Panth – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 07 Jan 2022 07:05:38 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Panth – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 পন্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হেডকোচ দ্রাবিড়ের https://ekolkata24.com/sports-news/head-coach-dravids-explosive-remarks-about-panth Fri, 07 Jan 2022 07:04:47 +0000 https://ekolkata24.com/?p=18259 জোবার্গে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন বলে শূন্য রানে ভুল শট খেলে আউট হতেই ঋষভ পন্থের ব্যাটিং এবং পন্থের ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ঋষভ পন্থের আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছেন ঠিকই, সঙ্গে এটাও বলেছেন যে আমরা অবশ্যই তার শট নির্বাচন নিয়ে ওর সাথে কথা বলব। রাহুল বলেন, কোন সময়ে কী ধরনের শট খেলতে হবে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে।

ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কাগিসো রাবাদার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টায় পন্থ স্টেপ আউট করে বিগ শট মারতে গিয়ে প্রোটিয়া উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ওই সময় প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ধারাভাষ্য করছিলেন। গাভাস্কার ঋষভ পন্থের খোঁচা (এজড)দিয়ে ক্যাচ নিয়ে বলেছিলেন যে ওই শটের জন্য কোনও অজুহাত নেই।

ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে রাহুল দ্রাবিড়ের বিস্ফোরক মন্তব্য, “তবে হ্যাঁ, অবশ্যই এখন সময় এসেছে যখন আমরা তার সাথে কিছু স্তরের কথোপকথন করতে হবে, ইস্যু একটাই এই ধরনের শট কখন খেলা উচিত”। পন্থকে এমনটা মোটেও বলা হবে না যে তিনি আক্রমণাত্মক স্টাইলে ব্যাট করবেন না, শুধু ওকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শিখতে হবে।

জোহানেসবার্গে হারের পর টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, “আমরা জানি যে ঋষভ ইতিবাচকভাবে খেলে এবং সে একটি বিশেষ উপায়ে খেলে এবং এটি তাকে কিছুটা সাফল্য দিয়েছে।” দ্রাবিড় বলেন,আমরা সকলেই জানি ঋষভ পন্থ একজন পজিটিভ ক্রিকেটার এবং পন্থ যেকোন সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।পন্থ এখনও শিক্ষানবিশ এবং সময়ের সঙ্গে পন্থ আরও ভাল ক্রিকেটার হয়ে উঠবে।

]]>
Boxing Day Test: সামি-পহ্নের জোড়া রেকর্ডে খুশির আনন্দ টিমের অন্দরমহলে https://ekolkata24.com/sports-news/mohammad-sami-panth-doubles-record-in-boxing-day-test Thu, 30 Dec 2021 17:09:26 +0000 https://ekolkata24.com/?p=17267 Sports desk: ভারতীয় টেস্ট দলের জন্য এই বছরটা দারুণ কেটেছে। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নের মাটিতে ঐতিহাসিক. ‘বক্সিং ডে’ (Boxing Day Test) টেস্টে জয় পেল ভারতীয় দল। নিজেদের দুর্গে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের শক্তি আঁচ করা যায় এই ম্যাচে যে মাত্র সাড়ে তিন দিন খেলা হয়েছে। বৃষ্টিতে ম্যাচের দ্বিতীয় দিন পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই জয়ের পর কিছুটা মজার মেজাজে হাজির টিম ইন্ডিয়া।

যদিও কেএল রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি টিম ইন্ডিয়াকে এই জয় পেতে সাহায্য করেছে, তবে এই ম্যাচে দুজন খেলোয়াড় রয়েছেন যারা এই ম্যাচে তাদের কেরিয়ারে একটি বড় লাফ দিয়েছে অনেক বড় অসাধারনকে ক্রিকেটারদের পিছনে ফেলে। এই ম্যাচে মহম্মদ সামি তার ২০০ টেস্ট উইকেট পেয়েছেন। এই ম্যাচের দুই ইনিংসেই সামি নিয়েছেন ৮ উইকেট।

সামি এখন টেস্টে মোট ২০৩ উইকেট নিয়েছেন। ঋষভ পহ্ন এই ম্যাচেও ব্যাট হাতে নয়, উইকেটের পিছনে কিপিং গ্লাভস হাতে পারফরম্যান্স অব্যাহত রেখেছে। টেস্ট ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ১০০ টি শিকার করেছে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এই দুই খেলোয়াড়ের এই কৃতিত্বকে টিম ইন্ডিয়া হোটেলে কেক কেটে উদযাপন করেছে। বিসিসিআই তার টুইটার হ্যান্ডেলে ওই মুহুর্তের ছবি শেয়ার করেছে। টুইট করা পোস্টের ছবিতে দেখা যাচ্ছে উভয় খেলোয়াড় কেক কাটছে এবং টিম মেটরা অভিনন্দন জানিয়ে খুশির আনন্দে হাততালিতে মেতে উঠেছে। আগামী বছরের ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে, জোবার্গে।

]]>