playoffs – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 21 Dec 2021 17:18:20 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png playoffs – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ISL: জিতল ATK মোহনবাগান, প্লে অফ এখনও অনিশ্চিত https://ekolkata24.com/sports-news/isl-won-atk-mohun-bagan-playoffs-still-uncertain Tue, 21 Dec 2021 17:18:20 +0000 https://ekolkata24.com/?p=15756 Sports desk: চলতি আইএসএলের (ISL) ১১ তম রাউন্ডে মঙ্গলবার ATK মোহনবাগান ৩-২ গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেল, নিজেদের সপ্তম ম্যাচে।

ATK মোহনবাগানের হয়ে জোড়া গোল হুগো বৌমাসের ৫৩ ও ৭৬ মিনিটে, অবশ্য গোলের সমতায় সবুজ মেরুন শিবিরকে এনে দেয় লিস্টন কোলাসো ৪৭ মিনিটে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।

ম্যাচের দু’মিনিটের মাথায় নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেয় সুহের। গোলের সমতায় ফিরে আসতে অপেক্ষা করতে হয় হেডকোচ হুয়ান ফেরান্ডোর শিবিরকে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য অল আউট আক্রমণে গিয়ে বৌমাসের জোড়া গোলের মুখ দেখা। এরমধ্যে আবার ৮৭ মিনিটে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গোলের ব্যবধান কমায় মাসুর সরিফ।

এদিন নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতলেও টুর্নামেন্টের প্লে অফে যাওয়ার টিকিট এখনও জোগাড় করতে পারেনি ATK মোহনবাগান।

কেননা, চলতি এই টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল হেডকোচ হিসেবে থাকা আন্তোনিও লোপেজ হাবাসের তৎকালীন ATK মোহনবাগান। এরপর হাবাসের কোচিং’এ দুই ম্যাচে ড্র আর দু ম্যাচে হারের মুখ দেখে সঙ্গে ফিজিয়ান গোল্ডেন বয় রয় কৃষ্ণ’র অফ ফর্ম অতিবড় সবুজ মেরুন সমর্থকের মনেও গেল গেল রব তুলেছিল।

কিন্তু এদিনের মহার্ঘ্য তিন পয়েন্ট আইএসএলের প্লে অফের যাওয়ার লড়াই’তে কিছুটা হলেও অক্সিজেন জোগান দিল। গত ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগান জেতা ম্যাচ ড্র করে, ৩-৩ গোলে।

এরপরেই নাটকীয় ভাবে আন্তোনিও লোপেজ হাবাসের ইস্তফা হেডকোচ পদ থেকে। ১১ তম রাউন্ডে শেষ চার ম্যাচ “ডু অর ডাই” জিততেই হবে নইলে আইএসএল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে, এমনই সিচুয়েশন ATKMB’র সামনে। শেষ চার ম্যাচের মধ্যে এদিন জয় পেল সবুজ মেরুন শিবির, কিন্তু প্লে অফ এখনও অনিশ্চিত। কারণ এখনও শেষ তিন ম্যাচে “ডু অর ডাই” সিচুয়েশনে ATK মোহনবাগান।

ATK মোহনবাগানের পরের খেলা ২৯ ডিসেম্বর, এফসি গোয়ার বিরুদ্ধে। এরপর জানুয়ারি ৫ তারিখ হায়দরাবাদ এফসি এবং ১১ তম রাউন্ডে সবুজ মেরুন দলের শেষ ম্যাচ ৮ জানুয়ারি ওডিশা এফসির বিরুদ্ধে। তিন ম্যাচ জিততেই হবে চলতি আইএসেলের প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য। লড়াইটা শুধু ৯০ মিনিটের নয়, হেডকোচ হুয়ান ফেরান্ডো এবং সার্পোট স্টাফদের ফুটবল বোধ, খেলোয়াড়দের ম্যাচ টেম্পারমেন্ট এবং সবার ওপরে সমর্থকদের হতাশ না হয়ে শেষ ম্যাচের রেজাল্ট পর্যন্ত ধৈহ্যের পরীক্ষা, এত কিছুর মিশেলেই নিশ্চিত হবে প্লে অফের টিকিট পাওয়া আইএসএলে।

]]>