Omicron variant – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 14:07:02 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Omicron variant – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 IHU: ওমিক্রন আতঙ্কের মাঝেই সামনে এল করোনার নয়া স্ট্রেন https://ekolkata24.com/uncategorized/ihu-el-coronas-new-strain-in-front-amidst-omicron-panic Tue, 04 Jan 2022 13:56:15 +0000 https://ekolkata24.com/?p=17961 গোটা বিশ্ব সবেমাত্র ওমিক্রনের সঙ্গে পরিচিত হয়েছে। করোনা ভাইরাসের এই নয়া রূপের দাপটে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, নাজেহাল গোটা বিশ্ব। এই সময়েই ফ্রান্সের বিজ্ঞানীরা করোনার আরও একটি প্রজাতির কথা সামনে আনলেন।

নতুন এই প্রজাতির নাম আইএইচইউ, বি.১.৬৪০.২ ভেরিয়েন্ট যা প্রথম আবিষ্কার করেন মেডিটেরানি ইনফেকশন ইনস্টিটিউটের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, আইএইচইউ-তে ৪৬ টি মিউটেশন রয়েছে যা ওমিক্রনের থেকেও বেশী। বিশেষজ্ঞদের মতে, আইএইচইউ-এর দ্রুত হারে ছড়িয়ে পড়ার শক্তি রয়েছে। এমনকি ওমিক্রনের থেকেও অধিক সংক্রামক এই প্রজাতি।

ফ্রান্সে ইতিমধ্যেই ১২ জন এই প্রজাতি দ্বারা আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের একটি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৬২.৪ শতাংশ করোনা পরীক্ষায় ওমিক্রনের সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

]]>
Omicron: আমেরিকায় এই প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু https://ekolkata24.com/uncategorized/us-records-first-death-related-to-omicron-variant Tue, 21 Dec 2021 05:34:53 +0000 https://ekolkata24.com/?p=15622 নিউজ ডেস্ক: ‘ওমিক্রন’ (Omicron) আতঙ্কে এমনিতেই ত্রস্ত গোটা আমেরিকা। এবার করোনার নয়া ভ্যারিয়েন্ট এই প্রথম প্রাণ কাড়ল এক আক্রান্তের। সংবাদ সংস্থা সূত্রে খবর, টেক্সাসের স্বাস্থ্য আধিকারিকের তরফে সোমবার এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, ওমিক্রনে আক্রান্ত মৃতের বয়স পঞ্চাশের ঘরে। তাঁর ভ্যাকসিন নেওয়া ছিল না। পাশাপাশি তাঁর শরীরে একাধিক রোগও ছিল। ফলে আরও জাঁকিয়ে বসে নয়া ভ্যারিয়েন্ট। যদিও আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে যে করোনা সংক্রমিত ওই ব্যক্তির শরীরে একাধিক উপসর্গ ছিল। এরপরই সরকারের তরফে দেশবাসীকে সতর্ক করে একটি বিবৃতি দেওয়া হয়। টিকা নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

১৮ ডিসেম্বর পর্যন্ত সামনে আসা তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের ৭৩ শতাংশের শরীরেই ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। ফলে সে দেশে করোনাবিধির উপর আরও জোর দেওয়া হয়েছে। একের পর এক টুইট করে প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) দেশবাসীকে সতর্ক করেছেন। তিনি লেখেন, ‘বন্ধুগণ, আমেরিকায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম, তা আপনাদের জানাতে চাই। প্রথমে ফ্রন্টলাইন যোদ্ধাদের ধন্যবাদ জানাই। টেস্টিং, হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।’ পাশাপাশি টিকা নেওয়ার এবং বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শও দেন তিনি। বড়দিনের উত্‍সবেও বিস্তর কাটছাঁট করা হয়েছে। যে কোনওরকম জমায়েতে জারি নিষেধাজ্ঞা।

https://twitter.com/POTUS/status/1473107458801426433?s=20

<

p style=”text-align: justify;”>প্রসঙ্গত, চলতি মাসেই বিশ্বে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর উঠে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছিলেন, ‘ইংল্যান্ডই প্রথম ওমিক্রনে মৃত্যুর সাক্ষী হয়।’

]]>