Primary education – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 19 Sep 2021 08:05:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Primary education – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Afghanistan: ফতোয়ার কারণে ছাত্রী নেই, খুলেছে তালিবান শাসিত আফগান বিদ্যালয় https://ekolkata24.com/uncategorized/afghanistan-reopens-high-school-for-boys Sun, 19 Sep 2021 08:05:33 +0000 https://www.ekolkata24.com/?p=5033 নিউজ ডেস্ক: আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ের স্কুল খুললেও দেখা নেই ছাত্রীদের। তালিবান জঙ্গি সরকারের শিক্ষা মন্ত্রকের ফতোয়া মেনে দীর্ঘ এক মাস পর ৩৪টি প্রদেশের কয়েকটি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও সেমিনারি স্কুল খুলেছে।

তবে ছাত্ররা ক্লাসে ফিরতে পারলেও মাধ্যমিকস্তরের ছাত্রী ও শিক্ষিকাদের স্কুলে যেতে দেখা যায়নি।
তালিবান দ্বিতীয় দফার সরকারের এই ছবি পূর্ববর্তী ১৯৯৬-২০০১ সালের প্রথম জঙ্গি শাসনের সময়ের হুবহু। যদিও গত ১৫ আগস্ট কাবুল দখল করার পর তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানায়, এবারের তালিবান আগের মতো হবে না।

পূর্বতন তালিবান জঙ্গি সরকারের আমলে নারীশিক্ষা নিষিদ্ধ ছিল। কিন্তু এবার তালিবান ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি দিয়েছিল, মেয়েদের পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিলেও ক্লাসে ছেলে মেয়েদের আলাদা বসার আদেশ দিয়েছে অন্তর্বর্তী তালিবান সরকার।

তবে প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষায় ছাত্রী ও শিক্ষিকারা ফতোয়ার মুখে পড়ায় মনে হচ্ছে আফগানিস্তানে একসময় পুরোপুরিভাবে নারীশিক্ষা বন্ধ হয়ে যাবে।

তালিবান এখনও তার সরকারের শপথ নেয়নি। সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে বিবাদ প্রবল। এর ধাক্কা লাগছে সংগঠনটিতে।

]]>