NSCN(K) – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 08 Dec 2021 15:06:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png NSCN(K) – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 General Bipin Rawat: সেবার নাগাল্যান্ডে কপ্টার ভেঙে বেঁচেছিলেন রাওয়াত, এবার মৃত্যু https://ekolkata24.com/uncategorized/general-bipin-rawat-had-survived-a-chopper-crash-six-years-ago-in-nagaland Wed, 08 Dec 2021 15:06:15 +0000 https://ekolkata24.com/?p=14140 News Desk: ভারত বিরোধী সশস্ত্র নাগা সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানোর মাস্টার মাইন্ড ছিলেন প্রয়াত চিফ অফ আর্মি স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat)। ২০১৫ সালে মায়ানমারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের নীল নকশাকারী বিপিন রাওয়াতকে নিয়ে সেই বছরেই ভেঙেছিল একটি হেলিকপ্টার। কোনওরকমে রক্ষা পেয়েছিলেন তিনি। বুধবার তামিলনাডুতে কপ্টার ভেঙেই সস্ত্রীক মারা গেলেন তিনি।

নাগাল্যান্ডের ডিমাপুরেই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। ডিমাপুর থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে চিতা হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ডিমাপুরের সেই দুর্ঘটনায় চিতা হেলিকপ্টারটি মাটি থেকে উঠেই যান্ত্রিক গোলযোগের কারণে পড়ে গিয়েছিল। ভিতরে ছিলেন বিপিন রাওয়াত ও অন্যান্যরা। অল্পের জন্য সবাই বেঁচে যান। পরে তদন্তে জানা যায় কোনও ষড়যন্ত্র নয় আসলেই ছিল দুর্ঘটনা।

২০১৫ সালে বিপিন রাওয়াতের নেতৃত্বে ভারতীয় সেনা প্রতিবেশি মায়ানমারের ঢুকে সেখানে থাকা নাগা বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। সেই বছরেই মনিপুরে সেনা কনভয়ে নাগা সশস্ত্র গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) হামলা চালায়। এই হামলায় ১৮ জওয়ানের মৃত্যু হয়। এর প্রত্যাঘাত করতেই নাগা বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা চালিয়েছিল সেনা বাহিনী।

নাগাল্যান্ড ফের রক্তাক্ত। গত শনিবার রাজ্যের মন জেলায় অসম রাইফেলসের গুলিতে ১৫ জন কয়লা খনির শ্রমিক মারা গেছে। ক্ষোভের মুখে পড়ে এক জওয়ান মৃত। মোট মৃত ১৬ জন। অসম রাইফেলস ঠান্ডা মাথায় গ্রামবাসীদের খুন করেছে বলে অভিযোগ মৃতদের আত্মীয় ও নাগা সংগঠনগুলির।এর জেরে নাগা বিচ্ছিন্নতাবাদী এনএসসিএন (আই-এম) গোষ্ঠীর সশস্ত্র শাখা নাগা আর্মি প্রত্যাঘাতের হুমকি দিয়েছে।

নাগাল্যান্ডের বিতর্কিত পরিস্থিতির মধ্যে তামিলনাডুতে বায়ু সেনার কপ্টার দুর্ঘটনায় মারা গেলেন জেনারেল রাওয়াত। তিনি ছিলেন দেশের সর্বাধিক আগ্রাসী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র নাগা সংগঠনের কাছে আতঙ্ক।

]]>
Nagaland: জঙ্গি ভেবে শ্রমিকদের ‘ঠাণ্ডা মাথায় খুন’ অভিযোগে বিদ্ধস্থ অসম রাইফেলস-সরকার https://ekolkata24.com/uncategorized/nagaland-mon-district-massacre-controversy Sun, 05 Dec 2021 09:28:23 +0000 https://ekolkata24.com/?p=13643 News Desk: হামলা হয়েছিল ভুলবশত এমনই স্বীকার করে নিয়েছেন নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। ‘১৩ জন গ্রামবাসীকে গুলি করে মারা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এমনই দাবি করছে বিভিন্ন উপজাতি সংগঠন।’ মর্মান্তিক এই ঘটনায় চরম বিদ্ধস্ত অসম রাইফেলস।

রবিবার ভোরে অসম রাইফেলস জওয়ানদের গুলিতে নাগাল্যান্ডের মন জেলার তুরি গ্রামে ১৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়। ক্ষোভের মুখে পড়ে এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় বাড়তে পারে বলেই আশঙ্কা।

মৃত গ্রামবাসীরা সবাই শ্রমিক। তাদের জঙ্গি সন্দেহে গুলি করে জওয়ানরা। জানা গিয়েছে, তুরি গ্রামের কাছে বাস স্ট্যান্ডে গাড়ি ধরার জন্য অনেকে এসেছিলেন।

Mon district massacre

মন জেলায় মর্মান্তিক এই ঘটনার পর শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, কেন গুলি চালাল অসম রাইফেলস তার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

নাগাল্যান্ড অশান্ত হতে শুরু করেছে। রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে ‘কালো দিল’। একের পর এক উপজাতি গোষ্ঠী তাদের ক্ষোভ উগরে দিয়ে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন AFSPA বাতিলের দাবিতে সরব।

সূত্রের খবর, একাধিক উপজাতি গোষ্ঠীর তরফে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করা হয়েছে। সরকারে থাকা দল এনপিএফের বিধায়করা বিভিন্ন গোষ্ঠীভুক্ত। আসছে পদত্যাগের হুঁশিয়ারি। মু়খ্যমন্ত্রী নেইফিউ রিওর সরকার কি সংকটে?

বিশেষ সূত্রে www.kolkata24x7.in জানতে পেরেছে, বদলা নিতে প্রস্তুতি শুরু করেছে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন NSCN(K), এই সংগঠনটি ভারতের সবথেকে আক্রমণাত্মক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। মায়ানমারে তাদের মূল ঘাঁটি।

]]>
Manipur: সেনা কনভয়ে হামলায় বিশেষ প্রশিক্ষণ হয় উত্তর মায়ানমারে https://ekolkata24.com/uncategorized/ne-militants-training-base-camp-going-on-myanmar-kachin-province Sat, 13 Nov 2021 12:52:13 +0000 https://ekolkata24.com/?p=11187 বিশেষ প্রতিবেদন: ২০১৫ সালের মতো ভয়াবহ হামলা ২০২১ সালে। সেবার ৪ জুন ছিল রক্তাক্ত। এবার ১৩ নভেম্বর। সেবার মনিপুরের চান্দেল জেলায় সেনা কনভয়ে হামলা চালায় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির যৌথ সংগঠন UNLFW (United National Liberation Front of Western South East Asia)। মৃত্যু হয় ১৮ জওয়ানের। এবার হামলা হয়েছে চূড়াচন্দ্রপুরে। মৃত অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার তাঁর স্ত্রী পুত্র ও জওয়ান সহ মোট ৫ জন।

এবারের হামলাকারী কারা ? সন্দেহের আঙুল অবশ্যই নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর দিকে। তবে সন্দেহের তালিকায় থাকছে পিপলস লিবারেশন আর্মি মনিপুর গোষ্ঠী (পিএলএ মনিপুর) তবে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলা চালাক, তাদের প্রাথমিক লক্ষ্য ভারতের সেনাবাহিনী। উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি পৃথক স্বশাসিত এলাকার দাবিতে হামলা চালায়। এবারের হামলার কারণও সেই রোষ। এই হামলার পরিকল্পনা সংগঠিত হয় মায়ানমারের উত্তর অংশের কাচিন প্রদেশে। এখানেই ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির ঘাঁটি।

Ne-militants-training-base

গত ফেব্রুয়ারি মাস থেকে মায়ানমারে সেনা শাসন চলছে। এই দুটি প্রদেশের সরকার সেনা শাসনের বিরোধী। তাদের গণ মিলিশিয়া বনাম বর্মী সেনার সংঘর্ষের রক্তাক্ত পরিস্থিতির মাঝে গোয়েন্দা বিভাগ আশা করেছিল আপাতত হামলা বন্ধ হবে। তবে সেটি হলনা।

সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দিল্লিতে গিয়ে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে সরকারের সঙ্গে আলোচনায় বসানোর চেষ্টা করছেন। তাঁর লক্ষ্য দুটি প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অসমের আলফা (স্বাধীনতা) ও নাগাল্যান্ডের এনসিএন (খাপলাং) কে আলোচনায় টেনে আনা।

এই দুটি সংগঠনের পর বোড়ো ও বাকি সংগঠনগুলির নাম আসে। তবে নাশকতার নিরিখে বাকিরাও কম যায় না। যেমন পিএলএ মনিপুর। ১৯৭৮ সাল থেকে এরা পৃথক সরকারের জন্য সংঘর্ষের পথ নিয়েছে।

উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বৈশিষ্ট বিশ্লেষণ করলে দেখা যায়, নিজেদের অস্তিত্ব জাহির করতে তারা আগ্রাসী ভূমিকা নেয়। পিএলএ সেই কারণেই রক্তাক্ত করল মনিপুরকে বলে মনে করা হচ্ছে।

মায়ানমারের বেস ক্যাম্প থেকে ভারত সীমান্ত পার করা স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির কাছে ‘জলভাত’। বারবার হামলার পরে এমনটা প্রমানিত। অভিযোগ, সীমান্ত সুরক্ষার নামে বহু গালভরা শব্দ শোনানো হচ্ছে সরকারের তরফে। তবে বাস্তবে, ভৌগোলিক কারণ, দুর্গমতা সবমিলে মায়ানমারের সঙ্গে ভারত সীমান্তের সব এলাকা সুরক্ষিত নয় তা স্পষ্ট।

<

p style=”text-align: justify;”>সেই কারণেই মায়ানমার থেকে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড, মনিপুর বা মিজেরামে ঢুকে পড়ে সেদেশে ট্রেনিং নেওয়া ভারত সরকার বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি।

]]>