Postponed – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jan 2022 10:02:13 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Postponed – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ISL: করোনার জেরে ATK মোহনবাগান- ওডিশা এফসি ম্যাচ স্থগিত https://ekolkata24.com/sports-news/isl-atk-mohun-bagan-odisha-fc-match-postponed-due-to-corona Sat, 08 Jan 2022 09:32:31 +0000 https://ekolkata24.com/?p=18426 আজ, শনিবার চলতি আইএসএলে (ISL) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা ছিল ওডিশা এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই স্থগিত ঘোষণা করা হয়েছে। আইএসএলের টুইটার পোস্টে এই ঘোষণা করা হয়েছে।
অসমর্থিত সূত্রে খবর, ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসে এরপর তড়িঘড়ি আইএসএলের ৫৩ তম ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ম্যাচ স্থগিতের জেরে ATK মোহনবাগান নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে, “হিরো ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফাতোর্দার পিজেএন স্টেডিয়ামে আজ, 8 জানুয়ারী, 2022, শনিবার, ATK মোহনবাগান এবং ওড়িশা FC-এর মধ্যে ম্যাচ নম্বর 53 স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই স্থগিত ম্যাচের পরবর্তী তারিখের ফিক্সচারটি পুনরায় নির্ধারণ করা হবে”।

আইএসএল টুইটার হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, “ATK মোহনবাগানের একজন খেলোয়াড়কে কোভিড -19 টেস্ট করা হয় এবং ওই টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরে লীগের মেডিকেল টিমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই টুইট পোস্টে এও বলা হয়েছে,”লিগ স্কোয়াডের সমস্ত খেলোয়াড় এবং সহযোগী স্টাফ এবং জড়িত অন্যান্যদের জীবনের নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ ও চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে”।

জানা গিয়েছে, ATK মোহনবাগানের একজন খেলোয়াড় কোভিড -19 টেস্টে পজিটিভ আসার পর লীগের মেডিকেল টিমের সাথে পরামর্শ করে এই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

]]>
করোনা আবহে বন্ধ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব https://ekolkata24.com/entertainment/kolkata-international-film-festival-closed-in-corona Wed, 05 Jan 2022 18:02:27 +0000 https://ekolkata24.com/?p=18119 করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে এবারের মত ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত হয়ে গেল। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ ধরা পড়েছে আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়েরও।

আগামী ৭ জানুয়ারী থেকে চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল। আগামী ১৪ জানুয়ারী শেষ হওয়ার কথা ছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় উৎসব স্থগিত রাখার ।

বিবৃতিতে বলা হয়েছে, “রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা বিবেচনা করে রাজ্য সরকার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উৎসবের পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে।”

]]>
Cyclone Jawad Updates: জাওয়াদ আতঙ্কে পিছিয়ে দেওয়া হল ইউজিসির নেট পরীক্ষা https://ekolkata24.com/uncategorized/ugcs-net-test-was-postponed-due-to-cyclone-jawad Sat, 04 Dec 2021 16:05:46 +0000 https://ekolkata24.com/?p=13534 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: রবিবার ৫ ডিসেম্বর ইউজিসি নেট পরীক্ষা (ugc net exam) হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(national testing agency)। তবে করোনাজনিত কারণে নয়, পরীক্ষা পিছান হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) আতঙ্কের কারণে।

তবে গোটা দেশেই যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে তা নয়। পরীক্ষা পিছানো হয়েছে সেই সমস্ত জায়গায় যেখানে জাওয়াদের সর্তকতা (jaoad alert) জারি করা হয়েছে। যে সমস্ত এলাকায় পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এদিন জানানো হয়নি।

উল্লখ্য, মৌসম ভবনের (mousam bhavan) সতর্কবার্তার প্রেক্ষিতে ওড়িশা ও অন্ধপ্রদেশে ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর রবিবার। স্বাভাবিকভাবেই এ ধরনের দুর্যোগের মধ্যে পরীক্ষার্থীদের পক্ষে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। কারণ অন্ধ্র এবং ওড়িশা দুই রাজ্যে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রাস্তাতেও সেভাবে যানবাহন চলছে না। তাই পরীক্ষার্থী এবং যাঁরা পরীক্ষা নেবেন তাঁরা সকলেই চরম সমস্যায় পড়বেন। সে কারণেই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার কটক, ভুবনেশ্বর, পুরী এবং অন্ধ্রের বিশাখাপত্তনম, বিজয়নগরম, শ্রীকাকুলাম, মছলিপত্তনম-সহ দক্ষিণ অন্ধপ্রদেশের আরও কিছু শহরে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে দুই রাজ্যে অন্যান্য শহরগুলিতে নির্ধারিত সূচি মেনেই রবিবার পরীক্ষা নেওয়া হবে। যে কেন্দ্রগুলিতে পরীক্ষা বাতিল করা হয়েছে সেখানেও পরীক্ষার দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য একটি একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। ওই হেল্পডেস্কের ফোন নম্বর হল (০১১) ৪০৭৫৯০০০। ফোন নম্বরের পাশাপাশি একটি ই-মেইল আইডিও দেওয়া হয়েছে। ওই ইমেইল আইডিটি হল. ugcnet@ nta.ac.in.

উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে ইউজিসির নেট পরীক্ষা শুরু হয়েছে। ৫ ডিসেম্বর ছিল শেষ দিনের পরীক্ষা। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

]]>
Premier League: তুষারপাতের জেরে প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত https://ekolkata24.com/sports-news/premier-league-matches-postponed-due-to-snow Sun, 28 Nov 2021 17:59:29 +0000 https://ekolkata24.com/?p=12722 Sports desk: বার্নলি প্রিমিয়ার লিগের (Premier League) ১৮ তম দিন শুরু করেছিল টটেনহ্যামের সাথে সপ্তম স্থানে।টার্ফ মুরে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বার্নলির প্রিমিয়ার লিগের ম্যাচ কিক-অফের ৫০ মিনিট আগে প্রবল তুষারপাতের কারণে স্থগিত করা হয়।

রেফারি পিটার ব্যাঙ্কস বলেছেন, “তারা যতটা সম্ভব কঠোর পরিশ্রম করেছিল কিন্তু ১০ মিনিটের মধ্যে আবার পিচ ঢেকে যায়।” বার্নলি ম্যানেজার শন ডাইচের প্রতিক্রিয়া, “এটি দ্রুত এবং ভারীভাবে পড়েছিল – এটি এখনও বেশ শক্তিশালী।”

Premier League matches postponed due to snow

টটেনহ্যাম বস আন্তোনিও কন্টে বলেছেন, “একটু হতাশা আছে কারণ আমরা খেলতে প্রস্তুত ছিলাম কিন্তু একই সাথে আমি মনে করি প্রিমিয়ার লিগ খেলোয়াড় এবং ভক্তদের পরিস্থিতি থেকে বাঁচাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”

কন্টের কথায়, “এই পরিস্থিতিতে এটা ফুটবল নয়। আমি মজা করতে চাই। এই পরিস্থিতিতে এটা অসম্ভব এবং খেলোয়াড়দের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে।” খবরে প্রকাশ, প্রবল তুষারপাতের জেতে স্থগিত হওয়া এই ম্যাচটি পরবর্তী তারিখে খেলা হবে।

]]>
Kolkata League: কলকাতা লিগের ফাইনাল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা https://ekolkata24.com/sports-news/kolkata-league-final-is-likely-to-be-postponed Thu, 14 Oct 2021 18:15:01 +0000 https://www.ekolkata24.com/?p=7661 স্পোর্টস ডেস্ক: ১৮ অক্টোবর কলকাতা লিগের (Kolkata League) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখন শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত ফাইনাল ম্যাচ ১৮ নভেম্বর হতে পারে,যুবভারতী ক্রীড়াঙ্গনে।

যদিও বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (আইএফএ) নিশ্চিত ভাবে কিছুই জানায়নি।১৫ অক্টোবর দশমী, শুক্রবার। পরের দিন শনিবার। রবিবার ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর, সোমবার। সোমবারের মধ্যে সার্ব্বজনীন দুর্গোপুজোর নিরঞ্জনের শেষ দিন। সূত্রে খবর, নিরঞ্জনের জন্য পর্যাপ্ত পুলিসি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।

তাছাড়া গোটা অক্টোবর মাস উৎসবের মরসুম। ৪ নভেম্বর, বৃ্হস্পতিবার, কালীপূজো। এছাড়াও ৩০ সেপ্টেম্বর রাজ্যে বিধানসভা উপনির্বাচন রয়েছে। সব মিলিয়ে পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার অভাব দেখা দিতে পারে কলকাতা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে। তাই ১৮ নভেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ফাইনাল ম্যাচের সম্ভাবনা উকি দিচ্ছে।

মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রেলওয়ে এফসি’র মধ্যে এই ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। কেননা, ১৯৮১ সালে মহামেডান স্পোর্টিং ক্লাব শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ৪০ বছরের লিগ জয়ের খরা অব্যাহত। তাই ব্ল্যাক প্যাহ্নার্সরা সুযোগ হাতছাড়া করতে নারাজ। ১১ বারের লিগ চ্যাম্পিয়ন ১৩০ বছরের মহামেডান স্পোর্টিং ক্লাব, রেলকে লাইনচ্যুত করতে টগবগ করে ফুঁটছে।

অন্যদিকে রেলওয়ে এফসি কলকাতা লিগে বড় দলের লিগ জয়ের মৌরসিপাট্টা ভেঙে দিয়ে ফের একবার ইতিহাস গড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে। রেল সাদা কালো শিবিরকে ফাইনাল ম্যাচে বল পায়ে ছেড়ে কথা বলবে না তা বলাই চলে। এককথায় এই ফাইনাল ম্যাচ দু’দলের কাছে ‘ইজ্জতের লড়াই’ হয়ে দাঁড়িয়েছে। চিরাচরিত মিথ ভেঙে ইতিহাস গড়ার, অন্যদিকে ৪০ বছরের লিগ খেতাবের খরা কাটানো। তাই প্রহর গুনছে কলকাতা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে বঙ্গবাসী।

]]>
ফের স্থগিত হল UGC NET পরীক্ষা https://ekolkata24.com/uncategorized/ugc-net-test-is-postponed-again Sun, 10 Oct 2021 16:03:45 +0000 https://www.ekolkata24.com/?p=7204 নিউজ ডেস্ক:  এই নিয়ে তৃতীয়বার স্থগিত হয়ে গেল ইউজিসির নেট পরীক্ষা। এর আগেও দু’বার নেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল করোনাজনিত কারণে। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রথমে ৬ থেকে ৮ অক্টোবর এবং ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পরীক্ষার সূচি ঘোষিত হয়েছিল। কিন্তু সেই দিনও পাল্টে যায়। নতুন করে বলা হয় ১৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে নিট পরীক্ষা হবে।

কিন্তু করোনার কারণে এবার নতুন পরীক্ষার সূচিও বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। রবিবার এনটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার নতুন দিন-তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষার নতুন সূচি জানার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদিন তাদের ওয়েবসাইটের নামও জানিয়েছে। www.nta .ac.in এবং ugcnet. nta.nic.in. এই দুই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও জিজ্ঞাস্য থাকলে সরাসরি হেল্প ডেস্কে ফোন বা ইমেইল করতে বলা হয়েছে। হেল্প ডেস্কের ফোন নাম্বার হল ০১১ ৪০৭৫ ৯০০০।

]]>