Olympic – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 01 Aug 2024 19:05:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Olympic – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 महिला बॉक्सर का पुरुष बॉक्सर से करवा दिया गया मैच https://ekolkata24.com/sports-news/female-boxer-was-made-to-have-a-match-with-male-boxer Thu, 01 Aug 2024 18:58:44 +0000 https://ekolkata24.com/?p=49198 फ्रांस: पेरिस में जारी ओलिंपिक खेल गलत कारणों से चर्चा में है। एक अगस्त को हुए महिलाओं की 66 किलोग्राम भारवर्ग बाउंट को लेकर विवाद शुरू हो चुका है। इटली की एंजेला कारिनी और अल्जीरिया की इमान खेलीफ आमने-सामने थीं, लेकिन एंजेला सिर्फ 46 सेकेंड में ही मैच से हट गईं। इस वजह से अल्जीरिया की मुक्केबाज इमान खेलीफ को विजेता घोषित कर दिया। पूरा विवाद इमान खेलीफ की ‘लिंग जांच’ से जुड़ा हुआ है।

दरअसल, इमान खेलीफ के शरीर में टेस्टोस्टेरोन हार्मोन की मात्रा असामान्य है। इसी वजह से उन्हें 2023 विश्व चैंपियनशिप में ‘लिंग जांच’ में विफल होने के बाद ‘डिस्क्वालीफाई’ कर दिया गया था, जिसके बाद से अब पेरिस ओलिंपिक में उनकी मौजूदगी चर्चा बनी हुई है।

कारिनी और खेलीफ के बीच थोड़े ही मुक्के चले थे, लेकिन कारिनी ने मुकाबला छोड दिया, जो ओलिंपिक मुक्केबाजी में बेहद असामान्य घटना है। कारिनी का ‘हेडगियर’ दो बार हट गया था जिसके बाद उन्होंने हटने का फैसला किया। फिर कारिनी ने खेलीफ से हाथ मिलाने से भी इनकार कर दिया और जाने से पहले वह रिंग में ही रो पड़ीं। खेलीफ एमेच्योर मुक्केबाज हैं, जिन्होंने अंतरराष्ट्रीय मुक्केबाजी संघ की 2022 विश्व चैंपियनशिप में रजत पदक जीता।

पिछले साल की विश्व चैम्पियनाशिप में उन्हें स्वर्ण पदक मैच से ठीक पहले ‘डिस्क्वालीफाई’ घोषित कर दिया था क्योंकि जांच में दावा किया गया कि उनके टेस्टोस्टेरोन का स्तर बढ़ा हुआ था। अब ओलिंपिक में इमान खेलीफ के पहला मैच जीतने के बाद सोशल मीडिया पर सवाल उठ रहे हैं कि रिंग में महिला के सामने पुरुष को क्यों उतार दिया गया।

]]>
এবার নিজের অ্যাকাডেমি খুলছেন দুই অলিম্পিকে পদকজয়ী সিন্ধু https://ekolkata24.com/sports-news/pv-sindhu-will-open-her-badminton-academy-soon Sat, 14 Aug 2021 08:53:26 +0000 https://www.ekolkata24.com/?p=2389 নিউজ ডেস্ক: পুসরলা ভেঙ্কট সিন্ধু। পরপর দুটি অলিম্পিকে পদক জিতেছেন এই হায়দরাবাদি শাটলার। ২০১৬ রিও অলিম্পিকে রুপো জিতেছিলেন, এবার ২০২০ টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পেয়ে নজির গড়লেন গোপীচাঁদের এই প্রাক্তন ছাত্রী। এর আগে পরপর দুটি অলিম্পিক থেকে পদক এনেছিলেন কুস্তিগীর সুশীল কুমার। তারপর দ্বিতীয় ভারতীয় অলিম্পিয়ান এবং প্রথম মহিলা হিসেবে এই শিখর ছুঁয়েছেন সিন্ধু। আন্তর্জাতিক ব্যাডমিন্টনে তিনিই সবচেয়ে সফল ভারতীয়। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে তিনি মিক্সড টিমস ইভেন্টে সোনা জেতেন এবং ব্যক্তিগত বিভাগে রুপো জেতেন। ২০১৯-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জেতেন। তিনি এবার চান ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে।

Pvsindhu (@Pvsindhu1) | Twitter

ভবিষ্যৎ প্রজন্মকে তৈরির লক্ষ্য নিয়ে কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি চালু করতে চলেছেন পিভি সিন্ধু। একসময়ের ‘শিক্ষাগুরু’ গোপীচাঁদের অ্যাকাডেমির ধাঁচেই অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে তৈরি হবে সিন্ধুর অ্যাকাডেমি। সিন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

টোকিও থেকে ফিরে তিরুমালা মন্দিরে পুজো দিয়েছেন তারকা শাটলার সিন্ধু। পুজো দিয়ে জানিয়েছেন, “প্রতিবছর প্রভু বালাজির আশীর্বাদ নিতে একবার করে তিরুমালায় আসি আমি। নিজের খেলাতে আরও উন্নতি করতে চাই। ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়ে নিজের সেরাটা উজাড় করে দেব পদক নিশ্চিত করতে। হাতে কিছুটা সময় আছে। মুহূর্তটা আমি উপভোগ করছি।’

টোকিওতে ইতিহাস গড়ার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন এই শাটলার। অন্ধ্রপ্রদেশ সরকার তাঁকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। বিসিসিআই-এর পক্ষ থেকে সিন্ধুর জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থাও ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

]]>
অলিম্পিক্স হকিতে এক ডজন পদক, সর্বকালের সেরা ভারতই https://ekolkata24.com/sports-news/india-is-the-all-time-best-team-in-hockey Thu, 05 Aug 2021 11:42:48 +0000 https://www.ekolkata24.com/?p=1886 শেষবার ১৯৮০’র অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য। তারপর দীর্ঘ ৪১ বছর সেভাবে বিশ্ব মঞ্চে সাফল্যের মুখ দেখেনি ভারতীয় হকি টিম। সেই অপেক্ষার অবসান ঘটল শ্রীজেশদের হাত ধরে। ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতল ভারত। ব্রোঞ্জের লড়াইয়ে ৫-৪ গোলে জার্মানিকে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক সিমরণজিৎ।

সেই সঙ্গে অলিম্পিক্সে হকি থেকে এক ডজন পদক হয়ে গেল ভারতের। মাঝের সময়টায় পদকের খরা থাকলেও সব মিলিয়ে অলিম্পিক্স হকিতে মোট পদক জয়ে ভারতই বিশ্বের সেরা। অলিম্পিক্স হকিতে মোট ৮টি সোনা জিতেছে ভারত। ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, ১৯৮০ সালে। রুপো জয় এক বার, ১৯৬০ সালে। ব্রোঞ্জ এসেছে এই নিয়ে তিন বার। আগের দু’ বার, ১৯৬৮ ও ১৯৭২ সালে। ভারতের মোট পদক সংখ্যা ১২।

Hat-trick For India Under Dhyan Chand In 1936 Olympics - ...और इस तरह  ध्यानचंद ने 1936 ओलंपिक में पूरी की गोल्ड मेडल की हैट्रिक - Amar Ujala  Hindi News Live

হকিতে সোনা জয়ে ভারতের পরে এই তালিকায় রয়েছে জার্মানি। তারা চার বার সোনা জিতেছে। ১৯৭২, ১৯৯২, ২০০৮ এবং ২০১২ সালে। মোট পদক সংখ্যাতেও ভারতের থেকে পিছিয়ে তারা, তাদের মোট পদক সংখ্যা ১১। চারবার সোনা তিন বার রুপো (১৯৩৬, ১৯৮৪, ১৯৮৮) এবং চার বার ব্রোঞ্জ (১৯২৮, ১৯৫৬, ২০০৪, ২০১৬) জিতেছে। সোনা জয়ে ভারত আর জার্মানির পরে রয়েছে পাকিস্তান ও গ্রেট ব্রিটেন। তিনটি করে সোনা পেয়েছে দুটি দলই। এরপর রয়েছে নেদারল্যান্ডস। তারা দু’বার অলিম্পিক্স হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আর্জেন্টিনা এক বার করে চ্যাম্পিয়ন হয়েছে।

শুরুতে ৩-১ গোলে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল হকি টিম। টোকিও অলিম্পিক্সে প্রথম থেকেই ভারতীয় পুরুষ দলের পারফরম্যান্স খারাপ ছিল না। টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াই ছিল। যদিও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে জার্মানির বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ ছিল না। খেলতে নেমে প্রথম ২ মিনিটেই ধাক্কা পেয়েছিল মনপ্রীতরা। শুরুতেই গোল করে ভারতকে চাপের মুখে রেখেছিল জার্মানি। ১৭ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান সিমরনজিত সিং। এরপর ২৪ এবং ২৫ মিনিটে পরপর দু’গোল করে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানরা।

২৭ এবং ২৯ মিনিটে পরপর দুগোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এবারে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোল করেন রুপিন্দর পাল সিং। টিম ইন্ডিয়া এগিয়ে যায় ৫-৩ গোলে। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে এসে আরও এক গোল শোধ করে জার্মানরা।

টোকিও অলিম্পিকে এটা ভারতের পঞ্চম পদক। ভারতীয় হকি দলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ”ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে।” প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, জগদীপ ধনখড়ও।

]]>