pan masala – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 07 Nov 2021 04:53:52 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png pan masala – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 গুটখা-বিরোধী বাইকমিছিল বাংলাপক্ষের https://ekolkata24.com/uncategorized/bangla-pokkho-rally-against-gutka-pan-masala Sun, 07 Nov 2021 04:53:52 +0000 https://www.ekolkata24.com/?p=10582 News Desk, Kolkata: সারা রাজ্যে গুটখা বিক্রি বন্ধ করবার রাজ্য সরকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং এই সিদ্ধান্তের কঠোর প্রয়োগের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা বাংলাপক্ষের উদ্যোগে বিকেল কামালগাজী মোড় থেকে একটি বাইকমিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলটি কামালগাজী মোড় থেকে শুরু হয়ে, শীতলা মন্দির, ব্রহ্মপুর, রানিয়া, ৩০ ফুট, নতুনহাট, কালীবাজার হয়ে আবার কামালগাজীতে ফিরে এসে একটি পথসভার মাধ্যমে শেষ হবে। ওই কর্মসূচিতে দঃ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহযোদ্ধারা উপস্থিত থাকবেন। এছাড়াও প্রতিবেশী জেলার সহযোদ্ধারা তথা বাংলাপক্ষের শীর্ষ পরিষদের সদস্যরাও অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার গোটা বাংলায় আরও এক বছরের জন্য পান মশালা আর গুটখা নিষিদ্ধ ঘোষণা করল। রাজ্য সরকারের দ্বারা জারি করা এই নিষেধাজ্ঞা আগামী ৭ নভেম্বর থেকে ১ বছরের জন্য লাগু থাকবে। রাজ্য সরকারের তরফ থেকে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারান মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গুটখা, পান আর অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর ২০১৩ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর থেকে বছর বছর সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে থাকে সরকার। আর এখন ৭ নভেম্বর ২০২১ থেকে ৬ নভেম্বর ২০২২ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হল। রাজ্যের যেকোনো খাদ্যপণ্যে উপাদান হিসেবে তামাক ও নিকোটিন গুটখা, পান মশলা তৈরি, সংরক্ষণ ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে এক বছর।

এখন গুটখা ও পান মশালায় তামাক ও নিকোটিন পাওয়া আইনত অপরাধ। যে কোনও ব্যক্তি তামাক এবং নিকোটিনযুক্ত খাদ্যদ্রব্য তৈরি, সঞ্চয় এবং বিক্রি করলে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬ এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

]]>
পান মশলার বিজ্ঞাপন আর করব না: Amitabh Bachchan https://ekolkata24.com/entertainment/amitabh-bachchan-cancels-contract-with-pan-masala-brand Mon, 11 Oct 2021 19:55:14 +0000 https://www.ekolkata24.com/?p=7362 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই:  সম্প্রতি ৭৯ বছরের জন্মদিন ছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। জন্মদিনের দিনে অফিশিয়াল বিবৃতি দিয়ে তিনি জানালেন পান মশলা বিজ্ঞাপন আর করতে চান না বিগ বি। তাঁর বক্তব্য নিজস্ব ব্লগে শেয়ার করে জানিয়েছেন বার্থডে বয়। যদিও কয়েকদিন আগেও একটি পান মশলার বিজ্ঞাপন করতে দেখা যায় তাকে।

কয়েকদিন আগেও একটি পান মশলা জন্য ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। তারপরই অনেক সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা কে। সূত্রের দাবি এই সমালোচনার পরেই পান মশলা বিজ্ঞাপন না করার সিদ্ধান্ত নেন বিগ বি। বিবৃতিতে অভিনেতা দাবি করেছেন, বিজ্ঞাপনটি যে তামাকজাত দ্রব্যের প্রচার করছে সেটি তার জানা ছিল না। এই কথা প্রকাশ্যে আসার পরই তিনি সংস্থার সাথে তার বিজ্ঞাপন করার চুক্তি বাতিল করে দেন। বিগ বি জানিয়েছেন, ওই বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি যে পারিশ্রমিক মূল্য নিয়েছিলেন সেটিও সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। তামাক জাতীয় দ্রব্যের প্রচার তার ব্যক্তিগত জীবনে নৈতিকতার বিরুদ্ধচারণ করার বলে দাবি করেছেন অমিতাভ বচ্চন।

বলিউডের বিভিন্ন তারকাদের পান মশলা প্রচারে বিজ্ঞাপনের শামিল হওয়া কোন নতুন বিষয় নয়। অমিতাভ বচ্চন ছাড়াও অজয় দেবগন, শাহরুখ খানের মতো তারকাদের পান মশলা প্রচারে বিজ্ঞাপনের অংশ হতে দেখা গিয়েছে বহুবার। তবে পান মশলা বিজ্ঞাপনে অমিতাভ বচ্চন অংশ নেওয়ার পর তার অনুরাগীদের এক অংশ অসন্তোষ প্রকাশ করতে থাকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। সূত্রের খবর তামাকবিরোধী সংস্থা থেকে একটি চিঠিও লেখা হয় অমিতাভ বচ্চনকে। সম্ভবত এরপরই পান মশলা বিজ্ঞাপন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিগ বি।

জন্মদিনে এমন একটা পদক্ষেপ নেওয়ার পর তার অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিগ বি কে। বিনোদন জগত থেকে ক্রীড়াজগতের অনেকেই বলিউডের শাহিন থাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। প্রসঙ্গত এইদিন আশির দোরগোড়ায় পৌঁছে গেলেন প্রবীণ অভিনেতা।

]]>