NitinGadkari – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 18 Sep 2021 06:20:58 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png NitinGadkari – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 প্রতিমাসে ৪০০,০০০ টাকা রোজগার ‘ইউটিউবার’ কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ির https://ekolkata24.com/offbeat-news/how-nitin-gadkari-earns-%e2%82%b94-lakh-from-youtube Sat, 18 Sep 2021 06:20:58 +0000 https://www.ekolkata24.com/?p=4902 নিউজ ডেস্ক: অনলাইন প্রায় অনেকের রোজগারের পথ খুলে দিয়েছে৷ বাংলা কেন বিভিন্ন দেশের শিক্ষিত যুবক-যুবতীরা আর চাকরির ভরসা থাকছেন না৷ অনেকে আবার চাকরি ছেড়ে অনলাইনেই নিজেদের পেশা খুঁজে নিয়েছেন৷ কেউ হয়েছেন ইউটিউবার, কেউ ফেসবুকের ভিডিও ক্রিয়েটার৷

আবার কেউবা হয়েছে ভিন্ন ধরনের ব্লগার হয়েছেন৷ কেউ কেউ মিলে বিভিন্ন বিষয়ে নিউজ পোর্টাল খুলে বসেছে৷ আর কার্যত ঘরে বসেই অনলাইনে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন নিজেদের বিশ্ববাসীর সামনে তুলে ধরে৷ তবে, একজন কেন্দ্রীয়মন্ত্রীও এই তালিকায় নাম লিখিয়েছেন, তা হয়তো এতদিন সবারই অজানা ছিল৷ তিনিই প্রকাশ্যে এ কথা ফাঁস করে জানালেন, প্রতিমাসে তিনি ইউটিউব থেকে ৫ হাজার ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ টাকা রোজগার করেন৷ যা তিনি একজন মন্ত্রী হয়েও রোজগার করেন না৷

হ্যাঁ, এটাই সত্যি৷ আর এই কেন্দ্রীয়মন্ত্রী হলেন নিতিন গডকড়ি৷ সম্প্রতি কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নিতিন গড়কড়ি দিল্লি-মুম্বই সড়ক নির্মাণকাজ পরিদর্শনে গিয়েছিলেন৷ সেই উপলক্ষ্যে তিনি কয়েকটি মি়টিং করেন৷ সেখানেই তিনি এই চাঞ্চল্যকর তথ্যটি ফাঁস করেন৷ তিনি বলেন, ‘আজকাল আমি ইউটিউব থেকে প্রতিমাসে চার লক্ষ টাকা রোজগার করি৷’

তিনি জানান, করোনাকালে তিনি রান্না করা শুরু করেন৷ ইউটিউবের ভিডিও দেখে তিনি শখ করে রান্নার করতেন৷ সেই রান্নার ভিডিও তিনি ইউটিউবে আপলোড করতেন৷ এছাড়াও বিভিন্ন দেশে তিনি ভিডিও কনফারেন্স করেন৷ ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে ভিডিও কনফারেন্স করেছেন৷ প্রচুর ভাষণ দেওয়ার সুযোগ হয়েছিল৷ এই করোনাকালে আমি ভালো কুকিং শিখেছি৷ আর তা থেকে আমি ভালো রোজগার করছি৷ যা আমি কোনদিন কল্পনাও করতে পারিনি৷ প্রতিমাসে ইউটিউব রয়্যালটি বাবদ ৪ লক্ষ টাকা আমাকে দেয়৷

এদিন তিনি নিজের সম্পর্কে আরও একটি গোপন তথ্য ফাঁস করেন৷ তিনি জানান, সবে তাঁর নতুন বিয়ে হয়েছে৷ সেই সময় এলাকায় একটি রাস্তার কাজ হচ্ছিল৷ সেই রাস্তার কাজের জন্য তিনি তাঁর স্ত্রীকে না জানিয়ে শ্বশুরবাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন৷ এসব কথা বেশ মজার ছলেই বলেছেন তিনি৷ এই গোপন কথা গুলি বলতে বলতে তিনি নিজেই হেসে ওঠেন৷

]]>