porimoni – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 04 Oct 2021 13:38:11 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png porimoni – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: মাদক মামলায় CID চার্জশিটে অভিযুক্ত পরীমণি https://ekolkata24.com/entertainment/cid-filed-charg-sheet-against-bangladeshi-actress-porimoni Mon, 04 Oct 2021 13:38:11 +0000 https://www.ekolkata24.com/?p=6566 নিউজ ডেস্ক: জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে যে সস্তি পেরেছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি (Pori Moni) তাতে লাগল সিআইডি দৃষ্টি। মাদক মামলায় নায়িকার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এনে চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ সিআইডি (CID)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দা‌য়ের করা এই মামলায়  পরীমনি ছাড়া আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী। সোমবার ঢাকা (Dhaka) মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তাঁর হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ ১৬টি ব্যক্তিগত সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর পরীমণি বলেছিলেন তিনি খেলতে চান। লক্ষ লক্ষ ভক্তের মাঝে উল্লাস ছড়িয়েছিল সেই বার্তা।

গত ৪ আগস্ট ঢাকার বনানী এলাকার ফ্ল্যাটে অভিযান চালানোর পর পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর ফ্ল্যাট থেকে ইয়াবা(YaBa) সহ বিভিন্ন মাদক, অশ্লীল ছবি তৈরির যোগাযোগ নম্বর মিলেছিল। তদন্তে উঠে আসে পরীমণি মাদক কারবার বাংলাদেশ ও বিভিন্ন দেশে ছড়িয়ে। পশ্চিমবঙ্গের টালিগঞ্জ (Tollywood) স্টুডিও পাড়ায় কয়েকজন এতে জড়িত। তবে তাদের নাম তদন্তের স্বার্থে বাংলাদেশ পুলিশ জানায়নি।

মাদক মামলা গ্রেফতারির আগে পরীমণি আচমকা সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন, তাকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। এতে জড়িত বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন। অভিযোগের ভিত্তিতে নাসিরউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জামিন পেয়ে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন। এর পরেই মাদক কারবারে পরীমণি জড়িত সেই তদন্তে আলোড়ন ছড়ায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে।

তদন্তের পর পুলিশ জানায়, পরীমণির মাদক কারবার ও ব্ল্যাক মেলিং ব্যবসায় জড়িত বহু প্রভাবশালী। তারা বাংলাদেশ ও বিভিন্ন দেশে থাকেন। এমনকি মাদক কারবারে টলিউডের কয়েকজন নায়ক নায়িকার সঙ্গে সংযোগ রয়েছে। এই মামলায় জেল হয় পরীমণির। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।

]]>
Bangladesh: মাদক মামলায় পরীমণির ‘কনট্যাক্টস’ সেভ করা ল্যাপটপ ফেরতের নির্দেশ https://ekolkata24.com/entertainment/controversial-narcotics-case-against-actress-porimoni Tue, 28 Sep 2021 10:05:03 +0000 https://www.ekolkata24.com/?p=5856 নিউজ ডেস্ক: মাদক মামলায় জেল খেটে এখন জামিনে বাইরে আছেন বাংলাদেশ (Bangladesh) ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)। এবার আদালতে ধাক্কা খেল ঢাকা মহানগর পুলিশ। তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা পরীমণির ল্যাপটপ সহ আনুষাঙ্গিক আরও জিনিষপত্র ফেরতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

পুলিশ বাজেয়াপ্ত করেছিল হ্যারিয়ার গাড়ি, দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, একটি আইপ্যাড, মেমোরি কার্ড একটি, পেনড্রাইভ একটি, একটি মডেম, মাই স্টাইক একটি, দুই ব্যাংকের দুটি ভিসা কার্ড, একটি গোল্ড কার্ড এবং দুটি পাসপোর্ট। সবকিছু পরীমণিকে ফেরত দিতে বলেছে আদালত।

ইয়াবা সব বিভিন্ন মাদক পাচার ও বিকৃত যৌন ব্যবসায় জড়িয়েছেন পরীমণি। ঢাকায় বনানী এলাকায় তাঁর ফ্ল্যাটে পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অভিযানের পর বিপুল মাদক বাজেয়াপ্ত করা হয়। সেই মামলায় জেলে যান পরীমণি।

পরীমণির মাদক কারবার বাংলাদেশ ও বিভিন্ন দেশে ছড়িয়ে বলে জানায় ঢাকার পুলিশ। তদন্তে উঠে আসে পরীমণির মাদক জাল কলকাতার টলিউডেও ছড়ানো। তবে এই বিষয়ে বেশিকিছু বলতে চায়নি পুলিশ।

জামিনে মুক্তি পেয়ে পরীমণি জানান, তিনি খেলতে প্রস্তুত। এই মন্তব্যে ফের বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে তিনি ফ্ল্যাট বদল করেছেন। নিজের সিনেমার প্রচার শুরু করেছেন।

আইনজীবী মারফত পরিমণি বাজেয়াপ্ত করা জিনিষপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার তিনি আদালতে আসেন। তাঁর উপস্থিতিতে ফের চাঞ্চল্য ছড়ায়। পরিমণি আগেই জানিয়েছেন তিনি আক্রান্ত হতে পারেন, জীবন সংশয়। ফলে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।

সম্প্রতি পরীমণি সাংবাদিক সম্পন্ন করে অভিযোগ করেছিলেন, তাঁকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। তাঁর অভিযোগের কেন্দ্রে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন। তিনি জেলে যান। পরে জামিনে মুক্তি পেয়ে মানহানির মামলা করবেন বলে জানান। এর পরেই পরীমণি জড়ান মাদক মামলায়।

]]>
মাদক মামলায় জেল খেটে পরীমণি এখন নতুন ফ্ল্যাটে https://ekolkata24.com/entertainment/bangladeshi-actress-porimoni-in-her-new-flat Wed, 22 Sep 2021 13:50:35 +0000 https://www.ekolkata24.com/?p=5283 নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে তীব্র আলোচিত শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)। সম্প্রতি মাদক মামলায় জেল খেটে এসেছেন। এবার তিনি দিলেন নতুন ফ্ল্যাটের ছবি। ফেসবুকে পরীমণি লিখেছেন জামাইকান সঙ্গীত শিল্পী বব মার্লের একটি উক্তি। এর বাংলায় অনুবাদ হলো, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’

ঢাকার অভিজাত বনানীর সেই ফ্ল্যাট যেখান থেকে পরীমণিকে গ্রেফতার করা হয় সেই ফ্ল্যাটে আর ফেরেননি পরীমণি। নতুন ফ্ল্যাটের ছবি দিয়ে ফের শোরগোল ফেলে দিলেন।

মাদক মামলায় ২৭ দিন জেল খেটে শেষে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। ওইদিন বনানীর ফ্ল্যাটে ফিরেই পরী জানান তাঁকে সেটি ছাড়তে হবে। নিরাপত্তা সমস্যার কারণেই পরিবর্তন করবেন বলে তখন জানান। পরীমণি তখন বলেন, ‘চাই না আমার জন্য ভবনের অন্য বাসিন্দাদের সমস্যা হোক’।

পরীমণির বিরুদ্ধে নিষিদ্ধ ইয়াবা মাদক পাচার, বিকৃত যৌন ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করে ঢাকা মহানগর পুলিশ। তাঁর ফ্ল্যাট তল্লাশি করে বিপুল পরিমাণ মদ, মাদক উদ্ধার করা হয়। যৌন ব্যবসার বিভিন্ন কনট্যাক্ট বাজেয়াপ্ত করে পুলিশ।

তবে পরীমণি এই তল্লাশির আগে নিজেই সাংবাদিক সম্মেলন করে ঢাকার উত্তরা বোট ক্লাবে গিয়ে আক্রান্ত ও ধর্ষকদের কবলে পড়েন বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিনের নির্দেশে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। অভিযোগের ভিত্তিতে নাসিরউদ্দিনকে আটক করে পুলিশ। পরে তিনি জামিন পান। তিনিও পরীমণির বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করবেন বলে জানান। এর পরেই পরীমণি জড়ান মাদক মামলায়। সেই মামলায় পুলিশের তদন্তে উঠে এসেছে পরীমণির নিষিদ্ধ ব্যবসা পশ্চিমবঙ্গের টলিউড চলচ্চিত্র মহলেও ছড়িয়ে।

]]>
খেলা হবে: মাদক মামলার তদন্তে পরীমনির মুখে টলিপাড়ার গন্ধ পেল পুলিশ https://ekolkata24.com/entertainment/bangladeshi-actress-porimoni-again-attack-her-opponent Wed, 15 Sep 2021 13:36:34 +0000 https://www.ekolkata24.com/?p=4670 ঢাকা: মাদক মামলায় জেল খেটে জামিনে মুক্ত বাংলাদেশ ও টলিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে বিস্ফোরক মন্তব্য করলেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। তিনি বলেন,”যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত।”

গত ৪ আগস্ট ঢাকার অভিজাত এলারা বনানীর ফ্ল্যাট থেকে পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় পরীমনির ফ্ল্যাটে বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়। সেই মামলায় জেলে যান পরীমণি। পরে জামিনে মুক্তি পান। এখন মামলাটির হাজিরা দিচ্ছেন।

এই মাদক মামলার সঙ্গেই পরীমণির বিরুদ্ধে বিকৃত যৌন কারবার ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনা হয়েছে। নিষিদ্ধ মাদক ইয়াবা কারবারে তিনি জড়িত বলে মামলায় দেখানো হয়েছে।

মাদক মামলায় জড়ানোর আগে আচমকা পরীমণি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তাঁকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তথা শীর্ষ নেতা নাসিরউদ্দিনকে আটক করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। তিনিও পরীমণির বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন।

তাৎপর্যপূর্ণ, এর পরেই পরীমণি মাদক মামলায় জড়ান। ঢাকা মহানগর পুলিশের তদন্তে উঠে এসেছে পরীমণির মাদক কারবারের জাল কলকাতায় টলিউডে ছড়িয়ে আছে।

]]>
শেখ হাসিনার কাছে নিরাপত্তা চাইলেন মাদক মামলায় জেল খাটা পরীমণি https://ekolkata24.com/entertainment/bngladeshi-actress-porimoni-accused-narcotics-act Mon, 06 Sep 2021 15:31:19 +0000 https://www.ekolkata24.com/?p=4038 নিউজ ডেস্ক: জীবন বিপন্ন হতে পারে, তাই ভীত। অনেকটা এমনই বার্তা দিয়ে বাংলাদেশের ও টলিউডের অতি আলোচিত নায়িকা পরীমণি (সামসুন্নাহার স্মৃতি) নিরাপত্তা চাইলেন শেখ হাসিনার কাছে। সম্প্রতি মাদক মামলায় তিনি জেল খেটে জামিনে বাড়ি ফিরেছেন। পরীমণির (Parimoni) মাদক ব্যবসার জাল টলিউডে ছড়িয়ে আছে। তদন্তে এমন ইঙ্গিত দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বাংলাদেশের প্রধানত শেখ হাসিনাকে দেশমাতা উল্লেখ করে পরীমণি লিখেছেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

গত ৪ আগস্ট পরীমণিকে তার ঢাকার অভজাত এলাকা বনানীর ফ্ল্যাট থেকে নাটকীয় অভিযানের পর গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানের পর অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ইয়াবা মাদক, এলএসডি, মদ ও আইস মাদক বাজেয়াপ্ত করা হয়।

bngladeshi actress porimoni

তল্লাশিতে পরীমণির ফ্ল্যাট থেকে বিকৃত যৌন রুচির সরঞ্জাম ও প্রচুর অশ্লীল ছবি সহ প্রভাবশালীদের নামের তালিকা মিলেছে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। অভিযোগ, পরীমণি তার প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালাচ্ছে। তদন্তে ঢাকার কয়েকজন উঠতি নায়িকা ও মডেল ধরা পড়ে। এর পরেই আদালতের নির্দেশে পরীমণিকে জেলে পাঠানো হয়। টানা ২৭ দিন ঢাকার জেলে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী।

মাদক মামলায় জেলে যাওয়ার আগে পরীমণি তাঁর ফ্ল্যাটে চাঞ্চল্যকর সাংবাদিক সম্মেলন করেন। তিনি কাঁদতে কাঁদতে অভিযোগ করেছিলেন, ঢাকার অভিজাত উত্তরা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়েছিল। পরীমণির অভিযোগ বোট ক্লাবের ভিতরে প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিক নাসিরউদ্দিনের নির্দেশে হামলা হয়।

অভিযুক্ত নাসিরউদ্দিন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরীমণির অভিযোগের ভিত্তিতে নাসিরুদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। তিনি জামিনে জেল থেকে বেরিয়ে পরীমণির বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুমকি দেন। এর পরেই পরীমণির ফ্ল্যাটে অভিযান চালায় ব়্যাব বাহিনী। উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক।

]]>
মাদক পাচার মামলায় জামিন পরীমণির, হাঁফ ছাড়ল টলিউড https://ekolkata24.com/entertainment/bangladeshi-actress-pori-moni-granted-bail-in-narcotics-case Tue, 31 Aug 2021 12:40:26 +0000 https://www.ekolkata24.com/?p=3526 নিউজ ডেস্ক: মাদক পাচার মামলায় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি (সামসুন্নাহার স্মৃতি) জামিন পেলেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট বাংলাদেশের সমকালীন সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে মাদক পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। ঢাকার অভিজাত বনানী এলাকায় পরীমণির ফ্ল্যাটে নাটকীয় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পরীমণির ফ্ল্যাটের থেকে ইয়াবা সহ বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় আদালতের নির্দেশে পরীমণিকে জেলে পাঠানো হয়। তবে পরীমণি মাদক মামলায় জড়ানোর আগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির

প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ করেন। তাঁর সেই সাংবাদিক সম্মেলন ঘিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে শোরগোল পড়ে যায়। পরীমণির অভিযোগ ছিল, তাঁকে ঢাকা বোট ক্লাবে খুনের চেষ্টা করা হয়েছে নাসিরউদ্দিনের উপস্থিতিতে। অভিযোগের পরেই পুলিশ অভিযুক্ত রাজনীতিক নাসিরউদ্দিনকে গ্রেফতার করে। পরে তিনি জামিন পান। জেল থেকে বেরিয়ে পরীমণিকে হুঁশিয়ারি দেন মানহানির মামলার।

পরীমণিকে ঘিরে তৈরি হয় পরপর নাটক। আচমকা তিনি মাদক পাচার মামলায় জড়িয়ে পড়েন। তাঁর ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদক, বিদেশি মুদ্রা উদ্ধার হয়। তদন্তে উঠে আসে পরীমণি বিকৃত যৌন ব্যবসা করাতেন। এই কাজে ঢালিউডের বেশকয়েকজন উঠতি মডেল ও নায়িকা যুক্ত। তাদেরও চিহ্নিত করা হয়।

এদিকে পরীমণির জেলে যাওয়া, মাদক মামলায় জড়ানোর ধাক্কা এসে লাগে টলিউডে। কারণ, বাংলাদেশের এই অভিনেত্রী পশ্চিমবঙ্গে প্রবল জনপ্রিয়। তদন্তে ঢাকা মহানগর পুলিশের ইঙ্গিত, কলকাতার চলচ্চিত্র মহলেও পরীমণির মাদক ব্যবসা ছড়িয়েছে। তবে টলিউডের কারা জড়িত সে বিষয়ে নীরব বাংলাদেশ সরকার।

পরীমণির বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার, যৌন ব্যবসা চালানো, ব্ল্যাকমেলিং বিজনেস করার মতো অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে বাংলাদেশের বহু প্রভাবশালী এতে জড়িত।

]]>
Forbes: এশিয়ার সেরা সুন্দরীর তালিকায় ছিল পরীমনি https://ekolkata24.com/entertainment/forbes-porimoni-was-on-the-list-of-the-best-beauties-in-asia Sun, 08 Aug 2021 04:24:48 +0000 https://www.ekolkata24.com/?p=2035 নিউজ ডেস্ক: আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় ছিল বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী-মডেল পরীমনি৷ ২০২০ সালে এশিয়ার ডিজিটাল তারকাদের তালিকায় উঠেছিল এই অভিনেত্রীর নাম৷ সেখানে বলিউডের খ্যাতনামা অনেক তারকা ও সংগীত শিল্পীর পাশাপাশি ছিল বাংলাদেশি অভিনেত্রী পরীমনিও৷ তালিকার শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ‘ব্ল্যাক পিঙ্ক’৷ প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়েছিল, ‘‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে পরীমনির৷’’ তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি৷

Pori Moni only Bangladeshi on Forbes Asia's Stars' list

সোস্যাল নেটওয়ার্ক তারকাদের শক্তিশালী উপস্থিতি পর্দা ও মঞ্চে তাদের আরও জনপ্রিয় করে তুলেছে৷ এছাড়া করোনা সংকটের মধ্যেও এই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, অনুরাগী ও ফলোয়ারদের সচেতন ও আশাবাদী হতে সাহায্য করেছেন৷

২০১৯ সালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কার পান পরীমনি৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মাণাধীন একটি চলচিত্রসহ বেশ কিছু ছবিতে কাজ করছেন৷

Pori Moni only Bangladeshi on Forbes Asia's Stars' list

মুক্তির আগে ২৩টি চলচিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই বাংলাদেশি অভিনেত্রী৷ ছবি মুক্তির আগেই সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা৷ ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর৷

মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন পরীমনি৷ এছাড়া পরে টিভি নাটকেও অভিনয় করেছেন৷
জন্ম ১৯৯২ সালে সাতক্ষীরায়৷ ছোটবেলায় বাবা-মাকে হারানো পরীমনি বড় হয়েছেন তাঁর নানার কাছে৷ সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন৷ তবে পরীক্ষা দেননি৷

]]>
মাদক ও নগ্ন ছবির ব্যবসায় অভিযুক্ত পরীমনির গ্রেফতারে আতঙ্ক টলিপাডায় https://ekolkata24.com/entertainment/panic-in-tollygunge-over-the-arrest-of-pari-moni-accused-of-drug-and-nude-photo-business Sat, 07 Aug 2021 05:01:33 +0000 https://www.ekolkata24.com/?p=1957 বায়োস্কোপ ডেস্ক: পরপর বিতর্কিত ইস্যু। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ও টলিউডেও বিশেষ পরিচিত পরীমনির বিরুগ্ধে বিকৃত যৌন ব্যবসা, সোনা ও অস্ত্র পাচারের আন্তর্জাতিক সংযোগ মিলেছে। তিনি এখন ঢাকা পুলিশের রিমান্ডে। জেরায় ভেঙে পড়েছেন পরীমনি। তাঁর নগ্ন ছবির ব্যবসায় ঢাকার বেশকিছু মডেল জড়িত। সেই সূত্রে টলিউডেও গুঞ্জন। পরীমনির সঙ্গে টলিউডের বিরাট যোগাযোগ রয়েছে।

পরীমনির এই পর্ন ছবি তৈরির ব্যবসায় পিয়াসা ও মৌ নামে ঢাকার আরও দুই অভিনেত্রীর নাম এসেছে। জেরায় সোনা চোরাচালান, ব্ল্যাকমেলিং, মাদক ব্যবসা, জাল মুদ্রা তৈরি, বেআইনি অস্ত্র কারবার সহ নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার কথ অভিনেত্রী ও মডেলরা স্বীকার করেছেন।

ঢাকা মহানগর পুলিশের হাতে এখন এমন তথ্য যার জেরে পুরো বাংলাদেশ আলোড়িত। প্রভাবশালী মহলে আতঙ্ক। নিজেদের বাঁচাতে এই প্রভাবশালীরা আত্মগোপনের চেষ্টা করছেন। সূত্রের খবর, পরীমনির পর্ন ছবির ব্যবসায় টলিউডের কেউ জড়িত কিনা সে বিষয়ে সূত্র খুঁজছে ঢাকা পুলিশ।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয় পরীমনির বিরুদ্ধে পর্ন ছবির ব্যবসা, ইয়াবা মাদক কারবার চালানো, বিদেশে হানি ট্রিপ ও ব্ল্যাকমেলিং কাজে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেই দাবি ঢাকা পুলিশের। ঢাকার বনানীতে পরীমনির বাড়ি থেকে বিপুল পরিমানে ইয়াবা মাদক উদ্ধার করা হয়।

Shamsunnahar Smrity, known by her stage name Porimoni,

সম্প্রতি পরীমনি এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তাঁকে ঢাকার উত্তরা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। তাঁর অভিযোগ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা মিলে ধর্ষণের চেষ্টা করে। সেই মামলায় নাসিরউদ্দিন গ্রেফতার হন। জামিনে মুক্ত হয়ে তিনি পরীমনির বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান।

এর পরেই পরীমনির বিরুদ্ধে বেআইনি মাদক ও নগ্ন ছবির ব্যবসা চালানোর অভিযোগ এনে তাঁর ঢাকার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বিপুল পরিমাণ ইয়াবা মাদক, মদ, বিকৃত যৌনাচারের সামগ্রী, বিদেশী টাকা বাজেয়াপ্ত করা হয়। পরীমনির সঙ্গে জড়িত একের পর এক মডেল ও অভিনেত্রীর নাম পাচ্ছে পুলিশ। তদন্তে অন্তত ২১ প্রভাবশালী ব্যক্তির নাম পেয়েছে ঢাকা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, পরীমনির কাদের সহযোগিতায় অবৈধ লেনদেন করতেন, আমরা তাদের নাম পেয়েছি। তাদের বেশিরভাগই প্রভাবশালী।

]]>