NagendraPrasad Sarbadhikari – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 27 Sep 2021 06:08:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png NagendraPrasad Sarbadhikari – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 পুজোয় আসছে ‘গোলন্দাজ’, তার আগেই নগেন্দ্রপ্রসাদের নামে লিগ চালুর দাবি তুললেন মোহনবাগান কর্তা https://ekolkata24.com/sports-news/debashish-dutta-demanded-to-start-a-league-in-the-name-of-nagendra-prasad Mon, 27 Sep 2021 06:08:07 +0000 https://www.ekolkata24.com/?p=5709 স্পোর্টস ডেস্ক: মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এক বাঙালি। সেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলছেন দেব। পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘গোলন্দাজ’। সদ্য সেই ছবির অ্যান্থেম লঞ্চ করেছেন অভিনেতা দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁর পরেই নগেন্দ্রপ্রসাদের নামে ফুটবল লিগ চালু করার দাবি তুললেন মোহনবাগান কর্তা।

মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত জানান, ‘‘যিনি ভারতীয় হিসেবে প্রথম ফুটবলে পা দিয়েছিলেন, তাঁর নামে ফেডারেশনের উচিত আই লিগ বা আইএসএল শুরু করা।’’ ছবির অ্যান্থেম লঞ্চ অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান কর্তারাও। সেখানেই এই দাবি করেন মোহনবাগানের অর্থসচিব। ইস্টবেঙ্গল কর্তা সদানন্দ মুখোপাধ্যায়ও বলেন, ‘‘নগেন্দ্রপ্রসাদ দল গড়ার সময় কোনওদিন জাতপাতের বিচার করেননি। এরকম একজন মানুষের জীবনী আমরা গোলন্দাজে দেখতে পারব।’’

সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন দেব। ছবিতে শোভাবাজারের রানি এবং নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় ঈশা সাহা। এছাড়াও চমক রয়েছে সিনেমার কাস্টিংয়েও। রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। সূর্য কুমার সর্বাধিকারী ওরফে দেবের বাবার ভূমিকায় শ্রীকান্ত আচার্য। প্রসন্ন কুমার সর্বাধিকারীর চরিত্রে থাকছেন পরিচালক-অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়।

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন দেব। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

আরও পড়ুন এবারে শীতে বড় পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণীর ‘কিশমিশ’, প্রকাশ্যে ছবির অ্যানিমেটেড টিজার

‘গোলন্দাজ’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০-র স্বাধীনতা দিবসে। অতিমারীর কারণে তা আটকে যায়। এই বছর পুজোয় আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। 

]]>