Neo JMB – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 01 Aug 2021 15:28:36 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Neo JMB – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ‘চলেন আফগান যাই’- বাংলাদেশে অনলাইন তালিবান আমন্ত্রণে চাঞ্চল্য https://ekolkata24.com/uncategorized/lets-go-to-afghanistan-excitement-over-online-taliban-invitation-in-bangladesh Sun, 01 Aug 2021 15:28:36 +0000 https://www.ekolkata24.com/?p=1692 নিউজ ডেস্ক: বাংলাদেশে হু হু করে ছড়াচ্ছে তালিবান জঙ্গি বার্তা। করোনাভাইরাসের গতিতে ছড়িয়ে পড়া এই বার্তায় সরাসরি আফগানিস্তানে যাওয়ার আহ্বান বিশ্লেষণ করে চমকে যাচ্ছেন বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ কাউন্টার টেরেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার বিভাগ খতিয়ে দেখছে তালিবানি বার্তা। আফগানিস্তানে তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠনগুলি সিক্রেট গ্রুপ থেকে ছড়িয়ে যাচ্ছে ‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’ বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে এই বার্তা ছড়ানোর ফলে চিন্তিত বাংলাদেশ সরকার।

এই ধরণের আহ্বানে এক শ্রেণীর উগ্র ধর্মান্ধ যুবক যুবতী আকৃষ্ট হবেই। তাদের মাধ্যমে জঙ্গি জাল ছড়ানোর চেষ্টা করবে উগ্র সংগঠনগুলি। এমনই আশঙ্কা করছে বাংলাদেশ পুলিশের জঙ্গি দমন বিভাগ।

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানে ফের তালিবান উত্থানে খুশি হয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে। জঙ্গি সংগঠন ও জঙ্গিদের অনলাইন ও অফলাইনে সাংগঠনিক গ্রুপগুলো এখন আফগান প্রসঙ্গই বেশি করে।

ঢাকার গুলশনে হোলি আর্টিজান ক্যাফে হামলায় জড়িত ছিল ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠনের সহযোগী নব্য জেএমবি। ভয়াবহ সেই ঘটনার পর থেকে বাংলাদেশ সরকারের একটার পর একটা জঙ্গি ডেরা ধংস অভিযান চলে। সম্প্রতি তিনটি জঙ্গি ডেরা ধংস করা হয়। তদন্তে উঠে এসেছে, অনলাইনে বোমা হামলা ও বানানোর বিষয়ে জোর দিয়েছে জেএমবি ও নব্য জেএমবি।

আফগানিস্তানে কি ফের তালিবান শাসন কায়েম হবে? আফগান সেনা ও তালিবানদের মধ্যে সংঘর্ষ জারি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা পুরোপুরি আফগানিস্তান ত্যাগ করলে সরকার পতন হওয়ার প্রবল আশঙ্কায় বহু আফগানি দেশত্যাগ করছেন।

আফগানিস্তানের এই পরিস্থিতি ও ফের তালিবান তৎপরতার কারণে উল্লসিত বিভিন্ন দেশের জঙ্গিরা। আর বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি সাম্প্রতিক আনলাইন প্রচারে অংশ নিচ্ছে বেশি।

গোয়েন্দা তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের জঙ্গিদের বেশ কয়েকজন আফগানিস্তান যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানে যাওয়ার আমন্ত্রণ ভেসে আসছে। আবার কেউ কেউ আফগানিস্তানে তালিবান এলাকার ভিডিও ও ছবি প্রকাশ করে প্রশংসায় পঞ্চমু়খ।

]]>
ভারত ও বাংলাদেশে সন্ত্রাস জাল ছড়ানো JMB প্রধান সালাউদ্দিন বেপাত্তা https://ekolkata24.com/offbeat-news/jmb_militant_operation_-india Wed, 14 Jul 2021 15:51:10 +0000 https://ekolkata24x7.com/?p=765 বিশেষ প্রতিবেদন: একেবারে কর্পূরের মতো উবে গিয়েছে যেন। কোনও সূত্রই মিলছে না ভারত ও বাংলাদেশে জঙ্গি জাল ছড়ানো জেএমবি (JMB) প্রধান সালাউদ্দিন সালেহীনের। ভারতে সংগঠনটির নাম জেএমআই (JMI), তাদের একাধিক সদস্য ধরা পড়েছে। সম্প্রতি তিন জঙ্গি ধরা পড়ল কলকাতায়।

সালাউদ্দিন নিখোঁজ ২০১৪ সালের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার পর থেকে। রাজ্যে টানা সাড়ে তিন দশকের বাম শাসনের অবসান হওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রথম দফার শাসনে খাগড়াগড় বিস্ফোরণ (এখন পূর্ব বর্ধমান জেলার অংশ) ছিল তুমুল আলোচিত। পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে বাংলাদেশে নাশকতা ঘটানোর পরিকল্পনা করে বাংলাদেশি জঙ্গি কমান্ডার সালাউদ্দিন সালেহীন।

সালাউদ্দিন বাংলাদেশে থাকতেই জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সংগঠনে চিড় ধরেছিল। তৈরি হয় নব্য জেএমবি। এই সংগঠনের নেতৃত্বে আসে তামিম চৌধুরী। বাংলাদেশ শক্তি হারিয়ে সালাউদ্দিনের নেতৃত্বে পুরনো জেএমবি ভারতের মাটি বেছে নেয়। তৈরি হয় জামাত উল মুজাহিদিন ইন্ডিয়া ইন্ডি(জেএমআই)।

বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা সালাহউদ্দিন ধরা পড়ে। মামলা চলাকালীন ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে পুলিশ ভ্যান থেকেই ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা। বাংলাদেশ সরকারের তথ্য, ময়মনসিংহে ঘটে যাওয়া সেই ঘটনার পরেই সালাউদ্দিন ভারতে ঢুকে আত্মগোপন করে। পালিয়ে যাওয়ার আটটা মাসের মধ্যে ২ অক্টোবর হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ। তদন্তে উঠে এসেছিল পলাতক সালাহউদ্দিনের নাম।

জেএমবি/জেএমআই সংগঠনের প্রধান সালাউদ্দিন সালেহীন সম্পর্কে গেয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা নেপাল হয়ে পাকিস্তান গিয়েছিল। এরপর আর তার কোনও খোঁজ নেই। গত কয়েক বছরে খাগড়াগড় বিস্ফোরণের প্রায় সব জঙ্গি নেতা ভারত ও বাংলাদেশে ধৃত। তামিম চৌধুরী সহ নব্য জেএমবি সংগঠনের নেতারা অনেকেই খতম। কিন্তু সালাউদ্দিন বেপাত্তা।

পশ্চিমবঙ্গ ও অসমে বারবার জেএমবি জঙ্গিদের নেটওয়ার্ক শক্তিশালী। খাস কলকাতায় জেএমবি জঙ্গিরা ধরা পড়ার পর সবদিক খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কলকাতায় জেএমবি তথা জেএমআই জঙ্গিরা ধরা পড়ার পাশাপাশি বাংলাদেশের নারায়ণগঞ্জে সংগঠনটির দুটি ডেরা ধংস করেছে সে দেশের জঙ্গি দমন শাখা। দুই দেশে ধরা পড়া জেএমবি জঙ্গিদের কাছে পাওয়া তথ্য বিশ্লেষণে সালাউদ্দিন সালেহীনের বিষয়ে সূত্র খুঁজছেন গোয়েন্দারা।

]]>