PAN card – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 05 Nov 2021 12:44:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png PAN card – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 প্যান-আধার-ড্রাইভিং লাইসেন্স করাতে করোনা টিকাকরণের শংসাপত্র আবশ্যিক https://ekolkata24.com/uncategorized/coroners-vaccination-certificate-is-required-to-get-a-driving-license-starting-from-pan-aadhaar Fri, 05 Nov 2021 12:44:44 +0000 https://www.ekolkata24.com/?p=10390 News Desk: দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ যাতে করোনার টিকাকরণে এগিয়ে আসেন তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে এ ধরনের নিয়ম চালু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী দিনে প্যান কার্ড (PAN Card), আধার কার্ড (Aadhar Card), ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা রেশন কার্ডের মত জরুরি কাজ করাতে গেলে কোভিড টিকাকরণের শংসাপত্র দাখিল করা আবশ্যিক করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ (Utter Pradesh), কর্নাটক (Karnataka), গুজরাত (Gujrat), মিজোরাম (Mizoram)-সহ বেশ কয়েকটি রাজ্যে এই নিয়ম চালু করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকার বিভিন্ন জেলা প্রশাসনকে দেওয়া নির্দেশে জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্স করাতে যারা আবেদন করবে তাদের অবশ্যই করোনার টিকাকরণের শংসাপত্র দাখিল করতে হবে। যদি কারও কাছে টিকাকরণের শংসাপত্র না থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্সের ছাড়পত্র দেওয়া যাবে না। যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তি টিকাকরণের শংসাপত্র দাখিল করছেন ততক্ষণ পর্যন্ত তিনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না।

তবে শুধু রাজ্যের পরিবহণ দফতরে নয়, প্রতিটি দফতরকেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ Yogi Adityanath)। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও টিকাকরণ আবশ্যিক করার কথা বলা হয়েছে। যোগী সরকার তার নির্দেশে জানিয়েছে, কোনও শ্রমিকের যদি টিকাকরণের শংসাপত্র না থাকে তবে তাকে কাজে নিয়োগ করা যাবে না। উত্তরপ্রদেশ ছাড়াও গুজরাত, কর্নাটক এবং মেঘালয়েও একই ধরনের নির্দেশ জারি করা হয়েছে।

প্রতিটি রাজ্যেই বলা হয়েছে, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এমনকী পাসপোর্ট করাতে গেলেও টিকাকরণের শংসাপত্র দাখিল করা আবশ্যিক। পাশাপাশি বিভিন্ন দোকানদার ও ফুটপাতে যারা ব্যবসা করেন তাদেরও টিকা নেওয়ার আবশ্যিক করা হয়েছে। একইভাবে ট্যাক্সি বা ক্যাব চালকদেরও টিকাকরণের শংসাপত্র থাকা বাধ্যতামূলক। মনে করা হচ্ছে, এই নির্দেশ ঠিক ভাবে কার্যকর হলে প্রতিটি মানুষকেই টিকা নিতে হবে। না নিলে তাঁরা কখনওই এ ধরনের জরুরি কাজগুলি করতে পারবেন না।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের ১০০ কোটি মানুষকে টিকার দুটি ডোজ দিতে চান। সেই লক্ষ্য পূরণে যাতে কোন সমস্যা না হয় তার জন্যই কেন্দ্র গোটা দেশে এই সিদ্ধান্ত জারি করার পরিকল্পনা নিয়েছে।

]]>
চলতি মাসেই বদল আসছে পিএফ, প্যান-আধার লিঙ্ক, জিএসটি সংক্রান্ত একগুচ্ছ নিয়মে https://ekolkata24.com/uncategorized/from-pf-pan-aadhaar-linking-lpg-to-cheque-clearing-system-these-rules-will-change-from-september Wed, 01 Sep 2021 07:27:30 +0000 https://www.ekolkata24.com/?p=3563 নয়াদিল্লি: পিএফ, প্যান-আধার লিঙ্ক, জিএসটি-সহ বেশ কয়েকটি নিয়ম সেপ্টেম্বর থেকে বদলে যেতে চলেছে। যেহেতু এই নতুন নিয়মগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে, তাই এই পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন একে একে কমিছে বিধায়ক, বঙ্গে ক্রমশ ব্যাকফুটে বিজেপি

জিএসটি: জিএসটিএন তার উপদেষ্টায় বলেছে যে কেন্দ্রীয় জিএসটি বিধিমালার নিয়ম -৫৯ (৬) যা জিএসটিআর-১ জমা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ প্রদান করে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। যদি কেউ পূর্ববর্তী দুই মাসের জন্য জিএসটিআর-৩বি (GSTR-3B) ফর্মের রিটার্ন জমা না দেন তাহলে জিএসটিআর-১ (GSTR-1) ফর্মে পণ্য বা পরিষেবার বাহ্যিক সরবরাহের বিবরণ সরবরাহ করার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন পিএফ নিয়ম: পিএফ গ্রাহকদের, ১ সেপ্টেম্বর পর্যন্ত পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। তা না হলে ইপিএফ সুবিধাগুলি কমিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পিএফ অ্যাকাউন্ট আধারের সাথে সংযুক্ত না হয় বা ইউএএন (UAN) আধার যাচাই না হয়, তাহলে তার ইসিআর-ইলেকট্রনিক চালান কাম রিটার্ন পূরণ করা হবে না।

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা: আধারের সঙ্গে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) সংযুক্ত করার সময়সীমা সেপ্টেম্বরে শেষ হচ্ছে। এর আগে সময়সীমা ছিল জুন, ২০২১, যা পরে তিন মাস বাড়ানো হয়েছিল।

এলপিজির দাম: এলপিজি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বেড়েছে, আগের দাম ৮৫৯.৫০ টাকা। ১৪.২ কেজি ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এখন দিল্লি এবং মুম্বাইতে ৮৮৪.৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯১১ টাকা এবং চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হবে ৯০০ টাকা।

পজিটিভ পে সিস্টেম: RBI-এর পজিটিভ পে সিস্টেম যদিও ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যেই নতুন ব্যবস্থা গ্রহণ করলেও, অ্যাক্সিস ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে এটির বাস্তবায়ন করবে।

ভারত সিরিজ (বিএইচ-সিরিজ): পরিবহন মন্ত্রক নতুন যানবাহনগুলির জন্য একটি নতুন নিবন্ধন চিহ্ন চালু করেছে, যেমন “ভারত সিরিজ (বিএইচ-সিরিজ)”। এই নিবন্ধন চিহ্ন বহনকারী গাড়ির মালিক যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন, তখন নতুন নিবন্ধন চিহ্নের প্রয়োজন হবে না।

পিএনবি সেভিংস অ্যাকাউন্ট: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে আমানত সংরক্ষণের সুদের হার পুনর্বিবেচনা করবে।

ব্যয়বহুল OTT সাবস্ক্রিপশন: ডিটিএন + হটস্টার গ্রাহকদের ওটিটি সাবস্ক্রিপশনের জন্য আরও বেশি ব্যায় করতে হবে। OTT প্লেয়ার ৩৯৯ টাকা থেকে ৪৯৯ টাকা হয়েছে।

 

]]>