NCB officer – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 31 Dec 2021 12:52:49 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png NCB officer – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 NCB: ১৬ জন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্বীকার তদন্তকারী সংস্থার https://ekolkata24.com/uncategorized/ncb-investigating-agency-admits-allegations-of-corruption-against-16-officers Fri, 31 Dec 2021 12:52:49 +0000 https://ekolkata24.com/?p=17366 News Desk: রক্ষকই ভক্ষক। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবির ১৬ জন শীর্ষ আধিকারিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছে এনসিবি।

তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এনসিবি জানিয়েছে, এই তদন্তকারী সংস্থার কোনও আধিকারিকের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ ওঠে ২০০৯ সালে। যদিও পরের পাঁচ বছরে এনসিবির কোনও অফিসারের বিরুদ্ধে দুর্নীতি বা অভিযোগের আঙুল ওঠেনি। তবে ২০১৫ সালে সবচেয়ে বেশি ৮ জন অফিসার দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর পরের তিন বছর অর্থাৎ ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে এনসিবি অফিসারদের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ সামনে আসে। ২০১৮ সালে ৩ জন এবং ২০১৯ এবং ২০২০ সালে দুজন করে আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। সব মিলিয়ে ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত মোট ১৬ জন এনসিবি আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কিছুদিন আগে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি। আরিয়ানকে গ্রেফতারের সঙ্গে যুক্ত ছিলেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সমীরের বিরুদ্ধেও উঠেছে দুর্নীতির অভিযোগ। সমীর শাহরুখ খানের ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এমনকী, তিনি এই অভিনেতার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ ওঠে।

]]>
Mumbai: চলন্ত ট্রেনে মহিলাকে যৌন নিগ্রহের ঘটনায় ধৃত NCB অফিসার https://ekolkata24.com/uncategorized/mumbai-ncb-officer-molests-woman-on-train Sat, 09 Oct 2021 11:50:49 +0000 https://www.ekolkata24.com/?p=7017 নিউজ ডেস্ক: চলন্ত ট্রেনে এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সুপারিনটেনডেন্ট পদ মর্যাদার এক অফিসার। সংশ্লিষ্ট মহিলার অভিযোগের ভিত্তিতেই এনসিবির ওই অফিসারকে গ্রেফতার করেছে ঔরঙ্গবাদ এলাকার রেল পুলিশ।

বছর পঁচিশের এক তরুণী হায়দরাবাদ থেকে পুণে যাচ্ছিলেন। ওই মহিলা যে বগিতে ছিলেন সেই বগিতেই ছিলেন এনসিবির অফিসার দীনেশ চৌহান। দীনেশ হায়দরাবাদ থেকে মুম্বই ফিরছিলেন। তরুণীর অভিযোগ, তিনি যখন ঘুমিয়ে পড়েছিলেন সে সময় তাঁর সঙ্গে দীনেশ অশালীন আচরণ করেন। তরুণীর ব্যাগ থেকে তাঁর অন্তর্বাস বের করে নিয়ে অশালীন অঙ্গভঙ্গিও করেন। এমনকী, তরুণীকে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তরুণী চিৎকারে বগির অন্য যাত্রীরা ছুটে এসে ওই অফিসারকে ধরে ফেলেন। ঔরঙ্গাবাদ রেল পুলিশ এনসিবির ওই আধিকারিককে গ্রেফতার করে। বর্তমানে ওই অফিসার পার্লি থানার হেফাজতে রয়েছেন।

অন্যদিকে শনিবার রাতে মুম্বইয়ে চলন্ত ট্রেনের মধ্যে এক মহিলা গণধর্ষণের শিকার হন। ওই ঘটনায় ইতিমধ্যেই ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন পলাতক।

পুলিশ জানিয়েছে, লখনউ থেকে মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। ইগতাপুরি হল্ট নামে একটি স্টেশনে ওই ট্রেনটি কিছুক্ষণ দাঁড়ায়। সে সময় দুষ্কৃতীরা ট্রেনের একটি বগিতে উঠে পড়ে। এরপরই তারা শুরু করে লুটতরাজ। লুটতরাজ পর্ব মেটার পর এক মহিলাকে পরপর আটজন ধর্ষণ করে। তবে ট্রেনটি কাসারা স্টেশনে পৌঁছাতেই যাত্রীরা পুলিশকে বিষয়টি জানায়। ধরা পড়ে ৪ দুষ্কৃতী, বাকি চারজন অবশ্য পালিয়ে গিয়েছে।

]]>