তৃতীয় বাছাই সিন্ধু, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিম ইউজিনকের বিরুদ্ধে এক ঘন্টা ছয় মিনিটের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি
লড়াইতে 14-21 21-19 21-14 হারাতে রীতিমতো ঘাম ঝাড়াতে হয়েছিল। সিন্ধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিম ইউজিনকে ২-১ গেমে হারিয়ে টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন।
শুক্রবার বালিতে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000 টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে জয়ের সুবাদে 27 নভেম্বর সেমিফাইনালে পিভি সিন্ধু দ্বিতীয় বাছাই থাইল্যান্ডের রাতচানোক ইন্তানোনের মুখোমুখি হবেন।
অন্যদিকে, চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজের ভারতীয় পুরুষ জুটি ইন্দোনেশিয়ান ওপেনের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। মালেয়শিয়ান পুরুষ জুটি গোহ সেজে ফেই-নূর ইজাজউদ্দিনকে শেষ আটের লড়াইতে 21-19, 21-19-এ পরাজিত করেছে।
এদিকে, ইন্দোনেশিয়ান ওপেনের সুপার ৯২’তে সাই প্রণীথ ভাল দৌড়ের শেষে কোয়ার্টার ফাইনালে 2020 টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে 12-21, 8-21 হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে
গিয়েছেন।
এই সপ্তাহের শুরুতে ভারতীয় শাটলার পিভি সিন্ধু ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্ট ডিসেম্বরের 1 – 5 ডিসেম্বরের আয়োজিত হবে।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধু ৩৭ মিনিটের লড়াইতে বিশ্বের 26 নম্বর ইভন লি’র বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে 21-12, 21-18 জিততে খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি। লির বিরুদ্ধে প্রথমবারের মতো বিশ্বের 7 নম্বর র্যাঙ্কিং’এ থাকা সিন্ধু শুরু থেকেই ম্যাচের রাশ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলেন। শাটলিং কোটে সিন্ধুর আধিপত্য এমন ছিল যে দুইবারের অলিম্পিক পদক বিজয়ী প্রথম গেম সহজে নিয়েছিলেন, টানা সাত পয়েন্টে জিতে।
ইভন লি দ্বিতীয় গেমে দুরন্ত ছন্দে ফিরে এসেছিলেন এবং আরও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। কিন্তু ভারতীয় শাটলার পিভি সিন্ধু আত্মবিশ্বাসের সঙ্গে অটল ছিলেন এবং জার্মান শাটলার লি’কে তার ওপর ম্যাচে ডমিনেট করারা সুবিধা পেতে দেননি।
সিন্ধু কোয়ার্টার ফাইনালে স্প্যানিয়ার্ড বিট্রিজ কোরালেস এবং দক্ষিণ কোরিয়ার সিম ইউজিনের মধ্যে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ের বিজয়ী যে হবে তার বিরুদ্ধে লড়াই করবে।
]]>দুইবারের অলিম্পিক পদক বিজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু বুধবার চলতি ইন্দোনেশিয়া ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন কোর্টে 70 মিনিটের খেলায় জাপানের আয়া ওহোরিকে পরাজিত করে।
GREAT START
Reigning world champion @Pvsindhu1 moved into the pre quarters after an roaring victory over
's Aya Ohori 17-21, 21-17, 21-17 in the R32 at #IndonesiaOpen2021
: Badminton Photo#IndiaontheRise#Badminton pic.twitter.com/ERpfqret7Y
— BAI Media (@BAI_Media) November 24, 2021
সিন্ধু প্রথম গেমে হেরে গিয়েছিলেন 17-21। কিন্তু পরের দুটি গেমে সিন্ধু বাউন্সব্যাক করেন, ফলাফল 21-17, 21-17। দুরন্ত কামব্যাকের জোরে ভারতীয় শাটলার পিভি সিন্ধু ম্যাচে জয়ী হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ইতিমধ্যেই ধ্রুব কপিলা এবং এন সিকি রেড্ডির মিক্সড ডাবলস জুটি 21-12, 21-7’এ জাপানি জুটি কিয়োহেই ইয়ামাশিতা এবং নারু শিনোয়ার কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে টুর্নামেন্টে সাই প্রণীথ বি ফ্রান্সের টোমা জুনিয়র পপোভের বিরুদ্ধে খেলবেন এবং কিদাম্বি শ্রীকান্ত এইচএস প্রণয়ের বিপক্ষে খেলবেন।
]]>ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে ২১-১৯, ২১-৯ সোজা গেমে জয়লাভ করেন সিন্ধু। বৃহস্পতিবার রাতে মাত্র 37 মিনিটের মধ্যে সিন্ধু ডেনমার্কের শাটলারের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। ভারতীয় শাটলার পিভি সিন্ধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থাইল্যান্ডের অষ্টম বাছাই বুসানান ওংবামরুংফানের মুখোমুখি হবে, আগামী শুক্রবার।
গত সপ্তাহে ডেনমার্ক ওপেনে বুসানানকে হারিয়েছিলেন সিন্ধু। পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি পঞ্চম বাছাই জুটি, এছাড়াও এমআর অর্জুন এবং ধ্রুব কপিলাকে ১৫-২১, ২১-১০, ২১-১৯’এ সর্বভারতীয় লড়াইয়ে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই জুটি পরবর্তীতে চতুর্থ বাছাই মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং সোহ উই ইকের মুখোমুখি হবে।
পুরুষদের সিঙ্গলসে ভারতীয় শাটলার সৌরভ ভার্মা দ্বিতীয় রাউন্ডে জাপানের কেনতা নিশিমোতোর কাছে ১২-২১, ৯-২১ গেমে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার, তরুণ শাটলার লক্ষ্য সেন সুপার ৭৫০ ইভেন্টের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের লোহ কেন ইউ-এর বিরুদ্ধে স্বস্তিদায়ক জয়ের মাধ্যমে টুর্নামেন্টে অভিযান শুরু করেছেন।
]]>
ভবিষ্যৎ প্রজন্মকে তৈরির লক্ষ্য নিয়ে কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি চালু করতে চলেছেন পিভি সিন্ধু। একসময়ের ‘শিক্ষাগুরু’ গোপীচাঁদের অ্যাকাডেমির ধাঁচেই অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে তৈরি হবে সিন্ধুর অ্যাকাডেমি। সিন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’
আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
টোকিও থেকে ফিরে তিরুমালা মন্দিরে পুজো দিয়েছেন তারকা শাটলার সিন্ধু। পুজো দিয়ে জানিয়েছেন, “প্রতিবছর প্রভু বালাজির আশীর্বাদ নিতে একবার করে তিরুমালায় আসি আমি। নিজের খেলাতে আরও উন্নতি করতে চাই। ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়ে নিজের সেরাটা উজাড় করে দেব পদক নিশ্চিত করতে। হাতে কিছুটা সময় আছে। মুহূর্তটা আমি উপভোগ করছি।’
টোকিওতে ইতিহাস গড়ার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন এই শাটলার। অন্ধ্রপ্রদেশ সরকার তাঁকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। বিসিসিআই-এর পক্ষ থেকে সিন্ধুর জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থাও ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।
]]>চলতি সপ্তাহের রবিবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে চিনের হি জিংবিয়াও’কে স্ট্রেট সেটে পরাস্ত করেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ২১-১৩, ২১-১৫। সবমিলিয়ে চলতি অলিম্পিকে ভারতের পদক সংখ্যা আনুষ্ঠানিকভাবে দুইয়ে গিয়ে পৌঁছল। ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো জয়ের পর, ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। বক্সিংয়ে নিশ্চিত হয়ে রয়েছে লভলিনা বড়গোহাঁইয়ের পদক। এবারের অলিম্পিক্স থেকে তিনটি পদক নিশ্চিত ভারতের। আর কোনও পদক আসে কি না সেই দিকে নজর থাকবে দেশবাসীর।
সেমিফাইনালে হারের পর টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দেন ভারতীয় শাটলার। প্রথম গেমের শুরু থেকেই এগোতে থাকেন পুলেল্লা গোপীচাঁদের প্রাক্তন ছাত্রী। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-২ ফলাফলে এগিয়ে যান পিভি সিন্ধু। তবে দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেন বিংজিয়ায়ো। যদিও তা কাজে আসেনি। উচ্চতা কাজে লাগিয়ে কোর্টে নিজে বেশি না দৌড়ে চিনের প্রতিপক্ষকে দৌড় করালেন সিন্ধু।
২০১৬ সালের রিও অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন পিভি সিন্ধু। যদিও সেই ম্যাচে তাঁকে হারতে হয়েছিল বিশ্বের তৎকালীন এক নম্বর ক্যারোলিনা মারিনের কাছে। ফলে সেবার তাঁকে রূপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চলতি অলিম্পিকেও সেমিফাইনালে হেরে যান ভারতীয় শাটলার। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ জিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস রচনা করলেন পিভি। প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক থেকে দুটি পদক জিতলেন তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার ব্যক্তিগত ইভেন্টে দুইবার পোডিয়ামে ওঠার সুযোগ পেলেন সিন্ধু। তাঁর আগে ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে দুটি পদক জিতেছিলেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের কুস্তি ইভেন্ট থেকে রূপো জিতেছিলেন এই ভারতীয়।
অন্যদিকে, বিশ্বের চতুর্থ অ্যাথলিট হিসেবে পরপর দুটি অলিম্পিকের ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক জিতলেন পিভি সিন্ধু। দক্ষিণ কোরিয়ার বাং সু-হিয়ুন ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে রূপো জিতেছিলেন। পরের বার আটলান্টা অলিম্পিকে জেতেন সোনা। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সোনা জেতা চিনা শাটলার জাং নিং ২০০৮ সালের বেজিং অলিম্পিকে দ্বিতীয় হয়েছিলেন। ১৯৯২ সালের অলিম্পিকে সোনা জেতা ইন্দোনেশিয়ার সুসি সুসান্তি চার বছর পর ব্রোঞ্জ জিতেছিলেন। এবার চতুর্থ শাটলার হিসেবে পরপর দুটি পদক নিয়ে ইতিহাসে নাম লেখালেন সিন্ধু।
]]>