Poem – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 21 Nov 2021 05:11:12 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Poem – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 দুটি কবিতা | ব্রহ্মজিৎ সরকার https://ekolkata24.com/uncategorized/poems-of-bramhajit-sarkar Sun, 21 Nov 2021 05:11:12 +0000 https://ekolkata24.com/?p=11916 রাস্তা পেরলেই তোমার বাড়ি

রাস্তা পেরলেই তোমার বাড়িটা চকচক করে
দু’পা হাঁটলেই গেটের সামনে পৌঁছে যাওয়া যাবে

অথচ নড়বড়ে মন নিয়ে এগতে পারি না

একঝাঁক মেঘ নিয়ে ধবধবে বক উড়ে যায়
আমাকে পাশকাটিয়ে তোমার ছাদে গিয়ে বসে
তোমার ছাদে ওড়ে রঙে মাখা প্রজাতির দল
ছুটে গিয়ে মুঠো মুঠো ভরে নেব বুকের পকেটে

ভেঙে যাওয়া মন নিয়ে এগনোর সাহস করি না

এক বুক বৃষ্টি

রাত বারে বৃষ্টি বারে
পুকুর যুবতী হয়
পাকা কাঁঠালের মত

কানা গলি ঘাপটি মেরে থাকে
রামধনু ফোটে,
দেখা যায় না তো!

পারা জুড়ে চুপ ছবি
মা-বাবা-রা টুরে যাওয়া পাখি

বুক ভরা ছুটন্ত ব্যাধ
তীর বিদ্ধ
মরে বেঁচে আছি

বেঁচে আছি অজুহাতে শুধু
গুরু ঠাকুর
এ কেমন নদী?

তুমি ছিলে বলে পার হয়ে যাব
এ আমার বিপুল জলধি..

]]>
লেখো তুমি | রিনা গিরি https://ekolkata24.com/uncategorized/poem-og-rina-giri Sun, 21 Nov 2021 05:00:51 +0000 https://ekolkata24.com/?p=11914 লিখবে না! তুমি লেখো। লেখো তুমি…
আমার কলম বন্ধ্যা হলে আগের মতো
তোমার কী খুব কষ্ট হবে?
হাতের মুঠো আলগা করে
কোথায় যেতে চাইছ বল
ছেড়ে যাচ্ছে কতো কতো বন্ধু…
ঝুল-বারান্দায় দাঁড়িয়ে এখন
আকাশ দেখছি উদাস চোখে
পথ চলতি মানুষগুলো
ছুটছে কেবল এদিক ওদিক–
হঠাৎ আকাশ কালো করে
চমকে দিচ্ছে সন্ধে বেলা
এমন সময় থাকতো যদি
আমার কাঁধে তোমার হাত
আমার কলম বন্ধ্যা হলে
ভেবেছিলাম খুশি হবে
সে যে কেবল আমার মনের ভুল
এই কথা তার আজ জেনেছি যখন
জন্মদিনের ঝগড়াঝাটি এক নিমেষে…
এই তো বলছি আমি
তুমি লেখো চরণদাস লেখো তুমি…

]]>
হৃদয় হোম চৌধুরীর কবিতা https://ekolkata24.com/uncategorized/hriday-home-chowdhury Sun, 26 Sep 2021 05:51:07 +0000 https://www.ekolkata24.com/?p=5597 ফিরে আসা

এখানে তুমি কেন? গতকাল তোমার অন্তিম
দেখেছে হলুদ ছাতার দেশ।ওরা মধ্য দুপুরের
রোদে পোড়া একাকী পথে বিদায় দিয়েছিল।

অথচ তুমি ফিরে এলে? কোন শোকে? দ্বিধায় ভুগছো?
রাতের বারান্দা থেকে ভোররাতের আলোয় আঁধার নামে
ভুলে যাও। জোনাকি ভুলে যাও। গাছেদের ভুলে যাও
চাপা পড়ে মৃত্যু…
হলুদ ছাতার দেশ থেকে ওরা আমায় জানালো-
এখন সময় আয়ুদন্ড যাপন।ওর ফিরে আসা তো বিষ্ময় নয়!

তর্পণ

বাতাসের দেহে সদলবলে মিশে যাচ্ছে গন্ধক
ওদের হল্লা শুরু হবে, আগুনের কাছে আসতে হবে
ধ্বংসের মাঝে কেড়ে নিতে হবে জয়মুকুট
অসফল বিক্রিয়ায় নয়তো পুড়ে যাবে সব

কিন্তু কী পাবে ওরা? প্রেম, হাসি, কাম, আশা?
আশা।এই‌ আশা ও গ্রীবায় রেখে হাত দেয় আগুনে।
অ্যাসিড সবার চেয়ে,সব থেকে বিষাক্ত নভোযান
তবুও নরম রোদ চাইবে ওরা, টেস্টটিউবের সাগর
উপচে পড়বে। ঈর্ষায় নিশ্চিহ্ন হবে বাকি সব বিক্রিয়া….

জীবনের নৈঋতে গন্ধকই গোপন তর্পণ

ময়দান

ভাতের থালার উল্টো দিকে লাফিয়ে আসছে আকাশ। উন্মত্ত ব্যর্থ প্রেমিকের ঘোড়ার চলন। শান্ত ও হতাশ মাঠ।নিরস ত্রাসের রোদ কেড়ে নিচ্ছে চারপাশ। জীবনের তৃষ্ণা। তুচ্ছ মায়ার চোরকাঁটা হুল্লোড়। এখানে উঁকি দেয় পরীর চূড়া। বিরক্ত হাসি। দেহ সহজ নয়। বাঁচার আশ্রয়। স্তম্ভ ছেড়ে এনে দেবে কোমল বিচ্ছেদ। সুরভী নিঃশ্বাস।এরপর বোর্ডের বেলুন তীক্ষ্ণ নজরে কুহকী পথে ফেলছে এই শহরের লক্ষ্য ও স্বপ্ন। তবুও ময়দান বড়ো আপন

]]>
সঞ্চারী ভৌমিকের কবিতা https://ekolkata24.com/uncategorized/poems-of-sanchari-bhowmik Sun, 05 Sep 2021 05:44:29 +0000 https://www.ekolkata24.com/?p=3874 ছিন্নমূলের কান্না

দিন শেষ হয়েছে, ফুরিয়ে সময়
কেউ নামেনি পথে, খোঁজেনি ঠিকানা।
শেষ ট্রেনে ফিরেছে কেউ, কেউ বা গিয়েছে ক্যাম্পে
এখানে কোনও মানুষ নেই, নম্বরে হয় পরিচয়।
মনে পড়ে রবিঠাকুর; ‘রক্তকরবী’র সংখ্যামালা!

দুঃখের ভার বহন করে না কেউ; এখানে বিশু নেই নন্দিনী
আজও ভাঙেনি বাঁধ, আসেনি রঞ্জনও।
অপেক্ষা দীর্ঘ হয় কেবল; কেউ রাখেনি খোঁজ
৪৭, ৭১ আরও কত স্মৃতি–

এখনও তো লেগে পিঠে শুকনো রক্তের গন্ধ!
এখনও তো লেগে গায়ে ‘রিফিউজি’ শব্দ!

বিচ্ছেদ

যা কিছু নিয়ে যাচ্ছি–
শরতের আকাশ, অপুর স্বপ্ন আর একবুক নিশ্চিন্দিপুর

সারাজীবনে কেবল নেশা একটা–
আলোর মতো মানুষ জমানো
অথচ
জীবন এনে দাঁড় করিয়েছে খাদের কিনারে
জোনাকি ছাড়া নেই কোনও আলোর উৎস
কোনও এক অশরীরী বলে চলেছে আলগোছে–
‘চুপ কেন? লেখো আরও একটা মৃত্যু লেখো!’

ধক্ করে ওঠে বুক, স্পষ্ট তার হাঁকড়পাঁকড়
কুণ্ডলীপাকানো সাপের মতো হঠাৎই অদৃশ্য হয় পথ!

থমথমে মন নিয়ে জেনেছি-
শোকের মাঝে বসে যে বাউল দোতারা বাজায় তার ঠিকানা থাকে না।

]]>