Prince Salman – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 26 Oct 2021 08:48:09 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Prince Salman – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Saudi Arabia: আংটিতে বিষ মাখিয়ে প্রাক্তন বাদশাহকে ‘খুনের ছক’ যুবরাজ সলমনের https://ekolkata24.com/uncategorized/saudi-crown-prince-once-boasted-about-killing-the-kingdoms-former-monarch Tue, 26 Oct 2021 08:48:09 +0000 https://www.ekolkata24.com/?p=9181 News desk, Riyadh: ভয়াবহ ঘটনা। তার চেয়েও বড় কথা মারাত্মক দাবি। সৌদি আরবের ভবিষ্যৎ বাদশা মহম্মদ বিন সলমন নাকি প্রাক্তন বাদশাহ আবদুল্লাহকেই খুন করার ছক করেছিলেন। এমনই দাবি করেছেন সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা কর্তা সাদ আল জাবরি।যথারীতি আরব দুনিয়ায় ঝড় উঠে গিয়েছে।

সৌদি শাসন ক্ষমতার এখনও পূর্ণ ক্ষমতা না পেলেও যুবরাজ সলমন একরকম বাদশাহ ভূমিকা নিয়েছেন। সবই পিতা সৌদি বাদশাহ সলমন বিন আবদুল আজিজের আনুকুল্যে। ক্ষমতার প্রায় শীর্ষে পৌঁছতেই যুবরাজ সলমনকে অভিযোগ ও প্রশংসা পরস্পর ঘিরে রেখেছে।

কখনও বিষ খাইয়ে অন্যান্য ভাই, রাজকুমারীদের মেরে ফেলা, বন্দি করায় অভিযুক্ত, তো কখনও ইসলামি রক্ষণশীলতার একের পর এক কঠিন নিয়মকে তুলে দেওয়ার প্রশংসা পান যুবরাজ সলমন।

তবে এবার এসেছে খোদ প্রাক্তন বাদশাহ আবদুল্লাহকে খুনের চেষ্টার অভিযোগ। প্রাক্তন সৌদি গোয়েন্দা কর্তা সাদ আল জাবরি মার্কিন যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ টক-শো অনুষ্ঠানে এমনই দাবি করেন। তাঁর অভিযোগ, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন বিষাক্ত আংটি ব্যবহার করে বাদশাহ আব্দুল্লাহকে হত্যা করতে চেয়েছিলেন।

সৌদি আরবের প্রাসাদ ষড়যন্ত্র বরাবর চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। তবে বিভিন্ন ঘটনা ধামাচাপা পড়ে যায়। আরব দুনিয়ার বাকি দেশগুলি সহ গোটা বিশ্ব শিহরিত হয়।

২০১৫ সালে বর্তমান বাদশাহ সলমন বিন আবদুল আজিজ সৌদি সিংহাসনে বসেন। তাঁর আগে বাদশাহ ছিলেন আবদুল্লাহ। ৯০ বছর বয়সে বাদশাহ আব্দুল্লাহর মৃত্যু হয়।

সৌদি আরবের গোয়েন্দা বিভাগের কর্তা জাবরি এখন দেশছাড়া। তিনি কানাডায় বসবাস করেন। তাঁর দাবি, সৌদি সিংহাসনের অপর দাবিদার মহম্মদ বিন নায়েফ ২০১৭ সাল থেকে গৃহবন্দি। এসবই হয়েছে প্রিন্স সলমনের নির্দেশে।

প্রাক্তন সৌদি গোয়েন্দা কর্তা জাবরির আরও অভিযোগ, তাকে খুন করতে ২০১৮ সালে কানাডায় হিট স্কোয়াড পাঠানোর পরিকল্পনা করে প্রিন্স সলমন। দুই সন্তান সারাহ ও ওমরকে বর্তমানে সৌদি আরবে জেলবন্দি।

আল জাজিরা জানাচ্ছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগিকে খুন করা হয়। তদন্তে উঠে এসেছে, এই খুনের পিছনে সৌদির শাসক পরিবার জড়িত। এফএপি জানাচ্ছে, খাশোগিকে খুনের পরই গোয়েন্দা কর্তা আল জাবরিকে খুনের হুমকি পাঠানো হয়।

]]>