Rahul Dravid – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 07 Jan 2022 09:14:53 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Rahul Dravid – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Virat Kohli: বিরাট কোহলির চোট নিয়ে মুখ খুললেন হেডকোচ দ্রাবিড় https://ekolkata24.com/sports-news/rahul-dravid-on-virat-kohlis-injury Fri, 07 Jan 2022 09:10:51 +0000 https://ekolkata24.com/?p=18285 চোটের কারণে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে ছিটকে যান বিরাট কোহলি।(Virat Kohli)৷ টেস্ট ম্যাচ শুরুর সকালে কোহলি কোহলি পিঠের উপরের অংশে খিঁচুনি অনুভব করেন। তড়িঘড়ি ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল এবং বিরাট কোহলির জায়গাতে প্রথম একাদশে আসে হনুমা বিহারি।

জোবার্গে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ ড্র অবস্থায়। ভারত সেঞ্চুরিয়নে ‘বক্সি ডে’ টেস্ট ম্যাচ ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছিল।কিন্তু ওয়ান্ডারার্সে হেরে যায় প্রোটিয়াদের কাছে।

টিম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্টে হারের পর ভক্তরা অবিলম্বে বিরাট কোহলির দলে ফেরার দাবি জানাচ্ছে। এই প্রসঙ্গে হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, বিরাট কোহলিকে কেপটাউনে খেলতে দেখা যাবে এমন আশা রয়েছে, কারণ আমি তার সাথে কিছু থ্রো ডাউন অনুশীলন করেছি এবং এখন মনে হচ্ছে সে ফিট এবং শীঘ্রই মাঠে দেখা যাবে।

এশিয়া মহাদেশের টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে একমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০২১-২২ দক্ষিণ আফ্রিকা সফরে এসে প্রোটিয়াদের অভেদ্য দূর্গ বলে পরিচিত সেঞ্চুরিয়নে ডিন এলগারদের ধুলো মাখিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিন দেশের নামে। ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয় এখনও অধরা। তাই কেপটাউনের,নিউল্যান্ডসে ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচে দেশের ক্রিকেট ভক্তরা কোহলি বিরাট বিক্রম দেখতে চাইছে।

]]>
পন্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হেডকোচ দ্রাবিড়ের https://ekolkata24.com/sports-news/head-coach-dravids-explosive-remarks-about-panth Fri, 07 Jan 2022 07:04:47 +0000 https://ekolkata24.com/?p=18259 জোবার্গে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন বলে শূন্য রানে ভুল শট খেলে আউট হতেই ঋষভ পন্থের ব্যাটিং এবং পন্থের ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ঋষভ পন্থের আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছেন ঠিকই, সঙ্গে এটাও বলেছেন যে আমরা অবশ্যই তার শট নির্বাচন নিয়ে ওর সাথে কথা বলব। রাহুল বলেন, কোন সময়ে কী ধরনের শট খেলতে হবে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে।

ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কাগিসো রাবাদার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টায় পন্থ স্টেপ আউট করে বিগ শট মারতে গিয়ে প্রোটিয়া উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ওই সময় প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ধারাভাষ্য করছিলেন। গাভাস্কার ঋষভ পন্থের খোঁচা (এজড)দিয়ে ক্যাচ নিয়ে বলেছিলেন যে ওই শটের জন্য কোনও অজুহাত নেই।

ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে রাহুল দ্রাবিড়ের বিস্ফোরক মন্তব্য, “তবে হ্যাঁ, অবশ্যই এখন সময় এসেছে যখন আমরা তার সাথে কিছু স্তরের কথোপকথন করতে হবে, ইস্যু একটাই এই ধরনের শট কখন খেলা উচিত”। পন্থকে এমনটা মোটেও বলা হবে না যে তিনি আক্রমণাত্মক স্টাইলে ব্যাট করবেন না, শুধু ওকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শিখতে হবে।

জোহানেসবার্গে হারের পর টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, “আমরা জানি যে ঋষভ ইতিবাচকভাবে খেলে এবং সে একটি বিশেষ উপায়ে খেলে এবং এটি তাকে কিছুটা সাফল্য দিয়েছে।” দ্রাবিড় বলেন,আমরা সকলেই জানি ঋষভ পন্থ একজন পজিটিভ ক্রিকেটার এবং পন্থ যেকোন সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।পন্থ এখনও শিক্ষানবিশ এবং সময়ের সঙ্গে পন্থ আরও ভাল ক্রিকেটার হয়ে উঠবে।

]]>
Rahul Dravid: ক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ ‘দ্য ওয়াল’ https://ekolkata24.com/sports-news/rahul-dravid-praised-captain-kohli Sat, 25 Dec 2021 17:47:12 +0000 https://ekolkata24.com/?p=16221 Sports desk: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ২৬ ডিসেম্বর (বক্সিং ডে টেস্ট) খেলা হবে। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ শুরুর আগে অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid )। দুর্দান্ত খেলোয়াড়ের তালিকায় কোহলিকে রেখেছেন দ্রাবিড়।

বিসিসিআই’র শেয়ার করা টুইট ভিডিওতে হেডকোচ দ্রাবিড় ক্যাপ্টেন কোহলির প্রশংসা করতে গিয়ে বলেন, কোহলি গত ১০ বছরে ভারতীয় দলের হয়ে যে পারফরম্যান্স করেছেন তা বিস্ময়কর। কোহলি শুধুমাত্র দলকে শক্তি যোগাননি বরং দলে সূক্ষ্ম সংস্কৃতিও এনেছেন, যা দলের পুরো পরিবেশ বদলে দিয়েছে। খেলোয়াড় হিসেবে সে অনেক পরিণত হয়েছে। দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। দ্রাবিড় কোহলির প্রশংসায় বলেন, যখন তার (বিরাট কোহলি) অভিষেক হয়েছিল, আমি দলের সঙ্গে ছিলাম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলা প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, এই দলটি খুব ভালো। দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং।

নিজের ক্রিকেট কেরিয়ার ফ্ল্যাশব্যাক করে দ্রাবিড় বলেন, এই দলের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরিও করেছি। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ২০০৩ বিশ্বকাপের স্মৃতি এখানে জড়িয়ে আছে। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা, এখানে এটি ঘটেছে। আশা করি এই সিরিজে আমরা ভালো করব।

বোর্ডের ওই টুইট ভিডিওতে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, দলের অনেক খেলোয়াড়ের সাথে আমার পুরানো সম্পর্ক রয়েছে, তাই খেলোয়াড়দের সাথে দেখা করতে এবং মিশতে বেশি সময় লাগেনি। খেলোয়াড়রা আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে, আমাদের এখনও অনেক টুর্নামেন্ট খেলতে হবে এবং আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত।

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টিম কম্বিনেশন নিয়ে ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, প্লেয়িং ইলেভেনের ব্যাপারে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তবে সেটা ম্যাচ অনুযায়ী করতে হবে। যা প্রতিটি খেলোয়াড় বোঝেভেজা পিচে দুরন্ত ঘূর্ণির সঙ্গে পিচে ঘাস থাকায় বাড়তি বাউন্স! এমনই পিচের চরিত্র সুপারস্পোর্টস পার্কের। টগবগ করে ফুটছে টিম ইন্ডিয়া, প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে। হেডকোচ রাহুল দ্রাবিড় “মন্ত্রে” প্রোটিয়ার্স বধের ছক কষা চলছে, প্রোটিয়ার্সদের বধ করার ওই গুরুমন্ত্র হল “মানের অনুশীলন এবং ভাল তীব্রতা”।

]]>
Rahul Dravid: টিনেজারের দ্রাবিড়ীয় ‘ক্রাশ’ আজও অমলিন https://ekolkata24.com/sports-news/rahul-dravids-crush-of-teenager-is-still-alive Fri, 03 Dec 2021 18:00:42 +0000 https://ekolkata24x7.com/?p=175 টিংকু মণ্ডল: একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আজকের জেনারেশনের কাছে সবচেয়ে থেকে আকর্ষণীয় বিষয় হল মোবাইল, ইন্টারনেট ও সোশাল মিডিয়ায় নিজের স্ট্যাটাস আপডেট করা৷ এমনকি এই চটকদারিতে পিছিয়ে নেই এখনকার টিনেজাররাও৷ তাদের কাছে সব থেকে প্রিয় বিষয় হল ইন্টারনেট গেম ও একবিংশ শতাব্দী ‘ক্রাশ’ শব্দটিকে তারা তাদের গেমিং সুপার হিরোদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে৷

নব্বইয়ের দশকে ভারতীয়দের কাছে অন্যতম প্রিয় ‘গেম’ হল ক্রিকেট এবং গেমিং ক্রাশ বলতে সেই সময়কার জনপ্রিয় খেলোয়াড়দের নাম৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন রাহুল শরদ দ্রাবিড়৷ তাঁর ব্যক্তিত্ব, লুকস, স্টাইল, ব্যাটিংয়ের ধরন ও স্মার্টনেস সবকিছু নিয়ে তিনি ছিলেন অনবদ্য৷ তাঁর সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করত তা হল, তাঁর নম্রতা ও ভদ্রতা৷ আর সব থেকে বেশি যে জিনিটির প্রতি সব মেয়েরা পাগল ছিল, তা হল স্মাইল৷

রাহুল দ্রাবিড় সে সময় শুধুমাত্র অষ্টাদশী মহিলাদেরই নয়, মন জয় করে ছিলেন টিনেজারদেরও৷ সেই সময় নেটদুনিয়া ও সোশাল মিডিয়ায় এখনকার মতো আড়ম্বর ছিল না৷ তাই, সেই জেনারেশনের কাছে একটা দু’ টাকা দামের পোস্টকার্ডই ছিল অনেক বেশি দামি৷ শুধু পোস্ট কার্ডই নয়, যে কোনও ক্রিকেটবুক থেকে পাওয়া ছবি এমনকি পেপার কাটিংয়ের চল ছিল প্রচুর৷ পেপসির বোতোলের গায়ে লাগানো ব়্যাপার থেকে শুরু করে পোস্টকার্ড, স্ট্যাম্প সাইজ ফোটো সবকিছুকেই ডায়েরিতে স্মৃতি হিসেবে সংগ্রহ করে রাখা ছিল টিনেজারদের কাছে অনেকবেশি গুরুত্বপূর্ণ৷

তখন ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুটি ছিল অনবদ্য৷ ১৯৯৯ সালের ২৬ মে, টনটনে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আক্রমণাত্মক ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই দুই তরুণ তুর্কি৷ ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার তিনশোর পার্টনারশিপের রেকর্ড গড়েছিলেন রাহুল ও সৌরভ৷ ম্যাচে দ্রাবিড় মাত্র ১২০ বলে একটি ছক্কা ও ১৭টি বাউন্ডারি হাঁকিয়ে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন৷ যা ছিল ‘দ্য ওয়াল’-এর স্বভাববিরুদ্ধ৷ সৌরভ-রাহুলের এই পার্টনারশিপ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণময় মুহূর্ত হিসেবে লেখা হয়েছে৷ সৌরভ বাঙালি হিসেবে আমাদের মনে এক আলদা জায়গা করে নিয়েছিলেন৷ কিন্তু প্রচুর বাঙালি টিনেজার থেকে শুরু করে বয়স্ক ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছিলেন দ্রাবিড়৷

নিজের ড্যাশিং পার্সোনালিটি দিয়ে টিনেজারদের স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন রাহুল৷ সেই সময় এখনকার মতো সারা বছর ধরে ক্রিকেটেদর দাপাদাপি ছিল না৷ ছিল না টি-২০ বা আইপিএল-এর মতো জনপ্রিয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ৷ ফলে সে সময় ভারতীয় দলের খেলা মানেই সবার মনে আলাদা উদ্বেগ থাকত৷ বাংলা মিডিয়াম স্কুলের পরীক্ষার সময় টিভি-তে ভারত-পাক ম্যাচ থাকলেও তা যেন কিছুতেই মিস করা যেত না৷ তখন অংক পরীক্ষার যোগ-বিয়োগ, গুণ-ভাগকে দূরে সরিয়ে রেখে বাইশ গজে কোনও খেলোয়াড় কত রান করল বা কোন দল কত উইকেট হারাল তা জেনে ওঠাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আর এই হিসেব থেকে বাদ পড়তেন না দ্রাবিড় নিজেও৷

টিভি-র ওপারে রাহুলের রানের যোগ-বিয়োগ হিসেব করতে বসতেন টিভি-র এপারে থাকা ক্রিকেটপ্রেমীরা৷ তখনকার টিনেজারের কাছে রাহুলের জনপ্রিয়তা আজও বিদ্যমান৷ সেদিনের টিনেজার আজ মাঝ বয়সি মহিলা হয়ে উঠলেও পঞ্চাশ ছুঁই ছুঁই দ্রাবিড়ের প্রেমে মশগুল৷ সদ্য ভারতীয় দলের কোচ হয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া দ্রাবিড় দু’দশক আগের সেই প্রেমকেই যেন আবার প্রাণবন্ত করে তুললেন৷ ক্রিকেটের ‘দ্য জেন্টেলম্যান’ আজও তাঁর ফ্যানদের মনের মণিকোঠায় জায়গা ধরে রেখেছেন৷

]]>
Rahul Dravid: কানপুর টেস্টে পিচের চরিত্র মূল্যায়নে হেডকোচ রাহুল দ্রাবিড় https://ekolkata24.com/sports-news/rahul-dravid-evaluated-the-character-of-the-pitch-in-the-kanpur-test Tue, 30 Nov 2021 08:14:28 +0000 https://ekolkata24.com/?p=12852 Sports desk: ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) পঞ্চম তথা শেষ দিনে পিচে প্রাণের অভাব সম্পর্কে কথা বলেছেন যা প্রান্তের জন্য ফিল্ডারদের খুঁজে পাওয়া কঠিন করে তুলেছিল। রাহুল দ্রাবিড় ৫ দিনের পিচটিকে “বেশ প্রতিক্রিয়াহীন” বলে অভিহিত করেছেন এবং তার বোলারদের, বিশেষ করে স্পিনারদের প্রশংসা করেছেন, একটি দুর্দান্ত লড়াই করার জন্য যা প্রায় ফলাফল তৈরি করেছিল।

প্রথম টেস্ট শেষে ভার্চুয়াল প্রেস মিটে রাহুল দ্রাবিড় বলেছেন, “আমরা দুর্দান্ত দৃঢ়তা এবং লড়াইয়ের মনোভাব দেখিয়েছিলাম এবং সেই চূড়ান্ত সেশনে সত্যিই কঠোর পরিশ্রম করেছি। পঞ্চম দিনে এটি বেশ প্রতিক্রিয়াশীল পিচ ছিল এবং লাঞ্চের পরে আটটি উইকেট নেওয়ার সত্যিই ভাল প্রচেষ্টা ছিল, সেই সেশনে তিনটি এবং শেষ সেশনে পাঁচটি।”

কানপুরের পিচের চরিত্রের মূল্যায়নে রাহুল দ্রাবিড় যুক্তি দিয়ে বলেছেন, “এটি এমনভাবে অনুভব করেছে যে লোকদের আউট করার, বোল্ড করা বা এলবিডব্লিউ হওয়ার একটাই উপায়, সম্ভবত শেষ সেশনে দুটো। তা সত্ত্বেও আমরা শেষ দিনে নয় উইকেট উইকেট তুলতে সক্ষম হয়েছি। এটা কঠিন ছিল এবং আমরা কানপুরে এটা কঠিন হবে বলে আশা করেছিলাম। আমি এখানে খেলেছি এবং আমি জানি উইকেট কঠিন হতে পারে।”

দ্রাবিড়ের ব্যাখ্যা কীভাবে পিচগুলিতে ফাটলগুলি সাধারণত ভারতে শেষ দিনে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে এবং কীভাবে শীতের মরসুম সেই ঘটনাটিকে প্রভাবিত করতে পারে।

ঠিক এই জায়গাতে দ্রাবিড় গুরুত্বপূর্ণ শীতের মরসুমে পিচের চরিত্র নিয়ে বলেছেন, “সাধারণত পঞ্চম দিনে, আপনার একটু বেশি সাহায্য পাওয়া উচিত এবং ফাটলগুলিকে একটু প্রশস্ত করার জন্য, আমি জানি না, সম্ভবত এটি শীতকাল এবং তাই (ফাটল খোলেনি)।”

দ্রাবিড় আশ্চর্যজনকভাবে দেখেছিলেন যে শেষ দিনের পিচে টার্ন এবং বাউন্সের দিক থেকে খুব কমই কিছু দেওয়ার মতো ছিল কারণ বল প্রায়শই স্লিপ কর্ডনে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল।

দ্রাবিড়ের কথায়,”গ্রীন পার্কের পিচ কম এবং ধীরগতির ছিল এবং সম্ভবত এতটা বাউন্স ছিল না বা একটা টার্ন ছিল না। সম্ভবত, আপনি পাঁচ দিনের মধ্যে ভারতীয় পরিস্থিতিতে পঞ্চম দিনে একটু বেশি পরিধান এবং টিয়ার আশা করছেন। এই ধরনের কামড় আছে বলে মনে হয় না।”

টেস্ট ম্যাচের শেষ দিনে ভারতে পিচ কীভাবে খারাপ হয় তার স্বাভাবিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন তিনি। তার মতে, বাউন্সের অভাবের কারণে বাইরের প্রান্তটি “কার্যতই বাতিল” হয়েছিল।

রাহুল দ্রাবিড় আরও বলেছেন, “সাধারণত, ভারতে পঞ্চম দিনে, স্পিনাররা উভয় প্রান্তকে চ্যালেঞ্জ করতে পারে, ভিতরে এবং বাইরে। আপনি জানেন যে আপনি ভিতরের প্রান্তে লোকদের পরাজিত করতে পারেন এবং এলবিডব্লু পেতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে, এই খেলায়, বাইরের প্রান্তটি কার্যত বাতিল করা হয়েছিল।”
কানপুরের একটি কঠিন পিচ হওয়া সত্ত্বেও দ্রাবিড় ভারতের বোলারদের অসামান্য দৃঢ়তা এবং দৃঢ় সংকল্পকে স্বীকার করেছেন। কারণ তারা দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের নয় উইকেট নিয়ে শেষ করেছে।

]]>
T20I series: রোহিত শর্মাকে থ্রোডাউন দিলেন রাহুল দ্রাবিড় https://ekolkata24.com/sports-news/rahul-dravid-throws-down-rohit-sharma-in-the-net-against-jaipur-t20i Tue, 16 Nov 2021 17:08:05 +0000 https://ekolkata24.com/?p=11565 Sports desk: বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়পুরের সোহাই মানসিংহ স্টেডিয়ামে। তার আগে মঙ্গলবার রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। টিম ইন্ডিয়ার নব নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড়কে এদিন ‘থ্রোডাউন বিশেষজ্ঞ’ হিসেবে দেখা গেল।

বিসিসিআই ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ ক্যাপশন দিয়েছে। “নতুন ভূমিকা.নতুন চ্যালেঞ্জ. নতুন সূচনা. উৎসাহ এখন ওপরের দিকে
#TeamIndia T20I অধিনায়ক @rohitsharma45 এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের অফিসে গতকাল 1 দিনে শক্তি বেশি ছিল।”

rohit-sharma

ভিডিওতে দ্রাবিড়কে থ্রোডাউনে দিতে দেখা যায়, এবং রোহিত নেটে তার কয়েকটি ট্রেডমার্ক ড্রাইভ খেলছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভারতীয় দলের ভক্ত ও অনুগামীদের নজর কেড়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও, ভারত এবং নিউজিল্যান্ড কানপুর এবং মুম্বইতে দুটি টেস্ট খেলবে।

রোহিত শর্মা টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন এবং কেএল রাহুল তার ডেপুটি হবেন। বিরাট কোহলি গ্রীন পার্ক স্টেডিয়ামে প্রথম টেস্ট মিস করবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের সাথে টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে।

অজিঙ্কা রাহানে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এবং চেতেশ্বর পূজারাকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে দলকে নেতৃত্ব দেবেন।

<

p style=”text-align: justify;”>এদিকে, টিম সাউদি ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের সময় ব্ল্যাক ক্যাপদের অধিনায়কত্ব করবেন। কারণ নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে টেস্ট সিরিজে ফিরে আসবেন।

]]>
রাহুল দ্রাবিড়ের কাছ থেকে শেখার দারুণ সুযোগ: সহ অধিনায়ক কেএল রাহুল https://ekolkata24.com/sports-news/great-opportunity-to-learn-from-rahul-dravid-co-captain-kl-rahul Mon, 15 Nov 2021 17:13:14 +0000 https://ekolkata24.com/?p=11426 Sports desk: ভারতের নতুন টি-টোয়েন্টি ক্রিকেট দলের সহ-অধিনায়ক কেএল রাহুল সম্প্রতি নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে রয়েছেন। ২৯ বছর বয়সী কেএল রাহুল বলেছেন যে দলের সবাই দ্রাবিড়ের মর্যাদা সম্পর্কে সচেতন, “সে কত বড় নাম” এবং খেলার প্রতি তার বোঝাপড়া এবং দৃষ্টিভঙ্গিকে সম্মান করে।

জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দুই দিন আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে কেএল রাহুলের মন্তব্য এসেছে। কর্ণাটকের ব্যাটসম্যান তার রাজ্য ক্রিকেট দল এবং ভারত ‘এ’ দলে খেলার সময়ে দ্রাবিড়ের অবদানের কথা স্মরণ করে বলেছেন,”দেখো, অনেকদিন ধরে ওকে চেনার সৌভাগ্য আমার হয়েছে। একজন যুবক হিসাবে, আমি তার মস্তিষ্ক বোঝার চেষ্টা করেছি। কর্ণাটকের দলে থাকার সময়ে তিনি আমাদের সকলের জন্য খুব সাহায্যকারী ছিলেন। তিনি সারা দেশে ছেলেদের সাহায্য করেছেন, সেই সেটআপের একটি অংশ হিসাবে তাকে এখানে আমাদের সঙ্গে থাকলে আমাদের শেখার সুযোগ তৈরি হবে। আমরা সকলেই জানি রাহুল দ্রাবিড় কত বড় নাম, আমাদের কাছে তার কাছ থেকে শেখার এবং ক্রিকেটার হিসাবে আরও ভাল হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। যখন কোচিংয়ের কথা আসে, আমি ইন্ডিয়া ‘এ’ সেটআপের সাথে কয়েকটি গেম খেলেছি, তিনি এমন একজন যাঁর খেলা সম্পর্কে ভাল ধারণা রয়েছে এবং এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে প্রত্যেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি সবসময়ই একজন দলের (টিম ম্যান) মানুষ।”

Co-captain KL Rahul

আগামী ১৭ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টি টোয়েন্টি ম্যাচ এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নব নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড় (আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর) টিম ইন্ডিয়ায় নিজের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন জয়পুরের মাটি থেকে।

<

p style=”text-align: justify;”>ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ হিসেবে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যোগ দিয়েছে বিক্রম রাঠৌর, পরস মামরে এবং টি দিলীপ।

]]>
Rahul Dravid: টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি: নব নিযুক্ত হেড কোচ https://ekolkata24.com/sports-news/looking-forward-to-working-with-team-india-rahul-dravid Wed, 03 Nov 2021 16:58:32 +0000 https://www.ekolkata24.com/?p=10204 Sports Desk: বুধবার সুলক্ষনা নায়েক এবং আরপি সিং’কে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি কিংবদন্তী ক্রিকেটার ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার (সিনিয়র পুরুষ) হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ থেকে দায়িত্ব নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই টিম ইন্ডিয়ার সিনিয়র দলের(পুরুষ বিভাগ) হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করার পরেই ভারতের নব নিযুক্ত হেড কোচ রাহুল দ্রাবিড় নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, “ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়া একটি পরম সম্মানের এবং আমি সত্যিই এই ভূমিকার জন্য অপেক্ষা করছি। শাস্ত্রীর অধীনে, দল খুব ভাল করেছে, এবং আমি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের সাথে কাজ করার আশা করি। NCA, U19 এবং ভারত ‘A’ সেটআপে বেশিরভাগ ছেলেদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার পরে, আমি জানি তাদের প্রতিদিন উন্নতি করার আবেগ এবং ইচ্ছেশক্তি আছে। আগামী দুই বছরে কিছু মার্কি মাল্টি-টিম ইভেন্ট রয়েছে এবং আমি আমাদের সম্ভাবনা অর্জনের জন্য খেলোয়াড় এবং সার্পোট স্টাফদের সাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।”

নিউজিল্যান্ড ভারত সফরে তিনটে টি-২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ১৭ নভেম্বর জয়পুর, ১৯ নভেম্বর রাঁচি এবং কলকাতায় ২১ নভেম্বর তৃতীয় টি-২০ ম্যাচ সিডিউল রয়েছে। দুটি টেস্ট হবে কানপুর২৫-২৯ নভেম্বর এবং মুম্বই’এ ৩-৭ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট। এই সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে ‘দ্য ওয়ালকে’ (রাহুল দ্রাবিড়) কাজ করতে দেখা যাবে।

]]>
Rahul Dravid : টিম ইন্ডিয়ার হেড কোচ হলেন রাহুল দ্রাবিড় https://ekolkata24.com/sports-news/rahul-dravid-is-the-head-coach-of-team-india Wed, 03 Nov 2021 16:22:59 +0000 https://www.ekolkata24.com/?p=10200 Sports Desk: সুলক্ষনা নায়েক এবং আরপি সিং’কে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি বুধবার সর্বসম্মতিক্রমে কিংবদন্তী ক্রিকেটার ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার (সিনিয়র পুরুষ) হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ থেকে দায়িত্ব নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

নিউজিল্যান্ড ভারত সফরে তিনটে টি-২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ১৭ নভেম্বর জয়পুর, ১৯ নভেম্বর রাঁচি এবং কলকাতায় ২১ নভেম্বর তৃতীয় টি-২০ ম্যাচ সিডিউল রয়েছে। দুটি টেস্ট হবে কানপুর২৫-২৯ নভেম্বর এবং মুম্বই’এ ৩-৭ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট।

বিসিসিআই ২৬ অক্টোবর রবি শাস্ত্রীর উত্তরসূরি নিয়োগের জন্য বিঞ্জপ্তি জারি করেছিল। প্রসঙ্গত, চলতি আইসিসিটি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বর্তমান টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর কাজের মেয়াদ শেষ হবে।
ভারতীয় বোর্ড রবি শাস্ত্রী (প্রাক্তন টিম ডিরেক্টর ও হেড কোচ), বি. অরুণ (বোলিং কোচ), আর. শ্রীধর (ফিল্ডিং কোচ) এবং বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ) সফল মেয়াদের জন্য অভিনন্দন জানিয়েছে। শাস্ত্রীর অধীনে, ভারতীয় ক্রিকেট দল একটি সাহসী এবং নির্ভীকভাবে

হোম এবং অ্যাওয়ে উভয় পরিস্থিতিতেই কৃতিত্বপূর্ণভাবে পারফর্ম করেছে। ভারত টেস্ট ফর্ম্যাটে শীর্ষ অবস্থানে উঠেছিল এবং ইংল্যান্ডে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল।

ভারত অস্ট্রেলিয়ায় (২০১৮-১৯) টেস্ট সিরিজ জিতে প্রথম এশিয় দল হয়ে ওঠে এবং ২০২০-২১ সালে আরেকটি সিরিজ জয় করে। ভারত প্রথম দল যারা একটি দ্বিপাক্ষিক সিরিজে ৫ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল, নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে উড়িয়ে। শাস্ত্রী এবং তার দলের নির্দেশনায় ভারত ঘরের মাঠে তাদের ৭ টি টেস্ট সিরিজ জিতেছে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “বিসিসিআই ভারতের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে স্বাগত জানায়। রাহুলের একটি খ্যাতিমান খেলার কেরিয়ার ছিল এবং তিনি গেমের অন্যতম সেরা। তিনি জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান হিসেবেও ভারতীয় ক্রিকেটের দায়িত্ব পালন করেছেন। এনসিএ’তে রাহুলের প্রচেষ্টায় বেশ কিছু তরুণ ক্রিকেট প্রতিভাকে লালন করেছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছে। আমি আশাবাদী যে তার নতুন কার্যকাল ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “রাহুল দ্রাবিড়ের চেয়ে ভাল আর কেউ নেই এবং তাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে দেখে আমি আনন্দিত। আগামী দুই বছরে দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময়সূচির সাথে, একটি নির্বিঘ্ন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ, এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক এই কাজের জন্য সঠিক ব্যক্তি। এনসিএ’কে অত্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে এবং ভারত অনুর্ধ্ব-১৯ এবং ভারত ‘A’ স্তরে ছেলেদের অগ্রগতি তত্ত্বাবধান করে, আমরা বিশ্বাস করি এটিও একজন কোচ হিসাবে তার জন্য একটি স্বাভাবিক অগ্রগতি। আমার কোনো সন্দেহ নেই যে তার অধীনে ভারতীয় দল সব ফর্ম্যাটেই আধিপত্য বিস্তার করবে। বোর্ড শীঘ্রই অন্যান্য কোচিং স্টাফদের নিয়োগ করবে, যারা যৌথভাবে আমাদের লক্ষ্য অর্জনে প্রধান কোচকে সহায়তা করবে।”

]]>
রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের জন্য একটি ব্লুপ্রিন্ট নিয়ে আসবেন: আকাশ চোপড়া https://ekolkata24.com/sports-news/rahul-dravid-will-bring-a-blueprint-for-indian-cricket-akash-chopra Sat, 30 Oct 2021 14:12:15 +0000 https://www.ekolkata24.com/?p=9741 Sports Desk: ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার আকাশ চোপড়া সম্প্রতি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সম্ভাব্য নিয়োগের বিষয়ে কথা বলেছেন। গত সপ্তাহে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের পদের জন্য আবেদন করেছেন। গুজব রটেছে যে তিনিই (রাহুল দ্রাবিড়) বোর্ডের পছন্দের লোক।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগেই বলেছিল যে তারা দলের জন্য একজন ভারতীয় কোচ নিয়োগ করতে ইচ্ছুক। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে, দ্রাবিড় দীর্ঘ সময়ের জন্য হেড কোচ হিসেবে থাকবেন। তিনি আরও মনে করেন যে ভারতের প্রাক্তন অধিনায়ক একটি প্রক্রিয়া নিয়ে আসবেন এবং সঙ্গে করে নিয়ে আসবেন টিম ইন্ডিয়ার সাফল্যের নীলনকশা।

আকাশ চোপড়া তার ইউটিউব শো ‘সুপার ওভার’এ বলেছেন,”তাহলে, ভারতীয় দলে কী আসবেন রাহুল দ্রাবিড়? আমি মনে করি তিনি একটি প্রক্রিয়া আনবেন। ভারতীয় দল ইতিমধ্যেই বেশ সফল। এটা এমন নয় যে তারা ভালো পারফর্ম করছে না। এই দলটি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার চেয়ে ভালো হয়েছে, এবং ইংল্যান্ডে ইংল্যান্ডকে হারানোর সম্ভাবনাও রয়েছে।”

প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া অত্যন্ত জোরের সঙ্গে দাবি করে বলেছেন, “কিন্তু, রাহুল দ্রাবিড়ের সাথে, আমি আগামী পাঁচ বছরের জন্য একটি নীলনকশা দেখতে পাচ্ছি। তিনি কখনই স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে আসছেন না, তবে তিনি আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য টিম ইন্ডিয়ার জন্য একটি নীলনকশা নিয়ে আসবেন।”

রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব-১৯’র পাশাপাশি জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) এর সাথে জড়িয়ে থেকে তাঁর কাজের জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। চোপড়া মনে করেন, রোহিত শর্মা (সাদা বলের ক্রিকেটে) এবং বিরাট কোহলির (টেস্ট ক্রিকেটে) সঙ্গে দ্রাবিড় জুটিকে দেখাটা আকর্ষণীয় হবে।

আকাশ চোপড়া আত্মবিশ্বাসী ঢঙে বলেছেন ” আমরা ‘R’ এবং ‘R’-এর একটি জুটি দেখতে পাচ্ছি, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা সংক্ষিপ্ত ফর্ম্যাটের জন্য এবং টেস্ট ক্রিকেটে কোহলির সাথে দ্রাবিড়। এটা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। যদি তিনি আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের পদের জন্য আবেদন করেন, অন্যান্য আবেদনগুলিও বিবেচনা করা হবে না। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে অন্য কোন কোচ জিততে পারবেন না।”

]]>
দ্রাবিড়ে মশগুল শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার https://ekolkata24.com/sports-news/aravinda-de-silva-hails-rahul-dravid-for-his-role Sat, 10 Jul 2021 05:02:32 +0000 https://ekolkata24x7.com/?p=561 কলম্বো: রাহুল দ্রাবিড়ের নামটা শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্বক্রিকেটেও সমাদৃত! তিনি রাজি থাকলেই দ্বীপরাষ্ট্র সফরে ভারতের ‘বি’ দলের নয়, অনেক আগেই বিরাট কোহলিদের ‘হেডস্যর’ হতে পারতেন৷ তবে শ্রীলঙ্কা সফরে শিখর ধওয়ানদের কোচ হতে রাজি হয়ে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়, শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য অরবিন্দ ডি’ সিলভা’র প্রশংসা আদায় করে নিল ‘দ্য ওয়াল’৷

১৩ জুলাই থেকে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতে নামছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মারা এই মুহূর্তে ইংল্যান্ডে থাকায় এই সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ান৷ আর এই দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে৷ অতীতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং ভারত-এ দলের কোচিং করালেও প্রথমবার জাতীয় সিনিয়র দলের কোচের ভূমিকা পালন করতে দেখা ‘মিস্টার জেন্টেলম্যান’-কে৷ তবে দ্বীপরাষ্ট্রে ভারত তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে অপমান করেছে বলে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন দ্বীপরাষ্ট্রের বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা৷

তবে প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন না ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য ডি’সিলভা। সিরিজ শুরুর আগেই ধাওয়নদের ‘দ্বিতীয় সারির’ দল বলে বিতর্কি উসকে দিয়েছেন রণতুঙ্গা। আপনি কি প্রাক্তন অধিনায়কের সঙ্গে একমত? এই প্রশ্নের উত্তরে ডি’সিলভা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এইভাবেই ভেঙে ভেঙে দল পাঠানো ভবিষ্যতের রীতি হতে চলেছে। আর ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তি কতটা সবাই জানে।’

শুধু তাই নয়, ভারতীয় দলের এই শক্তির জন্য দ্রাবিড়কেই কৃতিত্ব দিলেন ডি’ সিলভা। তিনি বলেন, ‘সবার আগে রাহুল দ্রাবিড়কে অনূর্ধ্ব-১৯ দলের কোচ করে সব চেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড।ক্রিকেটারদের গড়ে তোলার জন্য দ্রাবিড় এত দিন ধরে করেছে তার ফল এখন ভারতীয় দল পাচ্ছে।’ তবে শ্রীলঙ্কাও তাদের দলকে শক্তিশালী করতে পারত৷ এ প্রসঙ্গে মাহেলা জয়বর্ধনের প্রসঙ্গ তুলে ডি’ সিলভা বলেন, ‘দ্রাবিড়ের মতো আমরাও এক প্রাক্তন ক্রিকেটারকে পেয়েছিলাম, যার হাত ধরে শ্রীলঙ্কা দলও অনেক উন্নতি হতে পারত। জয়বর্ধনেকে অনেক অনুরোধ করা হয়েছিল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলটার দায়িত্ব নিতে। কিন্তু মাহেলাকে আমি কিছুতেই রাজি করাতে পারিনি।’

ডি’সিলভা মনে করেন দ্রাবিড়কে প্রথমে অনূর্ধ্ব-১৯ দলের কোচ করে মাস্টারস্ট্রোক খেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফল এখন পাচ্ছে ভারত। দ্রাবিড়কে ভবিষ্যতে ভারতের দলের কোচ হিসেবে দেখতে চান লঙ্কার এই প্রাক্তন ব্যাটসম্যান৷ দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত৷ মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ৷

]]>