Privatization – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 13 Dec 2021 10:00:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Privatization – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Privatization: একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ফাঁস সংসদে https://ekolkata24.com/business/plans-for-privatization-of-several-state-owned-enterprises-leaked-in-parliament Mon, 13 Dec 2021 10:00:24 +0000 https://ekolkata24.com/?p=14662 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ২৯ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন (winter season) শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই কৃষক ও বিরোধী রাজনৈতিক দলের চাপের কাছে মাথা নুইয়ে তিন কৃষি আইন (farm law) প্রত্যাহার করে নিয়েছে মোদী সরকার (modi government) । কৃষি আইন প্রত্যাহারের পর সংসদের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে। বিরোধীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের (trinamul congress) পক্ষ থেকে প্রতিদিনই মোদী সরকারের কাছে রাখা হচ্ছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেরিয়ে আসছে নরেন্দ্র মোদী সরকারের অন্তঃসারশূন্যতা। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই দেখা যাচ্ছে মোদী সরকার দৈনন্দিন কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রও সম্পূর্ণ ব্যর্থ।

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় জানতে চান, পরবর্তী তিন বছরে সরকার কোন কোন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ (Privatization) বা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে? এই বিলগ্নিকরণ থেকে সরকারের কোষাগারে কী পরিমাণ টাকা আসবে?

তৃণমূল সাংসদের এই প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভগৎ কৃষ্ণরাও কারাড বলেন, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ৩৬ টি রাষ্ট্রায়ত্ত বা তাদের অধীনস্থ সংস্থায় কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত সমস্ত সংস্থা বিলগ্নিকরণ করে সরকারের ঘরে কী পরিমাণ অর্থ আসবে সেটা বাজার এবং নিলামে অংশ গ্রহণকারীদের দেওয়া দরের উপর নির্ভর করছে।

সরকার যে সমস্ত ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে তার নামগুলিও জানিয়ে দিয়েছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী কারাড।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত সংস্থার বিলগ্নিকরণের প্রক্রিয়া চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা হল ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, পবন হংস লিমিটেড, এয়ার ইন্ডিয়া এবং তার পাঁচটি অধীনস্থ সংস্থা, আইডিবিআই ব্যাঙ্ক প্রভৃতি। যার মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে।

কয়েকটি সংস্থার বিলগ্নিকরণ নিয়ে বিভিন্ন মন্ত্রকে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। যার মধ্যে রয়েছে ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড। দুটি ক্ষেত্রে মামলার জন্য বিলগ্নিকরণের প্রক্রিয়া আটকে আছে। এই দুটি সংস্থা হল হিন্দুস্থান নিউজপ্রিন্ট লিমিটেড এবং কর্নাটক অ্যান্টিবায়োটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

নানাবিধ কারণে কয়েকটি সংস্থার বিলগ্নিকরণের বিষয়টি আটকে রয়েছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে স্কুটার ইন্ডিয়া লিমিটেড, ভারত পাম্প অ্যান্ড কম্প্রেসর লিমিটেড, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রভৃতি।

পাশাপাশি যে সমস্ত সংস্থার বিলগ্নিকরণ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে সেগুলিও নামও জানিয়েছেন মন্ত্রী। যার মধ্যে রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, রুরাল ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড, এইচএসসিসি লিমিটেড, কামরাঝাড় পোর্ট লিমিটেড প্রভৃতি।

]]>
বেসরকারিকরণের পথে দিল্লির ঐতিহ্যশালী অশোক হোটেল https://ekolkata24.com/business/delhis-traditional-ashok-hotel-on-the-way-to-privatization Sun, 12 Dec 2021 12:41:26 +0000 https://ekolkata24.com/?p=14586 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: হোটেল চালিয়ে আর আগের মতো লাভের মুখ দেখা যাচ্ছে না। বরং দৈনন্দিন খরচ চালাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সরকারকে। দিন দিন বাড়ছে লোকসানের বোঝা। সেকারণে ৬৫ বছরের পুরনো দিল্লির অশোক হোটেলকেও (hotel ashok) এবার বেসরকারিকরণ করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার (modi goverment)। দেশের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলির মধ্যে অশোক হোটেল অন্যতম।

৬৫ বছরের পুরনো (65 years old) এই হোটেলটির অনেক আসবাবপত্রই এখন বদলের সময় হয়ে গিয়েছে। নতুন আসবাবপত্র কেনা থেকে হোটেলের রক্ষণাবেক্ষণ ও নতুন করে সাজিয়ে তুলতে কম করে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা খরচ হবে বলে বিশেষজ্ঞরা (expert) জানিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদি সরকার আর সেই খরচের বোঝা বহন করতে পারছে না। সে কারণেই অশোক হোটেলও বেসরকারিকরণের (privatization) কথা ভাবছে সরকার।

উল্লেখ্য, দিল্লির এই হোটেলে বহু সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারের। সরকারি অতিথিদের থাকার জন্যও এই ঐতিহ্যশালী হোটেলটিতে ব্যবস্থা করা হয়। কিন্তু খরচ চালাতে না পেরে শেষ পর্যন্ত এই ঐতিহ্যশালী হোটেলটিও বেসরকারিকরণের চিন্তাভাবনা। সূত্রের খবর এই হোটেল বেসরকারিকরণের পরিকল্পনা প্রায় তৈরি হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকার এই হোটেলটি ৬০ বছরের জন্য কোন বেসরকারি সংস্থাকে ইজারা বা লিজ দিতে চায়।

লিজ দিয়ে এককালীন একটা মোটা অংকের অর্থ ঘরে তোলার পাশাপাশি প্রতি বছর সংস্থার বার্ষিক লাভের একটি অংশও দাবি করতে পারে কেন্দ্র। নতুন করে যে সংস্থার হাতে এই হোটেলের দায়িত্ব বর্তাবে তাকেই অশোক হোটেলের রক্ষণাবেক্ষণ ও অন্দরসজ্জার কাজ করে নিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থা হোটেলের ভিতরের নির্মাণও ভেঙেচুরে নতুন করে গড়ে নিতে পারে। তবে যেহেতু এটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাই বাইরের আকারে কোনও বদল করা যাবে না। যে কোনও ধরনের বদলের ক্ষেত্রেই হোটেলের ঐতিহ্য ধরে রাখতে হবে।

জানা গিয়েছে, চলতি আর্থিক বছরের মধ্যেই এই হোটেলটির বেসরকারিকরণ প্রক্রিয়া চূড়ান্ত করতে চাই কেন্দ্র। সেই লক্ষ্যে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভা অশোক হোটেলের বেসরকারিকরণের প্রস্তাবে ছাড়পত্র দিতে পারে। তবে মন্ত্রিসভার অনুমোদন মিললেও শীঘ্রই বেসরকারিকরণ করা যাবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের মাধ্যমে যে বিপুল টাকা আনার প্রস্তাব রেখেছিলেন তার ধারেকাছেও পৌঁছানো সম্ভব হয়নি। সে কারণেই তড়িঘড়ি অশোক হোটেলকেও বেসরকারিকরণের চেষ্টা শুরু হয়েছে।

]]>
Privatization: আরও দুটি রাষ্ট্রয়ত্ত ব্যাংক বেসরকারি হাতে https://ekolkata24.com/uncategorized/privatization-modi-government-will-hand-over-two-more-state-owned-banks-to-the-private-sector Wed, 24 Nov 2021 12:15:16 +0000 https://ekolkata24.com/?p=12241 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাহবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitaraman) ঘোষণা করেছিলেন, দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে (nationalised bank) বেসরকারি (Privatization) হাতে তুলে দেওয়া হবে। এই দু’টি রাষ্ট্রয়ত্ত ব্যাংক বেসরকারীকরণ করে সরকারের ঘরে আসবে এক লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে (winter season) বিল আনা হচ্ছে। আগামী সোমবার ( monday) ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।

জানা গিয়েছে, দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের জন্য ব্যাংকিং কোম্পানিস আইন ১৯৭০ ও ১৯৮০ এবং ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ সংশোধন করতে হবে। সে কারণেই সংসদে বিল আনা হচ্ছে। রাষ্ট্রয়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে প্রায় সব রাজনৈতিক দল। পাশাপাশি বিভিন্ন ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নও মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামার হুমকি দিয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অর্থনীতির বেহাল পরিস্থিতির কারণে সরকারের আয়ের পথ অত্যন্ত সংকুচিত হয়েছে। ফলে দেশের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ার মুখে। তাই সরকার আয় বাড়াতে এভাবে লাভজনক সংস্থাকেও বেসরকারিকরণ করতে চাইছে।

nirmala sitaraman

এবারের শীতকালীন অধিবেশনে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (সংশোধনী) বিল ২০২১ পেশ করা হবে। চলতি আইন সংশোধন করতেই এই বিল পেশ করা হবে। এই সংশোধনীর মাধ্যমে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্টকে আলাদা করা সম্ভব হবে। অর্থমন্ত্রী সীতারমন তাঁর বাজেট প্রস্তাবে ইউনিভার্সাল পেনশন কভারেজের কথা ঘোষণা করেছিলেন। নতুন বিল এনে সেই ঘোষণাকেই বাস্তবে রূপদান করতে চায় কেন্দ্র।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর নরেন্দ্র মোদি সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারিকরণের উপর বিশেষ জোর দিচ্ছে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ এসেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু মোদি সরকার কোন কথাতেই কর্ণপাত করেনি। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকেও টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ করে মোদি সরকারের ঘরে এসেছে ১৮ হাজার কোটি টাকা। যদিও আর্থিক বিশেষজ্ঞরা অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, মোদি সরকার যেভাবে লাভজনক সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে তা যথেষ্ট উদ্বেগের। আগামী দিনে এর জন্য গোটা দেশকে মাসুল চোকাতে হতে পারে।

]]>