NPF – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 14 Dec 2021 17:17:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png NPF – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Manipur: ভোটের আগেই BJP জোট সরকারে ভাঙন? নাগা শরিকের প্রার্থী ঘোষণা https://ekolkata24.com/uncategorized/manipur-npf-which-is-a-coalition-partner-in-the-n-biren-singh-government-has-announced-their-candidate Tue, 14 Dec 2021 17:17:24 +0000 https://ekolkata24.com/?p=14871 News Desk: নাগাল্যান্ডে গুলি চালিয়ে শ্রমিকদের মারার ঘটনায় অসম রাইফেলস অভিযুক্ত। এই ঘটনার প্রভাব উত্তর পূর্বের রাজনীতিতে পড়তে শুরু করল। মনিপুর (Manipur) বিধামসভা ভোটের আগেই এই রাজ্যের বিজেপি জোট সরকারে ভাঙন স্পষ্ট করে দিয়েছে শরিক দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)।

এনপিএফের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের ১৫টি বিধানসভা আসনে তারা লড়াই করবে। তাৎপর্যপূর্ণ, এই আলাদা লড়াই করার কথা জোটে আলোচনা না করেই একতরফা ঘোষণা করা হয়েছে।

শরিক দলের অবস্থানে চিন্তিত বিজেপি। কারণ, রাজ্যের নাগা জাতি অধ্যুষিত এলাকায় এনপিএফ শক্তি দেখাতে মরিয়া। ১৫ টি আসনে তাদের একলা লড়াইয়ে বিজেপির ভোটে প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

একনজরে মনিপুর বিধানসভার অঙ্ক
মোট আসন ৬০
সরকারপক্ষের দখলে ৩৭টি
বিজেপি ২৮
এনপিপি ৪
এনপিএফ ৪
নির্দল ১

বিরোধীপক্ষ কংগ্রেসের দখলে ১৫
তৃণমূল কংগ্রেস ১
আসন খালি আছে ৭টি

সম্প্রতি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাজ্যে এমনও অনেক নেতা আছেন যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখেন। এদের নজরে রাখা হচ্ছে। জনসভা থেকেই পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মু়খ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরেই মনিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আলোড়ন ছড়ায়। এন বীরেন সিংয়ের মন্তব্যে ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে বলেই রাজনৈতিক মহলের আলোচনা।

]]>
Nagaland: জ্বলছে অসম রাইফেলস ক্যাম্প, সরে গেছে বাহিনী https://ekolkata24.com/uncategorized/nagaland-after-brutal-attack-by-assam-rifles-local-people-of-naglalands-torched-several-out-post Sun, 05 Dec 2021 13:48:58 +0000 https://ekolkata24.com/?p=13673 News Desk: অসম রাইফেলসের গুলিতে ১৩ জনের মৃত্যুর পর থেকে পরিস্থিতি তীব্র উত্তপ্ত নাগাল্যান্ডে (Nagaland )। যেখানে গুলি চলেছিল সেই মন জেলায় একের রক্ষীদের আউটপোস্টগুলিতে স্থানীয় বাসিন্দারা আগুন ধরিয়ে দিচ্ছেন। তাদের বাধা দেওয়ার কেউ নেই। উত্তেজিত জনতা দখল করেছেন ওটিং গ্রামের আউট পোস্ট। সেখান থেকে সরে গিয়েছে অসম রাইফেলস।

মায়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের মন জেলায় ভয়াবহ ঘটনা ঘটে। জঙ্গি সন্দেহে স্থানীয় শ্রমিক গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি চালায় জওয়ানরা। রক্তাক্ত ওটিং গ্রাম। ১৩ জন গ্রামবাসী মৃত। এক অসম রাইফেলস জওয়ানের মৃত্যু হয়েছে।

Nagaland Assam rifles

শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চলছিল। অসম রাইফেলস অভিযানে নেমেছিল। মায়ানমার থেকে নিয়ন্ত্রিত নাগা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন NSCN খাপলাং গোষ্ঠী এই এলাকায় বেশি সক্রিয়। অভিযোগ, এই গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে সাধারণ নাগরিকদের উপর গুলি চালায় অসম রাইফেলস জওয়ানরা।

Nagaland Assam rifles

অসম রাইফেলসের গুলিতে ১৩ জন মারা গেছে। এই ঘটনার পর থেকে মন জেলা তীব্র উত্তপ্ত। প্রশাসন নিষ্ক্রিয়। উত্তেজিত জনগণের লক্ষ্য অসম রাইফেলস ও স্থানীয় পুলিশের চৌকি। একের পর এক আউট পোস্টে হামলা চলছে। মন জেলার ওটিং গ্রাম এখন প্রশাসন বিহীন। সরে গেছে অসম রাইফেলস। গুলি চালানোর ঘটনার জেরে তীব্র প্রতিবাদে নাগাল্যান্ডবাসী আফস্পা আইন তুলে নেওয়ার দাবিতে সরব।

এদিকে মন জেলায় গুলিবিদ্ধ আরও কয়েকজনকে রাজধানী শহর কোহিমাতে আনা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও জানিয়েছেন ভুলবসত অসম রাইফেলস গুলি চালিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

]]>
Nagaland: জঙ্গি ভেবে শ্রমিকদের ‘ঠাণ্ডা মাথায় খুন’ অভিযোগে বিদ্ধস্থ অসম রাইফেলস-সরকার https://ekolkata24.com/uncategorized/nagaland-mon-district-massacre-controversy Sun, 05 Dec 2021 09:28:23 +0000 https://ekolkata24.com/?p=13643 News Desk: হামলা হয়েছিল ভুলবশত এমনই স্বীকার করে নিয়েছেন নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। ‘১৩ জন গ্রামবাসীকে গুলি করে মারা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এমনই দাবি করছে বিভিন্ন উপজাতি সংগঠন।’ মর্মান্তিক এই ঘটনায় চরম বিদ্ধস্ত অসম রাইফেলস।

রবিবার ভোরে অসম রাইফেলস জওয়ানদের গুলিতে নাগাল্যান্ডের মন জেলার তুরি গ্রামে ১৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়। ক্ষোভের মুখে পড়ে এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় বাড়তে পারে বলেই আশঙ্কা।

মৃত গ্রামবাসীরা সবাই শ্রমিক। তাদের জঙ্গি সন্দেহে গুলি করে জওয়ানরা। জানা গিয়েছে, তুরি গ্রামের কাছে বাস স্ট্যান্ডে গাড়ি ধরার জন্য অনেকে এসেছিলেন।

Mon district massacre

মন জেলায় মর্মান্তিক এই ঘটনার পর শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, কেন গুলি চালাল অসম রাইফেলস তার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

নাগাল্যান্ড অশান্ত হতে শুরু করেছে। রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে ‘কালো দিল’। একের পর এক উপজাতি গোষ্ঠী তাদের ক্ষোভ উগরে দিয়ে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন AFSPA বাতিলের দাবিতে সরব।

সূত্রের খবর, একাধিক উপজাতি গোষ্ঠীর তরফে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করা হয়েছে। সরকারে থাকা দল এনপিএফের বিধায়করা বিভিন্ন গোষ্ঠীভুক্ত। আসছে পদত্যাগের হুঁশিয়ারি। মু়খ্যমন্ত্রী নেইফিউ রিওর সরকার কি সংকটে?

বিশেষ সূত্রে www.kolkata24x7.in জানতে পেরেছে, বদলা নিতে প্রস্তুতি শুরু করেছে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন NSCN(K), এই সংগঠনটি ভারতের সবথেকে আক্রমণাত্মক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। মায়ানমারে তাদের মূল ঘাঁটি।

]]>