positive – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 02 Jan 2022 16:06:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png positive – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Covid 19 positive: লিওনেল মেসির কোভিড পজিটিভ রিপোর্ট ঘিরে বিতর্ক https://ekolkata24.com/sports-news/controversy-over-lionel-messis-covid-19-positive-report Sun, 02 Jan 2022 16:06:54 +0000 https://ekolkata24.com/?p=17681 সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি সহ প্যারিস সেন্ট-জার্মেই দলের চারজন খেলোয়াড়ের সোমবার রাতে কোভিড-১৯ (COVID 19) টেস্ট করা হয়। ওই টেস্ট রিপোর্টে মেসি সহ চার ফুটবলারের রিপোর্ট পজিটিভ এসেছে। এই খবর ছড়িয়ে পড়তেই ফরাসি কাপ খেলার আগে চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে পিএসজি ক্লাব জানায়,একজন কর্মী সদস্যেরও COVID-19 ছিল। ওই দিন আর কারোরই নাম ছিল না। তবে রবিবার ক্লাবের মেডিকেল নিউজে এক নতুন বিবৃতিতে জানানো হয়, লিওনেল মেসি, লেফট ব্যাক জুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিতুমাজালা কোভিড-১৯ পজিটিভ।

এমন খবরে স্বভাবতই হতাশ হয়ে পড়ে মেসি ভক্তরা। তবে অসমর্থিত সূত্রে খবর, লিওনেল মেসি পরের ম্যাচ লিওনের বিপক্ষে খেলা খেলতে পারবেন।

অসমর্থিত সূত্রে এও খবর, লিও মেসি খ্রীস্টমাসের আগেই কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। কিন্তু ওই সময় তিনি সুস্থ বোধ করায় প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেন। অসমর্থিত সূত্রের দাবি, রবিবার মোটেও লিওনেল মেসির কোভিড-১৯ টেস্ট করা হয়নি, কিন্তু মেসির ক্লাব লিওনেল মেসির কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এমন খবর রবিবার সামনে এনেছে।

]]>
Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় https://ekolkata24.com/sports-news/sourav-ganguly-tests-positive-for-covid-19 Tue, 28 Dec 2021 04:16:03 +0000 https://ekolkata24.com/?p=16903 নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। পরিবার সূত্রে খবর, তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল। 

সূত্রের খবর, গত ২ দিন ধরে জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকের পরামর্শে সৌরভ করোনা পরীক্ষা করেন। তাছাড়া তাঁর আর কোনও উপসর্গ ছিল না। রিপোর্ট পজিটিভ আসার পরই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে।  একদিনে ১৩৫ জন নতুন করে করোনার (coronavirus) নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন। সোমবার করোনার নতুন স্ট্রেনে ছড়িয়েছে মণিপুর (Manipur) ও গোয়ায় (Goa)। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। 

]]>
কোভিড পজিটিভ রাফায়েল নাদাল, অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনে https://ekolkata24.com/sports-news/covid-positive-rafael-nadal-uncertain-at-the-australian-open Mon, 20 Dec 2021 15:07:58 +0000 https://ekolkata24.com/?p=15559 Sports desk: টেনিস সুপারস্টার রাফায়েল নাদালের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। সোশাল মিডিয়ায় টুইট করে ভক্তদের এই তথ্য জানিয়েছেন নাদাল। প্রসঙ্গত, আবুধাবিতে টুর্নামেন্ট খেলার পরে, নাদাল তার বাড়িতে করোনা পরীক্ষা করান, এরপরেই তার পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে।

নাদালের টুইটারে ভক্তদের উদ্দ্যেশ্যে পোস্ট, “নমস্তে। আমি ঘোষণা করতে চেয়েছিলাম যে আবুধাবি টুর্নামেন্ট খেলে দেশে ফিরে, আমি পিসিআর পরীক্ষা করেছি যেখানে আমার রিপোর্ট পজিটিভ এসেছে”।

নাদালের চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে যাওয়ার কথা ছিল।এখন রাফা’র করোনায় আক্রান্ত হওয়ার জেরে অস্ট্রেলিয়ান ওপেন খেলা কঠিন হয়ে পড়ছে। আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলা হবে। করোনা পজিটিভ আসার পর রাফায়েল নাদালকে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।

আবুধাবিতে খেলা প্রদর্শনী ম্যাচে অ্যান্ডি মারের কাছে হারের মুখে পড়তে হয় নাদালকে। নাদালকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন মারে।

]]>
Omicron: বিপদ বাড়িয়ে ভারতেও ঢুকে পড়ল করোনার নতুন ভেরিয়েন্ট https://ekolkata24.com/uncategorized/omicron-five-contacts-of-karnataka-omicron-patient-test-covid-19-positive Thu, 02 Dec 2021 14:28:38 +0000 https://ekolkata24.com/?p=13219 নিউজ ডেস্ক, বেঙ্গালুরু: করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন (Omicron) রুখতে সময় থাকতেই একাধিক ব্যবস্থা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন। এখনও পর্যন্ত কর্নাটকের (Karnataka) দুই ব্যক্তির শরীরে ওমিক্রন ভেরিয়েন্টের হদিশ মিলেছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল এই খবর জানিয়েছেন।

আরও পড়ুন: Covid 19: আতঙ্কের নতুন নাম omicron কেমন ‘খতরনাক’, জেনে নিন

ওমিক্রন প্রতিরোধ করতে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছিল। ওই সমস্ত দেশ থেকে আসা যাত্রীদের জেনোম সিকোয়েন্সিংয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। জেনোম সিকোয়েন্সিংয়েই দুজনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। আক্রান্ত দুইজনের একজনের বয়স ৪৬ অন্য জনের ৬৬। তবে নিরাপত্তার কারণে ওই দুইজন কোথা থেকে এসেছেন এবং তাঁদের পরিচয় জানায়নি স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: Omicron: আশীর্বাদ হয়ে উঠতে পারে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন, দাবি বিশেষজ্ঞদের

লব আগরওয়াল এদিন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে এই ভাইরাসের হাত থেকে বাঁচতে প্রত্যেককেই করোনাবিধি মেনে চলতে হবে। যথাসম্ভব এড়িয়ে চলতে হবে ভিড়। অন্যদিকে করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান ভিকে পল জানিয়েছেন, ওমিক্রন রুখতে নতুন করে আর কোনও বিধি-নিষেধ তৈরি করার কথা এখনই ভাবা হচ্ছে না। তবে যে নিয়মগুলি বর্তমানে চালু রয়েছে সেগুলি মানুষকে মেনে চলতে হবে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ওমিক্রনকে উদ্বেগজনক ভাইরাস বলে চিহ্নিত করেছে। যে সমস্ত দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে সেই দেশগুলিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। ওমিক্রন রুখতে দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে উপযুক্ত সর্তকতা অবলম্বনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

]]>
Omicron: ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ৬ যাত্রী করোনা পজিটিভ, ফের আতঙ্ক মহারাষ্ট্রে https://ekolkata24.com/uncategorized/omicron-six-test-covid-positive-in-maharashtra-after-return-from-high-risk-countries Wed, 01 Dec 2021 12:07:11 +0000 https://ekolkata24.com/?p=13021 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারত সরকারের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা দেশ থেকে আগত ৬ পর্যটক করোনা পজিটিভ (corona positive)। তবে আক্রান্তরা ওমিক্রন ভেরিয়েন্টে (Omicron varient) আক্রান্ত হয়েছেন কিনা সেটা এখনও জানা যায়নি। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ৬ যাত্রী করোনা আক্রান্ত হওয়ার খবরে নতুন করে মহারাষ্ট্রে (maharastra) উদ্বেগ ছড়িয়েছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সম্প্রতি কেন্দ্র নির্দেশে দিয়েছে বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা (corona test) করতে হবে। সেই পরীক্ষা করার পরেই ৬ যাত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই ছয়জনের মধ্যে দু’জনের শরীরে মৃদু উপসর্গ ছিল। বাকিরা অবশ্য উপসর্গহীন। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে আক্রান্তদের সোয়াবের নমুনা ইতিমধ্যেই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে কারা এসেছিলেন তা জানতে খোঁজ শুরু হয়েছে।

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, আক্রান্তদের মধ্যে তিনজন মুম্বইয়ের কল্যান-ডোম্বিভ্যালির বাসিন্দা। চতুর্থজনের বাড়ি পুণে। বাকি দু’জন নাইজেরিয়ার নাগরিক। ওমিক্রন ভেরিয়েন্ট ঠেকাতে বুধবার থেকেই দেশের সমস্ত বিমানবন্দরে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলে তাঁকে সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইনে রাখার কথা বলেছে কেন্দ্র।

কেন্দ্রের পাশাপাশি করোনা রুখতে মহারাষ্ট্র সরকারও নতুন করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। মহারাষ্ট্র সরকার তার নির্দেশে জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশ থেকে কোনও যাত্রী এলে তাঁকে বাধ্যতামূলক ভাবে সাতদিন কোয়ারান্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে পরীক্ষার সাত দিন পর ফের ওই যাত্রীর করোনা পরীক্ষা করা হবে। রাজ্য সরকার তার নির্দেশে আরও জানিয়েছে, যারা বিদেশ থেকে আসবেন তাদের বিগত ১৫ দিনের ভ্রমণের বিস্তারিত বিবরণ বা ট্রাভেল হিস্ট্রি জানাতে হবে। অর্থাৎ তাঁরা ওই সময়ের মধ্যে অন্য কোনও দেশে গিয়েছে কিনা, গিয়ে থাকলে কতদিন সেখানে ছিলেন সে বিষয়ে জানাতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে। যদি কোনও যাত্রী বিমান বন্দর কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে থাকেন তবে তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

]]>