North 24 Pargana – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 16:28:23 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png North 24 Pargana – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Covid19: রাজ্যে দৈনিক আক্রান্ত ৯ হাজার পার, সামান্য কমল পজিটিভিটি রেট https://ekolkata24.com/uncategorized/covid19-9000-par-infected-daily-in-the-state-little-lotus-positivity-rate Tue, 04 Jan 2022 16:27:44 +0000 https://ekolkata24.com/?p=17991 রাজ্যে একদিনে করোনা আক্রান্ত পেরিয়ে গেল ৯ হাজারের গণ্ডি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯,০৭৩, মৃত্যু ১৬ করোনা রোগীর, সুস্থ হয়েছেন ৩,৭৬৮। দৈনিক পজিটিভিটি রেট সামান্য কমে দাঁড়িয়েছে ১৮.৯৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের পেশ করা মঙ্গলবারের বুলেটিন এই পরিসংখ্যানটি তুলে ধরছে।

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৬৪,৩০১। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯,৮১০। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,১৯,০১৬। পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২৫,৪৭৫।

গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৭৫৩ এবং মৃত্যু হয়েছে ৫ জন করোনা রোগীর। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১,৩৯১ এবং ৩।

]]>
Covid 19: দৈনিক করোনা আক্রান্তের অর্ধেক কলকাতাতেই https://ekolkata24.com/uncategorized/covid-19-half-of-the-daily-corona-attacks-are-in-kolkata Sat, 01 Jan 2022 15:48:22 +0000 https://ekolkata24.com/?p=17509 News Desk: বাংলায় লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এক ধাক্কায় ৪০০০-এর গণ্ডি পার করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পেশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। দৈনিক পজিটিভিটি রেট ১২.০২ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭।

দৈনিক মৃত্যু রয়েছে এক অঙ্কেই। একদিনে মৃত্যু হয়েছে ৯ জন করোনা রোগীর। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৭৭৩।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৯ হাজার ৯২৪। বাংলায় সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০০।

 জেলাগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা কলকাতার। মোট আক্রান্তের অর্ধেকই এখানে। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৮। এই দুই জেলাতেই করোনায় মৃত্যু হয়েছে ২ জন‌ রোগীর।

রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ১৭। ওমিক্রন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩ জন।

উল্লেখ্য, সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউন জারি হতে পারে।

]]>
North 24 Pargana: সীমান্তে বড় সাফল্য বিএসএফের https://ekolkata24.com/uncategorized/bsfs-great-success-at-the-north-24-pargana-border Mon, 20 Dec 2021 14:12:19 +0000 https://ekolkata24.com/?p=15540 নিজস্ব সংবাদদাতা: সীমান্তে বড় সাফল্য বিএসএফের। ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী লুৎফর রহমানকে (Lutfar Rahman) গ্রেফতার করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাকিমপুর সীমান্ত পেরনোর সময় তাকে আটক করে বিএসএফ। 

সূত্রের খবর, হাকিমপুর সীমান্ত পেরনোর সময় ৫ জনকে আটক করা হয়। সেই দলেই ছিল লুৎফর রহমান। এরপর লুৎফর সহ পাঁচ অভিযুক্তকে স্বরূপনগর থানার হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, লুৎফর রহমানের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে সেদেশে। বিভিন্ন সময় ভারতে ঢুকে নকল আধার কার্ড, ভোটার কার্ডের কারবার করে সে।

বাকি ধৃতদের মধ্যে ২ জন পুরুষ ১ জন মহিলা ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। সীমান্তে অনুপ্রবেশ রুখতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে। সীমান্তে বসানো হয়েছে বিশেষ আলো। ফলে সীমান্ত সুরক্ষা আরও বেশি জোরদার হয়েছে বলে দাবি বিএসএফের।

]]>
Jaleshwar Temple: জলের নীচে মহেশ্বর, পূন্যতীর্থ জলেশ্বর https://ekolkata24.com/offbeat-news/special-report-on-north-24-parganas-jaleshwar-temple Tue, 30 Nov 2021 09:23:55 +0000 https://ekolkata24.com/?p=12865 বিশেষ প্রতিবেদন: সারাবছর মন্দির সংলগ্ন বিরাট জলাশয়ে  (Jaleshwar) মহাদেব থাকেন, আর চৈত্র সংক্রান্তিতে সন্ন্যাসীরা তাকে জল থেকে তুলে আনেন৷ একদম সঠিক৷ আপনি সারাবছর পুকুরে খুঁজলেও পাবেন না মহেশ্বরকে৷ চৈত্র সংক্রান্তিতে অনেক সন্ন্যাসী মিলে তোলেন মহাদেবকে৷ ধুমধাম করে পুজো হয় বাবার৷ চড়কের মেলা বসে৷ এক অদ্ভূদ সুন্দর পরিবেশ৷

সন্ন্যাসীদের বিভিন্ন কর্মকাণ্ড দেখলে, গায়ে কাঁটা দিতে বাধ্য৷ সাথে গ্রাম্য মেলা৷ পাঁপড় ভাজা হোক বা জিলিপি৷ হাজার হাজার মানুষ এই দিন নিজের মানত পূরণ করেন৷ আপনাদের তাক লাগবে দেখলে৷ সবচেয়ে বেশী মানত হয় দণ্ডি কাটার৷ কত মহিলা কত যুবক দেখবেন, পুন্যপুকুরে স্নান করে দণ্ডি কেটে হয় মন্দিরে যাচ্ছেন বা মন্দির প্রদক্ষিণ করছেন৷ আমি দেখে অবাক হয়েছিলাম ৷ কত যুবকের চাকরী পাবার বাসনা পূরণ হয়েছে , অনেকে সন্তানলাভ করেছেন৷ সবাই নিজের মানত এইদিন পূরণ করেন৷ পাশের একটা গাছে বেঁধে যান ঢিল৷ গাছটা আমফানে পড়ে গেলেও , তার ডালে কত মানসিক , কত মানুষের অপূর্ণ বাসনার আশার ঢিল গুলো বাঁধা আছে৷

পুজোর পর বাবা আবার জলে চলে যান৷ সারাবছর এই পুকুরে তার বাস৷ পরিস্কার পরিচ্ছন্ন এই পরিবেশে আছে ছোট্ট একটি পার্ক৷( পার্কের প্রবেশমূল্য ২০ টাকা) বড় মাঠ৷ পিকনিক করবার জায়গা, গেস্টরুম , শৌচাগার থেকে স্নান করে পোশাক পরিবর্তন সবরকম ব্যবস্থা আছে৷ উচ্চস্বরে ডি জে বক্স বাজনো এখানে নিষিদ্ধ ৷

আশেপাশে, লুচি তরকারি , ফুচকা , আইসক্রিম, টুকটাক খাবার পেয়ে যাবেন৷ বাড়ি থেকে কিছু করে আনলে , মাঠে বসে খাবার সুন্দর জায়গা আছে৷ জলের সমস্যা নেই ৷ সারাদিন সুন্দর ভাবে কাটানোর জন্য বেশ ভালো জায়গা৷ সাথে ভোলেনাথের আশীবার্দ পরম প্রাপ্তি ৷ মন্দিরের পা দিলেই মন শান্ত হয়ে যেতে বাধ্য৷ যেকোন দিন পুজো দেওয়া যায়৷ আর পার্ক খোলা থাকে সকাল সকাল থেকে বিকাল চারটেয় অবধি৷ যদিও খুব ছোট্ট পার্ক কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন৷

উঃ ২৪ পরগণার বনগাঁ লাইনের , গোবরডাঙা স্টেশনে নেমে টোটো রিজার্ভ করে যাওয়া যায় অথবা দুটো অটো পাল্টে যাওয়া যায়৷ অথবা হাবড়া নেমে বনগাঁগামী বাস ধরলে, জলেশ্বর মোড়ে নেমে, টোটো ধরে সোজা মন্দির৷ মন্দির পথের সবুজ গ্রাম আপনাদের মন কাঁড়বেই৷ শহরের কোলাহলের থেকে দুর কাটানো যেতেই পারে শিবশম্ভূর পায়ের কাছে কিছুক্ষণ ৷

আশ্চর্যের বিষয় আপনি সারাবছরের কোনদিন মহাদেব কে জলে খুঁজেই পাবেন না৷ অনেকে অনেকবার চেষ্টা করেছেন৷ পাবেন শুধু চৈত্র সংক্রান্তিতে৷

]]>