Nusrat Jahan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 08:19:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Nusrat Jahan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Tollywood: ছবির সংখ্যা কমিয়ে কীসের ইঙ্গিত নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-talks-about-her-upcoming-movies Mon, 10 Jan 2022 08:19:05 +0000 https://ekolkata24.com/?p=18670  

বিতর্ক আর নুসরত, সব সময়েই যেন হাত ধরাধরি করে চলে। এই মুহূর্তে টলিপাড়ায় সবচেয়ে আলোচিত নায়িকা নুসরত জাহান। তাঁর মাতৃত্বের সিদ্ধান্তের জন্য, তাঁর বিয়ের বৈধতা সংক্রান্ত মন্তব্যের জন্য সব সময়েই তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে একটি সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, তিনি আর বেশি ফিল্মে অভিনয় করতে চান না।

টলিউডে বাংলা ফিল্ম ‘শত্রু’-তে জিতের বিপরীতে ডেবিউ করেছিলেন নুসরত। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে এক দশক কাটিয়ে তিনি নতুন ইনিংস শুরু করেছেন একটি টক শোয়ে সঞ্চালিকার ভূমিকায়। ইস্ক এফ এম-এর এই টক শোয়ের নাম ‘ভালোবাসায় বোল্ড’। গত এক বছর ধরে দীর্ঘ ওঠাপড়ার পর এখন তিনি যশের প্রথম পক্ষের ছেলে ও ‘যশরৎ’ পুত্র ঈশান (Yishaan J.Dasgupta)-কে নিয়ে নতুন সংসার পেতেছেন।

কিন্তু এবার তিনি সময় দিতে চান পরিবারকে । তাই বেশি ফিল্মে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন নুসরত। চলতি মাসে সায়ন্তন ঘোষাল পরিচালিত নুসরতের আসন্ন ছবি ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পাওয়ার কথা। এছাড়াও যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ফিল্মে অভিনয় করছেন নুসরত।

তবে, এই মুহূর্তে নুসরতের কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’ তাঁর সন্তান ঈশান। সারাদিনে সংসার ও কাজ ব্যালান্স করে কিছুটা আলাদা সময় রাখতে চান নুসরত ঈশানের জন্য । তিনি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম কথা বলা মিস করতে চান না। তার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখেন নুসরত। এই মুহূর্তে তিনি বাছাই করা ফিল্মে অভিনয় করতে চান বলে জানিয়েছেন নুসরত।

]]>
Nusrat Jahan: বার্থডে গার্ল ‘নয়না’কে শুভেচ্ছা যশের, মধ‍্যরাতেই সেলিব্রেশন শুরু নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-birthday-celebrate-with-yash-dasgupta Sat, 08 Jan 2022 09:27:26 +0000 https://ekolkata24.com/?p=18423 টলিসুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan) কাটিয়ে ফেললেন আরও একটা বসন্ত। আজ নায়িকা সাংসদ পা রাখলেন ৩২ বছরে। তাঁর বয়স আরো একটা বছর বেড়ে গেলেও তাতে অবশ‍্য বিশেষ মন খারাপ নেই অভিনেত্রীর। কারণ একটাই, ছেলেকে নিয়ে প্রথম জন্মদিন যে! বলা বাহুল্য, ‘মা’ হিসেবে প্রথম আবির্ভাব দিবস।ঘড়ির কাঁটা বারোটার ঘরে পৌঁছতেই সেলিব্রেশন শুরু হয়ে গেল যশরতের ঘরে। যদিও তা খুব ছিমছাম ভাবে।

এদিন নুসরতের জন্য সাদা রঙের টু টায়ার কেক এসেছিল। তাতে লেখা ছিল ‘হ্যাপি হার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত। প্রসঙ্গত, নুসরতকে নয়না নামেই ডাকে তার প্রিয়জনেরা। এদিন বিনা মেকআপেই ঈশানের মা গালে হাত দিয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে।

Nusrat Jahan

মধ্যরাতেই সোশ‍্যাল মিডিয়ায় ‘স্ত্রী’র সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান যশ দাশগুপ্ত (yash dasgupta)। গোয়া ট্রিপের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। নুসরতও পাল্টা ধন‍্যবাদ জানিয়েছেন। সঙ্গে ভালবাসা জাহির করে একগুচ্ছ হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

<

p style=”text-align: justify;”>মা হিসাবেও এটা তাঁর প্রথম জন্মদিন। গত বছর সেপ্টেম্বরে নুসরতের কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান, ঈশান। জন্ম হয় এক মায়েরও। এ বছরের জন্মদিন তাই নুসরতের কাছে অন্যবারের তুলনায় অনেকটাই স্পেশ‍্যাল। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, এবারের জন্মদিনের উপহার তিনি আগেই পেয়ে গিয়েছেন। আর যা তাঁর কাছে সবচেয়ে সেরা। সেটা হল ছেলে ঈশান।

]]>
Show Cause Mimi-Nusrat: দলীয় সংসদ সদস্য মিমি, নুসরতকে শোকজ করল TMC https://ekolkata24.com/uncategorized/trinamool-congress-made-show-cause-to-party-mps-mimi-chakraborty-and-nusrat-jahan Tue, 07 Dec 2021 15:07:28 +0000 https://ekolkata24.com/?p=13989 নিউজ ডেস্ক, কলকাতা: সংসদের শীতকালীন অধিবেশনের (winter season) বাকি দিনগুলিতে দল কোন পথে চলবে তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার  দিল্লিতে উপস্থিত সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)।

আজকের এই বৈঠকে কিভাবে শাসক দল বিজেপির মোকাবিলা করা হবে তা নিয়ে রণকৌশল তৈরি করেন অভিষেক। এদিন এই তরুণ তৃণমূল নেতা দলীয় সাংসদদের (member of parliament) স্পষ্ট বার্তা দিয়েছেন আগামী দিনে সংসদের ভিতরে এবং বাইরে বিজেপির বিরুদ্ধে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে।

দ্বিতীয় যে বার্তাটি অভিষেক দিয়েছেন সেটা হল, কংগ্রেসের মুখের দিকে তাকিয়ে না থেকে তৃণমূল সাংসদরা যেন নিজেদের মত করেই বিজেপির বিরুদ্ধে লড়াই করেন। অভিষেক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস হল একটি পৃথক দল। সেই দলের রণকৌশল আলাদা। তাই তারা কী ভাবছে বা কী করছে সেটা কখনওই তৃণমূলের বিবেচনার বিষয় হতে পারে না। তৃণমূল একটি সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দল। তাদের আদর্শ ও চিন্তাভাবনা আলাদা। তারা নিজেদের মত করেই বিজেপির মোকাবিলা করবে। কোন দল কী করছে সে কথা দ্বিতীয়বার ভাববে না।

এই বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকা সব সংসদকেই এদিন উপস্থিত থাকার কথা বলেছিলেন। কিন্তু এ দিনের বৈঠকে দুই তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অনুপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে এবার দুই তারকা সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দিতে চলেছে দল। বৈঠকের মধ্যেই অভিষেক জানিয়ে দিয়েছেন, আজকের বৈঠকে যাঁরা অনুপস্থিত আছেন তাঁরা কেন থাকলেন না সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

দলের দুই রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিচ্ছেন দুই তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই ধরনায় সাংসদদের সঙ্গে যোগ দেন অভিষেক।

সম্প্রতি জাতীয় রাজনীতিতে কার্যত একাই লড়ছে তৃণমূল। কয়েকটি রাজ্যে অন্য ছোট আঞ্চলিক দলগুলিকে তৃণমূল জোট সঙ্গী হিসেবে পেতে চাইলেও কংগ্রেসকে ধর্তব্যের মধ্যে আনছে না। বরং কংগ্রেসকে ভেঙেই নিজেদের ঘর গোছাতে চাইছে তৃণমূল। তৃণমূলের এই রণকৌশল স্বাভাবিকভাবেই কংগ্রেসের উষ্মা বাড়িয়েছে। তাই আগামী দিনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সম্পর্কের রসায়ন কোথায় গিয়ে পৌঁছয় তা নিয়ে রাজনৈতিক মহলের কৌতূহল রয়েছে।

]]>
নবরূপে নুসরত, এবার মন খোলা আড্ডায় মাতবেন দর্শকেরা https://ekolkata24.com/entertainment/nusrat-jahan-new-talk-show-on-radio Thu, 11 Nov 2021 14:36:36 +0000 https://www.ekolkata24.com/?p=11018 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: বলিউডের করিনা এখন টলিউডের নুসরাত জাহান। একই ভূমিকায় এবার থেকে দেখা যাবে টলিউডের স্টারকে। নুসরাত জাহান, গত এক বছর ধরে এই নামটার সঙ্গে আদ্যোপান্ত বিতর্ক জড়িয়ে রয়েছে। সম্পর্কের বিচ্ছেদ থেকে শুরু করে যশ এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া আবার সন্তানসম্ভবা নুসরাত একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন সন্তানের পিতা কে। সেই সমস্ত বিতর্ক ঘুচিয়ে এখন যশের সঙ্গে সুখে সংসার করছেন নুসরাত। সদ্য সামনে নিয়ে এসেছেন তাদের পরিবারে থাকা দুই সন্তানের ছবিও।

যশ এর প্রথম পক্ষের সন্তান ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ নুসরাতের সন্তান ইশান। দীপাবলিতে প্রথম ঈশানকে দেখে ভক্ত মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নুসরাত জাহান। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আর এবার জাঁকিয়ে বসে সকলের হাঁড়ির খবর নিজেই ফাঁস করবেন নুসরাত জাহান। রেডিও টকশো ইসক এফএম-এ এবার টলিউড সেলেবদের সঙ্গে খোলামেলা আলোচনায় নুসরাত জাহান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার শুটিং। খবরের ছড়িয়ে পড়েছে সর্বত্র যার ফলে বলাই চলে এই চ্যাট শো র টিআরপি আগে থেকেই তুঙ্গে। ‌

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

বিতর্কের কেন্দ্রে থাকা নুসরাত জাহানের মুখোমুখি একাধিক সেলেব। সদ্য তার শ্যুট সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। বিগত কয়েক দিন ধরে ঋতাভরী ও একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে। তাকে ট্রোল হতে হয়েছে তার ফিগার নিয়ে। তারেক অপারেশনের পরে শরীরে মেদ জমে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতাভরীকে। কাজেই সেলিব্রিটি মানে ট্রোল নিত্যসঙ্গী। সেই সুবাদেই সমস্তটা ঝেড়ে ফেলে নতুন পথ চলা শুরু নুসরাত জাহানের। অপেক্ষায় দিন গুনছে ভক্ত মহল।

]]>
মাসির থেকে দারুন গিফট পেল Nusrat Jahan পুত্র https://ekolkata24.com/entertainment/nusrat-jahans-son-yishaan-got-a-great-gift-from-his-aunt-prabha-agarwal Tue, 14 Sep 2021 11:02:37 +0000 https://www.ekolkata24.com/?p=4580 বায়োস্কোপ ডেস্ক: কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বসিরহাটের সাংসদ ও অভিনেত্রীর নুসরত জাহান (Nusrat Jahan) তার পুত্র ঈশানের পিতৃত্বের ব্যাপারে বলেছিলেন,”সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্ব উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভাল সময় কাটাচ্ছি।”

ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি যশের নামটি নিয়েছিলেন তা বুঝতে হয়তো কারো অসুবিধা হবে না। তারপর তাদের দু’জনকে একসঙ্গে হাতে হাত ধরে দেখা গেছে কলকাতা পৌরসভা কোভিডের টিকা নিতে। যা দেখে স্পষ্ট বিতর্ক যতই তাকে ঘিরে থাকুক তার মনকে এ বিতর্কে এতোটুকু ছুঁতে পারেনি। বলা যায় তিনি একজন স্ট্রং মনের মানুষ।

তাই এতো সহজে নারী চরিত্রকে কালিমালিপ্ত করে দেওয়া সমাজের মুখে ঝামা ঘষে দিয়ে তিনি তোয়াক্কা না করার মানসিকতা রাখেন। নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট তিনি তার জীবনকে নিজের মতো বাঁচতে ভালোবাসেন। কখনো নিজের পোষ্যর সঙ্গে সময় কাটানো তো কখনো আবার সবুজের মাঝে নিজেকে খুঁজে পাওয়া মাতৃত্বের আগে এইভাবেই নিজেকে পজিটিভ রেখেছিলেন নুসরত। সমাজের দেওয়া কলঙ্কের ভয়ে কখনো তিনি কুঁকড়ে যাননি বা নিজেকে দমিয়ে রাখেননি।

এবার খুদে সন্তান ঈশানের জন্য, জনসংযোগস্থাপন সংস্থা এবং ডিজাইন এজেন্সির ডিরেক্টর প্রভা আগরওয়ালের পাঠানো উপহারের ছবি শেয়ার করলেন তিনি।ঈশানের ‘প্রভা মাসি’-কে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। চকলেট খাবার জিনিস আর খেলনায় সমৃদ্ধ এই গিফটের ছবি নিজের স্টোরি শেয়ার করে অভিনেত্রী প্রভার সঙ্গে ট্যাগ করেছেন যশকেও। সন্তানকে ভালোবাসার আঁচে এই ভাবেই যেন নুসরত স্বাধীনভাবে বাঁচতে এই শুভেচ্ছাই থাকলেও আমাদের পক্ষ থেকে।

]]>
🅱🅸🅶 🅽🅴🆆🆂: নিখিলের জীবনেও নতুন মানুষের আগমন: আপ্লুত নুসরত প্রাক্তন https://ekolkata24.com/entertainment/the-arrival-of-new-girl-friend-in-nikhils-life-too Tue, 14 Sep 2021 07:49:30 +0000 https://www.ekolkata24.com/?p=4571 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘ বেশ কয়েকটি মাস ধরে নুসরত এবং নিখিলের সম্পর্ক নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। নুসরতের কথায়, নিখিল কোনদিন তাঁর স্বামী ছিল না৷ ছিল লিভিং পার্টনার৷ কারণ কোনদিন তাদের রেজিস্ট্রি করে বিয়েই হয়নি। পাল্টা স্টেটমেন্ট জারি করেছিলেন নিখিল, নুসরতকে বারং বার বলা সত্ত্বেও তিনি নিজেই আইনি বিয়ে করতে চাননি।

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সেই সময়ে প্রত্যেকেই নিখিলকেই সমর্থন করেছিলেন। সময়ের স্রোতে ঠিকই হয়েছে সে সব কথা। নুসরতের জীবনে এসেছে ফুটফুটে ঈশান। ঈশানের পিতৃত্বের পরিচয় বরং এখন থাক। নুসরতের সন্তান নিয়ে নিখিলকে প্রশ্ন করা হলে, তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মা ও সন্তান দুজনেই যেন ভালো থাকে৷ যেহেতু এখন আর তাদের মধ্যে কোন যোগাযোগ নেই, তাই এর থেকে বেশি তিনি কোনও মন্তব্য করেননি।

Nikhil Jain

তবে এইবার নতুন এক যাত্রার পথে পাড়ি দিলেন নিখিল৷ ইতিমধ্যেই মুম্বইতে পৌঁছে গিয়েছেন তিনি। ব্যবসার কাজেই মুম্বইতে পৌঁছে যাওয়া। আর তারই মধ্যে নিখিলের ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটে উঠল অন্য আরেকজনের কথা। তিনি রেহেনুমা জাহান। রেহেনুমা ব্যবসায়ী নিখিল জৈন ট্যাগ করে এবং ছবি দিয়ে ওপরে লিখলেন, ‘তিনি অভিনেতা নন, তিনি ব্যবসায়ী৷ কিন্তু তিনি আমার হৃদয় হরণ করেছেন।’ রেহেনুমার স্ট্যাটাস নিজের স্টোরিতে তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নিখিল। তবে কে এই মহিলা, তা এখনও অজ্ঞাত।

]]>
‘ড্যাডি’র তোলা ছবি শেয়ার করে নেট নাগরিকদের জবাব দিলেন সদ্য মা নুসরত https://ekolkata24.com/entertainment/nusrat-the-new-mother-responded-to-the-netizens-by-taking-a-picture-taken-by-daddy Thu, 02 Sep 2021 17:38:36 +0000 https://www.ekolkata24.com/?p=3685 বায়োস্কোপ ডেস্ক: সদ্যই মা হয়েছেন অভিনেত্রী ও সংসদ নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান। যশরাজ অনুরাগীদের মতে যশ এবং নুসরত এই দুটি নামের মিলিত অক্ষরগুলিকে এক করেই এই নাম রেখেছেন অভিনেত্রী। নুসরতের মা হওয়ার খবর সংবাদ মাধ্যমে আসার পর থেকেই, সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তিনি। যতই তিনি মুখ না খুলুন, সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল কে আসলে নুসরতের সন্তানের বাবা সেই প্রশ্নে।

আর এই কথা আমাদের সবারই জানা, সমাজে নারী চরিত্রের গায়ে দাগ কেটে কোন বদনাম লাগিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগে না। যতই আমরা সোশ্যাল মিডিয়ায় এই কথা বলি, যার যার ব্যক্তিগত জীবন তার নিজের অধীনে। অনধিকার প্রবেশ কোনোভাবেই উচিত নয়। কিন্তু মনের কোণে জমা অন্ধকারকে দূর করা কি এত সহজ?

ঠিক সেই কারণেই পাড়ার চায়ের দোকান থেকে ক্লাব, জমে উঠেছিল নুসরতের ব্যক্তিগত জীবন নিয়েই রং মাখানো মশলাদার গসিপে। অবশ্য তার মধ্যে বেশির ভাগটাই কাল্পনিক এবং নিজেদের জীবনের হতাশা মেশানো। এই সময়টায় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং টপিকস ছিল নুসরত এবং কমেন্ট বক্সে একবার ঘুরেই বোঝা যায় ঠিক কতখানি নিচে নামতে পারে মানুষ ভার্চুয়াল ওয়ার্ল্ডে।

অপবাদ, অপমান কোনটাই বাদ রাখেনি। কিন্তু একবারও মুখ খোলেননি নুসরত৷ বরং চুপিসারে কখনও নিজের পোষ্যের সঙ্গে, তো আবার কখনও গাছগাছালির মধ্যে পজিটিভিটির মন্ত্রে নিজেকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন তিনি।

গত বৃহস্পতিবার মা হয়েছেন তিনি। ছোট্ট ফুটফুটে ঈশানকে কোলে করে নিয়ে যশ এবং নুসরত বাড়ি ফিরলেন সোমবার। যশের কোলি ছিল সদ্যোজাত। পরম সযত্নে আগলে মা এবং সন্তানকে গাড়িতে তুললেন যশ। ড্রাইভিং সিটে ছিলেন তিনিই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Nusrat (@nusratchirps)

দীর্ঘদিনের সমস্ত অপমানকে তোয়াক্কা না করা নুসরত এবার সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিলেন, তাদের কথায় তিনি একেবারেই পাত্তা দেওয়া তো থাক, কান দিতেও নারাজ। নুসরতের কটাক্ষে স্পষ্ট, তিনি তাদের কথাতে একেবারেই কান দিতে চান না৷ যারা এতদিন তাকে কোনও পরামর্শ দেয়নি, কিংবা বলা ভালো যার থেকে তিনি এতদিন কোনও পরামর্শ নেননি। অবশ্য ছবির নিচে লেখা, সৌজন্যে দেওয়া নাম নিয়ে একটু ধন্দে পড়ে গিয়েছে নেট নাগরিকরা। কারণ পিকচার কার্টেসিতে আছে যার নাম, তাকে নুসরত ‘ড্যাডি’ বলে উল্লেখ করেছেন। এবারের সেই ‘ড্যাডি’ নুসরতের ড্যাডি মানে বাবা? নাকি ঈশানের ‘ড্যাডি’ সেটাই বড় প্রশ্ন। আর যদি ঈশানের ড্যাডি হন, তবে কে তিনি জানতে চাই নেট নাগরিক।

]]>
সিঙ্গল মাদার নুসরত প্রসঙ্গে মুখ খুললেন ঋতুপর্ণা, কী বললেন অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/rituparna-sengupta-opens-up-on-nusrat-jahan-pregnancy-decision Mon, 30 Aug 2021 15:11:42 +0000 https://www.ekolkata24.com/?p=3473 গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান। ইতিমধ্যেই নতুন মা নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। টলিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী, মিমি, তনুশ্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাননি কেউই। কেবল মাতৃ পরিচয়েই সন্তানকে পৃথিবীতে এনেছেন তারকা সাংসদ নুসরত। এই নিয়ে বিতর্কের অন্ত নেই।

নুসরতের সন্তানের বাবা কে? এই নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। অনেকেই এই নিয়ে নুসরতকে কটাক্ষ করতে পিছুপা হননি। তবে অনেকে আবার নুসরতের পাশেও দাঁড়িয়েছেন। অভিনেত্রীর কেবল মাতৃ পরিচয়ে সন্তানকে জন্ম দেওয়ার প্রসঙ্গে বক্তব্য রেখেছেন লেখিকা তসলিমা নাসরিন থেকে শুরু করে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। এবারে নুসরতের পাশে দাঁড়াতে দেখা গেলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

সম্প্রতি ঋতুপর্ণা তাঁর পরবর্তী ছবির শুটিং-এর জন্য হিমাচল প্রদেশে আছেন। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত সম্পর্কে ঋতুপর্ণা জানান, নুসরত এবং তাঁর সন্তানের প্রতি আমার শুভেচ্ছা রইল। দুজনেই যাতে সুস্থ এবং ভাল থাকে সেই কামনাই করছেন অভিনেত্রী। এর পাশাপাশি তারকা সাংসদের কেবল মাতৃ পরিচয়ে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে ঋতুপর্ণাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মায়ের পরিচয়ই সন্তানের কাছে সবথেকে বড় পরিচয়। মা এবং সন্তানের বাঁধন জন্ম-জন্মান্তরের। মায়ের নাড়ির টান সন্তানের কাছে বড় সম্পদ। স্বভাবতই ঋতুপর্ণায় কথায় স্পষ্ট হয়ে গেল নুসরতের পাশেই আছেন অভিনেত্রী।

]]>