practice – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 18 Dec 2021 06:54:45 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png practice – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SAvIND: জোবা’র্গে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া https://ekolkata24.com/sports-news/savind-team-india-went-down-to-practice-in-johannesburg Sat, 18 Dec 2021 06:54:45 +0000 https://ekolkata24.com/?p=15308 #SAvIND
Sports desks: শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) অফিসিয়াল টুইট পোস্ট করেছে টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলন সেশনের,একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টের মাধ্যমে।

বিসিসিআই ওই টুইটে দেশের ক্রিকেট ভক্তকুলকে আশ্বস্ত করে পোস্ট করেছে,”টিম ইন্ডিয়া জোবা’র্গে নিজেদের প্রথম ট্রেনিং সেশনে নেমে পড়েছে”।

বোর্ডের করা ওই টুইট পোস্টে আরও দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা প্রথম দিনের সেশনে “ফুটবলি” অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে। ২৬ ডিসেম্বর “বক্সিং ডে” টেস্ট ম্যাচ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যা এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে সেঞ্চুরিয়নে।

ওই সংক্ষিপ্ত ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, হেডকোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে অধিনায়ক বিরাট কোহলি “এন্ড হিজ কোম্পানি” চুটিয়ে প্রথম দিনের অনুশীলন সেশনে নিজেদের গোপন অস্ত্রে শেষ মুহুর্তের পালিশ করে চলেছে। বোর্ডের করা ওই ভিডিও পোস্টে টিম ইন্ডিয়ার অন্দর মহলে এখন শুধুই “ফিল গুড ফ্যাক্টর” মুক্ত বাতাস বয়ে চলেছে, প্রোটিয়ার্সদের বিরুদ্ধে আসন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে।

]]>
টিম ইন্ডিয়ার মজার অনুশীলন ড্রিলের নাম চাইছে আইসিসি https://ekolkata24.com/sports-news/the-icc-wants-the-name-of-team-indias-fun-practice-drill Sun, 31 Oct 2021 10:29:48 +0000 https://www.ekolkata24.com/?p=9820 Sports Desk: চলতি টি -২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামার আগে, টিম ইন্ডিয়া শনিবার দুবাইতে একটি ব্যতিক্রমী মজার অনুশীলনে অংশ নিয়েছিল। ‘ম্যান ইন ব্লু’ এবং কিউইরা উভয়েই পাকিস্তানের কাছে নিজেদের প্রথম খেলায় হারের মুখ দেখেছে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলই মুখোমুখি হবে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম জয় হাসিল করতে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রবিবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ভারতীয় খেলোয়াড়দের একটি অদ্ভুত মজার অনুশীলনে অংশ নিতে দেখা গিয়েছে। “

আইসিসির’ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে “ক্যাপ্টেন কোহলি টিম মেটদের উদ্দ্যেশ্য করে বলছে ক্যামবিস বল টেনিস র‍্যাকেটে ওপড়ে শট মারা হবে এবং একজন ক্রিকেটের হেলমেট পড়ে ওই উড়ন্ত বল হেলমেট দিয়ে হেড মারবে আর ওই হেডার শুধুমাত্র বা হাতেই ধরতে হবে।”

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ভারতের নতুন এই মজার ড্রিল দেখে হতবাক হয়েছে এবং ভক্তদের এই অনুশীলনের নাম দিতে বলেছে৷ এই অনুশীলন ড্রিলটির নাম দিন #T20WorldCup, ভিডিওটির ক্যাপশন দিয়েছে আইসিসি।

ভাইরাল ভিডিওতে ভারত অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইশান কিষাণ, দীপক চাহার সহ অন্যরা এক হাতে ক্যাচিং ড্রিলের অভ্যাস করতে দেখা গিয়েছে। ভাইরাল এই ভিডিও দেখে, গোটা এই সেশনটিকে টেনিস, ফুটবল এবং ক্রিকেটের মিলিত অনুশীলন সেশন বলে মনে হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by ICC (@icc)

সুপার ১২ নক আউটে ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল। অনেকেই চলতি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচকে ‘ডু অর ডাই’ ম্যাচ হিসাবে দেখছে। ভারত আশা করবে একটি একটি ব্যালেন্সড টিম নিয়ে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে নিজেদের ছন্দ ফিরে পাবে।

টি-২০ ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড ১৭ বার খেলেছে মুখোমুখি হয়ে, যার মধ্যে ৮টি জয় এবং একটি ম্যাচ ড্র হয়েছে। কিন্তু বিশ্বকাপে খেলার ক্ষেত্রে ব্ল্যাকক্যাপরা ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে দুটি খেলাই জিতেছে। ভারত অবশ্য সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের ওপর ডমিনেট করেছে, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে শেষ ৫ ম্যাচের প্রতিটিতে জিতেছে।

]]>