political clash – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 14 Nov 2021 08:59:40 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png political clash – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Tripura: TMC নেতাদের হোটেলে ঘর দিও না, ফের হুমকিতে অভিযুক্ত BJP https://ekolkata24.com/uncategorized/tripura-bjp-threatening-controversy Sun, 14 Nov 2021 08:59:40 +0000 https://ekolkata24.com/?p=11275 News Desk: পুরভোট যতই এগিয়ে আসছে ততই ত্রিপুরার (Tripura) রাজনৈতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল টিএমসির একাধিক বিধায়ক ও নেতা ত্রিপুরায় ঘাঁটি গেড়েছেন। অভিযোগ, তৃণমূল নেতারা যাতে ত্রিপুরায় থাকতে না পারেন তার জন্য এবার বেছে বেছে হোটেল মালিকদের হুমকি দিতে শুরু করেছে বিজেপি।

শনিবার রাতে রাজ্যের তেলিয়ামুড়ায় বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস ও লাভপুর কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহকে হোটেলে থাকতে দিলে খুনের হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ। এর জেরে রাতেই দুই বিধায়ক মিছিল করেন ত্রিপুরার টিএমসি সমর্থকদের নিয়ে।

পড়ুন : Tripura: হোটেলে বাংলার TMC বিধায়করা কেন? হুমকিতে অভিযুক্ত BJP

রবিবার সকাল থেকে বিভিন্ন হোটেলে হুমকি বার্তা আসছে বলেই অভিযোগ।নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh) বলেছেন, বিজেপি বুঝে গিয়েছে পুরনির্বাচনে (municipal election) তাদের আর কোনও আশা নেই। সে কারণেই গেরুয়া দল তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তাতেও তৃণমূলকে আটকাতে না পেরে হোটেল মালিকদের হুমকি দিচ্ছে।

tmc mla's threthend by bjp supporters at teliamura tripura

ত্রিপুরায় টিএমসির স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিং (ashishlal sing) বলেছেন, দলের পক্ষ থেকে তাঁরা পুলিশ সুপার, এসডিপিও-সহ প্রশাসনের পদস্থ কর্তাদের পুরো বিষয়টি জানিয়েছেন। প্রশাসনকে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছেনা। বিজেপি গায়ের জোরে সবকিছু দখল করতে চাইছে। তবে এত কিছু করেও তারা ত্রিপুরায় তৃণমূলকে আটকাতে পারবে না।

<

p style=”text-align: justify;”>কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে আরও বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভিন রাজ্যের একাধিক বিজেপি নেতা তো প্রতিদিনই বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করতেন। এখানে তাঁরা হোটেলে ওঠতেন। তাঁদের তো কখনও কোনও রকম বাধার মুখে পড়তে হয়নি। আসলে বিজেপি বুঝে গিয়েছে যে, ত্রিপুরা ধরে রাখা আর তাদের পক্ষে সম্ভব নয়। সে কারণেই তারা যেনতেন প্রকারেন তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।

]]>
Tripura: নির্বাচন কমিশনের ‘চোখ বন্ধ’, পরপর হামলায় বিরোধী বাম প্রার্থীরা জখম https://ekolkata24.com/uncategorized/ahead-of-municipal-election-masive-political-clash-spreading-in-tripura Sun, 07 Nov 2021 08:13:01 +0000 https://www.ekolkata24.com/?p=10600 News Desk: ত্রিপুরায় (Tripura) আসন্ন পুর ও নগর পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্ব্বিতায় প্রায় ৩০ শতাংশ আসনে জয়ী শাসক বিজেপি। অভিযোগ, প্রধান বিরোধী দল সিপিআইএম সহ বাকিদেরকে মনোনয়ন জমা দিতেই দেয়নি শাসক দল। এই অবস্থায় আগরতলা পুর নিগমের ভোট ঘিরে রাজনৈতিক হামলায় জখম একাধিক বাম প্রার্থী। আরও অভিযোগ, গত লোকসভা, পঞ্চায়েত ভোটের মতো চোখ বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন।

যদিও বিজেপির দাবি, যে সব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাতে দল জড়িত নয়। বিরোধী দলের এলাকাগত গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সূত্রের খবর, রাজ্য বিজেপির বিধায়কদের একটি অংশের আশঙ্কা দলের ভোটব্যাংকে বিরাট ধস নামছে।

আগামী ২৫ নভেম্বর আরতলা পুরনিগমের ভোট। রাজধানী শহরের পুর নিগম দখল করতে মরিয়া শাসক বিজেপি। আর গত পুর বোর্ড চালানো সিপিআইএম নেমেছে তেড়েফুঁড়ে। ভোটে আছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস।

আরও পড়ুন: Tripura: আসন্ন পুর নির্বাচনে ‘প্রবল সন্ত্রাসে’ অভিযুক্ত BJP, বিনা ভোটেই বিপুল জয়

এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হামলার মুখে পড়ছেন বিরোধী প্রার্থীরা। আক্রান্তের পরিসংখ্যানে বেশি আছেন সিপিআইএমের প্রার্থীরা। কিছুক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উপর হামলা হয়েছে।

শনিবার বিকেল থেকে নতুন করে রাজনৈতিক হামলায় আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। একাধিক বাম প্রার্থীর ঘর ভাঙচুরে অভিযুক্ত বিজেপির বাইক বাহিনী, এমনই অভিযোগ।

সাম্প্রতিক আগরতলায় বিজেপির সমর্থকদের তাণ্ডবের কারণে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। আক্রান্ত হয় বিরোধী সিপিআইএম দলের রাজ্য কার্যালয়। তার আগে ধনপুরে বিরোধী নেতা মানিক সরকারের কনভয়ে হামলার জেরে সেখানকার বাম সমর্থকরা বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনার রেশ ধরেই আগরতলায় বিজেপির প্রতিবাদ মিছিল থেকে ‘আগুন জ্বলেছিল’। পরপর আক্রান্ত হয়েছিল সংবাদপত্র দফতর।

]]>
Coochbehar: ভারত-বাংলাদেশ সীমান্ত গ্রামে TMC গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, পুজোর আনন্দে মৃত্যুর ছবি https://ekolkata24.com/uncategorized/tmc-bjp-political-clash-near-indo-bangladesh-border-village-of-coochbehar Mon, 11 Oct 2021 08:12:32 +0000 https://www.ekolkata24.com/?p=7274 নিউজ ডেস্ক: পঞ্চমীর রাত থেকে যে রক্তাক্ত কাণ্ড ঘটেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহারের (coochbehar) মরাকুঠি গ্রামে,তার জেরে এই জেলায় উৎসব ম্লান। গুলিবিদ্ধ দুজনের মৃত্যুর জেরে প্রবল উত্তপ্ত এই গ্রাম। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে কোনও সময় বড় আকার নিতে পারে। দুর্গাপূজার আবহে এমন সংঘর্ষ আসন্ন উপনির্বাচনকে আরও বিশৃংখল করতে চলছে তা ক্রমশ স্পষ্ট।

কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের লাগোয়া দিনহাটার গীতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে মরাকুঠি এলাকায় রবিবার রাতে সংঘর্ষ ছড়ায়। গুলি চালানোর ঘটনা ঘটে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই সেখানে গুলি চলেছে।

আগামী ৩০ অক্টোবর উপনির্বাচনে জেলার দিনহাটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। উপনির্বাচনের আগেই ঘটল এমন রক্তাক্ত ঘটনা। জেলা পুলিশ সূত্রে খবর, গোষ্ঠী সংঘর্ষে গুলি লেগে মারা যান মান্নান হক ও মোজাফফর হোসেন। জানা গিয়েছে দুজনেই তৃণমূল কংগ্রেস সমর্থক। সংঘর্ষে এলাকাবাসী জাহাঙ্গির আলমের হাত জখম। আরও এক জখম দিলদার হোসেন গীতালদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য। জখম কয়েকজন।

দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং শারদীয়া উৎসবের মাঝে এই ঘটনায় কোচবিহার জেলা প্রশাসনিক মহলে চাঞ্চল্য। জেলার রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দিনহাটা থেকে বিশাল পুলিশ গীতালদহের মরাকুঠি গ্রামে যায়।

সংঘর্ষের জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু। দিনহাটাকে আফগানিস্তানের চেয়েও বেশি সন্ত্রাস কবলিত করে তুলেছে তৃণমূল নেতৃত্ব। গীতালদহ গুলি কাণ্ডে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

জেলা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ, উস্কানিমূলক বার্তা দিয়ে পরিস্থিতি জটিল করে তুলছে বিজেপি। তবে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের নাম জড়িয়েছে। মুখে কুলুপ এঁটেছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

]]>