Police Commissioner – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 30 Dec 2021 14:12:52 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Police Commissioner – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kolkata: মহানগরের নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল https://ekolkata24.com/uncategorized/kolkata-vineet-goyal-is-the-new-acting-police-commissioner-of-the-metropolis Thu, 30 Dec 2021 14:07:41 +0000 https://ekolkata24.com/?p=17210 News Desk: কলকাতা পুলিশের বর্তমান কমিশনার সৌমেন মিত্রের অবসরের পর কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন বিনীত গোয়েল। এই নামটা খুব একটা অপরিচিত নয়। চলতি বছর পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার তাঁর হাতেই কলকাতা পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার অবসর নেবেন বর্তমান কমিশনার সৌমেন মিত্র। আগামীকালই বেলা ১২ টায় নতুন নগরপালের দায়িত্ব তুলে নেবেন বিনীত গোয়েল। এর আগে পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রধান ছিলেন তিনি।

সৌমেন মিত্র কমিশনার হিসেবে যথেষ্ট সফল। তাঁর অবসরের পর কমিশনারের দায়িত্ব বিনীত গোয়েলের কাঁধে তুলে দিয়ে সফলতা ধরে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।

]]>
Mumbai: বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ প্রাক্তন পুলিশ কমিশনারের https://ekolkata24.com/uncategorized/former-mumbai-police-commissioner-param-bir-singh-appears-before-crime-branch Thu, 25 Nov 2021 12:54:00 +0000 https://ekolkata24.com/?p=12379 Former Mumbai Police Commissioner Param Bir Singh
নিউজ ডেস্ক, মুম্বই: কমপক্ষে ছ’টি তোলাবাজির মামলায় নাম জড়িয়েছিল মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার (Former Mumbai Police Commissioner) পরমবীর সিংয়ের। জুন মাস থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আইনি সুরক্ষা পেতেই প্রকাশ্যে এলেন পরমবীর (Param Bir Singh)। একইসঙ্গে জানালেন দেশের বিচার ব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। পুলিশের তদন্তে তিনি সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত আছেন।

তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন, এই শর্তেই সুপ্রিম কোর্ট (supreme court) পরমবীরের গ্রেফতারি থেকে সুরক্ষার আবেদন মঞ্জুর করে। শীর্ষ আদালত থেকে সুরক্ষা কবচ পেতেই বৃহস্পতিবার (thursday) সকাল ১১টা নাগাদ মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় হাজির হন পরমবীর। বুধবার রাতেই মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার চণ্ডীগড় থেকে বম্বে ফেরেন।

বিমানবন্দরেই পরমবীর সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছেন। তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। পরমবীর জানান, তাঁর যা বক্তব্য সেটা আদালতেই জানাবেন।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ এনেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার। পরবর্তী ক্ষেত্রে তাঁর নামেও তোলাবাজির অভিযোগ দায়ের হয়। চলতি বছরের জুন মাস থেকে তিনি ছুটিতে চলে যান। তারপরে থেকে পরমবীরের আর কোন খোঁজ ছিল না। পলাতক পুলিশ কমিশনারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের বিচারপতি বলেন, পরমবীরকে পলাতক হিসেবে ঘোষণা করতে কোনও সমস্যা নেই। এরপরই পুলিশ প্রাক্তন কমিশনারের বাড়ির সামনে পলাতক নোটিস ঝুলিয়ে দেয়। পুলিশের গ্রেফতারির হাত থেকে বাঁচতে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রাক্তন পুলিশ কমিশনার। দীর্ঘ কয়েক দিনের শুনানি শেষে শীর্ষ আদালত পরমবীরকে তদন্তে সহযোগিতা করার শর্তে আইনি সুরক্ষা দেয়। তার পরই প্রকাশ্যে এলেন পরমবীর।

যদিও পরমবীর শীর্ষ আদালতে জানান, তাঁকে পুলিশ তাড়া করে বেড়াচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভয় পেয়ে তিনি মুম্বই আসছেন না, তা নয়। পরমবীর আদালতকে আরও বলেন, আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। আদালত যদি তাঁকে সুরক্ষা দেয় তবে তিনি অবিলম্বে প্রকাশ্যে আসবেন। তিনি পুলিশ বিভাগের একজন পদস্থ আধিকারিক ছিলেন। তাই তিনি দেশ ছেড়ে কোথাও পালাবেন না।

পরমবীরের আইনজীবীর বক্তব্যে হাইকোর্টের বিচারপতি এস কে কাউল বলেন, পুলিশের প্রাক্তন কমিশনারই যদি পুলিশের হাতে ধরা পড়লে বিপদ হওয়ার কথা বলেন তাহলে রাজ্যবাসীর কী অবস্থা বুঝুন। শেষ পর্যন্ত অবশ্য বিচারপতি পরমবীরকে আইনি সুরক্ষা দেওয়ার কথা জানান। তবে শর্ত দেন, পরমবীরকে পুলিশে র সঙ্গে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে। এরপরই বৃহস্পতিবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় উপস্থিত হলেন প্রাক্তন পুলিশ কমিশনার।

]]>
তালিবানদের হয়ে যুদ্ধ করতে আফগানের পথে বাংলাদেশি জঙ্গিরা: পুলিশ কমিশনার https://ekolkata24.com/uncategorized/bangladeshi-militants-on-their-way-to-afghanistan-to-fight-for-taliban-police-commissioner Sat, 14 Aug 2021 15:29:50 +0000 https://www.ekolkata24.com/?p=2404 নিউজ ডেস্ক: তালিবানদের প্রতি আবার দরদ উথলে উঠল বাংলাদেশে ঠাঁই নেওয়া জঙ্গিদের৷ তালিবানদের হয়ে যুদ্ধে করায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে আফগানিস্তান যাওয়া পথে কিছু মানুষ ভারতে ধরা পড়েছে৷ আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছনোর চেষ্টা করছে। শনিবার এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

Read More: ‘চলেন আফগান যাই’- বাংলাদেশে অনলাইন তালিবান আমন্ত্রণে চাঞ্চল্য

আগামিকাল ১৫ আগষ্ট দেশে শোক দিবসের অনুষ্ঠানস্থল ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয় দেখতে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি)৷ পর্যবেক্ষণ শেষে এদিন সকালে পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেছেন, অনলাইনে জঙ্গিরা কর্মী সংগ্রহ ও উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে৷ সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তালিনের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানান হয়েছে। আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে তালিবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছে। তিনি আরও জানান, সাইবার ওয়ার্ল্ড ডিএমপিসহ সরকারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর রয়েছে।

DMP chief: Some Bangladeshis have left the country to join Taliban

Read More: ব্যাকফুটে আফগান সরকার, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হল তালিবানদের

শফিকুল ইসলাম আরও জানান, ‘গত বৃহস্পতিবার জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে বোমা বিশেষজ্ঞ। অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিত। নারায়ণগঞ্জে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে৷ সেটাও তাঁর সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা। এএ মাসে উল্লেখযোগ্যভাবে বেশ কিছু জঙ্গি বা নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নেই, সেটা বলা যায়। কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি, যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা জঙ্গি হামলাগুলি করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান কাজই হল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে আসা। প্রতিটা ঘটনা ঘটিয়েই তাদের আন্তর্জাতিক মিডিয়ায় আসতে চায়। এক্ষেত্রে ১৫ অগস্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ১৫ অগস্টের ভেন্যুর আশপাশে না হোক, তার থেকে দুই কিলোমিটার দূরেও যদি বোমা ফাটাতে পারে, তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে। এদিক বিবেচনা করে তারা চেষ্টা করছে। কিন্তু যে গ্রুপ ডেভেলপ করে উঠছিল, সেই পুরো ট্র্যাক ধরা পড়ে গিয়েছে। পুলিশে আশঙ্কা রয়েছেই৷ কিন্তু এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে পুলিশ সর্তক আছে৷

]]>