privatized – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 02 Dec 2021 18:04:00 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png privatized – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Indian Railway: কোন অবস্থাতেই রেল বেসরকারিকরণ হবে না জানালেন রেলমন্ত্রী https://ekolkata24.com/uncategorized/indian-railway-under-no-circumstances-will-the-railways-be-privatized-said-the-railway-minister Thu, 02 Dec 2021 18:04:00 +0000 https://ekolkata24.com/?p=13258 News Desk, New Delhi: সম্প্রতি গোটা দেশে ১৫০টি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্তের জেরে গোটা দেশেই প্রশ্ন উঠেছিল আগামী দিনে রেলকে (Indian Railway)  কি বেসরকারি হাতেই তুলে দেওয়া হবে? বৃহস্পতিবার সন্ধ্যায় এই মানুষের এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিষ্কার জানালেন কোন অবস্থাতেই রেলকে বেসরকারিকরণ করা হবে না।

এদিন একটি অনুষ্ঠানে রেল মন্ত্রী বলেন রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনাই নেই সরকারের কারণ একটি জটিল অবস্থা ভবিষ্যতেও রেলকে বেসরকারিকরণ করা হবে তাও নয়। এর আগেও রেল মন্ত্রী থাকাকালীন পীযূষ গোয়েল এর সঙ্গে একই কথা বলেছিলেন। সে সময় জানিয়েছিলেন রেলে বেসরকারি বিনিয়োগকে সরকার স্বাগত জানাবে তার কারণ বেসরকারি বিনিয়োগ হলে পরিষেবার উন্নতি হবে। বেসরকারি ও সরকারি বিনিয়োগ কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের পথে চলবে।

অন্যদিকে ফির একবার রেল কর্মীদের মানবিকতার মুখ দেখল গোটা দেশ। রেল কর্মীদের তৎপরতায় বুধবার রাতে ট্রেনের মধ্যে সন্তান প্রসব করলেন একজন যাত্রী। এই ঘুমাবো ঘটনাটি ঘটেছে আহমদ অসম এক্সপ্রেসে’। রিনা কুমারী নামে আসন্নপ্রসবা ওই মহিলার জন্য এক্সপ্রেসকে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। ওই তরুণী রেলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের সহায়তায় রেলের মধ্যেই তারা সন্তানের জন্ম দেন।

উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে বুধবার রাত 1 টা 10 মিনিট নাগাদ নিউ বঙ্গাইগাও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ওঠেন স্বাস্থ্যকর্মীরা 279 নম্বর আসামি ছিলেন সেখানেই তার প্রসবের পর রেলের চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ট্রেনটিকে নিউ বঙ্গাইগাও স্টেশনে দাঁড়িয়ে রেখে করান মা ও শিশু দুজনেই ভালো আছেন।

]]>