Nawab Malik – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 12 Nov 2021 18:42:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Nawab Malik – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 মিথ্যে বয়ান দেওয়ার অভিযোগে দেবেন্দ্রকে আইনি নোটিস নবাব মালিকের জামাইয়ের https://ekolkata24.com/uncategorized/nawab-maliks-son-in-law-issued-legal-notice-to-devendra-for-giving-false-statement Thu, 11 Nov 2021 16:28:47 +0000 https://www.ekolkata24.com/?p=11062 News Desk, Mumbai: মাদক মামলায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা বয়ান দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগে দেবেন্দ্রর বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খান।

বৃহস্পতিবার সমীর অভিযোগ করেছেন, দেবেন্দ্র তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে মিথ্যা অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি মানসিক আঘাত পেয়েছেন। ওই মন্তব্য তাঁর এবং পরিবারের পক্ষে সম্মানহানিকর। শুধু তাই নয়, দেবেন্দ্রর ওই মন্তব্যে তাঁদের পরিবারের আর্থিক ক্ষতি হয়েছে। সে কারণেই ৫ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে দেবেন্দ্রকে আইনি নোটিস পাঠালেন সমীর (samir khan)।

উল্লেখ্য, শাহরুখপুত্র আরিয়ান খান (ariyan khan) মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ক্রমশই বিতর্ক বেড়েছে। প্রথমে বিষয়টি এনসিবির তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের (nabab malik) মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তী ক্ষেত্রে বিষয়টি বিজেপি-এনসিপির রাজনৈতিক কাজিয়ায় পরিণত হয়েছে। এই দুই দল একে অপরের প্রতি প্রতিদিনই বিষোদগার করে চলেছে।

মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক এনসিবির তদন্তকারী অফিসার সমীর ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্রর (debendra) বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। ওই ঘটনায় নবাবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সমীরের বাবা ধ্যানদেব ওয়াংখেড়ে। ইতিমধ্যেই ধ্যানদেবের (dhandeb) আবেদনের শুনানিতে বম্বে হাইকোর্ট (bombay High court ) এক নির্দেশে নবাবকে তাঁর বক্তব্যের সাপেক্ষে প্রমাণ দাখিল করার নির্দেশ দিয়েছে। হাইকোর্ট তার নির্দেশে জানিয়েছে, রাজ্যের মন্ত্রী ও একজন দায়িত্ববান নেতা হিসেবে নবাব যা বলেছেন সেগুলি যে সত্যি তার প্রমাণ তাঁকে দিতে হবে।

]]>
Mumbai: চাপে পড়লেন নবাব, অভিযোগের প্রমাণ চাইল আদালত https://ekolkata24.com/uncategorized/nawab-was-under-pressure-and-the-court-sought-proof-of-the-allegation Thu, 11 Nov 2021 10:05:24 +0000 https://www.ekolkata24.com/?p=10991 News Desk, Mumbai: এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Samir Wankhere) বাবা ধানদেব (Dhandeb) ওয়াংখেড়ে রাজ্যের মন্ত্রী নবাব মালিকের (nabab malik) বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ওই মামলায় এবার যথেষ্টই চাপে পড়লেন রাজ্যের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব। বম্বে হাইকোর্ট (Bombay high court) এক নির্দেশে নবাবকে বলেছে, তিনি এনসিবি অফিসারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি যে সত্যি তার প্রমাণ দিতে হবে।

মাদক মামলায় শাহরুখপুত্র (Saharuk Khan) আরিয়ান খানকে (Ariyan) গ্রেফতার করেছিলেন এনসিবির তদন্তকারী অফিসার সমীর। ওই ঘটনার পরই এনসিপি নেতা ও রাজ্যের মন্ত্রী নবাব নিয়মিত সমীরের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মন্ত্রী সমীরের বিরুদ্ধে ঘুষ নেওয়া, তোলাবাজি করা এমনকী, ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ করেছেন। তবে নবাবের সমস্ত অভিযোগের প্রেক্ষিতে সমীর কোনও কথা বলেননি। কিন্তু বিষয়টি মানতে না পেরে এই এনসিবি অফিসারের বাবা ধ্যানদেব গত শনিবার বোম্বে হাইকোর্টে নবাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নবাবের কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ধ্যানদেব।

ধানদেবের ওই আবেদনের প্রেক্ষিতে নবাব মালিককে তাঁর বক্তব্য জানাতে বলেছিল আদালত। শুনানি শুরু হলে বিচারপতি নবাবের (nabab malik) আইনজীবীকে বলেন, আমরা এটা আশা করবো যে, একটি রাজনৈতিক দলের মুখপাত্র এবং দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার মক্কেল যে সমস্ত তথ্য টুইট করেছেন তার সত্যতা যাচাই করেছেন। তাই আমরা আশা করছি যে, একটি হলফনামা জমা দিয়ে আপনি যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি সত্যি সেটা প্রমাণ করবেন। এক পাতার হলফনামা হলেও কোনও সমস্যা নেই।

অন্যদিকে সমীরের বাবা ধ্যানদেবকে আদালত বলে, আপনার ছেলের বিরুদ্ধে মন্ত্রী যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলি যে মিথ্যা সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সমীরের পরিবারের আইনজীবী আরশেদ শেখ (arshad sekh) এদিন আদালতে বলেন, মন্ত্রী নবাব তাঁর মক্কেলের জন্মের যে শংসাপত্রটি পোস্ট করেছিলেন সেটি জাল। একই সঙ্গে নবাবের টুইট করা সমীরের বোনের কয়েকটি ছবিও এদিন আদালতে জমা দেন আরশাদ। তিনি বলেন, সমীরের পরিবারের গায়ে কালি ছেটাতেই তাঁদের ব্যক্তিগত জীবনের ছবি ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন নবাব। বৃহস্পতিবারও এই মামলার শুনানি চলছে।

]]>
হাইড্রোজেন বোমা কোথায় এত ফুলঝুরিও নয়, নবাবকে কটাক্ষ বিজেপির https://ekolkata24.com/uncategorized/nawab-maliks-hydrogen-bomb-was-not-even-a-cracker-ashish-shelar Wed, 10 Nov 2021 16:59:36 +0000 https://www.ekolkata24.com/?p=10947 News Desk, Mumbai: মঙ্গলবার হুমকি দিয়েছিলেন দেবেন্দ্রর (debendra) বিরুদ্ধে তিনি বুধবার হাইড্রোজেন বোমা ফাটাবেন। বুধবার যথারীতি মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক দেবেন্দ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। যার মধ্যে মূল অভিযোগ হল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দাউদ ইব্রাহিম (dawood ibrahim) ঘনিষ্ঠ রিয়াজ ভাট্টির (riyaj bhatti) যোগাযোগ ছিল।

এমনকী, দেবেন্দ্র জালনোট পাচারকারীদের সঙ্গেও যোগাযোগ রেখে চলতেন। কিন্তু নবাববের (nabab) করা ওই সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিল বিজেপি। বুধবার বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, নবাব বলেছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। কিন্তু নবাবতো ফুলঝুরিও ফাটাতে পারলেন না। অন্যদিকে নবাবের ওই হাইড্রোজেন বোমার পাল্টা হিসেবে দেবেন্দ্র একটি টুইট করেছেন। দেবেন্দ্রর করা ইংরেজি টুইটের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমি অনেক আগেই শিখেছি যে শুয়োরের সঙ্গে কখনও কুস্তি লড়তে নেই। শুয়োরের সঙ্গে কুস্তি লড়তে গেলে নিজের গা নোংরা হয়ে যায়। এটা কারও পক্ষেই ভালো নয়। তবে গায়ে নোংরা লাগাতে শুয়োরের ভাল লাগতে পারে। এই টুইটে দেবেন্দ্র সরাসরি নাম উল্লেখ না করলেও তিনি নবাবকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের (maharastra) বিজেপি নেতা আশিস সেলার (ashish seller) নবাবকে লক্ষ্য করে বলেন, যারা হাইড্রোজেন বোমা ফাটাবেন বলে দাবি করেছিলেন তাঁরা তো দেখছি ফুলঝুরিও ঠিকমতো পোড়াতে পারেন না। আসলে নবাব বোধহয় জানেন না মুন্না যাদব, হায়দার আজম, হাজি আরাফাত বিজেপির কর্মী। তাদের বিরুদ্ধে কোথাও কোনও মামলা নেই। অনেক খোঁজখবর নেওয়ার পরে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয় তাঁদের যখন দলে নেওয়া হয় সে সময়ে ফড়নবিশ ক্ষমতায় ছিলেন না।

জালনোট প্রসঙ্গে আশিস বলেন, ইমরান আলম শেখ জালনোটের কারবার ধরা পড়েছিলেন। তিনি তো সেই সময় কংগ্রেসের সচিব ছিলেন। এখন অবশ্য তিনি এনসিপি নেতা। রিয়াজের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনওরকম যোগসুত্র থাকার কথা উড়িয়ে দিয়েছেন এই বিজেপি নেতা।

]]>
Mumbai: দাউদ ঘনিষ্ঠর সঙ্গে দেবেন্দ্রর যোগাযোগ ছিল: নবাবের https://ekolkata24.com/uncategorized/devendra-had-close-contacts-with-dawood-nawab Wed, 10 Nov 2021 08:50:51 +0000 https://www.ekolkata24.com/?p=10912 News Desk, Mumbai: ২৪ ঘণ্টা আগে হাইড্রোজেন বোমা ফাটালেন বলে হুমকি দিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। যথারীতি নির্দিষ্ট সময় মেনে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী।

সেখানেই তিনি বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র (Devendra Pharanbis) ফড়নবিশের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে দাউদ (Dawood Ibrahim) ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাট্টির (Rityaj Bhatti) । এখানেই শেষ নয়। নবাব বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন দেবেন্দ্র একাধিক দুর্নীতি ও অন্ধকার জগতের লোকজনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এমনকী, ২০১৬ নোটবন্দির সময় এক বড়সড় জালনোট চক্রকে সুরক্ষা দিয়েছিলেন দেবেন্দ্র। এই কাজে দেবেন্দ্রকে সব ধরনের সাহায্য করেছিলেন বর্তমান এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। একইসঙ্গে দেবেন্দ্র জালনোট পাচার চক্র সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন নবাব।

এই প্রবীণ এনসিপি নেতা দেবেন্দ্রকে লক্ষ্য করে আরও বলেন, ২০১৬ সালে নোট বাতিলের পরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জাল টাকা উদ্ধার করা হয়েছিল। কিন্তু নোট বাতিলের একবছর পরেও দেবেন্দ্রর ইশারাতেই মহারাষ্ট্রে রমরমিয়ে ওই টাকা ব্যবহার হয়েছে। ২০১৭ সালের ৮ অক্টোবর মুম্বইয়ের বিকেসি থেকে ১৪.৫৬ কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু সেই মামলাটিকেও ধামাচাপা দিয়ে ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র।

নবাব অভিযোগ করেন, ওই সমস্ত জালনোট পাকিস্তান থেকে আসত। এই ঘটনায় কেউ গ্রেফতার হলেও সংশ্লিষ্ট ব্যক্তি যাতে দ্রুত জামিন পায় তার জন্য সব ব্যবস্থাই করতো দেবেন্দ্র। বিষয়টি ধামাচাপা দিতে এ ধরনের মামলার তদন্তভার কখনওই এনআইএর হাতে দেয়নি দেবেন্দ্র ফড়নবিশ সরকার। বরং মহারাষ্ট্রের সেই সময়কার বিজেপি সরকার সব সময় বলত, এই জাল নোট চক্রের সঙ্গে কংগ্রেস নেতারা জড়িত।

এদিন দাউদ সঙ্গী রিয়াজ ভাট্টি প্রসঙ্গে বলেন, এই রিয়াজ ভুয়া পাসপোর্ট নিয়ে ধরা পড়েছিল। কিন্তু মাত্র দু’দিনের মধ্যেই তার জামিনে মুক্তির ব্যবস্থা করে দিয়েছিল দেবেন্দ্র। রিয়াজকে দেবেন্দ্র এবং অন্য বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার দেখা গিয়েছে। শুধু রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) অনুষ্ঠানেও রিয়াজ উপস্থিত ছিল এবং মোদির সঙ্গে তার একাধিক ছবিও রয়েছে। দেবেন্দ্র আমার বিরুদ্ধে অন্ধকার জগতের লোকজনের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ করেছে তার কোনও ভিত্তি নেই।

রিয়াজ ছাড়াও নাগপুরের কুখ্যাত দুষ্কৃতী মুন্না যাদবের (Munna Yadab) সঙ্গেও দেবেন্দ্রর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই মুন্নাকে দেবেন্দ্র মুখ্যমন্ত্রী থাকাকালীন শ্রমিক সংগঠনের চেয়ারম্যান করেছিলেন। একইভাবে হায়দার আজিম নামে একজনকে মৌলানা আজাদ ফিন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান করেছিলেন দেবেন্দ্র। এই হায়দার আজিম (Hyder Azim) বাংলাদেশীদের অনুপ্রবেশ করতে সাহায্য করত। এ ধরনের অন্ধকার জগতের একাধিক ব্যক্তির সঙ্গে রীতিমত ওঠাবসা ছিল দেবেন্দ্রর। কিন্তু এখন তিনি বোধহয় সেসব কথা ভুলে গিয়েছেন।

অন্যদিকে, রাজনৈতিক মহল মনে করছে, আরিয়ান খান মাদক মামলা ক্রমশ পিছনের দিকে সরে যাচ্ছে। বদলে সামনে আসছে এনসিপি ও বিজেপির রাজনৈতিক লড়াই। এতদিন এনসিপি নেতা নবাব মূলতম এনসিবি অফিসার সমীরকে (Samir) নিশানা করে আসছিলেন। কিন্তু এবার তাঁর তির ঘুরে গিয়েছে। এখন আর সমীর নন, বরং দেবেন্দ্র ও বিজেপিকে নিশানা করে চলেছেন নবাব।

]]>
মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন নবাব মালিক: ফড়নবিশ https://ekolkata24.com/uncategorized/nawab-malik-was-involved-in-the-mumbai-blasts-devendra-fardanbish Tue, 09 Nov 2021 11:36:51 +0000 https://www.ekolkata24.com/?p=10827 News Desk, Mumbai: শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারি নিয়ে রাজনীতির ময়দানে লড়াই শুরু হয়েছে বিজেপি ও এনসিপির। আরিয়ানের (ariyan khan) গ্রেফতারির পর এই মামলার তদন্তকারী অফিসার সমীর (Samir Wangkhere) ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রথম দিন থেকেই একের পর এক তোপ দেগেছেন এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী নবাব মালিক (Nabab Malik)।

মঙ্গলবার নবাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fardanbish)। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন নবাব মালিক।

এদিন মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন দেবেন্দ্র। সেখানেই তিনি বলেন, মুম্বই হামলার সঙ্গে যোগাযোগ রয়েছে নবাব মালিকের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ২০০৫ সালে মুম্বই বিস্ফোরণের ঘটনায় এক অভিযুক্তের কাছ থেকে শহরের প্রাণকেন্দ্রে কম দামে জমি কিনেছিলেন নবাব। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অভিযুক্তকে বিস্ফোরণের ঘটনার সব অভিযোগ থেকে আড়াল করবেন এই প্রতিশ্রুতি দিয়েই ওই জমি নিজের নামে করে নিয়েছিলেন নবাব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়েছে।

দেবেন্দ্রর ওই বক্তব্য প্রসঙ্গে নবাব এদিন বলেছেন, আমি কালকেই ওকে সব বুঝিয়ে দেব। আগামী বুধবার আমি হাইড্রোজেন বোমা ফেলবো। মুখ্যমন্ত্রীর কুর্সিতে থেকে দেবেন্দ্র কী কী করেছেন বা করেননি সবই আমি কাল সামনে আনবো। তবে দেবেন্দ্রর অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নবাব বলেন, বিজেপি এখন মানুষের দৃষ্টি ঘোরাতে প্রতিদিন নিত্যনতুন গল্প বলছে। দুদিন আগে তারা মাঠে নামিয়ে ছিল মোহিত কম্বোজকে। আজ তারা নামিয়েছে দেবেন্দ্রকে। তবে এত করেও শেষ রক্ষা হবে না। এবার হয়তো বিজেপিকে আমাদের বিরুদ্ধে বলার জন্য দিল্লি থেকে নেতাদের আনতে হবে।

একইসঙ্গে এনসিপি নেতা হুমকির সুরে বলেন, কাল আমি সব জিনিসপত্র সঙ্গে নিয়ে আসবো। তারপর সকলে বুঝবে দেবেন্দ্র ফড়নবিশ কি বস্তু!

অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে, গত কয়েকদিন ধরেই মাদককাণ্ডে আরিয়ানের নাম ক্রমশ পিছনে চলে গিয়েছে। পরিবর্তে শুরু হয়েছে বিজেপি-এনসিপির রাজনৈতিক কাজিয়া। যার অঙ্গ হিসেবে প্রতিদিনই এই দুই দল একে অন্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে। তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যবাসী সকলেই এখন তাকিয়ে আছেন বুধবারের দিকে। ওই দিন নবাবের হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটলে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেই সকলের কৌতুহল রয়েছে।

]]>
মানহানির মামলায় নবাবের জবাব তলব করল বম্বে হাইকোর্ট https://ekolkata24.com/uncategorized/bombay-high-court-has-summoned-the-nawabs-reply-in-the-defamation-case Mon, 08 Nov 2021 18:55:19 +0000 https://www.ekolkata24.com/?p=10771 News Desk: এই মুহূর্তে গোটা দেশের নজর আরিয়ান খান (Ariyan khan) মামলার দিকে। আরও নির্দিষ্ট করে বললে বলতে হয় এই মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (nawab Malik) বনাম এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Samir Wanghkhere) মধ্যে বাগযুদ্ধ খবরের শিরোনামে।

মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব প্রায় প্রতিদিনই সমীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন। এ ঘটনায় নবাবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সমীরের বাবা ধ্যানদেব ওয়াংখেড়ে (dhandeb)। মানহানির মামলায় নবাবের জবাব তলব করল বম্বে হাইকোর্ট (bombey highcourt)।

সোমবার বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদারের (madhab jamder) অবকাশকালীন বেঞ্চ নবাবকে মঙ্গলবারের মধ্যে হলফনামা দিয়ে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিচারপতি এদিন জানিয়েছেন, বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিনের শুনানিতে বিচারপতি মাধব এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনাকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই জবাব দিতে হবে। আপনি তো টুইটারে সব প্রশ্নের জবাব দেন। তাহলে আদালতেও প্রশ্নের জবাব দিতে পারবেন। যদিও বিচারপতি এদিন ধ্যানদেবের বিরুদ্ধে নতুন করে কোনও মন্তব্য না করার জন্য নবাবের বিরুদ্ধে নির্দেশ জারি করেননি।

একদিনের শুনানিতে ধ্যানদেবের আইনজীবী আদালতে বলেন, মন্ত্রী নবাব মালিক প্রতিদিনই তাঁর মক্কেলের বিরুদ্ধে একের পর এক মানহানিকর মন্তব্য করছেন। পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ওই বিবৃতি পোস্ট করার পর আরও অনেকেই আপত্তিকর মন্তব্য করছেন। অন্যদিকে নবাবের আইনজীবী হলফনামা দাখিলের জন্য আদালতের কাছে সময় চান।

মন্ত্রীর আইনজীবী বলেন, ধ্যানদেব তাঁর প্রাপ্ত বয়স্ক সন্তানদের জন্য কখনওই কথা বলতে পারেন না। এমনকী, সোশ্যাল মিডিয়ায় কে কী মন্তব্য করছে তার জন্য মোটেও নবাবকে দায়ী করতে পারেন না। যদিও আদালত শেষ পর্যন্ত মন্ত্রীর আইনজীবীর বক্তব্য খারিজ করে দেয়। একইসঙ্গে মন্ত্রীকে মঙ্গলবারের মধ্যেই তাঁর বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য সমীরের বাবা ধ্যানদেব নবাবের বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। একই সঙ্গে তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমের কাছে মন্ত্রী যেন তাঁর ছেলে বা পরিবারের বিরুদ্ধে কোনও মন্তব্য না করেন, সে জন্য নির্দেশ দেওয়া হোক। যদিও ধ্যানদেবের ওই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি।

]]>
আরিয়ানকে অপহরণ করার পরিকল্পনা করা হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ নবাবের https://ekolkata24.com/uncategorized/arian-was-planned-to-be-abducted-a-sensational-allegation-made-by-minister-nawab-malik Sun, 07 Nov 2021 10:03:13 +0000 https://www.ekolkata24.com/?p=10627 News Desk: শাহরুখপুত্র আরিয়ান খানকে (ariyan khan)গ্রেফতার নয়, পরিকল্পনা করা হয়েছিল অপহরণ করার। মুম্বইয়ে প্রমোদতরী থেকে আরিয়ান খানের গ্রেফতারের গোটা ঘটনাটি পূর্বপরিকল্পনা প্রসূত। বিপুল পরিমাণ টাকা মুক্তিপণ আদায়ের জন্য আরিয়ানকে অপহরণ করার চেষ্টা হয়েছিল।

রবিবার এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক (nabab malik)। একই সঙ্গে মন্ত্রীর অভিযোগ, মাদক কাণ্ডের মূল চক্রী হলেন বিজেপি নেতা মোহিত কাম্বোজ (mohit kamboj)। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় এই বিজেপি নেতা আরিয়ান খান মামলার মূল চক্রী হিসেবে সুনীল পাটিলের (sunil patil) নাম উল্লেখ করেছিলেন। সুনীল এনসিপি নেতা নবাব ও তাঁর দলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মোহিত দাবি করেন।

দু’দিন আগেই নবাব বলেছিলেন, আরিয়ান মামলায় তিনি রবিবার আরও অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করবেন। প্রতিশ্রুতি মত রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নবাব। সেখানেই তিনি বলেন, আরিয়ানকে গ্রেফতার করার পর শাহরুখ খানকে (shaharuk khan) রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল। শাহরুখ যাতে মুখ না খোলেন সেজন্য এখনও তাঁকে হুমকি দেওয়া চলছে। নবাব এদিন শাহরুখের কাছে আর্জি জানান, তিনি যেন অযথা না ভয় পান। বরং তার উচিত মুখ খোলা। আরিয়ান সম্পর্কিত প্রকৃত বিষয়টি সকলকে জানিয়ে দেওয়া। একই সঙ্গে শাহরুখকে উদ্দেশ্য করে নবাব বলেন, নিজের ছেলেকে ছাড়িয়ে আনতে যদি মুক্তিপণ দিতে হয় তবে সেটা কোনও অপরাধ নয়।

নবাব আরও অভিযোগ করেছেন, এনসিবি অফিসার সমীর (samir) ওয়াংখেড়ের সঙ্গে বিজেপি নেতা মোহিতের যোগাযোগ রয়েছে। আরিয়ানাকে গ্রেফতারের পর সমীরের সঙ্গে গোপনে দেখা করেছেন মোহিত। সম্প্রতি মাদক মামলায় জামিন পেয়েছেন রিষভ সচদেবা নামে এক ব্যক্তি। নবাব অভিযোগ করেন, রিষভ হলেন মোহিতের জামাইবাবু। মাদক কাণ্ডের সঙ্গে রিষভ ওতপ্রোতভাবে জড়িত।

একই সঙ্গে মোহিতের করা অভিযোগ উড়িয়ে দিয়ে নবাব বলেন, সুনীলের সঙ্গে তিনি কখনও দেখা করেননি। মোহিত যে সমস্ত ছবি প্রকাশ করেছেন তাতে সুনীলের সঙ্গে গুজরাতের কয়েকজন মন্ত্রীকেও দেখা যাচ্ছে। সুনীল প্রসঙ্গে নবাব আরও বলেন, আরিয়ান খান মামলা নিয়ে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকের পরই সুনীল তাঁকে ফোন করেছিলেন। সুনীল জানিয়েছিলেন যে, মাদক মামলায় তাঁর কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে। তিনও সে সব নবাবকে জানাতে চান। তবে ওই সমস্ত তথ্য পুলিশকে দেওয়ার জন্য নবাব সুনীলকে পরামর্শ দিয়েছিলেন। তবে, ওই সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য গুজরাতে তাকে বাধা দেওয়া হয়েছে বলেও সুনীল তাঁকে জানিয়েছেন।

প্রমোদতরীর পার্টি সম্পর্কেও এদিন মুখ খুলেছেন নবাব। মন্ত্রী বলেন, প্রমোদতরীর ওই পার্টির আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কাশিফ খান। নবাবের প্রশ্ন, এই মামলায় কেন কাশিফকে গ্রেফতার করা হয়নি? নবাবের স্পষ্ট কথা, আসলে গোটা ঘটনাটাই বিজেপি-এনসিবির ষড়যন্ত্র। মহারাষ্ট্র সরকারের গায়ে কালি সেটাতেই এই চক্রান্ত করা হয়েছে। তবে আগামী দিনে প্রকৃত সত্য অবশ্যই সামনে আসবে।

]]>
বিস্ফোরক নবাব: মাদকপাচারকারীদের সঙ্গে দেবেন্দ্র ফড়নবিশের যোগ রয়েছে https://ekolkata24.com/uncategorized/explosive-nawab-devendra-faranbish-is-associated-with-drug-traffickers Tue, 02 Nov 2021 08:26:49 +0000 https://www.ekolkata24.com/?p=10033 News Desk, Mumbai: ফের এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। মঙ্গলবার নবাব বলেন, মাদক পাচারকারীদের সঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের রীতিমতো যোগসাজশ রয়েছে। এ ব্যাপারে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণও আছে। সময় মতই তিনি সেসব প্রকাশ করবেন।

সোমবার নবাব বলেছিলেন, মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সে সময়ই তিনি পেশ করবেন আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার নবাব কী বলেন তা নিয়ে সকলের মধ্যেই একটা কৌতুহল তৈরি হয়েছিল। শেষপর্যন্ত মঙ্গলবার সকালে সেই কৌতূহলের অবসান হল। এবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে নয় নবাবের নিশানায় ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

নবাব এদিন বলেন, দেবেন্দ্র ফড়নবিশ পাঁচ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই সময় থেকেই দেবেন্দ্রর সঙ্গে অন্ধকার জগতের গভীর যোগাযোগ তৈরি হয়। রাজ্যের একজন দায়িত্ববান মন্ত্রী হিসেবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি কিনা সেটা জানানোর দায়িত্বও ছিল দেবেন্দ্রর উপর। কিন্তু তিনি সেটা করেননি। দেবেন্দ্রর উচিত, মাদকের মাদক পাচারকারীদের সঙ্গে যে তাঁর যোগাযোগ ছিল সেটা স্বীকার করে নেওয়া।একই সঙ্গে নবাব আঙুল তুলেছেন দেবেন্দ্র স্ত্রী আমরুতার বিরুদ্ধেও।

নবাব বলেছেন আমরুতাও মাদক পাচারকারীদের ভালো করেই চিনতেন। টুইটে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। তবে, দেবেন্দ্র নবাবের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য না করলেও আমরুতা বলেছেন, নবাব এখন সাধু হয়ে গিয়েছেন। আমরা ওঁর সম্পর্কে সবই জানি। উনি যে সমস্ত অভিযোগ করছেন সেগুলো যদি প্রমাণ করতে না পারেন তবে তাঁর জন্য নবাবকে কড়া মাসুল চোকাতে হবে। আমরুতার দাবি, তিনি কোনও রাজনীতিবিদ নন, বরং একজন সমাজসেবী।

দেবেন্দ্রর উদ্দেশ্যে নবাব এদিন আরও প্রশ্ন তুলেছেন, আর ফোর সিজনস হোটেলে প্রতিদিনই মাদকের পার্টি হত। একটি টেবিলের দর উঠত প্রায় ১৫ লাখ টাকা। মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশ কি জানতেন না, ওই বিপুল টাকার পার্টি কারা চালাত? একইসঙ্গে নবাব দাবি করেন, এই ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।

দেবেন্দ্রর পাশাপাশি যথারীতি সমীরকে নিয়েও এদিনও আক্রমণ শানিয়েছেন নবাব। মন্ত্রী এদিন বলেন, এনসিবি অফিসার সমীর প্রতারণার ঘটনায় যুক্ত। তিনি গত কয়েকদিন ধরে যে পোশাক পরেছেন তার মূল্য পাঁচ কোটি টাকা। এর প্রমাণ আমার কাছে আছে। সমীর তাঁর চাকরি জীবনে গত কয়েক বছরে কি বিপুল পরিমাণ অর্থ করেছেন তা সকলেরই দেখছে। সম্প্রতি সমীর গিয়েছিলেন মলদ্বীপ ভ্রমণে। সমীরের এই মলদ্বীপ ভ্রমণ নিয়েও তদন্ত হওয়া উচিত। কারণ আমি নিশ্চিত, সমীর প্রতারণা ও তোলাবাজির সঙ্গে যুক্ত।

এখানেই শেষ নয়, রাজ্যবাসীর উদ্দেশ্যে নবাব আরও বলেন দীপাবলীর পর তিনি আরও বড় চমক দেবেন। তাই মানুষকে আর বেশিদিন নয় হাতে গোনা মাত্র দু’টি দিন অপেক্ষা করতে হবে। তারপরই মানুষ দেখবে আমি কি বোমা ফাটাই।

তাঁর বিরুদ্ধে অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ থাকার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন নবাব। তিনি বলেন, আমি ৬২ বছর ধরে মুম্বই শহরে আছি। আমার সঙ্গে অন্ধকার জগতের যোগ রয়েছে বলে যারা অভিযোগ করছে তারা এটা প্রমাণ করে দেখাক। তারা যদি এই অভিযোগ প্রমাণ করতে না পারে তবে আমি উপযুক্ত আইনি ব্যবস্থা নেব। উল্লেখ্য এনসিবি অফিসার সমীর মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে নবাবের জামাই সমীর খানকেও গ্রেফতার করেছিল।

]]>
Aryan Khan Case: ফোন ট্যাপ করে ফাঁসানোর চক্রান্ত করছেন NCB কর্তা সমীর, মন্ত্রীর অভিযোগ https://ekolkata24.com/entertainment/aryan-khan-case-nawab-malik-accuses-sameer-wankhede-of-illegal-phone-tapping Tue, 26 Oct 2021 13:14:15 +0000 https://www.ekolkata24.com/?p=9239 News Desk: মুম্বইয়ের প্রমোদতরীর মাদক কাণ্ডের জল ক্রমশ ঘোলা হচ্ছে। যার কেন্দ্রে রয়েছেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। খবরের শিরোনামে উঠে এসেছে সমীরের নাম। ঘুষ নেওয়া থেকে শুরু করে একের পর এক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক অভিযোগ করলেন, সমীর আইন বহির্ভূতভাবে বহু ব্যক্তির ফোন ট্যাপ করেছেন। যার মধ্যে রয়েছেন বলিউড তারকারা।

এনসিবির জোনাল হেড সমীর একজন সৎ এবং দক্ষ অফিসার হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। যে কারণে আরিয়ান খান মামলায় এই তদন্তকারী অফিসার যথেষ্ট ব্যাকফুটে। সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে আদালতেও গিয়েছেন তিনি। এই মানুষটিকে নিয়ে এখন একের পর এক অভিযোগ সামনে আসছে।

অনেকেই বলছেন, কেন্দ্রের মোদী সরকারের ইশারাতেই বিভিন্ন জরুরি বিষয় থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই এনসিবি আরিয়ানকে নিয়ে পড়েছে। এদিন নবাব অভিযোগ করেন, সমীর নিয়মিত বলিউড তারকাদের ফোন ট্যাপ করতেন। এমনকী, তাঁর মেয়ে নিলোফারের কললিস্টও চেয়ে পাঠিয়েছিলেন। তবে মুম্বই পুলিশ সেটা তাঁকে দেয়নি। তাঁর নিজের ফোনও ট্যাপ করা হয়েছে বলে নবাব দাবি করেন।

নবাব আরও বলেন, এনসিবির এক অফিসার নিজের নাম গোপন করে তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে ২৬টি মামলার কথা তাঁকে জানানো হয়েছে। ওই সমস্ত মামলাগুলির মধ্যে কয়েকটিতে বলিউড তারকারা জড়িত। ওই সমস্ত মামলাগুলির তদন্ত সমীর যথাযথ প্রক্রিয়া মেনে করেননি। সমীর সবসময় চেষ্টা করেছেন বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে দিতে। তাঁদের বিরুদ্ধে এজন্যই তিনি মিথ্যা অভিযোগ এনেছেন।

ওই চিঠিটি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পুলিশের ডিজি, এনসিবির শীর্ষ কর্তা এবং অন্যদের কাছেও পাঠিয়েছেন। একই সঙ্গে ওই মামলাগুলির যথাযথ তদন্তের দাবিও তুলেছেন নবাব। মন্ত্রীর আরও অভিযোগ, সমীর তাঁর নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়ে চলেছেন।

নবাব এদিন বলেন, আমি এনসিবির বিরুদ্ধে কোনও লড়াই করছি না। আমার লড়াইটা অন্যায় অবিচারের বিরুদ্ধে। একজন ব্যক্তি যিনি প্রতারণার মাধ্যমে চাকরি পেয়েছেন আমি সেই বিষয়টি সামনে আনতে চাইছি। সমীর তাঁর জন্মের ভুয়ো শংসাপত্র দিয়ে এনসিবির চাকরি পেয়েছেন।

নবাবের তোলা এই সমস্ত অভিযোগের কোনও জবাব দেননি সমীর। তবে, এদিন মুখ খুলেছেন তাঁর স্ত্রী। এদিন সমীরের স্ত্রী বলেন, আমার স্বামী কখনও কোনও অন্যায় কাজ করেন না। এ ধরনের চিঠির কোন সারবত্তা নেই। এসব অভিযোগের বিরুদ্ধে আমরা আদালতে যাব। যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন আদালতে তাদের সেগুলি প্রমাণ করতে হবে। আমরা কোটিপতি নই। আমরা আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। আমার স্বামী সমীর একজন অত্যন্ত সৎ, দক্ষ ও দায়িত্বশীল অফিসার। নবাবের পাঠানো চিঠিতে সম্পর্কে এনসিবির ডিরেক্টর জেনারেল অশোক জইন বলেছেন, তিনি একটি চিঠি পেয়েছেন এবং দেখেছেন। সব খতিয়ে দেখে এ ব্যাপারে তিনি নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবেন।

]]>
এনসিবি কর্তা ও তাঁর পরিবারকে হেনস্থার অভিযোগ মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে https://ekolkata24.com/uncategorized/minister-nawab-malik-has-been-accused-of-harassing-the-ncb-chief-and-his-family Fri, 22 Oct 2021 12:41:36 +0000 https://www.ekolkata24.com/?p=8694 নিউজ ডেস্ক: ৩ অক্টোবর মুম্বইয়ে এক প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। আরিয়ানকে গ্রেফতার করেই খবরের শিরোনামে এসেছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরুণ অফিসার সমীর ওয়াংখেড়ে। এনসিবি তথা সমীরের বিরুদ্ধে প্রথম থেকেই তোপ দেগেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

তিনি বলেছেন এনসিবির তদন্তকারীরা শাহরুখ ও তাঁর ছেলেকে অকারণে হেনস্তা করছে। কিন্তু এবার মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন ওই এনসিবি কর্তা। সমীরের অভিযোগ, তাঁকে কাজ করতে প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। তাঁকে এবং তাঁর পরিবারকেও নানা ভাবে আক্রমণ করা হচ্ছে। ওই এনসিবি কর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি নিশ্চিতভাবেই আইনি পদক্ষেপ করবেন।

মাত্র ২৪ ঘন্টা আগে এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী নবাব মালিক অভিযোগ করেছিলেন, করোনা পরিস্থিতিতেও ওয়াংখেড়ে মলদ্বীপে গিয়েছিলেন। সে সময় বহু বলিউড তারকাও মলদ্বীপে ছিলেন। মলদ্বীপে সমীর ওই সমস্ত বলিউড তারকাদের কাছ থেকে রীতিমতো তোলা আদায় করেন বলে সব নবাবের দাবি।

মন্ত্রীর আরও অভিযোগ করেন, এনসিবি অফিসার সমীর মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছেন। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই বোঝা যাবে এনসিবির মাদক মামলা কতটা ভিত্তিহীন। তবে শুধু মলদ্বীপে নয়, সমীর দুবাই থেকেও তোলা আদায় করেছেন বলে নবাবের অভিযোগ। মলদ্বীপ ও দুবাইয়ে সমীর কিভাবে তোলা আদায় করেছেন তার ছবিও তিনি শীঘ্রই প্রকাশ করবেন বলে নবাব জানান।

শুক্রবার নবাবের তোলা অভিযোগের জবাব দিয়েছেন সমীর। তিনি স্পষ্ট বলেছেন, মন্ত্রী মিথ্যা কথা বলছেন। আমি আমার পরিবার নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলাম। অফিসের কাছ থেকে রীতিমতো অনুমতি নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমি কারোও সঙ্গেই দেখা করিনি। গত ডিসেম্বরে আমি মুম্বইতেই ছিলাম। অথচ মন্ত্রীর অভিযোগ আমি দুবাই গিয়েছিলাম। মন্ত্রী পুরোটাই মিথ্যা বলছেন।

সমীর আরও বলেছেন, তিনি কারও সঙ্গে আপোস করতে রাজি নন। এনসিবির একজন অফিসার হিসেবে সত্য অনুসন্ধান করাই তাঁর কাজ। আর তিনি সেটাই করছেন। সে কারণেই তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণের শিকার হতে হচ্ছে। মন্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন।

]]>