Neymar – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 30 Nov 2021 19:41:30 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Neymar – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Neymar: সাম্বা ফুটবলের সুপারস্টার নেইমারের নারীসঙ্গ https://ekolkata24.com/offbeat-news/neymars-girlfriends-from-laryssa-oliveira-to-with-stunning-singer-gabily Tue, 30 Nov 2021 19:02:57 +0000 https://ekolkata24x7.com/?p=168 নিউজ ডেস্ক: নেইমার (Neymar) দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। মাঠের খেলা দিয়ে যেমন দর্শকদের মন ভরান ব্রাজিলিয়ান সুপারস্টার, তেমনি নিজের গ্ল্যামার দিয়ে মহিলাদের মন কাড়তেও ওস্তাদ নেইমার। প্রায় এক ডজন মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ও কেচ্ছা জানা গিয়েছে৷

তবে অতিমাত্রায় নারীসঙ্গ যে বিপদ ডেকে আনতে পারে, তা ইতিমধ্যেই টের পেয়েছেন পিএসজি-র হয়ে খেলা বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। ধর্ষণ মামলায় জেলে যেতে বসেছিলেন৷ তবে উপযুক্ত সাক্ষীর অভাবে বেঁচে যান। তবে তিনি যে নেইমার। পাদ-প্রদীপের আলোয় না-থাকলে কী তাঁর চলে। আর প্রচারের শিখরে থাকায় গ্ল্যামার জগতের মহিলারাও ঝাঁকে ঝাঁকে পতঙ্গের মত যেন ধরা দেয় তাঁর বাহুতে। যে কারণে ফুটবল প্লে-বয়দের প্রেমের কাহিনীও দীর্ঘ।

লারিসা অলিভিয়েরা: লারিসা ডে মাকেডো বা লারিসা অলিভিয়েরা একজন পপ সঙ্গীত শিল্পী। সঙ্গীত জগতে আনিতা নামেই বেশি পরিচিত লারিসা। নেইমারের দেওয়া এক পার্টিতেই দু’জনের পরিচয়। সেই পার্টিতেই পিছনের দরজা দিয়ে সবার আড়ালে ঢুকেছিলেন তিনি৷ কিছুটা সময় থেকে আবার বেড়িয়েও যান। একই সময় পার্টি থেকে বের হয়ে যান নেইমারও। স্বীকার না-করলেও দু’জনকে একত্রে দেখা গিয়েছে বেশ কয়েকবার।

মায়রা কার্দি: ব্রাজিলের এই ফিটনেস এক্সপার্ট এক সময় নেইমারের প্রতিবেশী ছিলেন। পরে উপস্থাপিকা ও সাংবাদিক হওয়ার সুযোগ ছেড়ে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ডিগ্রী নিয়ে হয়েছেন ফিটনেস কোচ। নেইমারের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিলেন সে বিষয়ে জানা না-গেলেও প্রাক্ততন প্রতিবেশী সম্পর্কে বেশ ইতিবাচক মায়রা। তাঁর মতে ব্রাজিলিয়ান ফুটবল তারকা হলেন একজন অসাধারণ পুরুষ যাঁর হৃদয় সোনা দিয়ে মোড়ানো।

ক্যারোলিনা দান্তেস: নেইমারের আট বছরের একমাত্র ছেলে দাভি লুকার মা হলেন এই ক্যারোলিনা দান্তেস। ২০১১ সালে সন্তানের জন্ম হওয়ার আগেই আলাদা হয়ে যান দুজনে। দূরে থাকলেও দুজনের সম্পর্ক বেশ উষ্ণ। নেইমার নিজেও তার ছেলের বিষয়ে বেশ যত্নশীল। তাই সাবেক বান্ধবীর সঙ্গে একটা ভালো সম্পর্কই বজায় রেখে চলেন তিনি।

ড্যানিয়েলা কারভালহো: ২০১১ সালের অগস্ট পর্যন্ত প্রেম করেছেন ড্যানিয়েলা ও নেইমার। দু’বার একান্ত সময় কাটাতে চাইলেও শেষ পর্যন্ত তা হতে দেয়নি পাপ্পারাৎজিরা। এক অনুষ্ঠানে দুজনের পরিচয়। ড্যানিয়েলার সঙ্গে দেখা করতে মাঝে মাঝেই রিও-তে যেতেন নেইমার। কিন্তু ২০১১ সালে নেইমার বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই আলাদা হয়ে যান দু’জনে।

থাইলা আয়ালা: ২০১৬ সালে ইবিজা সমুদ্র সৈকতে দু’জনকে প্রায় অর্ধনগ্ন অবস্থাতে দেখা যাওয়া নিয়েও কম কেচ্ছা হয়নি। তারপরও একাধিকবার নেইমারের সঙ্গে দেখা গিয়েছে থাইলাকে৷ কিন্তু সম্পর্ক বেশিদূর গড়ায়নি।
বারবারা ইভান্স: শুধু মডেল শুধু নেইমার নয়, একাধিক ফুটবলারেরও প্রেয়সী ছিলেন। যথারীতি নেইমারের সঙ্গেও তাঁর সম্পর্কও বেশি দূর এগোয়নি। ২০১১ সালে দু’জনকে শেষবার এক সঙ্গে দেখা গিয়েছিল৷
ক্যারোল আব্রাঞ্চেস: ব্রাজিলের এই মডেল ও নৃত্যশিল্পীকে দেখা গিয়েছে নেইমারের প্রমোদতরীতে। এ বিষয়ে ব্রাজিলীয়ও ফুটবল তারকা মুখ না-খুললেও ক্যারোল নিজে জানিয়েছেন, তাঁর সঙ্গে নেইমারের বিশেষ সম্পর্কের কথা৷

ক্লোয়ি গ্রেস মর্টেজ: থাইলা আয়ালাক্লোয়ি গ্রেস মর্টেজ৷ হলিউডে বেশ পরিচিত এই উঠতি অভিনেত্রী। ডেস্পারেট হাউজওয়াইবস, থার্টি রকসের মত টিভি সিরিজ ও একাধিক সিনেমায় অভিনয় করেছেন ক্লোয়ি। ২০১৪ বিশ্বকাপের আগে নেইমারের সঙ্গে তাঁর প্রেম মিডিয়ার কাছে চর্চিত বিষয় ছিল৷ তবে বিষয়টি কখনও লুকাতে চাননি ক্লোয়ি।

ব্রুনা মার্কুইজিন: নেইমারের সঙ্গে সবচেয়ে লম্বা সময় ধরে সম্পর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা। একাধিকবার ছাড়াছাড়ি হলেও দু’জনে বারবার জড়িয়ে যান সম্পর্কে। ২০১৮ সাল পর্যন্ত একত্রে ছিলেন নেইমার ও মার্কুইজিন৷

নাটালিয়া বারুলিচ: ক্যালিফোর্নিয়ায় কিউবান মায়ের সন্তান এই ব্রাজিলিয়ান এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নেইমার। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও বেশ কয়েকবার প্যারিসে আসা-যাওয়া করতে দেখা গিয়েছে নাটালিয়াকে। নিজের ইনস্টাগ্রামে নেইমারের ছবি দিয়ে ‘খুব মিস করছি তোমাকে’লিখে সম্পর্কের বারুদটা নিজেই উসকে দিয়েছেন নাটালিয়া।

গাবিলি: নেইমারের নারী সঙ্গের সর্বশেষ গুঞ্জন গাবিলি৷ ২৫ বছর বয়সি গায়িকার আসল নাম গ্যাব্রিয়েল বাতিস্তা। চোটের কারণে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে না-পারলেও নারী সঙ্গ থেকে দূরে থাকেননি নেইমার। ব্রাজিলের পপ তারকা গাবিলির নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছে নেইমারকে ঘিরে। করোনা মহামারিতে নেইমার মজেছেন নতুন প্রেমে৷ আট মাস ধরে গাবিলির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশছেন নেইমার। মহামারির শুরুতে ইনস্টাগ্রামে পরিচয় হয় দু’জনের। করোনা মহামারির মধ্যেই নেইমার ও গাবিলি দেখা করেছেন বেশ কয়েকবার। পিএসজি-তে খেলাকালীন প্যারিসে গিয়ে নেইমারের সঙ্গে দেখা করেছেন গাবিলি। এছাড়া নেইমারের বাসাতেও থেকেছেন বন্ধুবান্ধব নিয়ে। নিকটতম অতীতে দু’জন একসঙ্গে সময় কাটিয়েছেন ব্রাজিলে।

]]>
বিশ্বকাপের বাছাই পর্বে নেইমারদের দল ঘোষণা https://ekolkata24.com/sports-news/neymars-team-announced-in-the-world-cup-qualifiers Sat, 25 Sep 2021 10:11:24 +0000 https://www.ekolkata24.com/?p=5553 স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার মাঠে বল গড়াতে চলেছে। অক্টোবর মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল। এরই লক্ষ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল সেলেকাওরা।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল কোচ তিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে ডেকেও পাননি। তবে ঘোষিত দলে সেই ফুটবলরাদের আবারও দলে ডেকেছেন কোচ তিতে। ডাক দিয়েও না পাওয়া খেলোয়াড়রা হলেন অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেদ, ও রাফিনিয়া।

এর আগে কোভিড-১৯ অতিমারির জেরে তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুক। কেননা তা হলেই করোনা প্রটোকল মেনে বায়ো বাবোল পদ্ধতির সঙ্গে ১০ দিনের কোয়ারেন্টাইন! এই অবস্থার এখনো পরিবর্তন হয়নি। তবু এই ৮ জনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল।

দলের কো অর্ডিনেটর পাওলিস্তা আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতিতে পরিবর্তন আসবে দ্রুত। এরই সঙ্গে তিনি বলেন, ‘ফিফা, ইপিএল আর ইংল্যাণ্ড সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান সূত্র বের হবে। এও জানানো হয়েছে, ‘আলোচনা এখনও বাকি রয়েছে। নিজেদের দেশের স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে। চলতি মাসে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচটা বাতিল হয়ে গিয়েছিল তাদের ব্রাজিলের স্বাস্থ্য প্রশাসনের হস্তক্ষেপে। তাই এমন কিছু এবারও এড়াতে চাইলে আলোচনায় বসতেই হতে পারে দুই পক্ষকেই।

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলায় ম্যাচ ব্রাজিলের। এর তিন দিন পর আবারও তাদের এক ‘অ্যাওয়ে’ ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছনে।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)
ডিফেন্ডার: ডানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এডেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।

]]>
চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে ট্রফি জয়ের শাপমুক্তি মেসির https://ekolkata24.com/sports-news/lionel-messi-keeps-celebrating-teammates-and-consoles-neymar Sun, 11 Jul 2021 06:41:56 +0000 https://ekolkata24x7.com/?p=619 রিও ডি জেনেইরো: ক্লাব ফুটবলে প্রতিটি ট্রফি জিতেছেন৷ বার্সেলোনার হয়ে জেতা ট্রফিতে ড্রয়িংরুম উপচে পড়ছে লিওনেল মেসির। তবে দেশের জার্সিতে ট্রফি জিততে না-পারার আক্ষেপ অবশেষে মিটল আর্জেন্তাইন সুপারস্টারের৷ রবিবাসরীয় সকালে মেসির হাত ধরেই আর্জেন্তিনা ফুটবলের নতুন সূর্যোদয় দেখলেন ফুটবলপ্রেমীরা৷ মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। সেই সঙ্গে প্রথমবার দেশকে খেতাব এনে দিয়ে শাপমুক্তি হল মেসি’র৷

২৮ বছর পর প্রথম কোনও বড় টুর্নামেন্টে খেতাব জিতল আর্জেন্তিনা। সেই সঙ্গে দেশের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন মেসি৷ শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা খেতাব জিতেছিল আর্জেন্তিনা। এবার জিতে স্পর্শ করল কোপা আমেরিকায় সর্বাধিক ১৫ বার খেতাব জয়ের রেকর্ডধারী উরুগুয়েকে ছুঁল তারা৷ এর আগে দেশের হয়ে একটি বিশ্বকাপ ও তিনটি কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলেন মেসি। প্রতিবারই ফিরেছিলেন শূন্য হাতে। তবে এবার আর খালি হাতে নয়, সাফল্যের ঝুলি ভরে দেশে ফিরছেন মেসি৷ দেশকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যে জিতেছেন গোল্ডেন বুট৷

ফাইনালের আগেই মেসি ও নেইমারকে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। ৪ গোলের সঙ্গে ৫ অ্যাসিস্টের জন্য মেসি জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সময়ের সেরা ছাপিয়ে অনেকে মেসিকে সর্বকালের সেরার তালিকায় রাখেন। ফুটবল কিংবদন্তি পেলে ও মারাদোনার চেয়েও তাঁকে বড় করে দেখেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু এতদিন দেশের হয়ে কোনও ট্রফি না-থাকায় মেসিকে শুনতে হয়েছিলও অনেক সমালোচনাও৷

কোপা আমেরিকা খেতাব জয়ে আর্জেন্তিনার ২৮ বছরের ট্রফি জয়ের খরা কাটিয়ে মেসি যে বিশ্বজয়ী পেলে, মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন এমন নয়। তবে সর্বকালের সেরার আলোচনায় মেসির উপস্থিতি থাকবে এমনটা বলাবাহুল্য। ছ’ ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আগে থেকেই ছিল মেসির। কোপা আমেরিকার মুকুট মাথায় ওঠার পর সম্ভবত সপ্তমটিও আসতে আর্জেন্তাইন সুপারস্টারের দখলে।

২০১৪ সালে এই মারাকানাতে জার্মানির বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় মেসি৷ সেই মাঠেই কোপা জিতে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগালেন মেসি৷ ব্রাজিল বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। কিন্তু ট্রফি জিততে না-পারায় হতাশায় সেদিন সেলিব্রেশন করেননি আর্জেন্তাইন ফুটবলের রাজপুত্র৷

এদিন কোপা আমেরিকা ট্রফি জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতায় মেসিকে আনন্দে উদ্বেলিত সতীর্থরা৷ ট্রফি জয়ের পরেই মেসিকে নিয়ে মারাকানায় সেলিব্রেশনে মেতে ওঠে টিম আর্জেন্তিনা। মেসিকে কাঁধে নিয়ে তারপর শূন্যে ছুঁড়ে আবেগের বিস্ফোরণ ঘটান সতীর্থরা৷ ম্যাচ জিতেই মাঠের মধ্যে মেসিকে ঘিরে চলে মার্টিনেজ, আগুয়েরোদের উচ্ছাস। গ্রুপ ও নক-আউট পর্ব মিলিয়ে ছ’ ম্যাচের সবকটিতেই খেলেছেন আর্জেন্তিনা অধিনায়ক। এই ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি। তাঁর চোখে এদিন আনন্দের বিস্ফোরণ হলেও একসময়ে বার্সেলোনায় ব্রাজিলীয় সতীর্থ নেইমারের চোখে জল দেখে স্থির থাকতে পারেন আর্জেন্তাইন তারকা৷ নেইমারকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে মেসিকে৷

]]>
১০ জনের সাম্বার ছন্দে সেমিফাইনালে ব্রাজিল https://ekolkata24.com/sports-news/copa-america10-men-brazil-beat-chile-and-reach-semifinal Sat, 03 Jul 2021 08:35:02 +0000 https://ekolkata24x7.com/?p=124 রিও ডি জেনেইরো: কোপায় সাম্বার ছন্দ অব্যাহত৷ রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছল গেল ব্রাজিল৷ খেতাব ধরে রাখার দৌড়ে আরও এক ধাপ এগোল গতবারের চ্যাম্পিয়নরা৷ শনিবার সকালে রিও ডি জেনেইরোর এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট হাতে পায় তিতের দল।

ম্যাচের ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল জেসুস৷ দ্বিতীয়ার্ধের বাকি সময়টা ১০ জনেই খেলতে হয় ব্রাজিলকে। তবে জেসুসের লাল কার্ড দেখার আগে চিলির জালে বল জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দিয়ে ছিলেন লুকাস পাকুয়েতা৷ তাঁর একমাত্র গোলেই শেষ হাসি হাসেন নেইমাররা৷ সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানার্স পেরু। এদিন অন্য কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে পেরু। গতবার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপায় খেতাব জিতেছিল ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে চিলি শুরুটা মন্দ হয়নি। ১০ মিনিটে মাথায় দারুণ এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে আধ ঘন্টার মধ্যেই খেলা গুছিয়ে নেয় নেইমাররা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকুয়েতা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয়। বদলি হিসেবে নেমে লুকাস পাকুয়েতার গোলে ৪৬ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। এর দুই মিনিট পরই ম্যাচের নক্কারজনক দৃশ্যের জন্ম দেন জেসুস। বাতাসে বলের দখল নিতে গিয়ে মেনার মুখে লাথি মারেন তিন৷ ফুটবল ম্যাচে দেখা গেল রেসলিংয়ের ‘ফ্লাইং কিক’!

ফলস্বরূপ লাল কার্ড অনিবার্য ছিল৷ রেফারি তা দেখাতে ভুল করেননি৷ আর জেসুসের সতীর্থরাও কোনও প্রতিবাদ জানানোর প্রয়োজনও মনে করেননি। বাকি ম্যাচে ১০ খেলোয়াড় নিয়ে ১-০ জিতে মাঠ ছাড়ে তিতের ছেলেরা৷ তবে একজন কম নিয়ে রক্ষণে হাঁসফাঁস করতে দেখা গিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা ১০ জন নিয়েও খেলেও জয়ের পর নেইমার কৃতিত্ব দিলেন দলের সবাইকে।

১০ জনে শেষ পর্যন্ত ম্যাচ জিতে স্বস্তির কথা জানান সাম্বা অধিনায়ক৷ নেইমার বলেন, ‘আমরা এমন একটা চ্যালেঞ্জ জিতেছি, যা সব সময় জেতা যায় না। আমাদের জন্য বড় পরীক্ষা ছিল। কঠিন চ্যালেঞ্জ জিতে আমরা সেমিফাইনালে উঠেছি।’এদিন গোল না-পেলেও দারুণ খেলেন নেইমার৷ চাপের মধ্যে নিজেদের মেলে ধরায় সতীর্থদের বাহবা দিলেন নেইমার৷ তিনি বলেন, ‘প্রতিদিন নতুন নতুন পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। এতেই প্রমাণ হয়, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আমরা প্রস্তুত৷ চিলি ভালো দল, দারুণ সব ফুটবলার ছিল। একজন কম নিয়ে খেলা সবসময়ই কঠিন। আজকের জয়ে সবার কৃতিত্ব প্রাপ্য, ডিফেন্স, মিড-ফিল্ড, ফরোয়ার্ড সবারই।’ মঙ্গলবার সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ব্রাজিল৷

]]>