ওই রাজ্যের শাসক দল। পুরভোটে বিজেপিকে টপকে অনেকটাই এগিয়ে এল কংগ্রেস।

তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত কর্ণাটকে র ২০ টি জেলায় ৫৮ টি পুরসভার মোট ১ হাজার ১৮৪ টি আসনে ভোট হয়েছিল। সেখানে কংগ্রেস জয় পেয়েছে ৫০১ টি আসনে। দ্বিতীয় স্থানে বিজেপি, জয় পেয়েছে ৪৩৩ টি আসনে, জেডি(এস) পেয়েছে ৪৫ টি আসন, নির্দল ও অন্যেরা ২০৫ টি আসনে জয় পেয়েছে।

কমপক্ষে ২৫ টি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। পাশাপাশি, একাধিক পুরসভায় একক বৃহত্তম দল হিসেবে মাথা তুলেছে কংগ্রেস।

চলতি বছরের শুরুর দিকেই কর্ণাটকের পঞ্চায়েত ভোটেও বিজেপিকে পরাস্ত করেছিল কংগ্রেস। পুরভোটে একবার ফের সেই একই দৃশ্য। এদিকে, ২০২৩ সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই এই ধরনের ফলাফল কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দল জেডি(এস) ত্রিশঙ্কু পুরসভাগুলিতে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে।

]]>
HMC: স্থগিত হাওড়ার ভোট, শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে ই-মেল https://ekolkata24.com/uncategorized/hmc-election-howrah-corporation Tue, 28 Dec 2021 07:09:48 +0000 https://ekolkata24.com/?p=16926 News Desk: কলকাতা পুরসভার ভোট হওয়ার পর রাজ্যের বাকি পুরসভার ভোট নিয়ে প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে।‌সোমবার রাজ্য কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগরে পুরভোট হবে আগামী ২২ জানুয়ারি। তবে এইসবের মধ্যেও থমকে রয়েছে হাওড়া পুরসভার ভোট।

বালি বিলে এখনও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সই নেই। যে কারণে হাওড়া ও বালির ভোট স্থগিত রাখা হয়। আসন্ন পুরভোটের তালিকায় হাওড়ার নাম বাদ রাখা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী। গতকাল কমিশনের ঘোষণার পরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মেইল করেন। মামলাকারীর প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন আদালতকে ৫ টি পুরনিগমের ভোট একসঙ্গে করা হবে বলে জানিয়েছিল, তাহলে সোমবার কেন হাওড়ার ভোট ঘোষণা করা হয়নি।

মামলাকারীর গতকাল রাত্রে শুনানির আর্জি জানালে প্রধান বিচারপতি স্পষ্ট বলে দেন রাত্রে শুনানি সম্ভব না। মঙ্গলবার এই বিষয়ে মামলা করতে বলা হয় আদালতে। মামলা দায়ের হলে আদালত সম্পূর্ণ বিষয়টি শুনবে। একইসাথে এই মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা এবং গ্রহণযোগ্য হলে এর পরবর্তী শুনানি কবে হবে তা জানিয়ে দেবে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়েছে, ১.১১.২০২১ সালের ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হবে। ২৮ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুয়ারি। প্রার্থীরা ৬ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবে। ভোট গণনার তারিখ ২৮ জানুয়ারি, ২০২২।

]]>
BJP: বড়দিনেই বড় ধসের শুরু? ৫ বিধায়ক যাবেন কি থাকবেন? https://ekolkata24.com/uncategorized/5-bjp-mlas-from-nadia-and-uttar-24-parganas-quits-party-whatsapp-group Sat, 25 Dec 2021 15:51:47 +0000 https://ekolkata24.com/?p=16213 News Desk: ধসাতঙ্ক এতটাই যে রাজ্য বিজেপি নেতারা কিছুতেই মুখ খুলতে চাইছেন না। সবার মনেই আতঙ্ক, তথাগত রায়ের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে। এবার কী হবে? প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনা ও নদিয়ার জেলা রাজনীতিতে। সেই রেশ ছড়িয়েছে রাজ্য জুড়ে।

দুই জেলার ৫ বিজেপি বিধায়ক পরপর দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। তাঁরা কিছুতেই মুখ খুলতে চাইছেন না। দলীয় সংশ্রব ত্যাগের পথে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটার বিধায়করা। একইভাবে নদিয়ার কল্যাণী ও রানাঘাটের বিধায়করা ছেড়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ।

হিমশৈলের মতো বিপদ সংকেত পাচ্ছেন রাজ্য বিজেপি নেতারা। তাঁদের আশঙ্কা, আরও অন্তত ডজন খানেক বিধায়ক বিদ্রোহী হতে চলেছেন।

কী বলছেন বিদ্রোহীরা ? সরাসরি মুখ না খুললেও দুই জেলার এই দলীয় হোয়াটসঅ্যাপ ত্যাগী বিধায়কদের অভিযোগ, মতুয়া প্রতিনিধি নেই কেন বিজেপি রাজ্য কমিটিতে? মতুয়া রাজনীতির কারণেই উত্তর ২৪ পরগনায় বিরাট শক্তি নিয়ে এসেছে বিজেপি। অথচ তাদের প্রতি ন্যুনতম সহানুভূতি নেই এখন।

তবে দুই জেলার রাজনৈতিক অন্দরমহলের গুঞ্জন, কলকাতা পুরনিগমের ভোটে বিজেপির ভরাডুবি ও বামফ্রন্টের উত্থানে বিভিন্ন জেলার রাজনীতিতে লেগেছে ধাক্কা। আসন্ন ৫টি পুরনিগম ও পৌর ভোটে এর প্রভাব পড়তে চলেছে। বিধায়কদের সঙ্গে তৃণমূলের খাতির বেশ বলেই গুঞ্জন।

বিধানসভায় বিরোধী দল বিজেপি যে অচিরেই প্রান্তিক দলে পরিণত হবে তার ইঙ্গিত দিয়েছেন তথাগত রায়। সেই বিস্ফোরক টুইটের পর রাজ্য জুড়ে বিজেপি শিবির সরগরম। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন রাজ্য নেতা সায়ন্তন বসু। তাঁর সঙ্গে টিএমসির ঘনিষ্ঠতা বেড়েছে। এবার পাঁচ বিধায়ক একই পথে।

]]>
শেষ শীতে পৌর যুদ্ধে মমতা, বছরের প্রথম ভোট পরীক্ষায় TMC https://ekolkata24.com/uncategorized/west-bengal-municipal-election-2022 Fri, 24 Dec 2021 07:54:54 +0000 https://ekolkata24.com/?p=16087 News Desk: একুশের ভোটযুদ্ধে তরতরিয়ে জিতেছেন। বিধানসভায় তিনবার সরকার কায়েম হয়েছে। কলকাতা পুরনিগমের ক্ষমতায় এসেছেন। তবে পুরনিগমের ভোটে লেগেছে ছাপ্পার ছাপ। এসব নিয়েই বাইশের ভোট যুদ্ধে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরে হিমালয় পাদদেশে থেকে দক্ষিণে দামোদর তীরবর্তী এলাকা ভোটে গরম হতে চলেছে।

আগামী ২২ ফেব্রুয়ারি ৫টি পুর নিগমের ভোট: শিলিগুড়ি (দার্জিলিং), আসানসোল (পশ্চিম বর্ধমান), চন্দননগর (হুগলি), হাওড়া (হাওড়া) ও বিধাননগর (কলকাতা জেলা)।

কলকাতার পুরনিগম ভোটের পর এটাই সর্ববৃহৎ নগর কেন্দ্রিক ভোট যুদ্ধ। কলকাতায় শাসক তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির রাজনৈতিক যুদ্ধে বামফ্রন্টের পুরনায় শক্তি অর্জনে লেগেছে চমক। যদিও বিরোধীদের দাবি, কলকাতায় ব্যাপক রিগিং করে জয়ী হয়েছে শাসকদল। এবার বাকি পুরনিগমগুলির লড়াই ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা তুঙ্গে উঠতে শুরু করল।

পুরনিগম ছাড়াও ১০৯টি পুরসভার ভোট হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই। আগামী ২৭ ফেব্রুয়ারি হবে এই ভোট পর্ব।

আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ছড়ানো সবকটি পুরসভা। ফলে শাসক দলকে রাজ্য জুড়েই ভোট পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় বসবে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস।

কলকাতা পুরনিগমের ভোটে বিরোধী দল বিজেপি মহানগরে তৃতীয় দলের তকমা পেয়েছে। ভোট প্রাপ্তির হারে মূল বিরোধী হয়েছে বামফ্রন্ট। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামপক্ষ ও কংগ্রেসের কাছে নিজেদের শক্তি দেখানোর ময়দান পুর যুদ্ধ। তেমনই বিধানসভায় বিরোধী দলের তকমা পাওয়া বিজেপির লড়াই অস্তিত্ব প্রমাণেও।

]]>
BJP: পুরভোটে এলাকার আবর্জনার থেকে দলীয় ‘জঞ্জাল’ পরিষ্কারেই নজর দিলীপের https://ekolkata24.com/uncategorized/dilip-has-a-clear-view-of-the-partys-garbage-from-the-garbage-of-the-area-in-the-pre-election Sat, 13 Nov 2021 04:57:45 +0000 https://ekolkata24.com/?p=11139 News Desk: পুর নির্বাচনের আগে হুড়মুড় করে দল ভেঙে যাওয়ার বিপদ সংকেত অনবরত আসতে শুরু করেছে বঙ্গ বিজেপি দফতরে। ভাঙন আচকানোর কিছুই পন্থা নেই রাজ্য নেতাদের। বিরোঘী দলের মর্যাদা ঠেকাতে পারবে না বিজেপি। এমনই ইঙ্গিত দিচ্ছেন টিএমসি নেতারা।

উপনির্বাচনে পরপর পরাজয়, জামানত বাজেয়াপ্ত নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্নবাণে জর্জরিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,

জঞ্জাল ফাঁকা হোক যারা পার্টির অরিজিনাল কর্মী তাদেরকে নিয়েই পার্টি দাঁড়াবে আবার। জঞ্জাল আসে জঞ্জাল যায় ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়। ক্ষমতা নেই তাই হয়তো অনেকের অসুবিধা হচ্ছে।

একইসঙ্গে প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিভিন্ন বিস্ফোরক টুইট বিতর্কের জবাব দিয়েছেন দিলীপবাবু। নির্বাচনের সময় আর্থিক লেনদেন নিয়ে তথাগত রায়ের অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যারা বলছেন তাদের দায়িত্ব প্রমাণ দেওয়ার, পাবলিকের সামনে কিছু বলে দিয়ে হয়তো নিজেকে ভালো করা যায় কিন্তু তার প্রমান সহ দেওয়া উচিত কারণ এটা শুধু পার্টি নয় সমাজের পক্ষে ঠিক নয়।

উপনির্বাচনে বিরাট ধাক্কা খেয়ে বিজেপি পুর নির্বাচনে নামছে। ইতিমধ্যেই হাওড়া পুর নিগমের ভোটে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নারদা কাণ্ডে টাকা লেনদেনের প্রসঙ্গ ও ছবি টেনে শুভেন্দুবাবুকে ‘চোর’ বলার অভিযোগে জেলা বিজেপি সভাপতি বহিষ্কৃত হয়েছেন।

]]>